নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

কৌতুকের পরের কৌতুক

২০ শে জুন, ২০১৪ ভোর ৫:২০

কৌতুকের পরের কৌতুক

১। অফিসে বসে একজন আরেক জনের সাথে বাজি ধরেছে, আজ যে ভাবেই পারি কাজ থেকে ছুটি নিয়ে ফুটবল খেলা দেখতে যাবো।

কিন্তু তুমি ছুটি না পেলে যাবে কীভাবে? যে কড়া বস।

আরে তুমি দেখোইনা, কেমন করে ছুটি ম্যানেজ করতে হয়।একথা বলেই লোকটি সোজা অফিসের সিলিংয়ের সাথে পা লাগিয়ে মা নীচু করে উপুড় হয়ে ঝুলে রইলো।

বস, রুমে এসে এ অবস্থা দেখেতো একেবারেই তাজ্জব। জিগ্গাসা করলেন- কী ব্যাপার ঘটনা কি?

লোকটি বললো-স্যার আমি না বাল্ব হয়ে গেছি। এখন আমার কাজ হলো সারা রুমে আলো ছড়ানো।

বস বললেন- বুঝতে পারছি। বেশী কাজ করায় তোমার ব্রেন খারাপ হয়ে গেছে। যাও বাসায় গিয়ে বিশ্রাম নাও।

লোকটি নেমে চলে যাওয়া শুরু করলো, তার পেছন পেছন তার সহকর্মীও রওয়ানা দিলো।

বস তখন জিগ্গাসা করলেন- কী ব্যাপার তুমি আবার কই যাও?

লোকটি সহাস্যে বললো- স্যার বাল্ব না থাকলে অন্ধকারে কাজ করবো কেমন করে?



কয়েক সপ্তাহ পরে। বস একটা জরুরী ফাইল খুঁজে পাচ্ছেন না। ডেনজেন রুমে লাইট চলে গেছে। পুরো রুম অন্ধকার।

বস বললেন- করিম সাহেব কে বলো- ফাইল রুমে সিলিং এর সাথে ঝুলে পড়তে আর রহিম সাহেবকে ফাইল খুঁজে বের করতে।



মোরালঃ চালাকিতে বসদের সাথে কখনোই ঠেক্কা দেয়া যাবেনা।







২। বিদেশ থেকে দুজন ট্যুরিস্ট এসেছেন বাংলাদেশে। ইনানী বীচের সমুদ্রে নৌকায় চড়ে বিকেল বেলা বাংলাদেশি গাইড আর ওনার ছোট ছেলের সাথে ঘুরছেন।

কিছুক্ষণ সমূদ্রে ঘোরাঘুরির পর কোরিয়ান লোক ওনার সুন্দর মোবাইল স্যাটটি পানিতে ফেলে দিলে, জাপানি ট্যুরিস্ট বললেন, আরে ভাই কি করেন?

কোরিয়ান ভদ্রলোক বললেন- ভাই নো টেনশান। এগুলো আমাদের দেশে প্রচুর আছে।

জাপানী ভদ্রলোকের একটু ইগোতে লাগলে উনিও উনার ক্যামেরাটা পানিতে ফেলে দিয়ে বললেন- এগুলোও আমাদের দেশে অনেক আছে।

এবার বাংলাদেশি ভাই কী করবেন। সাথে সাথে উনার ছোট ছেলেকে পানিতে ফেলে দিলেন। কোরিয়ান আর জাপানিতো পুরোই হতবাক।

বাংলাদেশি বললেন- টেনশান নিয়েন না ভাইজানেরা। এরকম পোলা আমার আরো ৫ টা আছে।



রাতের বেলা বাংলাদেশী গাইড পরিবারের সাথে খাবারের টেবিলে বসেছেন। ছোট ছেলে ঘরে ঢুকে বললো- বাবা ক্যামেরা পেয়েছি, কিন্তু মোবাইল স্যাটটি পাইনি। ওটা পানির বেশী গভীরে চলে গেছে।



সেজ ছেলে পরক্ষণেই ঘরে ঢুকে বললো -এই নে তোর মোবাইল স্যাট, সাথে গত সপ্তাহের না পাওয়া সুইস ট্যুরিস্টের ঘড়িটাও নে।



