নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

আপনি যে ধর্মেরই হোন না কেন , মানুষ মাত্রই এ গল্পটি আপনার পড়া দরকার।

২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৮:২০

আপনি যে ধর্মেরই হোন না কেন , মানুষ মাত্রই এ গল্পটি আপনার পড়া দরকার।



সাধক বললেন- স্রষ্টা আমি ভালো আর মন্দ, স্বর্গ আর নরক, দেবতা আর শয়তানের পার্থক্য দেখতে চাই। শ্রষ্ঠা বলেন- তুমি তোমার নিজের মতো করে দেখলেই বুঝতে পারবে কোনটি স্বর্গ আর কোনটি নরক। কে শয়তান আর কে দেবতা।



সাধক দেখেন- খুবই সুসজ্জিত অপরুপ সুন্দর একটা ঘর। ঘরের ভিতর বিশাল সুপ্রশস্ত একটা খাবার টেবিল। গোল টেবিলের একবারে মাঝখানে বসানো খাবারের পাত্র। সুগন্ধেই বুঝা যায়-এ এক অতি উপাদেয় খাবার। টেবিলের চারপাশে আরামদায়ক চেয়ারে হাতে খাবারের চামচ নিয়ে কিছু মানুষ বসে আছে। চামচগুলো খুবই লম্বা। যাতে বিশাল টেবিলের মাঝখানে খাবারের পাত্র থেকে অতি উপাদেয় সেই স্যুপ চামচে নিয়ে খাওয়া যায়। কিন্তু কারো মুখে কোনো খাবার নেই। সবার জীর্ণ স্বাস্থ্য। অপুষ্ট শরীর। অনাহারী রোগাগ্রস্থ চেহারা। সবার মাঝে বিষাদের ছায়া।



সাধু ওদেরদিকে চেয়ে কিছুক্ষণ চিন্তা করে বুঝলেন চামচগুলো বেশী লম্বা হওয়ার ফলে খাবার চামচ থেকে নিজেদের মুখে দিতে খুব কষ্ট হচ্ছে, এমনকি সম্ভব হচ্ছেনা। সাধক এবার আরেকটি ঘরে আসলেন। খাবার, খাবার টেবিল, চামচ, পাত্র, মানুষগুলো সবকিছুই অবিকল আগের ঘরটির মতো। তবে পার্থক্য একটা। এরা খুবই আমোদে সময় পার করছে। সবার চেহারা উজ্জ্বল। সুস্বাস্থ্যের অধিকারী। গল্পে, আনন্দে মেতে আছে।



স্রষ্টা বললেন- কী দেখলে, কী বুঝলে?

কিছুইতো বুঝলামনা। দুটি ঘর একি রকম। মনে হলো- একটি ঘর আরেকটির অবিকল নকল। তবে প্রথম খাবারের টেবিলে কেবলি বিষাদ যেন নরকের যন্ত্রণা। আর ২য়টিতে শুধুই সুখ, আর সুখ যেন স্বর্গীয় সুখ।



আর কি দেখলে। মানে মানুষগুলো কেমন?

দেখলাম-সাদা, কালো, এশিয়ান, আফ্রিকান, পীর, ফকির, মৌলানা, পাদ্রি, ভিক্ষু, ভান্তে, রাবাই, ক্যাথলিক, প্রোটাস্ট্যান্ট, শিয়া, সুন্নী, ব্রাহ্মন, শূদ্র, সবরকমের মানুষ পরপর দুটো টেবিলেই গোল হয়ে বসে আছে।



দুটো টেবিলেই কি পাত্রে খাবার আছে?

জ্বি, তাইতো দেখলাম।



তবে প্রথম টেবিলের মানুষ খুশী না কেন?

কারণ তারা যে খাবার খেতে পারছেনা।





কেন পারছেনা?

এতো লম্বা চামচ দিয়ে নিজেদের মুখ অবধি খাবার নিতে ওদের কষ্ট হচ্ছে।



তবে ২য় টেবিলের মানুষ এতো খুশী কেন?

তাদেরকে দেখেতো মনে হলো- ওরা ঠিকমতো খাবার খেয়ে যাচ্ছে।



একই চামচ দিয়ে ২য় টেবিলের ওরা পারলে প্রথম টেবিলের ওরা পারছেনা কেন?

স্রষ্টা সাধককে বসতে বললেন। বড় একটি গোল খাবার টেবিল। মাঝখানে বিশাল খাবারের পাত্র। সাধকের হাতে লম্বা খাবারের চামচ। অপরপাশে বসা দেবতা। দেবতার হাতেও একটি চামচ। সাধক চামচে খাবার নিচ্ছেন ঠিকই কিন্তু মুখ পর্যন্ত নিতে সমস্যা হচ্ছে। এখন দেবতা অপরপাশ থেকে নিজের চামচে খাবার নিয়ে অন্য পাশে বসা সাধকের মুখে তোলে দিলেন। এবার সাধকও তাই করলেন। যে খাবার নিজের মুখে নিতে কষ্ট হচ্ছে চামচ লম্বা হওয়ার ফলে সেই খাবার কত সহজেই অন্য পাশে বসা দেবতার মুখে তুলে দিতে পারছেন।



সাধক এবার বুঝতে পারলেন। প্রথম খাবার টেবিলে পারষ্পরিক ঘৃণা, অহমিকা, গর্ব, হিংসা, বর্ণ বৈষম্য, ধর্ম বৈষম্য, শ্রেণী বৈষম্য, জাতিগত বৈষম্যের ফলে চামচে খাবার নিয়ে অন্যের মুখে তুলে দিতে পারছেনা। আবার নিজেও খেতে পারছেনা। ঘৃণায় মানুষসব হয়ে গেছে শয়তান। আর ২য় টেবিলে সব পার্থক্য, সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই কত সুন্দর স্বর্গীয়ভাবে, পরম ভালোবাসায়, মায়ার মমতায় একজন আরেকজনের মুখে চামচে করে খাবার মুখে তুলে দিচ্ছে। যেন এরা শুধু মানুষ না। ভালোবাসায় একেকজন হয়ে গেছেন সত্যিকারের দেবতা।



