নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

নীতিবানদের নীতিহীনতা-একজন বিখ্যাত লেখকের সাথে কথোপকথন

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

হ্যালো স্যার।

জ্বি বলো।

আজকের মোটিভেশনাল স্ট্যাটাসটতো স্যার দারুন লিখেছেন।

ধন্যবাদ। অনেকেইতো শেয়ার করেছে দেখলাম। প্রায় ৫০০এর ওপরে।

জ্বি স্যার। এতো চমৎকার করে কেমন করে লিখেন? এতো সুন্দর আইডিয়াগুলো কিভাবে যে বের করেন? সত্যিই অসাধারণ।

এই আর কি? সব পাঠকের ভালোবাসা। আচ্ছা আমি একটু বিজি। পরে কথা হবে।

একটা কথা বলার ছিলো স্যার। যদি অভয় দেনতো বলি।

হ্যাঁ, তাড়াতাড়ি বলো।

আজকের স্ট্যাটাসটি কি স্যার আপনার নিজের লিখা?

কি বলতে চাও?

না স্যার।আমার মনে হলো কি এই রকম একটা লিখা আমি ইংরেজিতে অনলাইনে পড়েছিলাম।

এরপর পাঁচমিনিট গেলো, দশ মিনিট গেলো, আধঘন্টা গেলো কোনো রিপ্লাই নাই।

আর রিপ্লাই নাই। নিজের ভুল নিজেই করলাম। একজন বিখ্যাত লেখকের সাথে আমার সম্পর্কটা আজীবনের জন্য নষ্ট করে দিলাম।



পরে উনার স্ট্যাটাসে গিয়ে লিখা দেখলাম-সংযুক্তি দিয়েছেন-"Collected from internet.



আমার শৈশবের কথা মনে পড়ে। আমার বাবা আমাদের বিভিন্ন অনুপ্রেরণামূলক ছোট ছোট গল্প বলতেন। বলার পরই বলতেন, এটা ঈশপের গল্প, এটা উনার গল্প, এটা বিদেশী একটি অনুবাদ গল্প ইত্যাদি।



কোনো গল্পের লিখকের নাম বলতে না পারলেও বলতেন- এই গল্পের লেখকের নাম মনে নেই। পরে জেনে বলবো। তখনতো আর ইন্টারনেট ছিলোনা। তাই চাইলেও খুব দ্রুত বলতে পারতেন না। কোনো কোনো ঘটনা বলতেন আমাদের সামাজিক ব্যবস্থার সাথে মিল রেখে। চরিত্রগুলো মনে হতো নিজের দেখা। তারপরও বাবা বলতেন, জানো। গল্পের মূল আইডিয়াটি কিন্তু বিদেশী এক জার্নাল থেকে নেয়া। সন্তানের কাছে স্বচ্ছ থাকতেন। অন্যের আইডিয়া চুরি করে গল্প বলে নিজের কৃতিত্ব বাড়াতেন না।





মূল গল্পে হয়তো বলা আছে কফি মগ। নব কৃতিত্বধারী লিখলেন- দুধের কাপ। এভাবে ছোট ছোট জিনিস বদলে দিয়ে পুরো লিখার মালিকানা নিয়ে নিলেন। অথচ যে মূল লেখক অথবা যার আসল আইডিয়া তাঁর নামটাও একবার মুখে আনলেন না।



অবসর সময়ে বিভিন্ন দেশের মানুষের ব্লগে ঘোরাঘুরি করা আমার একটা বিশেষ শখ। সেখানে দেখি, অনেক লিখার নীচে লিখা থাকে- "Unknown author"। লেখক চাইলেই নিজের নামে চালিয়ে দিতে পারতেন। কিন্তু তা করেন না। চুরি করে কৃতিত্ব নিতে হয়তো উনাদের বিবেকে বাঁধে।



আচ্ছা এই যে নীতিগল্প গুলো লিখা হচ্ছে, কিন্তু লিখার মূল উৎস বললেন না । তাতেকি নীতিহীনতা হলোনা? কপিলেখক অপরকে নীতি শিখাতে গিয়ে নিজেইতো নীতির বিসর্জন দিলেন।



আচ্ছা, এসব মানুষ কেন করে?

