নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ব্ল্যাক বক্সের রঙটা কি রকম?

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪২





ব্ল্যাক বক্সের রঙটা কি রকম?



মনে মনে বলছেন -আরে এটা কোনো প্রশ্ন হলো। এর রঙতো কালোই হবে।

জ্বিনা। ব্ল্যাক বক্সের রঙ হলো কমলা রঙের।



তবে কালো নয় কেন?



১৯৬৫ সালের আগ পর্যন্ত ব্ল্যাকবক্সের চারপাশের লাইনগুলো কালো রঙের ছিলো। কিন্তু এর পরে ব্ল্যাকবক্স অতি সহজেই নজরে আসার জন্য কালো'র পরিবর্তে কমলা রঙের করা হয়। কারণ হলো- ভূমির ওপর কালো জিনিস সহজে মানুষের চোখে পড়েনা। কিন্তু ভূমির ওপর কমলা রঙ অতি সহজেই খুব দ্রুত গোচরীভূত হয়।



তবে কেন ব্ল্যাকবক্স বলা হয় এর সঠিক ব্যাখ্যা হলো-

"The Flight Data Recorder (FDR) and Cockpit Voice Recorder (CVR), also known as the "black box", have always been orange. They are called 'black' boxes because they were sealed and nobody knew exactly what was in them until they were opened after an accident. ( গুগুল থেকে নেয়া)



আচ্ছা, আরেকটি কথা। যতবড় দূর্ঘটনা হোকনা কেন এমনকি পুরো এয়ারক্রাফটিও যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায় তারপরও ব্ল্যাকবক্সের কোনো ক্ষতি হবেনা।



তাহলে প্রশ্ন আসে- যে জিনিস দিয়ে ব্ল্যাকবক্স তৈরী তা দিয়ে পুরো উড়োজাহাজ তৈরী করলেই তো সমস্যা মিটে যায়। কিন্তু তা করা হয়না কেন? নিজের মতো জবাব দিন। সবচেয়ে রস এবং সরস উত্তরদাতাকে পুরস্ক্বত করা হবে :):):):):) কল্পনাকে ব্ল্যাকবক্সের বাইরে নিয়ে আসুন।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫১

দুঃখী__ বন্ধু বলেছেন: কিভাবে সরস উত্তর দিব। মনে পড়ে গেছে মালয়েশিয়ার রিসেন্ট প্লেন ক্রাসে ব্ল্যাকবক্স সহ সব পুড়ে গেছে। :(

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫৮

খেয়া ঘাট বলেছেন: ব্ল্যাকবক্সটিও কি পুড়ে গেছে???

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: A senior pro-Russian separatist leader in Ukraine has handed over flight recorders from the airliner downed over the eastern part of the country to Malaysian experts in the city of Donetsk. -It was just reported two hours ago.

২| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০৭

তোমোদাচি বলেছেন: সত্যিই ... এত দিন পর্যন্ত আমার ধারনা ছিল ব্লাকবক্স কালো !!!!!




কত কিছু জানার বাকী ... :-&

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০৮

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৬

সুমন কর বলেছেন: উড়োজাহাজ তৈরী করতেই এত টাকা লাগে অাবার ব্ল্যাকবক্স এর মেটেরিয়াল দিয়ে উড়োজাহাজ তৈরী, করুম না !!! =p~ =p~



শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৪

খেয়া ঘাট বলেছেন: শৈশবে মার্বেল খেলেছেন???? =p~ =p~ =p~ =p~ =p~

৪| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৫

যেনী বলেছেন: কত কিছু অজানা রে????????

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৫

খেয়া ঘাট বলেছেন: জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। =p~ =p~ =p~ =p~

৫| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩০

দুঃখী__ বন্ধু বলেছেন: আমাদের এখানে টিভিতে বলেছিল ব্ল্যাক বক্স পুড়ে গেছে, অক্ষত পাওয়া গেলে তো ভালই। পোস্টে প্লাস। জানা ছিলনা অরেঞ্জ কালারের ব্যাপারটি।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:১৩

খেয়া ঘাট বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৬| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৪

মুহাই বলেছেন: নতুন একটি বিষয় জানা হলো।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:১৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৫

মুহাই বলেছেন: নতুন একটি বিষয় জানা হলো।

৮| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৯

হাসান মাহবুব বলেছেন: জানা হলো।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:১৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ

৯| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ব্ল্যাকবক্সের মতো করে প্লেন বানালে জমিতে খালি ট্যাক্সিইং করবে, আকাশে ওঠা হবে না, তাই মনে হয় B:-/

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:১৫

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~

মানুষের জীবনের চেয়ে ব্ল্যাকবক্সের মূল্য বেশী তাই। =p~ =p~

১০| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ২:১৩

নতুন বলেছেন: ব্ল্যাক বক্সের কালা রংএর বিমানে কেউ উঠতে চাইবেনা তাই.. ঐ বাক্স দিয়া বিমান বানায় না..

