নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

খবরদার! কেউ যেন কারো স্বাধীনতায় কোনোরুপ ডিস্টার্ব না করে।

১২ ই মার্চ, ২০১৪ ভোর ৫:৫৪

এটা একটা বহুল প্রচলিত কৌতুক। কিন্তু কৌতুকের মাঝেও কিছু না বলা কৌতুক রয়ে যায় আজ সেটাই বলার চেষ্টা করছি।



অফিসের হলরুম। সবাই চেয়ারে বসে আছেন। এমন সময় বড়কর্তা মহোদয় অফিসে ঢুকে সামনের চেয়ারে বসা একজনকে বললেন-আজ এতো গরমেও আপনি টাই পড়ে এসেছেন?

বড়কর্তার কথা শেষহতে দেরী নেই। সবাই হোহো করে হাসি। হাসতে হাসতে একজনের গায়ে যেন আরেকজন পড়ে।

এরপর বড়কর্তা বললেন-শুধু টাই না। আপনি দেখি শার্টও পড়েছেন।

আবার তুমুল হাসি। হাসির রোল , হাসির ফোয়ারা ছুটছে যেন। কার থেকে কে বেশী হাসতে পারে। বড় কর্তা খুশীতে আর আহলাদে গদগদ। নিজের কথায় নিজেই চমৎকৃত। দেই দেই করে নাচতে ইচ্ছে করছে। এরপর বড় কর্তা বললেন-বাহ! আপনার কোমড়েতো দেখি বেল্টু নাই। তাহলে গলার টাই কোমড়ে বাঁধলেই পারতেন। তাহলে আর সামনের ভূড়িখানা ভূপৃষ্ঠ স্পর্শ করতোনা। সবার এবার হাসিতে গড়াগড়ি যাওয়ার মতো অবস্থা।



শুধু একজন লোক চুপচাপ বসে আছেন একেবারে গম্ভীর হয়ে। এবার অন্য আরেকজন বললেন, কী ব্যাপার ভাই। স্যারের কথা শুনে সবাই হোহো করে হাসছে। আপনি যে একেবারে মুখ তালাবন্ধ করে বসে আছেন। ঘটনা কি? গতকালকেও তো দেখলাম আপনাকে বসের কথা শুনে সবচেয়ে বেশী হাসতে ।



লোকটি এবার বললো- আজকে এই অফিসে আমার শেষদিন। কালকে থেকে নতুন অফিসে যোগ দিবো। যা হাসার নতুন বসের কথা শুনেই হাসবো। এখানে আর আমার চামচামি না করলেও চলবে।



গতকাল সংসদ অধিবেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীমহোদয় অনুপস্থিত।উনার অনুপস্থিতে যিনি জবাব দিবেন সেই মন্ত্রীমহোদয়ও গরহাজির। আবার যিনি প্রশ্ন করবেন সেই মাননীয় সাংসদও অনুপস্থিত।

বাণিজ্যমন্ত্রী এ পর্যায়ে প্রশ্নোত্তর দেয়ার জন্য দাঁড়ালে মাননীয় স্পীকার বলেন- "সকলের তরে সকলে আমরা , প্রত্যেকে আমরা পরের তরে।"



উনার এ কথাটুকুই শুনে পুরো সংসদে হাসির ফোয়ারা। হাসতে হাসতে একেকজনের গায়ে যেন আরেকজন পড়ছেন। স্পীকারও হাসেন, উপস্থিতমন্ত্রী মহোদয়রাও হাসেন, আর সাংসদরাতো আরো সরস।



একথার মাঝে আপনি কি আসলেই হাসির কিছু পেলেন?



প্রথম আলো পত্রিকাও বাকি থাকবে কেন?-তারাও একেবারে কাগজে ,কলমে, দোয়াতে কালিতে হেসেছে শিরোণাম করে-

‪#‎স্পিকারের‬ সরস কথায় হাসির রোল পড়ে অধিবেশন কক্ষে# Prothom Alo



যখন এই হাসির ফোয়ারা সংসদের অপরুপ শোভাকে আরো সুশোভিত করে তুলছে,

ঠিক তখনিই ভয়াবহ পানির সংকটে তিস্তা, মাইলের পর মাইল শুকিয়ে চর পড়ে যাচ্ছে। পদ্মার বুকেতো হাহাকার লেগেই আছে। বিলুপ্তির পথে দেশের ছোট, মাঝারি ২৫টি নদি।ইছামতি নদীর ওপারে দুই কিশোরি বোন ওয়েস্ট বেঙগল বর্ডারের কাছে ধর্ষিতা হয়ে পড়ে আছে- এগুলো শুধুমাত্র এক মুহুর্তের প্রতিচ্ছবি।



হাসুন বেশী করেই হাসুন। হাসা স্বাস্থ্যের জন্য ভালো। এখন আপনাদের সময় আপনারা হাসবেন। তারপর অন্যদল আসবে ।তখন উনারা হাসবে।

