নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

চারবছর প্রতীক্ষার উন্মাদনা একমাসে প্রচন্ড তুঙ্গে ওঠে

০৮ ই জুন, ২০১৪ ভোর ৫:৪২

bdlive24.com







বিডিলাইভ রিপোর্ট: ‏শুধুমাত্র ফুটবল খেলাটিই সারা পৃথিবীর মানুষকে এক মাঠে নিয়ে আসে। আর কেবলমাত্র 'বিশ্বকাপ' এটুকু বললেই হয়, মানুষ বুঝে যায় এ হলো বিশ্বকাপ ফুটবল। চারবছর প্রতীক্ষার উন্মাদনা একমাসে প্রচন্ড তুঙ্গে ওঠে।



বিশ্বকাপ কে জিতলো, কে হারলো-তাতে আমার তেমন আগ্রহ নেই। আমার শুধু আগ্রহ গোল হোক। গোল পরিশোধ হোক। আক্রমণ হোক, আবার প্রতিআক্রমনে পুরো মাঠ মুখরিত হয়ে উঠুক। যতবেশী খেলার মাঠে গোল হয়, আমার মজা ততবেশী বাড়ে।



আবার খেলা শেষে যখন দেখি একদল লড়াই করতে করতে হেরে গেলো, জার্সি দিয়ে মুখ ঢেকে রেখেছে, কেউ বিধ্বস্ত হয়ে মাঠের এক কোনে বসে আছে, কারো চোখে জলকণা চিকচিক করছে আর অন্যদিকে বিজয়ী দল সাম্বা, রাম্বা, মাম্বার উল্লাসে মেতে ওঠেছে, তখন বিজিত দলের প্রতি খুব মায়া হয়। ভাবি, ইস যদি খেলাটাই ড্র হয়ে যেতো। ইস যদি দু দলই জিতে যেতো। কিন্তু তা কি আর হয়?



আমি স্পেনের লড়াকু প্লেয়ার আন্দ্রিসের ম্যাজিক, আর্জেন্টিনার মেসির যাদুকরি ক্ষীপ্রতায় গোল, পর্তুগাল ফুটবলের রাজসিংহ রোনাল্ডোর দুদার্ন্ত সব শ্যট, ব্রাজিলের তরুন ক্রেজ নেইমারের হরিণ শাবকের মতো বাতাসের সাথে পাল্লা দিয়ে বল নিয়ে উদ্যম ছুটে চলা, ইংল্যান্ডের রুনির অপূর্ব ফুটবল শৈলী, ইতালীর মারিও বেলোটেলির ফুটবল কারিশমা, আর ফুটবল মাঠের ত্রাস বিশ্বকাপের বিস্ময় জার্মানীর ওজিলের মনোমুগ্ধকর খেলা দেখার প্রতীক্ষায় আছি।



কোটি কোটি ফুটবল প্রেমিক আফ্রিকার গহীন অরণ্য থেকে আধুনিক নগরের শীতাতপ কক্ষে, মাঠে অথবা মাঠের বাইরে এদের নিপূন ক্রীড়াশৈলীতে মুখরিত হয়ে ওঠুক, আবার নতুন পেলে, ম্যারাডোনার জন্ম হোক এ প্রত্যাশাই করছি। বিশ্বকাপ ফুটবলের জয় হোক।



আরিফ মাহমুদ।

ছোট গল্পকার।

আটলান্টা, আমেরিকা।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৮:১১

মামুন রশিদ বলেছেন: মোস্ট থ্রিল এন্ড এন্টারটেইনিং ইভেন্ট! বিশ্বকাপ ফুটবলের তুলনা হয় না ।


অল্প কথায় সুন্দর প্রতিবেদন ।

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:২১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

২| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:১৪

সময়ের ডানায় বলেছেন: বিশ্বকাপ দেখার প্রতিক্ষায় বসে আছি আর মাত্র চারদিন।

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:২২

খেয়া ঘাট বলেছেন: শুরু হয়ে গেলো..........রেে......................আর.........মাত্র ৩

৩| ০৯ ই জুন, ২০১৪ রাত ১২:৪৪

উদাস কিশোর বলেছেন: সুন্দর ও সুষ্ঠ বিশ্বকাপের অপেক্ষায়

০৯ ই জুন, ২০১৪ রাত ৮:২৩

খেয়া ঘাট বলেছেন: ঠিক তাই।

৪| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৪৪

ঢাকাবাসী বলেছেন: খেলার টাইমিংটা কিছু মানুষের জন্য কঠিন, রাত চারটে!

১০ ই জুন, ২০১৪ ভোর ৪:০২

খেয়া ঘাট বলেছেন: আমাদের বিকার সাড়ে তিনটা, পুরোটাই কামলা খাটার সময়। অবশ্যই শুক্র, শনি, রবিবার এই তিনদিন দেখত পারবো।

৫| ০৯ ই জুন, ২০১৪ রাত ৯:০২

শুঁটকি মাছ বলেছেন: সত্যি বলত কি আমি একদমই ফুটবল বুঝিনা। তবু চার বছর পর পর এই উত্তেজনাটা দারুন লাগে

১০ ই জুন, ২০১৪ ভোর ৪:০৩

খেয়া ঘাট বলেছেন: সবাই একসাথে দেখতে পারলে উত্তেজনা আরো বাড়ে। একা একা খেলা দেখার আসল আমেজ পাওয়া যাওনা।

