নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

জেতার কৌশল ১০০% গ্যারান্টিড। সাথে একটা কৌতুক বোনাস।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৮

১) গামছা, ছাদর অথবা লুংগী পড়ে অথবা মাছ ধরার জাল নিয়ে ফিল্ডিং দিতে হবে। তাহলে অতি সহজেই বল আটকা পড়বে।

২)বল ব্যাট দিয়ে না খেলে বল হাত দিয়ে ধরে তারপর দৌঁড়াতে হবে। তাহলে আর ব্যাটসম্যান আউট হবেনা। ১০০% গ্যারান্টিড

৩)উইকেটের চারপাশে সিমেন্টদিয়ে প্রাচীর তৈরি করে দিতে হবে। তাতে হবে কি, ব্যাট করার সময় বল গিয়ে স্ট্যাম্প টুকতে পারবেনা। এ ব্যাপার টি যখন নিশ্চিত হয়ে যাবে তখন ব্যাটসম্যান মনের আনন্দে ব্যাট চালাতে পারবে।

৪) ওয়েস্টার্ন ছবির নায়কদের মতো খেলোয়াড়দের হাতে দড়ি থাকবে।বিপক্ষ দলের খেলোয়াড়রা রান করতে গেলেই দড়ি দিয়ে আটকিয়ে হ্যাচকি টান দিতে হবে। বিষয়টি প্রশিক্ষণের জন্য ক্লিন্ট ইস্টওডের সাথে চুক্তি করা যেতে পারে।

৫) প্যান্টের ওপরে জাংগিয়া পড়িয়ে দিতে হবে । তাতে বিশাল একটা সুবিধা হবে। তখন সুপারম্যানের মতো শুণ্যে উড়ে বিপক্ষ দলের প্লেয়ারদের ছক্কাগুলো অনায়াসে ক্যাচ করতে পারবে।

৬) বিপক্ষ দলের খেলোয়াড়রা যখন ব্যাট চালাতে যাবে তখন একজন ফিল্ডার সাথে সাথে বগলের নীচে কাতুকুতু দেয়া শুরু করবে। এতে বেচারা খুব আনন্দিত হবে এবং আনন্দের চোটে আর ব্যাট চালাতে পারবেনা। ফলে ৫০ রানের টার্গেট দিলেও তা টপকাতে পারবেনা।

৭)ধুতরা গাছের বীজ।দারুন একটা জিনিস।প্রতিপক্ষের ব্যাটসম্যান ফিল্ডে নামার আগেই খুব যত্নের সাথে এই বীজ থেকে তৈরি এক গ্লাস রস ধরিয়ে দিতে হবে। তখন জায়গামতো দৌড়াদৌড়ি করতেই ঘন্টা দুয়েক চলে যাবে। টি টুয়েন্টিতে জেতার জন্য এর চেয়ে বড় ফরমূলা আর নাই।

৮) ক্রিকেটের ব্যাট আকৃতিতে খুব ছোট হয়ে যায়। তাই নৌকার বৈঠা নিয়ে আমাদের ব্যাটসম্যানরা মাঠে নামবে। এতে লাভ হবে দুটো। হয় বৈঠা বলে লাগবে না হয় বৈঠা এমন করে খাড়া করে ধরতে হবে যাতে প্রতিপক্ষ বোলারের পিলে চমকে যায়। বেটা তখন বল করবে কি, ফিল্ডেই মূর্চা হয়ে পড়ে যাবে।

৯) এইটা একটু দুষ্টু ,,,,,,,,,তাই বলবো না।

১০)এইটা নিজেই বাহির করেন- আপনার আইডিয়া কি?

মধ্যদুপুর। স্থান কলকাতা । একজন লোক দরজার সামনে দাঁড়িয়ে বলেই যাচ্ছে... মাসীমা, মাসীমা দরজা খোল, ও মাসীমা দরজা খোল। আমি তোমার ভাইপো জগাই।

ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই।

এরপর জগাই আর কিছুক্ষণ ডাকাডাকি করলো। ও মাসীমা দরজা খোলো না।

কোনো সাড়া শব্দ নাই।

অবশেষে জগাই বললো- মাসীমাগো দরজা খোল। আমি দুপুরের খাবার খেয়েই এসেছি।

এবার ঘরের ভিতর থেকে মাসীমা বললো- ওরে হতচ্ছাড়া এটা আগে বলবিনা। দেখতো. কতক্ষণ ধরে বাইরে দাঁড় করিয়ে রেখেছি।

প্রতিদিন দুপুরে এসে দুধ ভাত খেয়ে যাবি। আর পরীক্ষায় ফেল মেরে আসবি। দরজা খুলি কেমন করে?

