নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

মোনালিসা বলেন-ছন্দময় গতির প্রতিটি মহুর্তেই দারুণ রোমান্চকর হে ফুটবল তুমি এতো সুন্দর কেন?

১৪ ই জুন, ২০১৪ রাত ৩:৩৯

ক্রীজ, ব্যাট, প্যাড, গ্লাভস, পিচ, উইকেট, হেমলেট, স্ট্যাম্প, রশি ,দড়ি , রেফারী, তৃতীয়, চতুর্থ..টাওয়াল, রুমাল, শরীরের মাজামাজি, ঘষাঘষি...এরপর আছে অফ সাইড, কক সাইড, অন সাইড ডগ সাইড, পপার্স এন্ড, নেকারস এন্ড,তারপর বেটলার, বঔলার, প্লেয়ার আউট হলে উইকেট পড়ে, আবার স্ট্যাম্পকেও উইকেট বলে, এরপর টেস্ট, ওয়ান ডে, টুয়েন্টি টুয়েন্টি,টাইম ডিউরেশন, ইনিংস, ওভার, আছে বলের নির্দিষ্ট ডাইমেনশান,......আরো কত কি....প্লেয়ার নিজের কাপড় চোপর আবার রেফারিকে ধরিয়ে দেয়।রেফারি তা নিয়ে বগলের নীচে, থাইয়ের আশে পাশে ঘষাঘষি করে। খেলোয়াড় বল ঘষে , রেফারী খেলোয়াড়ের রুমাল ঘষে। ঘাম মুছার জন্য কিছুক্ষণ জিরোও, যদিও দৈবাত কখনো ঘাম বের হয়। প্লেয়ার বড়জোড় ১০-১২ হাত দৌড়াতে গিয়ে যদি ইস সামান্য ক্লান্ত হয়ে যয়, তখন বাইরে থেকে রানার নাও। কী সোন্দর্য্য একজনে পিটাবে, আরেকজনে দৌড়াবে। বাউরে বাউ, এই না হলো খেলা।



অনলাইনে শত শত সাইট পাওয়া যায়- হোয়াট ইজ ক্রিকেট, হাউ টু প্লে- ইত্যাদি আগডুম বাগডুম।



আর অন্য দিকেএকটি চটের বল নিয়ে দৌড়াদৌড়ি করলেও শারীরিক ফিটনেস আসে, সহজেই খেলাটি খেলা হয়। গোল হলো কি হলোনা-একেবারে সহজ ব্যাপার। হাউ টু প্লে ফুটবল- এই জিনিস কোথাও দূরবীন লাগিয়েও খুঁজে পাওয়া যাবেনা। আর যিনি এর অনুসন্ধান করেন হয় তিনি বড়ই উন্মাদ অথবা -বড়ই বেরসিক ।



ভাত খেয়ে পেট মোটা করলে ক্রিকেট খেলা যায়। ক্রিকেটে দলে দলে তাই মটুদের জায়গা হয়, আর ফুটবলে ফীট হতে হয়। ফুটবল শারীরিক পাওয়ার, কৌশল আর প্রবল স্টিমিনার খেলা।বাংলার কিংবদন্তী ফুটবলার যাদুকর সামাদ তাই দিনে ১৮-১৯ ঘন্টা ফুটবল প্র‌্যাকটিস করার পর বলতেন-আজ কসরৎ যেন ঠিকমতো হয়নি ।



কিন্তু অত্যন্ত দূর্ভাগ্যজনকভাবে ভাত মদে বুঁদ হয়ে বাণিজ্য বেসাতির স্বার্থে দেশীয় আর উপমহাদেশীয় কিছু জুয়াড়ি আর এলিট ফুটবলকে উপমহাদেশ থেকে একেবারে ডিলিট করে দিয়েছে। ক্রিকেটে জাতি অলস হয়, আর ফুটবলে অলসের লস হয়।



আমি চাই দেশে ফুটবলের সেই সোনালি দিনগুলো আবার ফিরে আসুক, আর পৃথিবীর উন্নত দেশের মতো দেশে ক্রিকেট নিষিদ্ধ হোক। অথবা আয়েশী বড়লোকের পায়েশ খাওয়া খায়েশী পোলাপানদের মাঝে শুধু সীমাবদ্ধ থাকুক।



২)

ভিন্চির মোনালিসা যদি হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠতেন, আর ভিন্চি মোনালিসাকে বলতেন-তুমি কি জানো পৃথিবীর কোটি কোটি মানুষ তোমার শৈল্পিক সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে তোমার বন্দনা করেছে। তোমার বেঁচে ওঠার ঠিক এ মুহুর্তে তুমি পৃথিবীর কোন জিনিসটি দেখতে পছন্দ করো?



