নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

শরীর, শরীরের সৌন্দর্য্য বিষয়ক দশ-সাথে একটি কৌতুক আর একটি অনুপ্রেরণা পাওয়ার মতো ছবি।

১১ ই জুন, ২০১৪ সকাল ১০:০৪

শরীর, শরীরের সৌন্দর্য্য বিষয়ক দশ-সাথে একটি কৌতুক আর একটি অনুপ্রেরণা পাওয়ার মতো ছবি।





চেহারার সৌন্দর্য্য বিকশিত করার সবচেয়ে সহজতম তিনটি উপায় হলো-হাসি, হাসি, আর হাসি।



দিনে ১০০ বার হাসি, পুরো দশ মিনিট শরীরচর্চার চেয়েও বেশী উপকারি।(রিডার্স ডাইজেস্ট)



শরীরের ওজন কমানোর সবচেয়ে সহজতম উপায় হলো- খাবারকে নয়, নিজেকেই ভালোবাসা।



নিজেকে যে জিনিস সারাজীবন বয়ে বেড়াতে হয়, তাহলো নিজের ওজনের ব্যাগেজ। এই ব্যাগেজ যত বেশী ভারি হবে, আপনার চলার পথ ততবেশী কঠিন আর ততবেশী সংক্ষিপ্ত হবে।



মহান সক্রেটিসের আক্ষেপ-খাবারের দাম সোনার দাম হলেও পৃথিবীতে কিছু মানুষ মোটাই থাকবে।



হতে যদি চান Thinner,কমিয়ে নেন আপনার Dinner.



মোটা মানুষের সবচেয়ে বড় সুবিধা হলো -লুঙগির ভিতর মাথা গলিয়ে ওপর থেকে ছেড়ে দিলেই হয়, কোমড়ে আর গিট্টু দিতে হয়না। (মিরাক্কেল)



পাঁচ আঙ্গুল আর মুখ দিয়ে নিজের কবর নিজে খুড়নারে ভাই।



একজন মোটা লোক ওজন মাপার স্কেলে ওঠার পর-স্কেলের মনিটরে এই লিখাটি ওঠলো- "অনুগ্রহ করে একসাথে শুধু ১ জনই ওঠুন ।"





এবার একটি প্রচলিত কৌতুক-



ছোট নীলের মায়ের কাছে লিখা চিরকুট

মা,

হাঁটা, সাইকেল চালানো যদি এতো এতো ভালো হতো তবে কোনো পিওনকেই অসুখ হয়ে ঘরে শুয়ে থাকতে হতোনা। পিওন রমিজ কাকা দেখো এক সপ্তাহ যাবত অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছে।

শুধু তাই না মা। তিমি মাছকে দেখো। শুধু পানি পান করে। সারাদিন রাত সাঁতার কাটে, বলতে গেলে মাংস জাতীয় কিছুই খায়না। শুধু কিছু লতাপাতা আর ছোট ছোট মাছ খায়। তারপরও দেখেছো এর শরীর কত্ত মোটা। একেবারে আদনান সামীর মতো।

গতকাল ক্লাসে স্যার বললেন-খরগোশ সারাদিন দৌড়ায়, কোথাও পাঁচটা মিনিট বসে থাকেনা, বনে জংগলে শুধু দৌড়ঝাপ করে বেড়ায়।অথচ ১৫ বছরই ঠিকে থাকতে পারেনা।

আবার অন্যদিকে দেখো-কচ্ছপ কোনো কিছুই করেনা। শুধু বসে বসে ঝিমায়। হাঁটেনা, দৌড়ায়না। লাফ ঝাপ কিছুইতো করেনা।কিন্তু বাঁচে প্রায় ৪৫০ বছর।

হাতী শুধু সবজি খায়। মাংসতো মুখেই নিতে পারেনা। অথচ ওজন দেখেছো। যেদিক দিয়ে হাঁটে সেদিকই দেবে যায়।



এসব জানার পরও তুমি যদি আমাকে শরীরচর্চা করার জন্য আর বেশী বেশী সবজি খাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করো তবে সেটা ভারী অন্যায় হবে মা।



ছোটনীলের মতো বুঝলে চলবেনা। শরীরের ওজন কমানোর সবচেয়ে বড় ঔষধ হলো-নিজের ইচ্ছা। আর রিমোটটা কিন্তু আপনার হাতেই ।

দেখুননা , সেই আদনান সামি আর এই আদনান সামি। নিজেকে কেমন করে সাইজে নিয়ে এসেছেন।





ছবিঃ আগের আদনান সামি, আর বর্তমান আদনান সামি।(গুগল)





মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৪ সকাল ১০:২১

মামুন রশিদ বলেছেন: সারাদিন হাসি (মনে মনে), খাবারও ভালোবাসি..


