নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের গল্প - নাটক ( অনুগ্রহ করে লিখা চুরি করবেন না, কেমন?)

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩০

ট্রেন তার গন্তব্যে যাত্রা শুরু করেছে।

একজন লোক উনার আসনে বসলেন।

উনার সামনের সীটে এসে বসলেন আরেকজন।

প্রথম জন ২য় জনকে বললেন, ভাই আমার নাম কামরান।

২য় জন এবার হাত বাড়িয়ে বললেন, ভাই পরিচিত হয়ে ভালো লাগলো। আমার নাম সালমান।

তা ভাই, আমি ঢাকা যাবো। আপনি?

আমিও ঢাকা যাবো ভাই।

ঢাকায় কোথায় থাকেন?

মোহাম্মদপুরে ভাই।

আরে ভাই, আমিও তো ঢাকা মোহাম্মদপুরে থাকি।

মোহাম্মদপুর কোথায়?

বাবর রোডের ওপর।

আরে ভাই ,আমিও তো থাকি বাবর রোডের ওপর।

বাবর রোডের কোথায়?

নূর মসজিদের পাশের পাঁচতলা বিল্ডিং এ।

কী বলেন, ভাই। আমিও তো ঐ মসজিদের পাশের পাঁচতলা বিল্ডিং এ থাকি।

তা আপনি কয় তলায় থাকেন ভাই?

আমিতো ভাই চার তলায় থাকি। আপনি?

আরে কী বলেন ভাই? আমিও তো চার তলায় থাকি।

সত্যি বলছেন ভাই? চার তলার কয় নাম্বার ফ্লাটে থাকেন?

আমার ফ্লাটতো ভাই ৪ক।

কী বলেন ভাই, আমিও তো ৪ক তেই থাকি। কী আশ্চর্য্য। আমরা দেখি একই রুমে থাকি।



এই ভদ্রলোক দুজনের এতক্ষণের আলাপ পাশের সীট থেকে খুব মনোযোগ দিয়ে শুনছিলেন আরেকজন।তিনি এবার রেগে গিয়ে বলেন- এই মিয়ারা ফাজলামি করেন? দুজন শুধু একই জায়গায় না, একই রুমেই থাকেন। অথচ কেউ কাউকে চিনেন না। নাটকেরতো একটা সীমা থাকা দরকার।



রাগান্বিত ভদ্রলোকের কথা শুনে, দুজনের একজন বললেন- নারে ভাই। আসলেই দুজন দুজনেই চিনি। করার কিছুই নাইতো। তাই গপ সপ করে, খাজুইরা আলাপ করে টাইম পাস করছি। আর এটাকে ফাজলামি আর নাটক বলছেন ভাই। হাহাহাহাহা।

দেশের কত তাজা তাজা অপহরণ নাটক প্রতিদিন তৈরি হচ্ছে, নাটকের কি আর শেষ আছে ভাই। অপহরণ নাটক, দরবেশবাবা নাটক, তিস্তার পানি নাটক, ভোটের নাটক,হেফাজতি হুজুরের ৩২ কোটি টাকা রেলওয়ে জমি বন্দোবস্তের নাটক, পদ্মা নাটক, শেয়ার নাটক, সোনালী ব্যাংক নাটক, কালো বিড়াল নাটক , দেশের হাজারো সমস্যা পাশ কাটিয়ে কে প্রথম কে ২য় ইত্যাদি বালখিল্য নাটক, নিজের পবিত্র জন্মভূমির কর্তৃত্ব নিয়ে অন্যদেশের রাক্ষস নেতার ফাজলামি নাটক। এগুলোর তুলনায় এসবতো কিছুই না ভাই।