আর ৫৬ হাজার বর্গমাইলের ভিতর ভুলভাবে জন্মনেয়া কোনো বোন সীমান্তের পারে ধর্ষিতা হয়ে পড়ে থাকবে। ভালোইতো স্বাধীনতা। এই স্বাধীনতায় কেউ হাসবে, কেউ ধর্ষিতা হয়ে পড়ে থাকবে। খবরদার! কেউ যেন কারো স্বাধীনতায় কোনোরুপ ডিস্টার্ব না করে।







মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৮

এন ইউ এমিল বলেছেন: :(

১৩ ই মার্চ, ২০১৪ ভোর ৬:০০

খেয়া ঘাট বলেছেন: :( :( :(

২| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৭

সাইবার অভিযত্রী বলেছেন: ভয়াবহ পানির সংকটে তিস্তা, মাইলের পর মাইল শুকিয়ে চর পড়ে যাচ্ছে। পদ্মার বুকেতো হাহাকার লেগেই আছে। বিলুপ্তির পথে দেশের ছোট, মাঝারি ২৫টি নদি।ইছামতি নদীর ওপারে দুই কিশোরি বোন ওয়েস্ট বেঙগল বর্ডারের কাছে ধর্ষিতা হয়ে পড়ে আছে- এগুলো শুধুমাত্র এক মুহুর্তের প্রতিচ্ছবি।

১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৫:০৬

খেয়া ঘাট বলেছেন: :( :( :( :(

৩| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৯

হেডস্যার বলেছেন:
ভালো লিখছেন।
স্পীকারের কথাটা নিয়ে অনেক্ষন চিন্তা করে ও বের করতে পারলাম না হাসির কি উপাদান আছে :| :||

১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৫:০৭

খেয়া ঘাট বলেছেন: আমি কিন্তু পরে বের করতে পেরেছি।সময় হলো লিখবো। ভালো থাকবেন স্যার।

৪| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৮

ভোরের সূর্য বলেছেন: আপনার কথার থিম বুঝতে পেরেছি। আসলে ওদের দোষ দিয়ে কি হবে দোষ সব আমাদের যারা বার বার এদের কাছে নিগৃহীত হওয়ার পরেও আমরা এদের মতন রাজনীতিবিদ দের বার বার ভোট দিয়ে জিতিয়ে আনি। কিছুদিন আগে অবরোধের সময় ২৩হাজার ছাত্র ছাত্রী মিলে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা বানিয়ে গিনেজ বুকে নাম ওঠালো অথচ সেই সময় দেশের কি খারাপ অবস্থা। জ্বালাও পোড়াও ককটেল বোমা মানুষ পোড়ানো চলছে আর আমরা এদিকে গিনিস বুকে নাম ওঠানোর চেষ্টা করছি। এই ২৩হাজার মানুষের মধ্যে অর্ধেক খালেদা জিয়ার বাড়ীর সামনে আর অর্ধেক মানুষ শেখ হাসিনার অফিসের সামনে যে জড় হয়ে যদি বলতাম যে আপনারা জ্বালাও পোড়াও বন্ধ করুন,দেশে ফেয়ার ইলেকশন দিন আর আমাদেরকে শান্তিতে থাকতে দিন তাহলে কি এতগুলো সাধারণ মানুষের বা ছাত্র ছাত্রীদের দাবি উপেক্ষা করার ক্ষমতা শেখ হাসিনা কিংবা খালেদা জিয়ার ছিল? কিন্তু আমরা সেটা করিনি। আমরা কি একইসাথে প্রতিবাদ জানাতে পারতামনা যে সীমান্তে হত্যা,ধর্ষন বন্ধ করতে হবে রামপালে বিদ্যুৎ কেন্দ্র হতে দেয়া যাবে না। কিনতু বলিনি। এখন আবার নতুন রব উঠেছে জাতীয় সঙ্গীতের গিনিসরেকর্ড ভাঙ্গা এবং এর জন্য কয়েক কোটি টাকা খরচ হবে অথচ দেশে মাত্র একটা পূর্ণাঙ্গ বার্ন ইউনিট।এই টাকা দিয়ে কি আরেকটা বার্ন ইউনিট করা যেতনা?আমাদের মতন গরীব দেশে কি এটা মানায়? আমাদের কাছে ফরজ কাজ কোনটা?

১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৫:০৭

খেয়া ঘাট বলেছেন: চমৎকার কথা বলেছেনরে ভাই। যদি উপলব্দি করতে পারতাম।

৫| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৬

মদন বলেছেন: +

১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৫:০৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

৬| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০১

শুঁটকি মাছ বলেছেন: কি আর বলা!!!!!!! :( :( :(

১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৫:০৮

খেয়া ঘাট বলেছেন: আসলেই বলার কিছু নাই। শুধু হাসেন।

৭| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: কৌতুক পোষ্টে সিরিয়াস ভাবনার উদ্রেক করে হতাশ করে দেয়ার জন্য আপনার শাস্তি দাবি করছি !
আপনার শাস্তিও ঠিক করে রেখেছি , এমন আরেকটি অধিবেশনে আপনাকে সংসদে রাখা হবে , সবার সাথে আপনি ও হো হো করে হাসবেন !
আফসোস এসব মেনে নিতে হয় !

