নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ভারতের স্বার্থে সুন্দরবন ধ্বংসের রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ করো।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:১৮

ব্যাপক আগ্রহ উদ্দীপনার মধ্যদিয়ে সমস্ত স্বার্থের উর্ধ্বে ওঠে শুধুমাত্র দেশপ্রেমের তাগিদে বিপন্ন হতে যাওয়া পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষার আলোচনায় যোগ দিয়েছিলেন সর্বস্তরের বিভিন্ন দলের, বিভিন্ন মতাদর্শের বিবেকবান,দেশপ্রেমী বাংলাদেশী জর্জিয়াবাসি। রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে সুন্দরবন আমাদের বাঁচাতেই হবে-এ সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করে অত্যন্ত সফল এ আলোচনা অনুষ্ঠানটি শেষ হয়। বিস্তারিত সংবাদের জন্য পত্রিকার লিংকটি দেখুন।



SOS Save Our Sundarbans

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:২৫

মনিরা সুলতানা বলেছেন: আরিফ মাহমুদ তাঁর বক্তব্যে রামপাল বিদ্যুৎ প্রকল্পের ভয়াবহ ক্ষতির নানান দিক সমূহ উল্লেখ করে বিভিন্ন তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন।

শুভ কামনা ...।
সুন্দরবন রক্ষার যে কোণ আন্দোলনে পাশে আছি ...।

২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “...সভায় আলোচনা করেন বনবিভাগের অবসরপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তা, ...এবং সুন্দরবন অঞ্চলের উপর গবেষক ডঃ মাহবুব উদ্দীন, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির উত্তর আমেরিকার সদস্য সচিব আরিফ মাহমুদ এবং... ”

ভালো লাগলো জেনে :)

৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩১

দি সুফি বলেছেন: সুন্দরবন রক্ষা! পুরো দেশটাইতো ধীরে ধীরে তুলে দেয়া হচ্ছে ভারতের কাছে!

৪| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩৮

পাঠক১৯৭১ বলেছেন: সুন্দর বন রক্ষা করা দরকার, তা হতেই হবে।

তবে, ফাকিং জর্জিয়াবাসীরা কি বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে?

৫| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কে শোনে কার কথা?

৫% যখন ৯৫কে ইগনোর করে তখন শক্তি ভিন্ন অন্য কোন পথ আর বাঁচে কি?

অথচ এমনতো হবার কথা ছিল না!

তারপরও দেখি সুশীলপনার আড়ালে এইরকম জ্বলন্ত স্বৈরাচারীতাকেও কেউ কেউ সমর্থন দেয়!!!!!

পূর্ণ বিপ্লব ছাড়া সমাধানের কোন পথ আছে কি?

৬| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৪৬

বেলা শেষে বলেছেন: ভারতের স্বার্থে সুন্দরবন ধ্বংসের রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ করো।

ক) অবিলম্বে রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ করা।
খ)কৃষকদের দখলকৃত জমি ফেরত দান।
গ)সুন্দরবন ধ্বংসের সাথে জড়িত সরকারী, বেসরকারী অবৈধ পশুশিকারী,গাছপালাসহ বনজ সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া।
ঘ)সুন্দরবনসহ অন্যান্য সকল পরিবেশ বিধবংসী চুক্তি অবিলম্বে বাতিল করা।
....it is better if India left Bangladesh....& still we had not understand!

৭| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫৫

ঢাকাবাসী বলেছেন: ভারত থেকে মোটা টাকা পাবে এসব কর্তারা তাই এটা বন্ধ করার কোন ইচ্ছাই নেই!

৮| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:১৪

মামুন রশিদ বলেছেন: আত্মবিনাশী রামপাল প্রকল্পের বিরুদ্ধে যে কোন মুল্যে রুখে দাঁড়াতে হবে । প্রবাসে আপনাদের এই উদ্যোগের প্রতি শতভাগ সমর্থন থাকলো ।

তবে এই আয়োজনের পেছনে গণসংহতি আন্দোলনের নিজস্ব এজেন্ডা থাকতে পারে । যেমন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় উনাদের 'থিংকট্যান্ক' বদরুদ্দিন উমর সাহেব ফতোয়া দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ নাকি ছিল দুই কুকুরের লড়াই!!!!!

ডঃ নাছির সম্পর্কে ফেবুতে কিছু ইংগিত দিয়েছি, এর বেশি কিছু বলতে চাই না । তবে অনুষ্ঠান সঞ্চালক নুসরাত শিহাব (পিংকি) আমার অতি স্নেহের ছোটবোন, তার বড়বোন (নাছির সাহেবের স্ত্রী) নুবরাস সাকাবা নীলা আমার বন্ধু ।

শুভ কামনা ভাইজান ।

৯| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:১৬

মামুন রশিদ বলেছেন: বিপ্লব ডাইভারসারি ভিসার মত 'চাঁদ কপালে' হউক !