তবে আসল কথা কি জানেন,

আমরা নাটক, ফাজলামি করলেও এই ট্রেণ কিন্তু গন্তব্যে ঠিকই পৌঁছাবে। কারণ ট্রেনচালক কোনো নটামি আর ফাজলামি করছেননা। সময় নষ্ট করে কোনো খাজুরে আলাপও করছেন না। , তবে দেশের চালকরা যদি মনে যা আসে তাই মুখ দিয়ে বের করে দেন ।ভাঁড়ামি, নটামি আর ফাজলামি করেন তবেই সমস্যা। তখন রাষ্ট্র নামক এ ট্রেন ৪৩ বছরে কেন তিন হাজার ৪৩ বছরেও হয়তোবা কোনো গন্তব্যে পৌঁছাবেনা।

মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪২

আজীব ০০৭ বলেছেন: ভালোই লিখছেন........

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৩

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৮

এন ইউ এমিল বলেছেন: ভাল লাগলো

২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১০

ইছামতির তী্রে বলেছেন: আমি ত ভাই বাবর রোডের পাশেই থাকি। :) :)

এই দেশের ভবিষ্যত নিয়ে আমি ভীষণ আতংকিত। :( :(

২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

খেয়া ঘাট বলেছেন: তাহলেতো আপনারা সবাই দেখি পাশাপাশি থাকেন.......নাটক করেন নাকি? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আমিও ভাই।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল লাগল।

অনেক দিন পরে লিখলেন মনে হয়?

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০৭

খেয়া ঘাট বলেছেন: আপনার নিকটা খুউব পছন্দ হয়েছে। জ্বি ভাই। মেলাদিন পর লিখলাম। ধন্যবাদ।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৯

মোহাম্মদ জাবেদ বলেছেন: Valo Laglo ..

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১২

অন্ধবিন্দু বলেছেন:
খেয়া ঘাট,
চুুরির ভয়ে লেখালেখি কমিয়ে দিলেন নাকি। চোরেরও তো মুখ আছে ;)

ভাঁড়ামি, নটামি আর ফাজলামি এইগুলো আমাদের রাজনৈতিক সম্পদ। ব্যবহার যে করতেই হয়।

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৯

খেয়া ঘাট বলেছেন: নারে ভাই. একটু ব্যস্ততায় ছিলাম। সেজন্য ঠিকমতো সময় বের করতে পারিনি।

চোরেরও তো মুখ আছে
=p~ =p~ =p~

৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৮

দুষ্টু ছোড়া বলেছেন: চুরি হওয়ার মত মানসম্পন্ন হয় নি লেখাটা। এত টেনশন নিয়েন না।

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫০

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্যটি পেয়ে ভালো লাগলো ভাই। সাহস পেলাম। =p~ =p~ =p~

৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৮

মামুন রশিদ বলেছেন: অনেক দিন পর আগুনে পোস্ট..



ভাইজান, লেখা চুরি নিয়ে ডরান ক্যান? যে লেখাটা চুরি হইল, ধইরা নিয়েন সেই লেখাটা অনেক ভালো হইছিল । ;)

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৫

খেয়া ঘাট বলেছেন: সইত্য বলছেন। =p~ =p~ =p~

৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

ধুমধাম বলেছেন: মামুন রশিদ বলেছেন: অনেক দিন পর আগুনে পোস্ট..
ওঅ, গরম বেড়ে যাওয়ার আরেকটা কারণ বুঝি এই পোস্ট ;)

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩০

খেয়া ঘাট বলেছেন: তাহলে পোস্টটি আইসব্যাগের ভিতর ঢুকিয়ে রাখেন।
অন্ততঃ গরম কমুক।

ভালো থাকুন ভাই।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪১

সায়েদা সোহেলী বলেছেন: আসলে আমরা জাতি হিসেবে খুবই ক্রিয়েটিভ তাই যে যেই ফিল্ড ই থাকুক না কেন নাট্য চর্চায় পিছিয়ে নেই , তা সে নাটক রচনা হোক আর মুখ্য ভুমিকায় অভিনয়ে !! গ্যালিরে তে থাকা দর্শকের ও যে অভাব নেই ভাইয়া ।