১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৫:০৯

খেয়া ঘাট বলেছেন: আপনার ছবিটাতো দারুন।
মিডিয়া লাইনে সফল হবেন নিশ্চিত।

৮| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//লোকটি এবার বললো- আজকে এই অফিসে আমার শেষদিন। কালকে থেকে নতুন অফিসে যোগ দিবো। যা হাসার নতুন বসের কথা শুনেই হাসবো।// :D :D


//গতকাল সংসদ অধিবেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীমহোদয় অনুপস্থিত।উনার অনুপস্থিতে যিনি জবাব দিবেন সেই মন্ত্রীমহোদয়ও গরহাজির। আবার যিনি প্রশ্ন করবেন সেই মাননীয় সাংসদও অনুপস্থিত।// =p~ =p~ =p~


-আমি কিন্তু প্রকৃতই হাসিয়াছি, তোষামোদ করিয়া নয় !:#P

১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৫:০৯

খেয়া ঘাট বলেছেন: -আমি কিন্তু প্রকৃতই হাসিয়াছি, তোষামোদ করিয়া নয়
=p~ =p~ =p~ =p~

৯| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: সাংসদদের হাসতে মানা নেই। আমিও চাই তারা হাসুক কিন্তু সেটা যদি বাংলার আপামর জনসাধারণের মুখের হাসি দেখে হাসত তবে বেশী গ্রহণযোগ্য হত।

১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৫:০৯

খেয়া ঘাট বলেছেন: বিদ্রোহী বাঙালী বলেছেন: সাংসদদের হাসতে মানা নেই। আমিও চাই তারা হাসুক কিন্তু সেটা যদি বাংলার আপামর জনসাধারণের মুখের হাসি দেখে হাসত তবে বেশী গ্রহণযোগ্য হত।
+++++++++++++

১০| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মামুন রশিদ বলেছেন: হাসতে দেন । এখন উনারা হাসছেন, পরে তেনারা হাসবেন! হাসি দেখে দেখেই পাবলিকের সব সমস্যা সমাধান হয়ে যাবে!


পলিটিক্যাল স্যাটেয়ার দারুণ লেগেছে ।

১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৫:১০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাইজান।

১১| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৩

নাছির84 বলেছেন: অফিসের বড়কর্তার কৌতুকটা সম্ভবত ইত্যাদিতে দেখেছি। আমরা তাও দেখে শিখেছি। কিন্তু উনাদের সে যোগ্যতাটুকুও নেই। তারপরও বাঘ আর হরিণের মতো একই বনে বসত করতে হয়। আমাদের প্রজন্ম তো এভাবেই শেষ হয়ে গেল। এখন...যারা আসছে তাদের কপালে কি অপেক্ষা করছে কে জানে ?
ভাল থাকবেন। শুভ কামনা।

১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৫:১০

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা রইলো।

১২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৩

বশর সিদ্দিকী বলেছেন: :(

১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৫:১১

খেয়া ঘাট বলেছেন: :( :( :(

১৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:২২

রাসেলহাসান বলেছেন: :( :( কিচুই বলার নেই! আমরা সব দর্শক। আর দর্শক হয়েই থাকতে হবে।। :(

১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৫:১১

খেয়া ঘাট বলেছেন: সেটাই।
:( :( :( :(

১৪| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কঠিন উপলব্ধি।নির্মম সত্য।

১৫| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৪

মিমা বলেছেন: পলিটিকাল স্যাটায়ার। :(

আমাদের পলিটিকাল ভাগ্য বরাবরই দুঃস্বপ্নের মতো। কিন্তু আফসোস, এ স্বপ্ন ভেঙ্গে দেয়া যায় না, কারন ঘুম থেকে উঠে চোখ মেলতে আমরা কেউই রাজি নই! ভাবি, দর্শকের মতো চেয়ে আছি কেন? কিন্তু আমরা তো দর্শক নই! চুপ হয়ে থাকা দর্শক নয়, অনুঘটকের মতো কাজ করে!

উটপাখির নাগরিকত্ব আর ভালো লাগে না! :(

১৬| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৮

একলা ফড়িং বলেছেন: কিছুই বলার নাই :| :|

১৭| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪১

না পারভীন বলেছেন: যারা হাসির সাথে তাল মিলিয়ে হাসতে পারবে তাদেরি সমস্যার সমাধান আছে । আমরা যারা মুখ আমসত্বের মত করে রেখেছি আমাদের ই দুর্ভোগ । :( :(

১৮| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:২১

সাজিদ উল হক আবির বলেছেন: ভাই, দেশ নিয়ে এত তীব্র ভাবে ভাবে, আপনার মত এমন কাউকে আজকাল আর আশেপাশে পাই না। নিজের উদ্যোগ ও স্তিমিত হয়ে যায় আস্তে আস্তে। কি যে করি।
দেশের আসল সন্তানগুলো দেশের থেকে হাজার মেইল দূরে বসে কাঁদে , আর আমরা নেতাদের সাথে তাল মিলিয়ে হাসি এখানে বসে।

১৯| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৫

একজন ঘূণপোকা বলেছেন: :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.