নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ইদানীং ফ্লাসমব-জিনিসটা কি?????

১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:১০

ইদানীং ফ্লাসমবঃ



ক্রিকেটপ্রেম,ক্রিকেট উন্মাদনা অবশ্যই ভালো। এটা এ দেশের মানুষের বিশাল আবেগের ,ভালোবাসার জায়গা জুড়ে আছে। বিশেষকের, দেশের নানারকমের অস্থির পরিবেশের মাঝে একেবারে নিরানন্দময় জীবনে কোনো একটা উপলক্ষ নিয়ে মুখরিত হয়ে ওঠা মেঘের দুপুরে উল্লাসে ভেসে যাওয়ার মতো। দেশের মানুষকে এজন্য বিনম্র শ্রদ্ধা।



কিন্তু একটা জিনিসকে যখন ভুলভাবে উপস্থাপন করা হয় তখনই খুব খারাপ লাগে। ফ্লাস মব জিনিসটা কি?

A flash mob (or flashmob) is a group of people who assemble suddenly in a public place, perform an unusual and seemingly pointless act for a brief time- এটাই হলো ফ্লাস মব।



নিউইয়র্কে যে জিনিসটি বেশ কয়েকবার আমার চোখের সামনেই ঘটেছে।

তখন আমি ম্যানহাটানের এক গিফট শপে কামলা খাটতাম ।ম্যানহাটান হলো সারা দুনিয়ার ট্যুরিস্টদের ক্যাফেটেরিয়া।দিনরাত ২৪ ঘন্টা আনন্দের গতি নিয়ে ম্যানহাটান মুখর হয়ে থাকে।



তো একদিন কাজ করছি। স্টোরের ভিতর "স্যাটারডে নাইট ফিভার" ম্যুভিটির গান বাজছে। জন ট্রাভলটার এক অসাধারণ ম্যুভি। যেটাকে হলিউডের জাতীয় ম্যুভি বলা হয়। ম্যুভিটি না দেখলে যারা ম্যুভি প্রেমিক তারা বিশাল একটা জিনিস মিস করেছেন।



এমন সময় আয়ারল্যান্ড থেকে আসা এক দল ছাত্র-ছাত্রী স্টোরের ভিতর ঢুকলো। আর স্যাটার ডে নাইট ফিভার.....নাইট ফিভার- গানের সাথে শুরু করলো হঠাৎ করেই নাচ। ওদের দেখে আশে পাশের যারা ছিলো তারাও তাল মিলাতে লাগলো। পথচারীরা ছবি তোলা শুরু করলো। দোকানের কোরিয়ান মালিক খুশী হয়ে সবাইকে ছোট ছোট গিফট দিলেন।

আমার তখন সব বিষয়ে কৌতুহল। দোকানের মালিককে বললাম-এই জিনিসটা কি ?

উনি বললেন- ফ্লাসমবের নাম শুনোনি। যাক, আজকে শোনার আগেই দেখে ফেললে।





আর ফ্লাস মবের নামে আমরা যেটা করছি,আগে থেকেই প্রস্তুতি নিয়ে ,কোথায় শ্যুট হবে জায়গা ঠিক করে, একেবারে সব রকমের পূর্ব প্রস্তুতি সহ ডাইরেক্টর,ক্যামেরা, পারফর্মার সবাই মিলে -তা ফ্লাস মব না।এটা হলো প্রিপেয়ার্ড মব। অস্থির আবেগি জনগণ, অস্থির এদের কার্যকলাপ। কয়েকদিন থেকেই এটার দেশজুড়ে দামাকা চলছে। আর মানুষ খামাকা এর পিছু ছুটছে।



আচ্ছা, তারপরও ভালো। হরতাল, অবরোধ, ভাংগচূরের বদলে অন্তত একটা কিছু নিয়ে দেশের মানুষ সুখে থাকুক। ভালো থাকুক।



শুধুমাত্র ফ্লাস মব জিনিসটা বুঝাবার জন্যই লিখলাম। টাইগাররা টাইগার হয়েই ক্রিকেট দুনিয়া রাজত্ব করো। সুখে থাকো প্রিয় জন্মভূমি বাংলাদেশ।



মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:২২

ইমরাজ কবির মুন বলেছেন:
ফ্ল্যাশ মবের কনসেপ্টটা ভালমতো বুঝে নিয়ে পারফর্ম করা উচিৎ ছিল।
যা করসে সেটার নাম ফ্ল্যাশ মব না দিলেই মনে হয় চলতো।
নাম-টামের ধার না ধরে এমনে বিবেচনা করলে কয়েকটা ভালৈ লাগসে ||