কিছুক্ষণ পর দরজায় ঠক ঠক শব্দ। দরজা খুলে দেখেন সেই জাপানি আর কোরিয়ান ভদ্রলোক।

উনারা সহাস্যে বললেন- আমরা ডুবে যাওয়া টাইটানিকের হারিয়ে যাওয়া সম্পদ খুঁজে বের করার জন্য নিঁখুত,দক্ষ ডুবুরী খুঁজছিলাম।

আর আপনার ছেলেদের সম্পর্কে আগেই জেনেছিলাম। কোনো জাপানি আর কোরিয়ানদের কখনো দেখেছেন কারণ ছাড়াই কোনো কাজ করতে ? বিশেষ করে মূল্যবান কোনো কিছু এভাবে সমূদ্রে নিক্ষেপ করতে। তবে শুভসংবাদ হলো- আমাদের আন্ডার ওশ্যান ডাইভিং প্রজেক্টের জন্য আপনার ছেলে মনোনীত হয়েছে।



৩। স্বামি অবাক হয়ে স্ত্রীকে বললেন- আমি একটা জিনিস খেয়াল করলাম, প্রচন্ড কথা কাটাকাটির এক পর্যায়ে তুমি বাথরুমে ঢুকো আর তারপর খুব হাসিমুখে বের হয়ে আসো। ঘটনাটা কি?



ঘটনা কিছুই না। বাথরুমে ঢুকে মনে খুব শান্তি পাই।

কেন কীভাবে? দুনিয়ার কোথাও তোমার শান্তি নেই। ঝগড়ার মাঝে বাথরুমে ঢুকে কী এমন শান্ত পাও।

শুনলেতো তোমার অশান্তি বেড়ে যাবে।

অশান্তি বাড়লে বাড়ুক, তারপরও শুনি।

বাথরুমে ঢুকে তোমার টুথব্রাশ দিয়ে বেসিন পরিস্কার করি। আহ! কী যে শান্তি।

একথা শুনে স্বামী এবার হোহো করে হেসে ওঠে বললো-বাহ! আমিও খুব শান্তি পেলাম।

তোমার টুথব্রাশ দিয়ে আমি বেসিন পরিস্কার করি, আর তুমি শান্তি পাচ্ছো? নাটক তো ভালোই পারো।

হ্যাঁ, নাটকইতো। আমি জানতাম তুমি এই কান্ডই ঘটাবে। কারণ এর চেয়ে ভালো কুমতলব তো তোমার মগজে ঢুকবেনা। তাই নকল টুথব্রাশটি আমি ঐ খানেই রেখেছি। অন্তত প্রতিদিন বেসিন পরিস্কারের কাজটিতো তোমাকে দিয়ে হচ্ছে।



৪। বয় ফ্রেন্ড ওর বান্ধবীকে ফোনে বলছে-জানো পাখি তুমি কই?

এই তো , আব্বুর নতুন বিএম ডব্লিও তে করে একটু ঘুরতে বের হয়েছি।

ওয়াও। তাই নাকি।

হুমম। তাই।

শোনো, আমি গাবতলী টু গুলিস্তানের ১০ নাম্বার বাসের পিছন থেকে ৩ নাম্বার লাইনের প্রথম সিটেই বসে আছি ঠিক তোমার তিন সীট পিছনে। হেল্পারকে তোমার ভাড়াও দিয়ে দিয়েছি। এবার বিএমডব্লিও বাদ দিয়ে আমার পাশে এসে বসো। সীট খালি আছে।



মেয়েটি বন্ধুর পাশের সীটে গিয়ে বসলো। মিটিমিটি হাসছে।

ছেলেটি বলছে- আজকাল দেখি দেশে সীটিং সার্ভিসের বাস সব বিএমডব্লিওতে পরিণত হয়েছে।

এবার মেয়েটি বলছে- কনস্টেবল পদের কেউ যদি ড্রেস পাল্টিয়ে সার্জেন্ট হতে পারে, তবে সীটিং সার্ভিসের বাস বিএমডব্লিও হলে কমই হয়। পুরো একটা উড়োজাহাজই হয়ে যেতে পারে।

গাবতলী একটা কাজে এসেছিলাম। আর দায়িত্বরত তোমাকে দেখেই বুঝলাম আমার হবু বর কেমন সার্জেন্ট। আর এই গাড়ীতে তোমাকে ওঠতে দেখেই আমিও ওঠে পড়লাম। সমস্যা নেই- দুঃখ পেয়োনা জানো। সবাই এক আধটু চাপা মারে। আর জানোতো ঝালে যদি ঝাল কাটে, তবে চাপায় চাপা কাটে।