৬| ১০ ই জুন, ২০১৪ সকাল ১১:০১

শাহ আজিজ বলেছেন: এক সঙ্গে বসে এই উত্তেজনাময় খেলাগুলো দেখা আর টা যদি হয় বড় স্ক্রিনে একদম ঝাক্কাস । ভালো কিছু রান্না হবে , খাওয়া হবে তৃপ্তির সাথে , যাদের পানীয়র অভ্যাস আছে তারা তো মৌজ মেরে দেখবেন , ধূমপায়ীরা ধোয়া বেশি ওড়াবেন গোল হজম করতে । চার বছর বাদে এমনই একটা ইভেন্ট আসে যে ধনী গরীবের আনন্দ ভাগাভাগিতে কোন ভেদাভেদ থাকেনা ।

খুব ভাল্লাগছে যদিও মাঝ রাতের খেলা দেখতে পাবোনা তবুও সেমি ফাইনাল আর ফাইনালে জাগব শরীর খারাপ করলেও ।

আমার জার্মানি যেন জেতে , হ্যাঁ বলে দিচ্ছি কিন্তু !!!!

১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

খেয়া ঘাট বলেছেন: বাহঃ চমৎকার একটি মন্তব্য করেছেন শাহ ভাই।
আপনার জার্মানীর জন্য শুভকামনা রইলো।

৭| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:০০

একজন ঘূণপোকা বলেছেন:
কিপ্টা হয়ে গেছেন :(


আগের মত লেখা আর দেন না :(

১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

খেয়া ঘাট বলেছেন: :( :( :( :( :( :(
আগের মতো লিখাও কেউ পড়ে না রে ভাই।
লেখা লিখে কি আর ভালো লাগে যদি কেউ নাই পড়ে।
আগে মিঃ অরিলও পোস্টে কষ্ট করে বাংলায় মন্তব্য করে যেতো।
সেই দিন আর নাই, সেই লেখালেখিও আর নাই। :( :( :( :( :( :(

৮| ১০ ই জুন, ২০১৪ রাত ৮:৪৪

একজন ঘূণপোকা বলেছেন:
এইটা ঠিক বলেছেন ভাই, সামু গন্না ডাই।


কিন্তু আমরা কিছু বেচেরা যে আপনার কাছ থেকে ভালো লেখা চাই।

:(

১০ ই জুন, ২০১৪ রাত ১১:৪৩

খেয়া ঘাট বলেছেন: বাঁচাবার কি উপায়?????

৯| ১১ ই জুন, ২০১৪ রাত ১:০৪

একজন ঘূণপোকা বলেছেন:
জানি না আরিফ ভাই।

খুব করে চাই, বেচে থাকুক সামু তার স্বমহিমায়।

সামু আমার কাছে একটা এডিকশনের মত হয়ে গেছে :(

১১ ই জুন, ২০১৪ রাত ১:৩৭

খেয়া ঘাট বলেছেন: আমার আগের আরেকটা নিক ছিলো।
সাউথ ক্যারোলিনা থাকেন এক বড়ভাই, বিশ্ববিদ্যালয়ে পড়ান। উনি এখনো আমাকে ঐ নিকে চিনেন, ঐ নিকনামে ডাকেন। এই ব্লগের মাধ্যমেই উনার সাথে পরিচয়। তখন একটা পোস্ট দেয়ার ঘন্টাখানেকের মাঝেই ৭০০-১০০০ হিট পার হয়ে যেতো। একবার এক ছেলে সুদূর ইংল্যান্ড থেকে ব্লগের মায়ায় আমার সাথে দেখা করতে এসেছিলো। এতো তুমুলভাবে মুখরিত ছিলো সেই ব্লগের দিনগুলো। এখনতো মাঠে খড়া...যেন মরুময় এক ধু ধু ব্লগপ্রান্তর। জলের তৃষ্নায় বুক ফেটে যায়, কিন্ত জল না পাওয়া গেলে কে কতক্ষণ অপেক্ষায় থাকবে বলুন।

১০| ১১ ই জুন, ২০১৪ রাত ১:৩৯

একজন ঘূণপোকা বলেছেন:

স্টিকি পোস্টই এখন তিনদিনে ৫০০ হিট পায় না :(

১১ ই জুন, ২০১৪ রাত ৩:৪৬

খেয়া ঘাট বলেছেন: আগে কিন্তু ৩০,৪০ হাজার হিট স্টিকি পোস্টে খুব সহজেই হয়ে যেতো।

১১| ১১ ই জুন, ২০১৪ রাত ৩:০৪

উপপাদ্য বলেছেন: বিশ্বকাপ ফুটবলের জয় হোক।

অল্প কথায় দারুন বলেছেন খেয়াঘাট ভাই।

১১ ই জুন, ২০১৪ রাত ৩:৪৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো। সিলেটে হয়তো একদিন দেখা হয়ে যাবে।

১২| ১১ ই জুন, ২০১৪ ভোর ৪:১০

উপপাদ্য বলেছেন: ইনশাআল্লাহ, কিন্তু আপনিতো আটলান্টায় থাকেন, আর আমি লন্ডন।

কোন একদিন নিশ্চয় দেখা হবে।

১১ ই জুন, ২০১৪ ভোর ৪:৩৬

খেয়া ঘাট বলেছেন: তাহলে লন্ডনেই দেখা হয়ে যেতে পারে. =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.