১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৫

খেয়া ঘাট বলেছেন: একেবারেই আমার মনের কথাটাই অতি সংক্ষেপে বলে দিয়েছেন।
যেটা বুঝাতে আমাকে লম্বা করে কিছু লিখতে হলো। মেলা ধন্যবাদ ভাই।

২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৬

নিশাত তাসনিম বলেছেন: প্রথমবার তো ঠিক বুঝে উঠতে পারেনি । পরেরবার থেকে অরিজিনাল ফ্লাশ মব হবে আশা করি :)

১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫০

খেয়া ঘাট বলেছেন: হুমম স্বতস্ফূর্ত ভাবে হলেই হলো।
সাধারণ মানুষের সত্যিকারের আবেগ যেখানে ফুটে ওঠবে।
কিন্তু তারপরও ভালো.......শুরুতো হলো।
বিনীত ধন্যবাদ ভাই।

৩| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪০

দালাল০০৭০০৭ বলেছেন: ফ্লাশ মব কি? আমি তা আজও বুঝিনৗ :( :(

১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫১

খেয়া ঘাট বলেছেন: আপনি তাহলে আরেকবার পড়েন। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফ্ল্যাশমব কী জিনিস, তা আজ জানতে পারলাম। ডেফিনিশন অনুযায়ী আইসিসির ফ্ল্যাশমবে কোনো অসংগতি ধরা পড়ে নি আমার চোখে। আমি যেটা দেখেছি, সবগুলোতেই অগোছালো পরিবেশে শুরুর দিকে পারফর্মারদের ঘুরতে দেখা যায়, এরপর সাডেনলি তারা জড়ো হয়ে পারফর্ম করতে থাকেন।

আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে এই কারণে যে ফেইসবুক থেকে লিংক পেয়ে ইউটিউবে যাওয়ার পর দেখি প্রায় সবগুলো ভার্সিটিই এ ফ্ল্যাশমব করেছে, আজ দেখলাম অনেক কলেজ, অন্যান্য গংগঠনও করেছে, প্রবাসী বাঙালিরাও করেছেন। একটা গান যে এরকম ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে পারবে এটা কি কেউ ধারণা করেছিলেন? মোটামুটি থার্ড গ্রেড বা আরো নিচু মানের একটা থিমসং মানুষের ব্যাপক উদ্দীপনার কারণে এ পর্যায়ে পৌঁছে গেলো। আমি সবগুলো ফ্ল্যাশমব উপভোগ করেছি। বাঙালিদের মধ্যে ক্রিকেট যে কী সাংঘাতিক উন্মাদনা সৃষ্টি করতে পারে, এটি তার প্রমাণ।

ক্রিকেটের জন্য ইনস্যান্ট ফ্ল্যাশমব করতে হলে স্টেডিয়ামে যেতে হবে কোনো ম্যাচ চলাকালীন সময়ে। কিন্তু থিমসং প্রচার করতে হয় অনেক আগে থেকেই। থিম সঙের উপর ফ্ল্যাশমব ‘রেকর্ড’ করতে হলে প্রস্তুতি আর পরিকল্পনার প্রয়োজন আছে অবশ্যই।

ফাইনালি আমার মেয়েও আজ একটা ফ্ল্যাশমব বানিয়ে ফেললো ঘরে বসে :)





আপাতত ফ্ল্যাশমব জোয়ারে একটু গা ভাসিয়ে দিই ;)

শুভ কামনা।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১১

খেয়া ঘাট বলেছেন: দারুন! দারুন!! দারুন!!!!!
মুগ্ধ হলাম।

৫| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:০০

নতুন বলেছেন: আর ফ্লাস মবের নামে আমরা যেটা করছি,আগে থেকেই প্রস্তুতি নিয়ে ,কোথায় শ্যুট হবে জায়গা ঠিক করে, একেবারে সব রকমের পূর্ব প্রস্তুতি সহ ডাইরেক্টর,ক্যামেরা, পারফর্মার সবাই মিলে -তা ফ্লাস মব না।এটা হলো প্রিপেয়ার্ড মব। অস্থির আবেগি জনগণ, অস্থির এদের কার্যকলাপ। কয়েকদিন থেকেই এটার দেশজুড়ে দামাকা চলছে। আর মানুষ খামাকা এর পিছু ছুটছে।

ফ্লাস মব তো সব সময়ই প্রস্তুতি নিয়াই করা হয় >>>

প্রস্তুতি ছাড়া কিভাবে হইবে? আপনি যা দেখেছিলেন সেটাতে আপনি ছিলেন দ`শক.... যারা নেচেছিলো তারা পরিকল্পনা করেই এসেছিলো....