২৩ শে জুলাই, ২০১৪ রাত ২:১৪

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P

১১| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ২:২২

প্রবাসী পাঠক বলেছেন: লঞ্চ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থরা ছাগল পায়, তাই বিমান প্রস্তুতকারী কোম্পানিগুলো পরীক্ষা করে দেখছেন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থরা হাতি পায় কি না?



বিঃদ্রঃ পুরুস্কার কিন্তু আমাকে দিতেই হবে খেয়াঘাট ভাই।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ৩:১৪

খেয়া ঘাট বলেছেন: লন্চে যদি ছাগল হয়,
গাড়ীতে যদি গরু হয়,
তবে বিমানে তো আপনার হাতি পাবারই কথা।
আর যদি সাদা হাতি হয় তবেতো কোনো কথাই নেই।
দেখা যাক, সাদা হাতি পাই কিনা? !:#P !:#P !:#P

১২| ২৩ শে জুলাই, ২০১৪ ভোর ৪:২৫

মাহাভুব আল হাছান বলেছেন: হাতি না পেলেও অন্তত ঘোড়া পাওয়ার কথা ।
আর ব্লাক বক্সের মত বিমান হলে এই ব্লগ প্লাটফরমের কতপক্ষ্যের কইয়া আমরা সবাই মিল্লা ব্লগ থেইকা একদিনের ছুটি লইয়া সেই বিমানে কইরা বনবজনে যাবো
কত মজা হইব।হগল ব্লগারা মিল্লা জামু কিনতু কইয়া দিলাম।

২৩ শে জুলাই, ২০১৪ ভোর ৫:৪৫

খেয়া ঘাট বলেছেন: দুনিয়ার সব জায়গায় যেতে রাজী আছি,। তবে নাগণ্জ হলে শুধু ডর ডর লাগে। তাই নাগণ্জে না, আর সবজায়গাতেই হ্যাঁ। =p~ =p~

১৩| ২৩ শে জুলাই, ২০১৪ ভোর ৫:২৪

অপ্রতীয়মান বলেছেন: ব্ল্যাক বক্সের ম্যাটেরিয়াল দিয়ে যদি প্লেন তৈরি করা হয় তবে তাকে একবারে সিল করে দিতে হবে (ব্ল্যাক বক্সের মত করে)। আর তাই যদি হয় তাহলে যাত্রী উঠা নামা করবে কিভাবে। সিল করে দেবার পর যদি সিল খোলা হয় তাহলে তো আর হল না :P

জানা ছিল। তারপরও ভালো উপস্থাপন করেছেন।
ধন্যবাদ।

২৩ শে জুলাই, ২০১৪ ভোর ৫:৪৫

খেয়া ঘাট বলেছেন: ব্ল্যাক বক্সের ম্যাটেরিয়াল দিয়ে যদি প্লেন তৈরি করা হয় তবে তাকে একবারে সিল করে দিতে হবে (ব্ল্যাক বক্সের মত করে)। আর তাই যদি হয় তাহলে যাত্রী উঠা নামা করবে কিভাবে। সিল করে দেবার পর যদি সিল খোলা হয় তাহলে তো আর হল না- খিক খিক খিক। =p~ =p~ =p~ =p~

১৪| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জানা নেই।
এমনকি ব্ল্যাক বক্স কে ব্ল্যাক ই জানতাম

থ্যাংকস।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ৮:১০

খেয়া ঘাট বলেছেন: আমিও জানতাম না। গুগল থেকে জানলাম। মেলা ধন্যবাদ নেন।

১৫| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৭

খেপাটে বলেছেন: তাহলে তো বক্স সহ সব কিছু ভেনিস করা কঠিন হয়ে পড়বে।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ৮:১০

খেয়া ঘাট বলেছেন: সেটাইতো। ভালো না। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.