আমার এখন কি হবে!! B:-) :|

১১ ই জুন, ২০১৪ রাত ৮:৩৪

খেয়া ঘাট বলেছেন: আপনিতো ভাই সুখি মানুষ। কোনো কিছুই আপনাকে কাহিল করতে পারবেনা। এইভাবেও সুখ, ঐভাবেও সুখ.......
খাবার খেয়ে যারা বাড়াবেন, হাসি দিয়ে তা মিটিয়ে নেবেন। ভাগ্যবান আর কয়জনা আছে।

২| ১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৩২

প্রবাসী পাঠক বলেছেন: এই পোস্ট আমার জন্য না। মোটা হওয়ার পোস্ট দরকার আমার জন্য খেয়া ঘাট ভাই।

১১ ই জুন, ২০১৪ রাত ৮:৩৬

খেয়া ঘাট বলেছেন: বুঝাগে লো , আছেন মহাসুখে চিকন শরীর নিয়ে। আপনি মিলাদ দেন ভাই।

৩| ১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: আচ্ছা, আমাদেরকে পাগল-জাতি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড'এ রেকর্ড করানো যায় না?!

১১ ই জুন, ২০১৪ রাত ৮:৩৬

খেয়া ঘাট বলেছেন: ঘটনা কি? বিস্তারীত বলেন রানু ভাই।

৪| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

ভারসাম্য বলেছেন: +++

১১ ই জুন, ২০১৪ রাত ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ

৫| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৫

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন।

১১ ই জুন, ২০১৪ রাত ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান।

৬| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১:০২

শ্রাবণধারা বলেছেন: আদনান সামির এখনকার ছবি দেখে টাস্কি খেলাম !!!!

গত দুবছর ধরে একেবারে বাসার কাছের জিমে যাবার পরিকল্পনা করছি, কিন্তু ঐ পরিকল্পনা এখনও বাস্তবে সফল করে উঠতে পারিনি.......।

১১ ই জুন, ২০১৪ রাত ৮:৩৯

খেয়া ঘাট বলেছেন: আদনান সামীকে বন্ধুরা বিদ্রুপ করে বলতো- তোর নিজের শরীরের জন্য আলাদা একটা পোস্টাল কোড দরকার। এতো বড় জায়গা দখল করে রেখেছিস।
এখন আদনান সামী বলে- নিজের শরীরকে এখন খামে ঢুকিয়েই চলতে পারি। =p~ =p~

দৌড়ানো শুরু করেন প্রতিদিন আধঘন্টা করে। মনে,দেহে দারুন শান্তি পাবেন ভাই।

৭| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১:২৫

আরজু পনি বলেছেন:

আদনান সামির আগের ফটোর চেয়ে এখন দেখলে সত্যিই টাস্কি খেতে হয় ।

আর নিজেকে ভালোবাসাই আসল কথা ।

অনুপ্রেরণা জাগানো কথা ।
ধন্যবাদ ।।

১১ ই জুন, ২০১৪ রাত ৮:৪০

খেয়া ঘাট বলেছেন: আদনান সামীকে বন্ধুরা বিদ্রুপ করে বলতো- তোর নিজের শরীরের জন্য আলাদা একটা পোস্টাল কোড দরকার। এতো বড় জায়গা দখল করে রেখেছিস।
এখন আদনান সামী বলে- নিজের শরীরকে এখন খামে ঢুকিয়েই চলতে পারি। =p~ =p~

ঠিক। একেবারে খাঁটি। নিজেকেই সবার আগে ভালোবাসতে হবেগো আফা।

৮| ১১ ই জুন, ২০১৪ দুপুর ২:১৬

আদম_ বলেছেন: মোটা হওয়ার পোস্ট দরকার

১১ ই জুন, ২০১৪ রাত ৮:৪০

খেয়া ঘাট বলেছেন: এখন শান্তিতে আছেন ভাই।
মোটা হওয়া নাকি সামাজিক অপরাধ। এবার বুঝেন কি করবেন।

৯| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:১০

হাসান মাহবুব বলেছেন: খাইছে! আদনান সামি কেমনে পারলো!