মোনালিসা বলতো- আমাকে ব্রাজিলের বিশ্বকাপ খেলার মাঠের একটা সীটের ব্যবস্থা করে দাও। পৃথিবীর মানুষ এতোদিন আমার সৌন্দর্য্য দেখেছে, এবার আমি ফুটবলের সৌন্দর্য্য দেখি।ছন্দময় গতির প্রতিটি মহুর্তেই দারুণ রোমান্চকর হে ফুটবল তুমি এতো সুন্দর কেন?

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৪ ভোর ৪:৩১

আবিরে রাঙ্গানো বলেছেন: :D B-) :) ভাল পোস্ট, পছন্দ হইছে, ফুটবলের উপরে কোন খেলা নাই B-) ;)

১৪ ই জুন, ২০১৪ ভোর ৪:৩৯

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ১৪ ই জুন, ২০১৪ সকাল ৭:০২

ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর লিখেছেন, অনেক ভাল লাগল।

১৫ ই জুন, ২০১৪ রাত ৮:৪২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাইজান।

৩| ১৪ ই জুন, ২০১৪ সকাল ১১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অত্যন্ত দূর্ভাগ্যজনকভাবে ভাত মদে বুঁদ হয়ে বাণিজ্য বেসাতির স্বার্থে দেশীয় আর উপমহাদেশীয় কিছু জুয়াড়ি আর এলিট ফুটবলকে উপমহাদেশ থেকে একেবারে ডিলিট করে দিয়েছে। ক্রিকেটে জাতি অলস হয়, আর ফুটবলে অলসের লস হয়।

আমি চাই দেশে ফুটবলের সেই সোনালি দিনগুলো আবার ফিরে আসুক, আর পৃথিবীর উন্নত দেশের মতো দেশে ক্রিকেট নিষিদ্ধ হোক। অথবা আয়েশী বড়লোকের পায়েশ খাওয়া খায়েশী পোলাপানদের মাঝে শুধু সীমাবদ্ধ থাকুক।

বৃষ্টি আসলে পিচ ঢাকতে হয়!!! খেলা বন্ধ! X((

আর ফুটবলে বৃষ্টি যেন নতুন মাত্র এনে দেয়!

আহ কালকের ক্যামেরুন-মেক্সিকোর বৃষ্টি ভেজা ম্যাচটা-- কি দারুন। খেলোয়াড়, কোচ, দর্শক সব মিলেমিশে বৃস্টি স্নানে খেলা উপভোগ করছে...
ওয়াহ..... অসামমমমমম

১৫ ই জুন, ২০১৪ রাত ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: আর ফুটবলে বৃষ্টি যেন নতুন মাত্র এনে দেয়!

আহ কালকের ক্যামেরুন-মেক্সিকোর বৃষ্টি ভেজা ম্যাচটা-- কি দারুন। খেলোয়াড়, কোচ, দর্শক সব মিলেমিশে বৃস্টি স্নানে খেলা উপভোগ করছে...
ওয়াহ..... অসামমমমমম
শতভাগ একমত।

৪| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৩

মামুন রশিদ বলেছেন: ছন্দময় গতির প্রতিটি মহুর্তেই দারুণ রোমান্চকর হে ফুটবল তুমি এতো সুন্দর কেন?

অসাধারণ!!

১৫ ই জুন, ২০১৪ রাত ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মামুন ভাই।

৫| ১৭ ই জুন, ২০১৪ রাত ১২:২০

এহসান সাবির বলেছেন: দারুন লিখেছেন।

১৭ ই জুন, ২০১৪ সকাল ৭:৪৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো। অনেকদিন পর দেখলাম যে।

৬| ১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩০

একজন ঘূণপোকা বলেছেন:
আগের ছন্দে ফিরে আসছেন আরিফ ভাই। আশা করি আজকেই তিনি গোল করবেন :)

১৭ ই জুন, ২০১৪ সকাল ৭:৪৯

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহহাহাহাহহাহাহাহা/ ভালোই বলতে পারেন। =p~ =p~ =p~ =p~

৭| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৮

সাদরিল বলেছেন: আন্দ্রে পির্ল প্রথম ম্যাচে যেভাবে খেললো তাকে ফুটবলের ভিঞ্চি বলা যায়!!! কি বলেন?

১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

খেয়া ঘাট বলেছেন: সইত্য, সইত্য, সইত্য।

৮| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৪৭

মনে নাই বলেছেন: ফুটবল হলো পৃথিবীর জনপ্রিয়তম খেলা।
সুন্দর লিখেছেন।

২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৪৯

খেয়া ঘাট বলেছেন: সেটাই পৃথিবীর সব মানুষকে এক ডোরে বেঁধে ফেলে। ধন্যবাদ

৯| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার ...
সংকলনে যাচ্ছে ...

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.