© কৌতুকের পরের কৌতুক -আরিফ মাহমুদ ভার্সন।













মন্তব্য ৪১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ ভোর ৬:১৯

ঢাকাবাসী বলেছেন: মজা লাগল।

২০ শে জুন, ২০১৪ ভোর ৬:২৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~

২| ২০ শে জুন, ২০১৪ সকাল ৮:০৪

ওসমানজি২ বলেছেন: মজা পাইলাম।

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।

৩| ২০ শে জুন, ২০১৪ সকাল ১০:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম, আরিফ মাহমুদ ভারশনটিই বেশি মজার :)
পুরাতন কৌতুক কাহাতক ভালো লাগে?

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

খেয়া ঘাট বলেছেন: গানের যেমন রিমিক্স , কৌতুকের তেমন রিজিক্স ( প্রচলিত জোক্সকে নতুন করে লিখা =p~ =p~ মইনুল ভাই।।

আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম।

৪| ২০ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সবাই এক আধটু চাপা মারে। আর জানোতো ঝালে যদি ঝাল কাটে, তবে চাপায় চাপা কাটে।

© কৌতুকের পরের কৌতুক -আরিফ মাহমুদ ভার্সন।

মযা লাগলো :)

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

খেয়া ঘাট বলেছেন: হুমম। =p~ =p~ =p~ =p~

ছেলের রেজাল্ট কেমন হলো?

৫| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১:২৫

ছবিঘর বলেছেন: কপি পেস্ট করা কৌতুক। নিজের নাম লিখে ভার্সন কথাটা উল্লেখ করার যৌক্তিকতা কি?

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০০

খেয়া ঘাট বলেছেন: ওয়াও। তাই নাকি ভাই।
প্রথমটা'র ব্যাপারে নিশ্চিত না- আগেও লিখা হয়েছিলো কিনা?
তবে পরেরগুলো যদি আপনি আগেও কোথাও পড়ে থাকেন,(মানে প্রচলিত কৌতুকগুলোর পরের অংশ) আপনার কাছে একটু অনুগ্রহ করে চাইছি ভাই- একটু লিংকটা দেন না।

আমি নীচে-চুরি ভার্সন, নকল করা ভার্সন, অন্যের লিখা মেরে দেয়া ভার্সন হিসাবে লিখে দেবো।
বিনীত ধন্যবাদ রইলো।

৬| ২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

মাহমুদ০০৭ বলেছেন: খেয়াঘাট ভাইয়ের কাছ হতে গল্প চাইইইইইইইইইইইইইই ।
মজা পাইলাম ।

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২২

খেয়া ঘাট বলেছেন: আপনি যেদিন থেকে গল্প লিখতে বলেছেন আপনার জন্য-সেদিন থেকেই আমার গল্প লিখা বন্ধ হয়ে গেছে।
এতোবড় গুনি লেখকের প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা -সেই ভয় হয়। আর লিখতেই পারছিনা।

৭| ২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: কেমন আছেন খেয়া?

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

খেয়া ঘাট বলেছেন: রাতে একটুও ঘুম হয়নাই। এখন বসে বসে ঝিমাচ্ছি। ভালো ঘুম না হলে পুরো শরীরটাই লাইনের বাইরে চলে যায়।
আপনি কেমন আছেন?

৮| ২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমি ভালো আছি খেয়া, আমারওতো দেখি আপনার মত অবস্থা, কাল হঠাৎ করে এসিটা কেন জানি একটা আজব শব্দ করছিলো, এটাকে অফ করলে গরম লাগে আর অন করলে শব্দ এর মধ্যে একজনের উপর একটু মেজাজ গরম ছিলো সেটা নিয়ে ঘুম আসছিলনা,এই করে করে রাত ৩টা, সকালে কাজে আসতে আসতে ঘুমে পড়ে যাওয়ার অবস্থা, কাজে এসে ভাবলাম ব্লগে ঢুকে ঘুম তাড়াই :)

একটা স্টারবাকের কফি নিয়ে আসেন খেলে চলে যাবে ঘুম, আমি তাই করছি। :)

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

খেয়া ঘাট বলেছেন: হাহাহহা। ভালোইতো।
তবে আমি ভাগ্যবান-আজ কাজে যেতে হবেনা।
খেলা দেখার অপেক্ষায় আছি.......কাজের ঠেলায় বিগত কয়েকদিন ফুটবল মিস করেছি।