লেখা চুরি নিয়ে এখনও ক্ষেপে আছেন মনে হয় !! আরে এগুলো ব্যপার না নোবেল বিজয়ী দের নামেই যখন লেখা চুরির অপবাদ আছে , তখন সাধারন রা লেখক হবার আশায় করলই না হয় , মামুন রশিদ ভাই কিন্তু ঠিক কথাই বলেছেন ।
আপনার মন খারাপ করে দেওয়া ছাড়া অন্য কোন ক্ষতি কিন্তু সে করতে পারছে না , অন্যথায় নিজেই নিজের ক্ষতি করছে । সব কাজ কথার ই যে একটা ভালো মন্দ রেজাল্ট থাকে ।

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯

খেয়া ঘাট বলেছেন: গ্যালিরে তে থাকা দর্শকের ও যে অভাব নেই ভাইয়া- ঠিক বলেছেন।
হাউস ফুল থাকলে ছবিতো চলবেই।
কেমন আছেন সাসো।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখা সম্পর্কে মন্তব্য দেবো পরে। শিরোনাম সম্পর্কে মন্তব্য হলো: খুবই সুন্দর এবং সময়োপয়োগী শিরোনাম দিয়েছেন, জনাব খেয়াঘাট! বিশেষত ব্র্যাকেটের ভেতরের বক্তব্যে বিগলিত হলাম B-)

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯

খেয়া ঘাট বলেছেন: আপনার অনেকগুলো ভালো ভালো লিখা পড়লাম। কিন্তু আইলাসামীর জন্য আর মন্তব্য করতে পারিনাই মইনুল ভাই।
চোরেরা দেখি আপনাকেও পছন্দ করেছে........... =p~ =p~ =p~

১২| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮

না পারভীন বলেছেন: সুন্দর!

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০০

খেয়া ঘাট বলেছেন: একদম বাদ দিয়ে দিলাম।
মানে ধন্যবাদের বাদ বাদ দিয়ে শুধুই ধন্য হলাম।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


+++++ রইল।

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪২

ঢাকাবাসী বলেছেন: দারুণ লিখেছেন! দেশটাকে ডোবাচ্ছে কতগুলো জা...

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩৪

সাদা আকাশ বলেছেন: জীবনের শেষাংশে দাড়িয়েও তারা নাটক করতেই থাকবে। কি হলে যে এদের এই কাজ গুলি থামবে সেটাই ভাবছি বহুদিন ধরে। কোন উপায় খুঁজে পাচ্ছি না।

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২

হাসান মাহবুব বলেছেন: দারুণ +++

১৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো পড়ে।

১৮| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৬

একজন ঘূণপোকা বলেছেন: গল্পে গল্পে অনেক কঠিন কথা বলে দিয়েছেন।


চারদিকে খালি নাটক আর নাটক

১৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চমৎকার বলেছেন

২০| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭

মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা দারুণ !! :) :) :)

২১| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪

দালাল০০৭০০৭ বলেছেন: valo

২২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

সংগ্রামী বালক বলেছেন: চারদিকে শুধু নাটক আর নাটক।এতো নাটক দেখতে দেখতে আমরাও ছোটখাটো অভিনেতা হয়ে গেছি।

২৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষ স্তবকের বক্তব্য খুব তাৎপর্যপূর্ণ।

২৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: কথা সত্য। :(

২৫| ০১ লা মে, ২০১৪ দুপুর ১২:৪৮

আমি তুমি আমরা বলেছেন: ৪৩ বছরেও ট্রেন গন্তব্যে পৌছাল না। আফসোস।

২৬| ০৩ রা মে, ২০১৪ সকাল ৭:৪১

সায়েদা সোহেলী বলেছেন: আলহামদুলিল্লাহ্ ভালো

" সাসো! !! নিজেকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর কোন চরিত্র মনে হচ্ছে :)

আপনি কেমন আছেন? ব্লগে অনিয়মিত মনে হচ্ছে? ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.