নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ছোট শিশুদের সাথে তর্ক করে কখনোই জেতা যায়না।

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১:৪৮

ছোট মেয়ে পারুল তার স্যারকে জিগ্গাসা করলো, স্যার তিমি মাছ কি আস্ত একটা মানুষ গিলে খেতে পারে?

মোটেই সম্ভব না। কারণ তিমি মাছের মুখের ভিতরটা এমন ভাবে তৈরি যে পুরো মানুষ গিলে ফেলা সম্ভব না।

কিন্তু, স্যার, আমি তো শুনেছি তিমি মাছ ইউনুস নবীকে গিলে খেয়েছেন।

তুমি এটা ভুল শুনেছো। এটা কোনোভাবেই সম্ভব না।

অবশ্যই সম্ভব স্যার। শ্রষ্ঠা চাইলে কিনা পারেন?

স্যার এবার রেগে গিয়ে, আমিতো বললাম, এটা সম্ভব না।

আচ্ছা স্যার আমি স্বর্গে গিয়ে উনাকে জিগ্গাসা করবো।

স্যার এবার প্রচন্ড রেগে গিয়ে বললেন, মনে করো উনি স্বর্গে না গিয়ে নরকেই গেলেন।তখন কি হবে, কিভাবে জিগ্গাসা করবে?

ছোট মেয়ে পারুলের ঝটপট উত্তর,

তখন স্যার, আপনিই জিগ্গাসা করে নিবেন।



মোরালঃ ছোট শিশুদের সাথে তর্ক করে কখনোই জেতা যায়না।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১:৫৯

পংবাড়ী বলেছেন: হাউকাউ ধরণের লজিক!

০৪ ঠা জুন, ২০১৪ রাত ২:০৫

খেয়া ঘাট বলেছেন: ১০০% ঠিক বলেছেন আপনি।

২| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৭:৫০

মামুন রশিদ বলেছেন: ম্যোরালের সাথে একমত ।

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:২৪

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৩| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৯:২৩

ঢাকাবাসী বলেছেন: ঠিক।

০৪ ঠা জুন, ২০১৪ সকাল ১১:২৪

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ নেন।

৪| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:০৮

না পারভীন বলেছেন: আচ্ছা এই লেখাটা ভাল লেগেছে। খেয়াঘাট ভাই আপনি পাঠক নন্দিত লেখক। জানি অনেক ব্যস্ত ও থাকেন। গল্প লেখার বিশেষ ক্ষমতা চর্চায় রাখা

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৩৮

খেয়া ঘাট বলেছেন: ব্যাপক খুশী হলাম।
তবে "ন" এর আগে মনে হয় একটা হৃ্স্বইকার দিতে ভুলে গেছেন ডাক্তার আপা। তারপরও চর্চা আমার চর্চিত হোক। ভালো থাকবেন।

৫| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:১০

না পারভীন বলেছেন: দরকার আপনার পাঠক দের কথা বিবেচনা করে। সাধারন পাঠক হিসেবে এই আবেদন রাখলাম :)

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৩৯

খেয়া ঘাট বলেছেন: শ্রষ্ঠা কিন্তু সাধারণদেরই বেশী পছন্দ করেন। তাইতো উনার বেশীর ভাগ মানুষই অতি সাধারণ হিসাবেই সৃষ্টি। ভালো থাকবেন ডাক্তার আপা

৬| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:৫৩

মনিরা সুলতানা বলেছেন: রেগে গেলেন তো হেঁড়ে গেলেন ;)

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৪২

খেয়া ঘাট বলেছেন: কথা সইত্য মসু আপ্পি.........

৭| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৫১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হাহাহাহাহাহাহহা! মজা পেলাম ভাই =p~

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৪৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আদনান ভাই।

৮| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:৫৭

জামিল হাসান বলেছেন: উপরে ভং-সংবাড়ী রেগে গেছে

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৪৩

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহা।
মনিরা সুলতানা বলেছেন: রেগে গেলেন তো হেঁড়ে গেলেন

৯| ০৫ ই জুন, ২০১৪ রাত ১২:২৪

সায়েদা সোহেলী বলেছেন: :)

এমন পরিস্থিতি আমাকে প্রায় প্রতিদিন ই ফেস করতে হয় , কিডস আর ইম্পসিবল !! :|

না পারভীন বলেছেন: আচ্ছা এই লেখাটা ভাল লেগেছে। খেয়াঘাট ভাই আপনি পাঠক নন্দিত লেখক। জানি অনেক ব্যস্ত ও থাকেন। গল্প লেখার বিশেষ ক্ষমতা চর্চায় রাখা


সহমত
সহমত
সহমত

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৪৪

খেয়া ঘাট বলেছেন: কিডস আর ইম্পসিবল !! সইত্য, সইত্য, সইত্য।


বড়ই লজ্জিত হইলাম সোহেলী আপু।

১০| ০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৩২

একজন ঘূণপোকা বলেছেন: মামুন রশিদ বলেছেন: ম্যোরালের সাথে একমত ।

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৪৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই।

১১| ২৫ শে জুন, ২০১৪ রাত ৮:০৮

না পারভীন বলেছেন: খেয়াঘাট ভাই, ই কার হবেনা। আপনি সব সময় বিনয়ী। আপনি আমার মাল্টি তে লেখা গল্প টি পড়ে একটা সুন্দর কমেন্ট দিলে খুশি হতাম। ;) ;)

২৫ শে জুন, ২০১৪ রাত ৮:১৫

খেয়া ঘাট বলেছেন: ঐ নিকতো এখন অনলাইনে দেখছিনা। আর সার্চ বক্সে সার্চ দিয়েও পাচ্ছিনা। ঐ ব্লগে যাই কেমন করে?????? :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.