করে খ্যাতির জন্য। বাহবা পাওয়ার জন্য।

কীসে খ্যাতি হয়?

কেউ গান করে, কেউ লিখে, কেউ খেলাধূলা করে,কেউ ধনবান হয়ে ইত্যাদি নানাভাবে মানুষ সাধারণ থেকে অসাধারণ হতে চায়। নিজেকে অন্যের চেয়ে আলাদা করতে চায়। যে একটু সাধারণ, সে একটু অসাধারণ হয়। যে একটু অসাধারণ সে তারকা হতে চায়। যে তারকা সে মহাতারকা হতে চায়।



এখনএই যে চুরি করে এই তারকা মহাতারকা বা আরো বড় তারকা হচ্ছেন উনি যদি অন্যের ধন,সম্পদ চুরি করার সুযোগ পান , তবে কি তা চুরি করবেন না? অবশ্যই করবেন।



তাছাড়া অন্যের আইডিয়া নকল করে অথবা চুরি করে দেশের তুমুল পাঠক প্রিয় পত্রিকায় যে ছাপছেন, তাতে যত পাঠক আপনার এই লিখাটি পড়লো সবার সাথেই কিন্তু আপনি প্রতারণা করলেন। অথবা, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে হাজার হাজার লাইক আর শেয়ার পাচ্ছেন-তাদের সাথেও নিদারুন প্রতারণা করলেন। আপনার ওপর পাঠকের যে বিশ্বাস , সে বিশ্বাসের শ্বাস রোধ করে হত্যা করলেন।





পরিশেষে বলি, ইন্টারনেটে ব্যবহারের অবারিত সুযোগ পৃথিবীর নানা দেশের মানুষের মেধাকে বিকশিত করছে, আর আমাদের দেশে কিছু প্রতারক, চোর লেখকগোষ্টি, আর নকল ফেসবুক স্ট্যাটাসদাতা সৃষ্টি করেছে।



মন্তব্য ৩৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

ঢাকাবাসী বলেছেন: এদেশে ২৪/৭ চুরি হচ্ছে। আমলা নেতা মন্ত্রী ব্যাবসায়ী সরকারী কর্মকর্তা সবাই ২৪/৭ চুরি করছে। সো! লেখকরা চাদের দেশ থেকে আসে নাই!

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন ভাই। আপনার সাথে ১০০% সহমত।
যে যেভাবে পারে চুরি চামারি করেই যাচ্ছে।

২| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১১

না পারভীন বলেছেন: আমি কৃতজ্ঞতা স্বিকারে রেফারেন্স এর নাম লিখি।আমার গত লেখায় ৭-৮টো সূত্র উল্লেখ আছে। নতুন লেখকদের ও লেখায় সূত্র উল্লেখ করা দরকার।

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

খেয়া ঘাট বলেছেন: নতুন লেখক নারে ভাই। ইনি একেবারে দেশের প্রথম সারির লেখকদের একজন।

৩| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

মনিরা সুলতানা বলেছেন: নীতিবানদের শুধু মনে হয় নীতিশিক্ষা দিলেই চলে , চর্চার প্রয়োজন নাই ।

টাফজব যাই বল ... ;)

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

খেয়া ঘাট বলেছেন: চর্চা করে মনে নীতির খরচা করতে চায়না.. =p~ =p~ =p~

৪| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারপরও বাবা বলতেন, জানো। গল্পের মূল আইডিয়াটি কিন্তু বিদেশী এক জার্নাল থেকে নেয়া। সন্তানের কাছে স্বচ্ছ থাকতেন। অন্যের আইডিয়া চুরি করে গল্প বলে নিজের কৃতিত্ব বাড়াতেন না।
+++

এখন আর এমন সৎ পিতা নাইতো.... তাই চুরি বাইড়া গেছে!!!