আজকে গেমে হারার পর মানুষের কিন্তু তেমন একটা আফসোস নেই। এটা কিন্তু খুব মারাত্মক একটা সিগন্যাল। এই সিগন্যালের ভাষা বুঝতে হবে।

আর এভাবে হারতে থাকলে আমাদের ভালোবাসার দরজাও কিন্তু একসময় বন্ধ হয়ে যাবে।

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৭

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার সব আইডিয়া। ঘরোয়া লিগে প্রথমে পরীক্ষামূলক ব্যবহার করে দেখা যেতে পাড়ে।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৪

খেয়া ঘাট বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার সব আইডিয়া। ঘরোয়া লিগে প্রথমে পরীক্ষামূলক ব্যবহার করে দেখা যেতে পাড়ে।
হাহাহহাহাহহাহাহাহহাহা

২| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:০০

দালাল০০৭০০৭ বলেছেন: হা হা =p~ =p~ =p~ =p~ মজার ত সব আইডিয়া ।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:১৬

খেয়া ঘাট বলেছেন: দুধভাত খাবা কিন্তু বারবার ফেল করবা তাতো হবেনা।
পুলা এস এস সি পরীক্ষা দিয়ে পাশ করবে, কিন্তু টু ক্লাসের সাথে পাশ করে বগল বাজালে তো হবেনা।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:০৪

দি সুফি বলেছেন: আজকে ৩ উইকেট পরে যাওয়ার পরে খেলা দেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি।
সবার মাঝে কেমন একটা হাল ছেড়ে দেয়া ভাব চলে এসেছে।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:১৭

খেয়া ঘাট বলেছেন: সবার মাঝে কেমন একটা হাল ছেড়ে দেয়া ভাব চলে এসেছে -
সেটাই মনে হলো ভাই।

৪| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১:৫৭

একলা ফড়িং বলেছেন: সত্যি আমার এখন আর বেশি কষ্ট লাগে না :| :| সয়ে গেছে! হারতে দেখে দিব্যি চ্যানেল পাল্টে অন্য কিছু দেখতে ব্যস্ত হয়ে যাই!!!

২৯ শে মার্চ, ২০১৪ রাত ২:২৭

খেয়া ঘাট বলেছেন: আজকে গেমে হারার পর মানুষের কিন্তু তেমন একটা আফসোস নেই। এটা কিন্তু খুব মারাত্মক একটা সিগন্যাল। এই সিগন্যালের ভাষা বুঝতে হবে।

৫| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ২:৩৫

অন্তরন্তর বলেছেন:

নাইস আইডিয়া কিন্তু সমস্যা হচ্ছে এই সবগুলো এডভানট্যাঁজ বিপক্ষ
দলও পাবে। তখন আমাদের আজকের এই পরিস্থিতিতে পরতে হবে।
আমার মনে আছে যখন বাংলাদেশে প্রথম সাফ গেইমস হয় তখন
কাবাডি সংযুক্ত করি আমরা। মজার কথা কি জানেন পাকিস্থান সেসময়
কাবাডি খেলত না, তারা বাংলাদেশ থেকে কোচ নিয়ে মাত্র ৩/৪ মাস
অনুশীলন করে আমাদের বাংলাদেশ দলকে হারিয়েছিল।
ক্রিকেটারদের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে তাদের দেশের প্রতি,
দেশের মানুষের প্রতি কোন দায়বদ্ধতা নেই। কেমন যেন গা ছাড়া ভাব।
বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন আমাদের খেলোয়াড়দের? এখন আপনি যদি
কোন সমালোচনা করেন তবে আপনার দেশপ্রেম সর্বোপরি গালাগালি
শুনতে হবে। যারা গালি দিচ্ছে তাদের আচরণে মনে হয় তারাই একমাত্র
বাংলাদেশি আর তারাই দেশপ্রেমের সোল এজেন্ট। যেমন জামায়াত
শিবির বেহেশত এবং আল্লাহ্‌ পাকের সোল এজেন্ট।
এই বাংলাদেশ দলের খেলা ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপে মাঠে বসে দেখেছি।
কি যে আনন্দের ছিল তা বলে বুঝাবার মত না। তারপর অনেক দিন হয়ে
গেল কিন্তু আমি খেলার কোন ইম্প্রুভমেন্ট দেখছি না। তারপরও
বাংলাদেশ একমাত্র এই ক্রিকেট খেলায় দেশকে পরিচিত করেছে
বিশ্বব্যাপী এটা অনেক অনেক বড় আমার কাছে। হাল ছাড়লে হবে না
ভাল খেলতে হবে এই মনোবলে আগাতে হবে বাংলার টাইগারদের।
আপনার পোস্টে ক্রিকেট খেলা নিয়ে মন্তব্য করলাম কারন জানি যে
আপনি গালি দিবেন না। শুভ কামনা খেয়া ঘাট ভাই।

২৯ শে মার্চ, ২০১৪ ভোর ৫:৫১

খেয়া ঘাট বলেছেন: ১০০% একমত ভাইজান।
এ ব্যাপারে আপনি আমার আগের "জেতার কৌশল" পোস্টটা পড়েন।
এটা লিখেছি স্রেফ ফান পোস্ট। তবে আগেরটা সিরিয়াস পোস্ট।
ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যটির জন্য।

৬| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ২:৩৮

মনিরুল হাসান বলেছেন: অন্য টিমের খেলোয়াড়েরা আগে খেলতো খেলায় জেতার উদ্দেশ্য নিয়ে, এখনও খেলে জেতার উদ্দেশ্য নিয়ে। বাংলাদেশের খেলোয়াড়েরা আগে খেলতো অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য নিয়ে, এখন খেলে লড়াই করার উদ্দেশ্য নিয়ে। খেলায় জিতবে কেমন করে?