১১ ই জুন, ২০১৪ রাত ৮:৪২

খেয়া ঘাট বলেছেন: আদনান সামীকে বন্ধুরা বিদ্রুপ করে বলতো- তোর নিজের শরীরের জন্য আলাদা একটা পোস্টাল কোড দরকার। এতো বড় জায়গা দখল করে রেখেছিস।
এখন আদনান সামী বলে- নিজের শরীরকে এখন খামে ঢুকিয়েই চলতে পারি। =p~ =p~

আসলেই . কেমনে পারলো। সংবাদটি দিলো আমার ছোটবোন। ওর একটা লাইভ প্রোগ্রামে গিয়েছিলো..বললো সবাই টাসকি খেয়ে গেছে।

১০| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

না পারভীন বলেছেন: প্রিয়তে

১১ ই জুন, ২০১৪ রাত ৮:৪২

খেয়া ঘাট বলেছেন: ধইন্যা নেন ডাক্তার আফা।

১১| ১১ ই জুন, ২০১৪ রাত ৮:২৯

রুপ।ই বলেছেন: আমিও আদনান সামি হতে চাই ।

১১ ই জুন, ২০১৪ রাত ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: তাহলে ছবিটা নিজের ঘরে টাঙগিয়ে রাখেন ভাই।

১২| ১১ ই জুন, ২০১৪ রাত ৯:০৭

বটবৃক্ষ~ বলেছেন: নাইস পোস্ট!!

১২ ই জুন, ২০১৪ ভোর ৪:০১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ

১৩| ১১ ই জুন, ২০১৪ রাত ৯:৪৬

আম্মানসুরা বলেছেন: বিশ্বের সকল মটুদের জন্য আদনান সামি এক অনুপ্রেরনার নাম। আর আপনার পোস্ট টা আমার মতন ভোজন বিলাসি মানুষদের জন্য আশার আলো :D

১২ ই জুন, ২০১৪ ভোর ৪:০০

খেয়া ঘাট বলেছেন: আম্মানসুরা বলেছেন: বিশ্বের সকল মটুদের জন্য আদনান সামি এক অনুপ্রেরনার নাম। +++++++++++++++++++++++++++++++
আশার আলোয় আলোকিত হোন। বিদ্যুৎ বিল কমে যাবে =p~ =p~

১৪| ১১ ই জুন, ২০১৪ রাত ১০:০৩

তওসীফ সাদাত বলেছেন:


ওজন বাড়ানোর কিছু নাই ? :(

১২ ই জুন, ২০১৪ ভোর ৪:০১

খেয়া ঘাট বলেছেন: শান্তিতে আছেন ভাইজান। কেন খামোখা অশান্তিকে আহবান জানাচ্ছেন।

১৫| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৪৭

একজন ঘূণপোকা বলেছেন: :-B :-B :-B :-B

১২ ই জুন, ২০১৪ ভোর ৪:০২

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৬| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৫৮

সুমন কর বলেছেন: ভাল লাগল। =p~

১২ ই জুন, ২০১৪ ভোর ৪:০২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ সুমন ভাই।

১৭| ১২ ই জুন, ২০১৪ রাত ১২:১৭

ডি মুন বলেছেন: =p~ =p~

১২ ই জুন, ২০১৪ ভোর ৪:০৩

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৮| ১২ ই জুন, ২০১৪ ভোর ৪:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন: B-) B-) B-)

খাবারের দাম সোনার দাম হলেও পৃথিবীতে কিছু মানুষ মোটাই থাকবে।

১২ ই জুন, ২০১৪ ভোর ৫:২১

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯| ১২ ই জুন, ২০১৪ ভোর ৫:৫৬

সায়েদা সোহেলী বলেছেন: আরিফ ভাই লাস্ট সাতদিন ধরে থাই রোস্টেড ডাক মাথায় ঘুরতেছে , আমার ধারে কাছে কোন হালাল থাই রেস্টুরেন্ট নেই যেখানে এই আইটেম বানায় :( কত কি যে রোস্ট ফ্রাই করে খাইলাম তারপরেও অই একি চিন্তা :(( কি করি বলেনতো ??

( মোটকু আদনান সামি ই অনেক বেসি হ্যান্ডসাম , কিউটছিলো :#> চ )

১৩ ই জুন, ২০১৪ রাত ৯:০২

খেয়া ঘাট বলেছেন: আটলান্টায় চলে আসুন। ব্যবস্থা হবে।
আগের সামি আপনার মন্তব্য দেখলে খুশী হতো।
আর এখন সামি দেখলে আপনারে আসামি বানাতে পারে। :> :> !:#P !:#P !:#P !:#P

২০| ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেকের কাজে দিবে

ভালো পোস্ট নিজেকে ভালবাসুন
আপনাকে জগৎ ও ভালোবাসবে ;) ;)

১৩ ই জুন, ২০১৪ রাত ৯:০২

খেয়া ঘাট বলেছেন: একেবারে ঠিক কথা ভাই। অনেক ধন্যবাদ রইলো।

২১| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৭

আমি তুমি আমরা বলেছেন: B:-) B:-) B:-)

০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.