নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

গফা'র প্রতি জনতার ভালোবাসা বেশুমার, গফা'কে পৌঁছে দিন এই ভালোবাসা আর পেয়ার।

২৭ শে জুন, ২০১৪ ভোর ৪:২৮

টক অফ দ্য কান্ট্রিঃ নারায়ণগন্জে নির্বাচন চলাকালীন সহকারী পুলিশ সুপারকে কঠোর হুমকি দিয়েছেন গফা ওসমান। পুলিশ কর্মকর্তার নার্ভ আছে বলতে হবে। উনিও বলেছেন-প্রজাতন্ত্রের সেবক হিসাব উনার নৈতিক দায়িত্ব -কেন্দ্রে কোনো কারচুপি চলতে দেয়া হবেনা। স্যালুট অফিসার।



পুলিশ কর্মকর্তার সাথে ফোনে কথা কাটাকাটির এক পর্য...ায়ে প্রথমে ইউপি চেয়ারম্যান হুমকি ধামকি দেন। এসময় উনার ফোনের চার্জ শেষ হয়ে গেলে - উনি পাশের একটা ফোনের দোকানে গিয়ে বস গফা ওসমানকে ফোন করেন।

ফোন শেষ করে- উনি বলেন- কতটাকা বিল দিতে হবে?

ফোনের দোকানদার- জ্বিনা কোনো বিল দিতে হবেনা।

কেন দিতে হবেনা? তুমি কি শুনেছো আমি কার সাথে কথা বলছি?

জ্বি আমি শুনেছি । আপনি কার সাথে কথা বলছেন।

তুমি তাহলে চিনতে পেরেছো -আমি কে? এবং কাকে ফোন করেছি?

জ্বি। আমি আপনাকে চিনেছি। এবং যাকে ফোন করেছেন- উনাকেও চিনেছি।

চেয়ারম্যান সাহেব খুব ভাব নিয়ে আশেপাশের সবাইকে বললেন- দেখেছিস। মানুষ আমাদের কেমন ইজ্জত-সম্মান করে। বিল দিতে চাইলাম তাও ফোনের বিল নিলোনা।



চেয়ারম্যান সাহেব-আবার ফোনের দোকানে গেলেন। এবার আরেকটা কল করলেন-মসজিদের ইমাম সাহেবকে। রাতে বাসায় মিলাদের কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য।



এবার দোকানদার বললো- ২০ টাকা এসেছে। ২০ টাকা দিন।



চেয়ারম্যান সাহেব, পুরাই অবাক। কীরে আমাকে চিনিস নি?

জ্বি চিনেছি।

তাহলে এখন আবার ফোনের বিল ২০ টাকা চাইছিস। তখন যে কিছুই চাইলিনা।

কারণ, তখনতো কোনো বিলই আসেনি।চাইবো কীভাবে।



তার মানে কি? ঐ সময় বিল আসলো না। আর এখন আসলো। ফাজলামি করিস?



ফাজলামি করবো কেন? এক নরক থেকে আরেক নরকে ফোনে কথা বললে-সেইম লাইন হিসাবে কোনো বিল আসেনা। এতে আমার কি দোষ? দোষ হলে পুরাটা সিস্টেমেরই দোষ।



এখানেও পড়তে পারেন

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৪ ভোর ৪:৩২

খেয়া ঘাট বলেছেন: Hell to Shamim Osman, Hail to Police Officer.

২| ২৭ শে জুন, ২০১৪ ভোর ৪:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: এক নরক থেকে আরেক নরকে ফোনে কথা বললে-সেইম লাইন হিসাবে কোনো বিল আসেনা। =p~ =p~ =p~

২৭ শে জুন, ২০১৪ ভোর ৪:৫১

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ২৭ শে জুন, ২০১৪ সকাল ৯:৫২

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: চরম মেজাজ খারাপের মধ্যে না হেসে পারলামনা :)

২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহহাহাহাহাহা।
মেজাজ খারাপ করতে হলে ২৪ ঘন্টাই করে রাখতে হবে। যে অবস্থা হচ্ছে ভাই।

৪| ২৭ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৮

শুঁটকি মাছ বলেছেন: হাহাহাহহাহাহাহা

২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫| ২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৮

হাসান মাহবুব বলেছেন: ভালো বলেছেন। আজকে পত্রিকায় রিপোর্টটা পড়ে পুলিস অফিসারটার প্রতি আমারও শ্রদ্ধা জন্মেছে।

২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

খেয়া ঘাট বলেছেন: চাকুরি চলে না গেলেই হয় =p~ =p~ =p~ =p~

৬| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: =p~ =p~ =p~

২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

একজন ঘূণপোকা বলেছেন:
দারুন। আবার আপন স্বরুপে ফিরে আসছেন এটাই বড় কথা।

২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

খেয়া ঘাট বলেছেন: আমি আপনাদের ভুলবোনা =p~ =p~ =p~

৮| ২৮ শে জুন, ২০১৪ সকাল ৮:৩৯

মামুন রশিদ বলেছেন: :D :D

গফা গফা লিখে গডফাদারের ওয়েট টা কমায়ে দিলেন!

২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯| ২৮ শে জুন, ২০১৪ রাত ১১:৩৯

আমি তুমি আমরা বলেছেন: এক নরক থেকে আরেক নরকে ফোনে কথা বললে-সেইম লাইন হিসাবে কোনো বিল আসেনা। এতে আমার কি দোষ? দোষ হলে পুরাটা সিস্টেমেরই দোষ।


=p~ =p~ =p~

২৯ শে জুন, ২০১৪ রাত ১:৫৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০| ২৯ শে জুন, ২০১৪ ভোর ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: আমরা হাসি। অথচ এই ওসমান কতটা জঘন্য।তাকে সবার বয়কট করা উচিৎ।

২৯ শে জুন, ২০১৪ ভোর ৫:৪৩

খেয়া ঘাট বলেছেন: ১০০% ঠিক ভাইজান।

১১| ২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

খাটাস বলেছেন: :D :D গফারে নিয়ে মশকরা বীর পুরুষীয় কাজ। :)
পুলিশ অফিসারকে স্যালুট।

২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

খেয়া ঘাট বলেছেন: অনেকদিন পরে আসলেন।
দেশে থাকলে মনে হয় এতো বীরপুরুষ হতে পারতামনা।
বীরপুরুষ হতে পারি শুধু ব্লগে আর ফেসবুকে =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.