২৯ শে মার্চ, ২০১৪ ভোর ৫:৫৫

খেয়া ঘাট বলেছেন: যথার্থই বলেছেন ভাই।
ভালোবাসার দুয়ার কিন্তু বন্ধ হয়ে যেতে পারে।

৭| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৩০

ভিটামিন সি বলেছেন: ভাবতাচি হারাজীবনের লাইগ্যা কোন দল সাপোর্ট করমু। সাউথ আফ্রিকা সাপোর্ট করি ছুডুবেলা থেইক্ক্যা। এই দলের খেলাই আমার ভালো লাগে।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৩

খেয়া ঘাট বলেছেন: ওদের আমারও ভালো লাগে।
মিল আছে দুজনের। =p~ =p~

৮| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫০

রবিউল করিম বাবু বলেছেন: আইডিয়া খারাপ না তবে ভাই মাইরের উপর কিন্তু ওষুধ নাই।পাছায় লাঠির বাড়ি পড়লে জ্ঞান ফিরতে পারে অথবা কেউ বিশ রানের কম করলে তাকে মাঠে গ্যালারী ভর্তি দর্শকদের সামনে প্যান্ট খুলে জাঙ্গিয়া পড়ে কান ধরে তিন বার চক্কর দিতে হবে এই নিয়মটা করলে কাজ হতে পারে।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৪

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৬

আম্মানসুরা বলেছেন: হাস্তেই আছি :D :D

উপলব্ধিঃ গভীর কষ্ট হাস্যকর কথার উদ্ভাবক

২৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৭

খেয়া ঘাট বলেছেন: আর আমি দুঃক্কে কান্তেই আছি।
উপলব্দিঃ কেন অফিস কামাই করে ক্রিকেট খেলা দেখি। :( :( :( :(

১০| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৪

মামুন রশিদ বলেছেন: কি দুষ্টু দুষ্টু বুদ্ধি.. !!

২৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৮

খেয়া ঘাট বলেছেন: ফিক, ফিক,, ফিক..........

১১| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২১

আধখানা চাঁদ বলেছেন: মজাও লাগল, দুঃখও লাগল । আমাদের অগ্রগতি আছে, কিন্তু অনেক ধীরে। প্লেয়ার, কোচ, সিলেক্টর সব রকম সুবিধা পাচ্ছে। কিন্তু সেই অনুপাতে উন্নতি আসছে না। এখনও একটা সলিড ব্যাটিং লাইনাপ পেলাম না কোন ধরনের ক্রিকেটেই। সত্যি দুঃখজনক।

আমিও একটা পোস্ট লিখসি, পড়ে আসতে পারেন।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৮

খেয়া ঘাট বলেছেন: আপনারটাতো অনেক আগেই পড়েছি।
অনেক ভালো লিখেছেন ভাই।

১২| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
৯নম্বরটা এপ্লাই করে নি বলেই হয় তো হেরে গেলাম ;

গত খেলায় রানের খুব অভাব ছিলো ;)

২৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪০

খেয়া ঘাট বলেছেন: এটাতো হলো এক্কেবারে ক্লাসিক আইডিয়া। ছবি দেখে হাসতে হাসতে শেষ. এই আইডিয়া মাথায় কেমন করে আসলো। এখন আর রানের অভাব নাই। =p~ =p~ =p~ =p~

১৩| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আজকে গেমে হারার পর মানুষের কিন্তু তেমন একটা আফসোস নেই। এটা কিন্তু খুব মারাত্মক একটা সিগন্যাল। এই সিগন্যালের ভাষা বুঝতে হবে।
আর এভাবে হারতে থাকলে আমাদের ভালোবাসার দরজাও কিন্তু একসময় বন্ধ হয়ে যাবে।

১৪| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩০

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন আইডিয়া।

১৫| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৩

অদ্বিতীয়া আমি বলেছেন: =p~ :P সেই রকম সব আইডিয়া ।



:(

১৬| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: =p~ গভীর ট্র্যাজেডি উচ্চতর রসিকতার জন্ম দেয় :(

১৭| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

সায়েদা সোহেলী বলেছেন: :) =p~ :) /:) :| হাসতে গিয়ে কোথায় যেন এক্টু বিধলো! ! :|| হাসতে পাড়ছি না আর :(

খেয়া ঘাট কি ঘাট পরিবর্তন করেছে! !?? চিন্তার বিষয় 8-|

১৮| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩০

সাদা আকাশ বলেছেন: আশা ভঙ্গ হতে হতে কেমন জানি মন মেনেই নিয়েছে এবারও তা ভঙ্গ হবে :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.