নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

জেতার কৌশল।

২৬ শে মার্চ, ২০১৪ ভোর ৫:৪৩

অনেকদিন পর আজ শৈশবে দেখা কার্টুন ছবির কথা মনে পড়লো। এই জিনিসটি দেখে খুব মজা পেতাম। বিড়াল ইঁদুরকে পিছু তাড়া করছে।আর ইঁদুর প্রাণপনে জীবনবাজি রেখে ছুটছে।

গ্রামের ছেলে হিসাবে বাস্তবেও এরকম কতবার দেখেছি। বিড়ালের কাছ থেকে ইঁদুরের ছুটে চলা।

কিন্তু অবিশ্বাস্যভাবে এ দৌড়ে সবসময় জিতে যেতো ইঁদুর।

আজ যখন বড় হয়েছি। নিজের চিন্তাকে শান দিতে শিখেছি। একটা জিনিসের অন্দরে ঢুকে গভীরভাবে চিন্তা করে দেখলাম,ইঁদুর বারবার কেন জিতে যেতো।



পৃথিবীতে কয়টি দেশই বা ক্রিকেট খেলে। ষোল কিংবা সতেরটি। কিন্তু এ দেশের ষোলকোটি মানুষ ক্রিকেটের উন্মাদনায় মেতে ওঠে। সব রাজনৈতিক হিংসা, বিদ্বেষ ভুলে এখানেই এসে সবাই এক ঐকতানে মিলিত হয়।

মনে করে এটাইতো সাফল্যের জীবন।

আমাদের খেলোয়াড়েরাও যদি এটাকে ষোলকোটি মানুষের সাথে মিশে গিয়ে জীবনের তাগিদ অনুভব করে -তাহলে বিশ্বাস এদেরকে এভাবে অপমানজনক ভাবে কেউ আর হারাতে পারবেনা।



ইংরেজীতে একটা গভীর উপলব্দির কথা আছে-

Never Trust The Doubted One and

Never Doubt The Trusted One.



আফগান, হংকং এর সাথে হারার পর আপনাদের প্রতি বিশ্বাস কমতে শুরু করেছে। আজ ওয়েস্টইন্ডিজদের সাথে হেরে তা আরো পাকাপোক্ত হলো।

সামনের খেলাগুলোতে ১৬কোটি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনুন।



যে গল্প দিয়ে শুরু করেছিলাম। এখন বুঝতে পারি-

বিড়াল দৌড়াতো শুধু খেলাচ্ছলে আর ইঁদুর দৌড়াতো নিজের জীবনের তাগিদে। যেখানে পুরো জীবনই জড়িয়ে যায়, সেখানে তাকে আর হারাতে পারে কে?



প্রিয় সাকিব, মুশফিক,তামিম,জিয়া, গাজীরা জীবনের তাগিদ অনুভব করুন, বিশ্বাস জিতে যাবেন। আর এটাই হলো জেতার সবচেয়ে বড় কৌশল।











মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৪ ভোর ৫:৫৯

ঢাকাবাসী বলেছেন: যাদের দেশপ্রেম নেই, কমিটমেন্ট কি জিনিস জানেনা... তাদের কাছে এসব বলে কোন লাভ নেই মনে হয়!

২৬ শে মার্চ, ২০১৪ ভোর ৬:০৩

খেয়া ঘাট বলেছেন: ঢাকাবাসী বলেছেন: যাদের দেশপ্রেম নেই, কমিটমেন্ট কি জিনিস জানেনা... তাদের কাছে এসব বলে কোন লাভ নেই মনে হয়!
+++++++++++++++++ যথার্থই বলেছেন।

২| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ৭:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মাঝে মাঝে বাংলাদেশের খেলা দেখলে মেজাজ চরমে উঠে মনে কয় টিভি ভাইঙ্গা কতক্ষন পিডাই।

কালকের ম্যাচে কি খেলল !!! ক্যাচ মিস, ফিল্ডিং মিস, আর ব্যাটিংয়ের কথা কি বলব মনে হচ্ছিল বাংলাদেশের প্রাথমিক যুগের খেলা দেখছি।

সাকিব, তামিম, মুশফিকদের কাছ এটা কাম্য নয় । তবু বাংলাদেশের পাশে থাকতে হবে পাশেই আছি।

২৯ শে মার্চ, ২০১৪ ভোর ৬:৪২

খেয়া ঘাট বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মাঝে মাঝে বাংলাদেশের খেলা দেখলে মেজাজ চরমে উঠে মনে কয় টিভি ভাইঙ্গা কতক্ষন পিডাই। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২১

বোধহীন স্বপ্ন বলেছেন: আগামী ম্যাচের অপেক্ষায় থাকলাম

৪| ২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১২

প্রোফেসর শঙ্কু বলেছেন: বিশ্বাস করতে চাই এটা আমাদের আসল অবস্থা নয়। বিশ্বাস করতে চাই এটা একটা স্রেফ 'ব্যাড ডে' ছিল। পরের ম্যাচের দিকে চেয়ে আছি।

৫| ২৬ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

মামুন রশিদ বলেছেন: ইদুর বিড়ালের কার্টুন এখনো দেখি ;)



জায়গামত হাত দিয়েছেন । আমাদের প্লেয়ারদের বিশ্বাস, বিশেষ করে আত্মবিশ্বাসের ঘাটতি প্রকটভাবে চোখে পড়ে ।

৬| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১:৫৭

উদাস কিশোর বলেছেন: মামুন রশিদ বলেছেন: ইদুর বিড়ালের কার্টুন এখনো দেখি
জায়গামত হাত দিয়েছেন । "আমাদের প্লেয়ারদের বিশ্বাস, বিশেষ করে আত্মবিশ্বাসের ঘাটতি প্রকটভাবে চোখে পড়ে ।"
মামুন ভাইয়ের সাথে সহমত

৭| ২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৪

শুঁটকি মাছ বলেছেন: পোলাপান গুলার উপর আর ভরসা পাইনা। :(

৮| ২৮ শে মার্চ, ২০১৪ ভোর ৫:২৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মাঝে মাঝে বাংলাদেশের খেলা দেখলে মেজাজ চরমে উঠে মনে কয় টিভি ভাইঙ্গা কতক্ষন পিডাই।

কালকের ম্যাচে কি খেলল !!! ক্যাচ মিস, ফিল্ডিং মিস, আর ব্যাটিংয়ের কথা কি বলব মনে হচ্ছিল বাংলাদেশের প্রাথমিক যুগের খেলা দেখছি।

সাকিব, তামিম, মুশফিকদের কাছ এটা কাম্য নয় । তবু বাংলাদেশের পাশে থাকতে হবে পাশেই আছি
ভালোমন্দ যাই হোক, নিজের দেশ , নিজের দল।


ঢাকাবাসী বলেছেন: যাদের দেশপ্রেম নেই, কমিটমেন্ট কি জিনিস জানেনা... তাদের কাছে এসব বলে কোন লাভ নেই মনে হয়! তবে বাংলাদেশের কতিপয় ''তারকা'' খেলোয়ারদের দেখে এটাও মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.