আমাদের এইখানেও পরিকল্পনা কইরাই হঠাত কইরাই নাচতাছে পোলাপাইনে.... তাই দ`শকের কাছেতো এটা ফ্লাস মব ই...

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
দেখি সময় পেলে আরেকটু ব্যাখ্যা করবো।
এখন সময় হাতের বাইরে চলে যাচ্ছে............
ফিরে এসে আরো কিছু যোগ করবো।
ভালো থাকবেন ভাই।

৬| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৩

দালাল০০৭০০৭ বলেছেন: ৫ বার পড়লাম তারপর এখন অল্প অল্প বুঝতেছি।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৩

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৭

নূর আদনান বলেছেন: তাওতো একটা কিছু হচ্ছে...........

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৩

খেয়া ঘাট বলেছেন: সেটাই । এগিয়ে যাক প্রিয় জন্মভূমি।
ধন্যবাদ ভাই।

৮| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ক্রিকেট উন্মাদনায় ফ্লাসমব-জিনিসটা ভালই।
তবে এটা ইসলামসম্মত কি না এটাও জানা থাকা দরকার।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫

খেয়া ঘাট বলেছেন: সারাদিন নামাজ নাই, রোজা নাই, মদের দোকান খুলে বসে আছে এখানে কিছু ব্যবসায়ীরা। আর বাংলা দোকানে গেলেই জিগ্গাসা করে, ভাই হালাল মাংস আছে?
ইসলাম সম্মত ব্যাপারটা অনেকটা এখন এরকমই হয়ে গেছে হাসান ভাই।

৯| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৭

শায়মা বলেছেন: থাক আস্তে আস্তে শিখবে ভাইয়া। যদিও ধ্রুপদী নৃত্য ছাড়া কোনো ফ্লাস নৃত্য বা মব নৃত্য আমি বুঝিনা তবুও আমার কিন্তু ওদের নাচটা ভালোই লেগেছে। গান, তাল, সুর, নাচ সব কিছুর মাঝেই একটা উচ্ছল আনন্দ আছে যেটা শুনে, দেখে বা সব্বার মন নেচে উঠে।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৬

খেয়া ঘাট বলেছেন: সেটাই ।
বিনীত ধন্যবাদ। ভালো থাকবেন আপু।

১০| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৭

স্বপ্নসমুদ্র বলেছেন: এটা প্ল্যানড ফ্লাশমব আর কি!! হা হা!! নতুন কনসেপ্ট আমরাও বানাতে পারি। কয়দিন পর দেখবেন বাইরের দেশেও ক্যামেরা ট্রাইপড নিয়া নামবে এরকম ফ্লাশ মব করতে। ইউ টিউবে তো দেয়া লাগবে। নাকি??

১১| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৭

একজন ঘূণপোকা বলেছেন:
এই গুলো ফ্লাস মব থেকে স্ট্রীট ডান্সই বেশি হয়েছে আরিফ ভাই

১২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৯

মামুন রশিদ বলেছেন: ফ্লাশ মব ব্যাপারটা আমাদের কাছে নতুন । আমার বেশ ভাল লেগেছে । আপনার পোস্ট পড়ে আরো কিছু জানলাম ।


শায়মা বলেছেন: থাক আস্তে আস্তে শিখবে ভাইয়া। :D

১৩| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

রাসেলহাসান বলেছেন: আগে জানতাম না ফ্ল্যাশ মব সম্পর্কে! হাতেগুনে কিছুদিন হলো জানলাম। আরো ক্লিয়ারলি জানলাম আপনার পোষ্ট পড়ে।

যাই হোক
হরতাল, অবরোধ, ভাংগচূরের বদলে অন্তত একটা কিছু নিয়ে দেশের মানুষ সুখে থাকুক।
এটাই বড় ব্যাপার! :)

১৪| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৪

নাজিম-উদ-দৌলা বলেছেন:
অনেকেই আসলে ফ্লাসমব কি জিনিস বুঝেনা।

১৫| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫১

সীমাহীন ভালবাসা বলেছেন: আমি এরকম একটা ইংরেজি ছবি দেখেছি,তবে যাই হোক না কেন ভালো করেছে,সমালোচনা সবাই করতে পারে কিন্তুু প্লেনিং এবং ওয়াকিং এর সময় বোঝা যায় কতটা কঠিন,,

১৬| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৪

ভষ্ম মানব বলেছেন: ফ্লাশ মব বুঝতে হলে Step Up Revolution মুভি টা দেখতে পারেন

১৭| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৭

মেমনন বলেছেন: ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে না মোটেও, আপনিই ভুল বুঝছেন।
এবং উইকি থেকে সংজ্ঞা এনে দেবার সময়ও পুরোটা দ্যান নাই।

"A flash mob is a group of people who assemble suddenly in a public place, perform an unusual and seemingly pointless act for a brief time, then quickly disperse, often for the purposes of entertainment, satire, and artistic expression. Flash mobs are organized via telecommunications, social media, or viral emails."