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

খেয়া ঘাট বলেছেন: এসব দেখি চোরের হাটবাজার =p~ =p~

৫| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:২৯

সুমাইয়া আলো বলেছেন: প্রয়োজন হতেই পারে অন্যের লিখা কপি করার তবে সাথে যেখান থেকে কপি করছি সেটা উল্লেখ করা আমার লিখাটিকে আরো অসাধারণ কবে। এইয়া মনে করা উচিৎ।

০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৩১

খেয়া ঘাট বলেছেন: সেটাই। ধন্যবাদ।

৬| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৩০

সুমাইয়া আলো বলেছেন: সরি, এটা মনে করা উচিৎ হবে। :)

৭| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:২০

ারোয়ার লস্কর বলেছেন: এমন বেকুবদের ফেবু টেবুতে বড্ডবেশি দেখা যায়।

০৭ ই জুন, ২০১৪ রাত ৯:২৮

খেয়া ঘাট বলেছেন: শুধু ফেবুতে না ভাই। ইনি দেশের একজন স্বনামধন্য, প্রথিতযশা, প্রতিষ্ঠিত লেখক।

৮| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩১

মামুন রশিদ বলেছেন: লেখকরা প্রাগ্রসর সচেতন স্পর্শকাতর মানুষ, তাদের এথিকস আর ভ্যালুজ এত দুর্বল হলে আমাদের দাঁড়ানোর আর কোন জায়গা থাকে না । তবু আপনার পোস্টের সুবাদে উঠতি লেখকরা যেন সচেতন হয় সেই প্রত্যাশা করি ।

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪৫

খেয়া ঘাট বলেছেন: এথিকসের আর খাবার নাই মামুন ভাই।
এখন চোর ডাকাতের দুনিয়া। ঠিক থাকতে হলে - হয় আন্ধা হতে হবে, নয় এদের সর্দার হতে হবে।

৯| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: কথোপকথন ভালোলাগলো ....

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৬

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৬

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৩

তুষার মানব বলেছেন: চোরে ভইরা গেল দুনিয়াটা X(

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৮

খেয়া ঘাট বলেছেন: ভাবছি চোরের সর্দার হবো, যেহেতু আন্ধা হয়ে ঠিকে থাকতে পারবোনা। X(( X(( X((

১১| ০৮ ই জুন, ২০১৪ রাত ৩:০৯

রোমান হাসান রনি বলেছেন: যারা উপরের লেখা চুরি তারা বড্ড মানসিক নেশাগ্রস্থ ।

০৮ ই জুন, ২০১৪ রাত ৩:১৮

খেয়া ঘাট বলেছেন: খ্যাতিগ্রস্থের যাতনায় নিজেরাই ক্ষতিগ্রস্থ।

১২| ০৮ ই জুন, ২০১৪ রাত ৩:১০

রোমান হাসান রনি বলেছেন: যারা উপরের লেখা চুরি করে তারা বড্ড মানসিক নেশাগ্রস্থ ।

১৩| ০৮ ই জুন, ২০১৪ ভোর ৪:১৯

সেলিম আনোয়ার বলেছেন: মৌলিক লেখার গুরুত্ব বেশি। অন্যের লেখা বা আইডিয়া কপি করাটা ভাল লাগে না আমার কাছে।

চমৎকার লাগলো ।

০৮ ই জুন, ২০১৪ ভোর ৫:৪৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার ভাই।

১৪| ০৮ ই জুন, ২০১৪ ভোর ৬:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ঘুম থেকে ওঠে একজন বিখ্যাত ‘পতিতযশা’ স্বনামধন্য লেখকের চুরির ঘটনা শুনে একই সাথে মর্মাহত এবং বিনোদিত হলাম।

ঘুম থেকে ওঠেই চুরির খবর শোনার গ্রামীণ রেওয়াজটা রেখে দিলেন আপনি :)



খেয়াঘাট ভাইকে শুভেচ্ছা .....