;) ;)

১০| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৫১

আরিফ রুবেল বলেছেন: চমৎকার উদ্যোগ। ভারত আমাদের জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ন্ত্রনের সুদূরপ্রসারী পরিকল্পনা সামনে রেখেই এগুচ্ছে। দুই পর্যায়ে ২৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ এবং চুক্তিভিত্তিক আরো ৫০০-১০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, নেপাল থেকে ভারতকে ট্রানজিট করে বিদ্যুৎ আমদানি, তার উপর অগভীর সমুদ্রের দু'টো গ্যাস ব্লক, এত বিরাট মাত্রা জ্বালানি নির্ভরতা এমন একটি দেশের কাছে থাকা কতটা নিরাপদ যে দেশের সাথে আমার ভোগৌলিক সীমান্তে সবচেয়ে বেশি। আজকের দিনে যারা জ্বালানি নিয়ন্ত্রন করে তারাই দেশের অর্থনীতি নিয়ন্ত্রন করে আর আমাদের ক্ষেত্রে আমরা এই নিয়ন্ত্রন তুলে দিচ্ছি ভারতের হাতে।

ভারত তার আধিপত্যবাদি পরিকল্পনা নিয়ে আগেও যেমন ছিল এখনও তেমনি আছে। উজানের নদীগুলোর ছাপ্পান্ন জায়গায় বাঁধ দিয়ে ইতিমধ্যে তার খরাপ্রবন এলাকাগুলোতে পানি অপসারণ করছে, ফারাক্কা, টিপাইমুখের পর এখন এসেছে সুন্দরবন ধ্বংস করা মহাপরিকল্পনা সাথে নিয়ে। দেশ বাঁচাতে হলে এখনও সময় আছে জাতীয় সম্পদ সুন্দরবন রক্ষায় সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করার।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৪৩

উজবুক ইশতি বলেছেন: সুন্দরবন রক্ষার যে কোন আন্দোলনে পাশে আছি ..
বাঁচাও সুন্দরবন

১২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
রামপালে বিদ্যুৎ কেন্দ্র, সুন্দরবন মোটেই ধ্বংশ হবে না।
Click This Link

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৯

একজন ঘূণপোকা বলেছেন: আমাদের বড় ব্যর্থতা হচ্ছে কিছু আবাল পাব্লিক থেকে দেশকে মুক্ত করতে না পারা। এই পোস্টে একজন তার পাছা দেখিয়ে গেল,

ধিক তাদের ধিক

পোস্টের সাথে সহমত

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৫৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দি সুফি বলেছেন: সুন্দরবন রক্ষা! পুরো দেশটাইতো ধীরে ধীরে তুলে দেয়া হচ্ছে ভারতের কাছে!

১৫| ০৬ ই মার্চ, ২০১৪ ভোর ৫:২৪

রাসেলহাসান বলেছেন: ভারত রে বাঁশ দেয়া যাইতো! ওরা যেমনে পদে পদে আমাগো বাঁশ দিচ্ছে তেমন! শালারাই ধ্বংস কইরা দিলো এই দেশটারে। কি কমু? সরকারই তো ঐ দেশের।

১৬| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১১

নিশাত তাসনিম বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: কে শোনে কার কথা?

৫% যখন ৯৫কে ইগনোর করে তখন শক্তি ভিন্ন অন্য কোন পথ আর বাঁচে কি?

অথচ এমনতো হবার কথা ছিল না!

তারপরও দেখি সুশীলপনার আড়ালে এইরকম জ্বলন্ত স্বৈরাচারীতাকেও কেউ কেউ সমর্থন দেয়!!!!!

পূর্ণ বিপ্লব ছাড়া সমাধানের কোন পথ আছে কি?

১৭| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কোথাও আশার আলো আছে কিনা জানি না কিন্তু আশা করতে ইচ্ছে করে বাংলাদেশ সরকার এখনও দেউলিয়া হয়ে যায়নি এখনও তাদের কিছু বিবেক জাগ্রত আছে । দেখা যাক ।

শুভকামনা থাকলো ভাই :)

১৮| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

সাজিদ উল হক আবির বলেছেন: ভাই, নতুন কিছু পোস্ট করেন না অনেক দিন । :(

১৯| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “...সভায় আলোচনা করেন বনবিভাগের অবসরপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তা, ...এবং সুন্দরবন অঞ্চলের উপর গবেষক ডঃ মাহবুব উদ্দীন, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির উত্তর আমেরিকার সদস্য সচিব আরিফ মাহমুদ এবং... ”

দারুণ ব্যাপার তো!

অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.