৯| ২০ শে জুন, ২০১৪ রাত ৮:৫১

ছবিঘর বলেছেন: কারো কাছ থেকে কৌতুক জানার পর কিংবা কোন ম্যাগাজিনে/ অনলাইন পেজ থেকে কৌতুক পড়ার পর যে মজাটুকু পাওয়া যায় তা ই কৌতুকের সার্থকতা। এর বাহিরে সাধারনত কেউ কৌতুকের লিঙ্ক নিয়ে ভাবে না। খুব স্পেশাল কিছু হলে অন্য কথা। তবে এই কৌতুকগুলো আমি এর পূর্বে পড়েছি। তবে এটা ঠিক যে, মূল কৌতুকের থিম ঠিক রেখে আপনি আপনার মত করে বর্ণনা করেছেন। এই বিষয়টি উল্লেখ করলে ব্যাপারটা পরিচ্ছন্ন মনে হবে। ধন্যবাদ

২০ শে জুন, ২০১৪ রাত ৯:৩৯

খেয়া ঘাট বলেছেন: কপি পেস্ট করা কৌতুক। নিজের নাম লিখে ভার্সন কথাটা উল্লেখ করার যৌক্তিকতা কি?

তাহলে ভাই, পুরোপুরি কপি পেস্ট করিনি তাইনা?
এগুলো হলো অনেক প্রচলিত কৌতুক । মূল কৌতকগুলো না পড়লেই বরং আশ্চর্য্য হতাম। আমি রিজিক্স করেছি এবং সেটাই আরিফ মাহমুদ ভার্সন বলেছি।

আপনি পড়ে কোনো মজা পাননি। খারাপ লাগছে ভাই। আপনার সময়টুকু নষ্ট করলাম। বিনীত ধন্যবাদ রইলো।

১০| ২১ শে জুন, ২০১৪ রাত ১:৩৬

মহামহোপাধ্যায় বলেছেন: ব্যপক বিনোদন পেলাম B-) B-)

২১ শে জুন, ২০১৪ রাত ১:৪২

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১| ২১ শে জুন, ২০১৪ রাত ১:৫১

প্রবাসী পাঠক বলেছেন: দুই নং আর তিন নং টা বেশি ভালো হইছে খেয়া ঘাট ভাই। =p~ =p~ =p~

২১ শে জুন, ২০১৪ রাত ২:২৯

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ রইলো প্রপা ভাই।

১২| ২১ শে জুন, ২০১৪ সকাল ১০:২৪

মামুন রশিদ বলেছেন: তোমার টুথব্রাশ দিয়ে আমি বেসিন পরিস্কার করি, :D :D :P

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০২

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩| ২১ শে জুন, ২০১৪ সকাল ১০:৫০

শাহ আজিজ বলেছেন: ভালো লাগল খেয়াঘাট।
যে জাতি ফরমালিনে ডুবে থাকতে পছন্দ করে তার আবার জেনুইন মাল ,হাহ, কপি পেস্টেই সন্তোষ থাকতে হবে । =p~ =p~

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ নেন।

ফলে ফরমালিন থাকতে পারে, কিন্তু এখানে কোনো কপি পেস্ট নেই। =p~ =p~ =p~

১৪| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :D =p~ =p~

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৫| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :D =p~ =p~

১৬| ২২ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৩

আমি স্বর্নলতা বলেছেন: :D :D :D

২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৭| ২৩ শে জুন, ২০১৪ রাত ২:৩৯

আহসানের ব্লগ বলেছেন: শয়তান ।
হাসাইতে হাসাইতে মাইরা ফালাইলোরে সামুর আম্মা :( ;)

২৩ শে জুন, ২০১৪ রাত ৩:৪১

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৮| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:০০

মুদ্‌দাকির বলেছেন: সবগুলোই মজার +++++++++++++++

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৯| ২৩ শে জুন, ২০১৪ রাত ৮:০১

মিজভী বাপ্পা বলেছেন: সেই রম হইচে B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) +++++++

২৩ শে জুন, ২০১৪ রাত ৮:২৫

খেয়া ঘাট বলেছেন: নগদ ধইন্যবাদ নেন :-< :-< :-< :-<

২০| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা :D :D :D :D :D :D

২৫ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৩

আমি তুমি আমরা বলেছেন: =p~ =p~ =p~

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.