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:২৬

খেয়া ঘাট বলেছেন: ‘পতিতযশা’ :-< :-< =p~ =p~ =p~ =p~

হাসতে হাসতে শেষ...........প্রিয় মইনুল ভাই।

১৫| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:০০

লাবনী আক্তার বলেছেন: ভালো একটা টপিক নিয়ে লিখেছেন। আপানার লেখা বরাবরই বেশ ভালো লাগে। খুব সুন্দর, সাবলীল ভাবে লিখেন ।

আমি সবসময় চেষ্টা করি লেখার শেষে "সংগৃহীত" কথাটা লিখে দিতে। কারন আমার কখনই ভালো লাগেনা অন্যার লেখা নিজের বলে চালানো। আর এটা আমি করিও না।

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:২৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু।
নবীন কেউ করলেও হয়তোবা মেনে নেয়া যায়। কিন্তু যখন দেশের একজন অতিসুপরিচিত লেখক তা করেন তখন খুব খারাপ লাগে।
মনে হয় এখন চোখ বন্ধ করে রাখতে হবে, অথবা ঠিকে থাকতে হলে চোরের সর্দার হতে হবে !:#P !:#P !:#P !:#P

১৬| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৭

মুদ্‌দাকির বলেছেন: আসলেই আজকাল এমন লোকজন চুরি করে যে বিশ্বাস করা দায় !!!! কে যে চোর আর কে যে সাধু আল্লাহ ছাড়া এখন আর কেউ জানে না !!! আর নীতি কথাতো মনে হয় দূর্নীতি গ্রোস্থদের বাচন !!!

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:২৯

খেয়া ঘাট বলেছেন: আর নীতি কথাতো মনে হয় দূর্নীতি গ্রোস্থদের বাচন !!!
++++++++++++

১৭| ০৮ ই জুন, ২০১৪ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: দারুণ বলেছেন। সহমত। আসলে বুঝি না, অন্যের লেখা চুরি করে কি লাভ !!

চুরি করে কারণ, সে চোর, মানসিক ভাবে অসুস্থ, লোভী, সহজে নাম অর্জন করতে চায়, নিজেদের মধ্যে মৌলিক কিছু নাই, বয়সে ছোট ইত্যাদি।

আমার স্যার বলতো, “তুমি চুরি করে বড়লোক হবে আর মানুষ তোমাকে চোর বলবে না। এটা ভেবো না।”

চোর সেতো চোরই।

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: আমার স্যার বলতো, “তুমি চুরি করে বড়লোক হবে আর মানুষ তোমাকে চোর বলবে না। এটা ভেবো না।”

চোর সেতো চোরই।

চমৎকার কথাটির জন্য অনেক ধন্যবাদ প্রিয় সুমন ভাই।

১৮| ১১ ই জুন, ২০১৪ রাত ২:১৪

রোমেন রুমি বলেছেন:
১০০ ভাগ সত্যি কথা ।
এই নির্লজ্জ কর্মের স্বীকার আমি নিজেও হয়েছি;
একদিন দেখলাম একজন আমারই একটা লেখা দিব্যি নিজের মনে করে নিজের বলে চালিয়ে দিলেন ।


আমি বুঝি না ; এর মধ্যে আনন্দটা কোথায় :)


আমি দেখে বেশ বিরক্ত হয়েছি কিন্তু সম্মানির সম্মানহানি করিনি ।


মনে মনে ভাবলাম ; যাক আমিতো শালা বিরাট কিছু একটা; আমার লেখা রীতিমত কপি- পেস্ট :)
শুধু তাই নয় আবার নিজের বলে দিব্যি চালিয়ে দেয়া :)

কিন্ত এই নির্লজ্জ সদর্প কর্মের সমাধানটা কি !!

শুভ রাত্রি :)

১১ ই জুন, ২০১৪ রাত ৩:৫৩

খেয়া ঘাট বলেছেন: প্রআ'র আহ যদি এ কাজটি করতে পারে। এবার অন্যদের আপনি কি বলবেন। সবচেয়ে একটা মজার কথা হলো,
আমার নিজের স্ট্যাটাসে হাতে গোনা লাইক, কিন্তু আমার স্ট্যাটাস বড় সেলিব্রেটিরা যখন নিজ নামে চালিয়ে দেয় সেখানে হাজার খানেক লাইক।
একজন এর কারণ জিগ্গাসা করলে, ঐ ভাই খুব সুন্দর জবাব দিলেন।
উনি বললেন, লোকে আপনারটাই ফেক মনে করে আর ওদেরটাই আসল মনে করে। কারণ উনারা যে অলরেডি সেলেব্রেটি। =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.