নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

আগাম থাকতেই লাগাম ধরুন।

২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৫:০০

অনেক রাত হয়ে গেছে। ওজুঘরে বলতে গেলে কেউ নেই।একজন লোক ওজু শেষ করে মসজিদে ঢুকবেন। ঠিক এমনি মুহুর্তে উনি বলে ওঠলেন- ওসতাগফিরুল্লাহ- আবার ওজু করতে হবে। ওযুটা শেষ করতে না করতেই নষ্ট হয়ে গেলো।



ভদ্রলোকের আরেকটু দূরে আরেকজন ওজু শেষ করে মসজিদে ঢুকবেন। উনিও আবার ওজু করতে আসলে আগের জন বললেন- কি ব্যাপার ভাই? আপনারও কি একই সমস্যা নাকি?

২য়জন বললেন- না ভাই। সমস্যা আমার না। আপনি যে ভাবে ছেড়েছেন-তাতে শুধু আপনার না, আমার ওযুও নষ্ট হয়েগেছে।



মসজিদের ভিতর থেকে একজন সাথে সাথে বের হয়ে এসে বললেন-

আমারও ওযু করতে হবে। শব্দ আর গন্ধ শুধু ওযুখানার পরিবেশ নষ্ট করেনি, পুরো মসজিদের ভিতর বাহির দূষিত করে ফেলেছে।



মাননীয় সকাম(সমাজ কল্যাণ মন্ত্রী) যেভাবে উগলাচ্ছেন, (পতিতা /সাত খুন তুচ্ছ ঘটনা, শিরোচ্ছেদ ইত্যাদি বিষয়ক) যা খুশী তাই বলে যাচ্ছেন-তাতে শুধু নিজের মুখই দূষিত করছেন না, পুরো মন্ত্রনা পরিষদটাই দূষণ করে ফেলছেন। আর নামাজ পড়ার আগেই যদি ওযু নষ্ট করে ফেলেন-তবে কেমন করে হবে বলুন। সবে মাত্রতো শুরু করলেন। তাই বলিকি, আগাম থাকতেই লাগাম ধরুন।



মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৫:০২

খেয়া ঘাট বলেছেন: প্লিজ অনুগ্রহ করে মন্তব্যে শিষ্ঠাচার বজায় রাখুন। এক্সট্রিমড কোনো কিছুই ভালো না। বিনীত ধন্যবাদ ।

২| ২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৬:১৮

কথার_খই বলেছেন: যদিও রহস্য ভরা লেখা, তবে শেষের মিলটা চমৎকার, ধন্যবাদ

২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫০

খেয়া ঘাট বলেছেন: সবিনীত ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৩| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২০

লেখোয়াড় বলেছেন:
আরে খেয়াঘাট অত ভয় পাচ্ছেন কেন?
কেউ তো আপনার জামা ধরে টান দিচ্ছে না।

তা আছেন কেমন?

২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫২

খেয়া ঘাট বলেছেন: ভালো আছিরে ভাই। জামা ধরে টানলেই ভালো।কিন্তু অন্য কিছু ধরেই যে টানাটানি শুরু হয়ে। সেখানেই তো সব ডর।

আপনার কি খবর??

৪| ২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২১

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৭

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৫| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৮

হাসান মাহবুব বলেছেন: আপনার এই গুণটা চমৎকার। কোন একটা গল্পের সাথে সাম্প্রতিক ঘটনার যোগসূত্র স্থাপন করে একটা বার্তা পৌঁছে দেয়া।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৭

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৬| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই এইটা কি শুনাইলেন?
:P :P :P
:-P :-P :-P
=p~ =p~ =p~

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩০

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: সম্পর্ক স্থাপনটা দেখে চমৎকৃত হলাম।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩১

খেয়া ঘাট বলেছেন: এবার উনি উপকৃত হলেই হয়। :-0 :-0 :-0 :-0 :-0 :-0 :-0 !:#P !:#P

৮| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৪

ভোরের সূর্য বলেছেন:

উনিতও আগে থেকেই লাগাম হীন। মনে আছে মন্ত্রী হবার প্রথমেই তিনি জন সম্মুখে একটি স্কুলের অনুষ্ঠানে ধূমপান করেছিলেন। কাকে কি বলেন।
দেখুন

ইনি কি কথা শুনবেন নাকি শোধরাবেন।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৯

খেয়া ঘাট বলেছেন: সরকারের সেরা আবিষ্কার। =p~ =p~ =p~ =p~

৯| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৩

মুদ্‌দাকির বলেছেন: ভালো বলেছেন

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৭

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P

১০| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মন্ত্রিত্বের যোগ্যতার প্রকাশ- এ আর কিছু না।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৭

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৯

বটের ফল বলেছেন: হাসান মাহবুব এর সাথে একমত প্রকাশ করছি।

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রকাশ করছি। !:#P !:#P !:#P

১২| ২৫ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৫১

ঢাকাবাসী বলেছেন: উনি তো একটা চীজ! আর ভাল কথা এই মন্ত্রীসভায় একটা 'ভদ্রলোক' 'মানুষ' পাবেন?

২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২২

খেয়া ঘাট বলেছেন: এই পাবলিক এতোদিন কই ছিলো...........
মনে হলো যেন সেই গোভা'র পুনঃজন্ম হলো। !:#P !:#P !:#P !:#P !:#P

১৩| ২৫ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৫২

সচেতনহ্যাপী বলেছেন: গল্পের শুরুতে ছোট একটা হাসি ছিল পরের বাস্তবতায় তা অট্টহাসিতে পরিনত।। ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৩

খেয়া ঘাট বলেছেন: হিহিহিহিহি হাহাহাহাহাহা। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৫

শান্তির দেবদূত বলেছেন: কৌতুক ভালো লেগেছে, শেষে এসে "সকাম"টাও বেশ লেগেছে। :) :) :)

২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

খেয়া ঘাট বলেছেন: :-0 :-0 :-0 =p~ =p~ =p~

১৫| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৯

মামুন রশিদ বলেছেন: আমাদের পাড়াত দুলাভাইকে নিয়ে ছিনিমিনি গল্প বলা চলবে না । যা বলার উনি নিজেই বলবেন !!



:D :D

২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

খেয়া ঘাট বলেছেন: :-0 :-0 :-0 :-0 :-0 :-0 :-0 :-0

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.