আপনি যেগুলো দেখছেন, এগুলো পারফর্মড ফ্লাশ-মব এর এডিটেড ভিডিও।
যে দর্শকদের সামনে পারফর্ম করা হয়েছে তাদের জন্য আচমকা এবং প্রায় অর্থহীন ই ছিলো, পারফরমাররা হটাত জমা হয়ে আবার শেষে হঠাত যার যার মত করে চলে গেছে, এবং তারা অর্গানাইজড হইছে কোনোভাবে আগে থেকেই।

আপনি যখন ফ্লাশ্মব কি জানতেন না, তখন যেটা দেখছেন ওটাও ফ্লাশমব, তবে ওটাই ফ্লাশমব না।


১৮| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এইবার ফ্লাসমব জিনিসটা বুঝলাশ।

১৯| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২২

বোধহীন স্বপ্ন বলেছেন: @মেমনন, মোটেও আচমকা বা হুট করে করা হয়নি। অন্তত আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা থেকে বলতে পারি। আগে থেকেই ক্যামেরা নিয়ে রেডি হয়ে ছিল। রীতিমত অ্যাকশন এবং কাট'এর মত শুটিং চলেছে।

২০| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০২

আম্মানসুরা বলেছেন: জানলাম

২১| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১০

মেমনন বলেছেন: @বোধহীন স্বপ্ন, শ্যুট করতে হলে তো ক্যামেরা নিয়ে রেডি থাকতে হবেই, খুব অল্প সময়ের ব্যাপার।

তাছাড়া কথা হচ্ছে, ফ্লাশমব কোনো ক্লাসিক ব্যাপার না যে সুত্র মেনে চলতে হবে। একটা মব এসে অপ্রস্তুত দর্শকের সামনে পারফর্ম করলে ফ্লাশমব হয়ে গেল এবং অবশ্যই এই দর্শকদের সবাই অপ্রস্তুত থাকবে না, তাদের অনেকেই পারফরমারদেরই অংশ, ক্যামেরাম্যান রাও।

২২| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০১

টেকনিসিয়ান বলেছেন: @ হাসান কালবৈশাখী

----- আপনার যথার্থ উত্তর লেখক দিয়েছেন খুউউব ছুন্দরভাবে সেজন্য লেখককে ধন্যবাদ।

আপনাদের মতো বেশ কিছু কীটের ভাল কোন আলোচনার স্থলে কালবৈশাখীর ন্যায় ছোবল মারা অভ্যাস হয়ে দাড়িয়েছে.............

২৩| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: হয়ত এক্জেক্টলি ফ্লাস মব রুল ফলো করা হয়নি , তারপরেও আমার কাছে ভালো লাগছে, মজা পাইছি!

আর সবকিছু যে গ্রামার মেনে চলবে সেটাও কিন্তু পুরাপুরি ঠিক না :)

২৪| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৯

গৃহ বন্দিনী বলেছেন: ফ্ল্যাশ মব বিষয়টা একেবারেই নতুন আমার মত অধিকাংশের কাছে। প্রথম বার হিসেবে বেশ এনজয় করেছি ব্যপারটা ।

২৫| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৯

তুষার মানব বলেছেন: নিশাত তাসনিম বলেছেন: প্রথমবার তো ঠিক বুঝে উঠতে পারেনি । পরেরবার থেকে অরিজিনাল ফ্লাশ মব হবে আশা করি

২৬| ১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২১

হেডস্যার বলেছেন:
শিখলাম।

এখন ক্রিকেট নিয়া যা চলতেছে এইটারে ফ্ল্যাশমব বলে না, বলে ফাজলামি।
ফ্ল্যাশমবের নামে যা চলতেছে সেটা বাদই দিলাম....অরিজিনাল ভিডিও দেইখাই মেজাজ খারাপ হইয়া গেছে।
ঘোড়ার আন্ডা বানাইছে। ভিজ্যুয়াল হ্যাজার্ড। চোখের সামনে একদল বান্দরের লাফালাফি।

২৭| ২৪ শে মে, ২০১৪ রাত ৮:১৫

আমি তুমি আমরা বলেছেন: আসলেই তাই। সকলকে জানিয়ে কোথাও নাচলে সেটা কেবল মবই হয়, ফ্ল্যাশ্মব নয়। আমাদের দেশের মানুশকে কে বোঝাবে সেটা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.