ফলে যা হবার তাই হয়েছে। স্রষ্টার দানতো সব জায়গায় সমান। কিন্তু মানুষই এটাকে নরক বানায়, আবার এই মানুষই তাকে স্বর্গ বানায়।



স্বর্গ-নরক



সবাইকে ঈদমোবারক।

মন্তব্য ৫৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪৬

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ঠিক তাই।

পৃথিবীতে আত্মকেন্দ্রিক হয়ে বেঁচে শুধু এবাদতের জন্য তৈরী করেনি সৃষ্টিকর্তা,পৃথিবীটাকে একে অন্যের জন্য বসবাস যোগ্য করে তোলাই বড় এবাদত মানুষের জন্য।

যারা মনে করেন পাঁচ ওয়াক্ত নামাজ আর রোজা করলেই বেহেস্ত নিশ্চিৎ তাদের বিশ্ব বিধাতা আর সৃষ্টি উদ্দেশ্য সব কিছু নিয়ে আরেকবার ভাবতে হবে মনে হয়।

খেয়াকে ধন্যবাদ

২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০০

খেয়া ঘাট বলেছেন: যারা মনে করেন পাঁচ ওয়াক্ত নামাজ আর রোজা করলেই বেহেস্ত নিশ্চিৎ তাদের বিশ্ব বিধাতা আর সৃষ্টি উদ্দেশ্য সব কিছু নিয়ে আরেকবার ভাবতে হবে মনে হয়।
++++++++++++++++++++++++++++++++++++++++++

২| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:১৩

লাবনী আক্তার বলেছেন: স্রষ্টার দানতো সব জায়গায় সমান। কিন্তু মানুষই এটাকে নরক বানায়, আবার এই মানুষই তাকে স্বর্গ বানায়।


আসলেই তাই।

ভালো লাগল পড়ে।

২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:১৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু।

৩| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৪

উপপাদ্য বলেছেন: গল্পের পাদটিকা দারুন।

আসলে নিজেরা খাই খাই স্বভাব পরিত্যাগ করে অনয়ের মুখে খাবার তুলে দেই।

কোথায় যেনো পরেছিলাম।

"অপর ভাইকে অগ্রাধিকার দিন"

ঈদ মোবারক

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই।
ঈদের শুভেচ্ছা। ঈদমোবারক।

৪| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৫

উপপাদ্য বলেছেন: গল্পের পাদটিকা দারুন শিক্ষনীয়।

আসলে নিজেদের খাই খাই স্বভাব পরিত্যাগ করে অন্যের মুখে খাবার তুলে দেয়াতেই আসল সুখ।

কোথায় যেনো পড়েছিলাম।

"অপর ভাইকে অগ্রাধিকার দিন"

ঈদ মোবারক

৫| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্বর্গ নরক মানুষ এই দুনিয়াতেই ভোগ করতে পারে। যেমন, এখন ফিলিস্তিনিরা নরকে বাস করছে।
ধন্যবাদ, খেয়াঘাট।

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২১

খেয়া ঘাট বলেছেন: ভালো বলেছেন।
বিনীত ধন্যবাদ রইলো। ঈদের শুভেচ্ছা । ঈদমোবারক।

৬| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শিক্ষণীয় গল্প। গল্পে যে বার্তা আছে তার সাথে আমি সহমত।

ঈদ মোবারক।

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আপনাকেও ঈদের শুভেচ্ছা। ঈদমোবারক।

৭| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৩

চড়ুই বলেছেন: ফলে যা হবার তাই হয়েছে। স্রষ্টার দানতো সব জায়গায় সমান। কিন্তু মানুষই এটাকে নরক বানায়, আবার এই মানুষই তাকে স্বর্গ বানায়।


দারুণ লাগলো।

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপু।
ঈদের শুভেচ্ছা। ঈদমোবারক।

৮| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১১

rakibmbstu বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

খেয়া ঘাট বলেছেন: সবিনীত ধন্যবাদ।
ঈদমোবারক।

৯| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৮

ঢাকাবাসী বলেছেন: শিক্ষনীয় বিষয়। তবে শিখছে কে?

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

খেয়া ঘাট বলেছেন: সেখানেইতো সব সমস্যা।
জানি কিন্তু মানিনা।

ঈদের শুভেচ্ছা রইলো ভাই। ঈদমোবারক।

১০| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৪

প্রবাসী পাঠক বলেছেন: অসাধারণ। পোস্টে প্রথম ভালোলাগা।


আগাম ঈদ মোবারক প্রিয় খেয়াঘাট ভাই।

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ঈদমোবারক।
আমাদের পরবাসে ঈদ,
প্রিয়জনের টানে মন দেশে পড়ে থাকে।

ভালো থাকবেন ভাই।

১১| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯

বাংলাদেশী দালাল বলেছেন: শেয়র করারজন্য ধন্যবাদ

ঈদ মোবারক।

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

খেয়া ঘাট বলেছেন: ঈদমোবারক ভাই।

১২| ২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

মুদ্‌দাকির বলেছেন: চিন্তার বিষয় আছে

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাই।
ঈদমোবারক।

১৩| ২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

আরািফন বলেছেন: আত্মকেন্দ্রিকতা ও 'আমারটা আগে' এ দৃষ্টিভঙ্গি জীবনকে এক ক্লান্তিকর বোঝায় পরিণত করে। আর বিনয়, সহানুভূতি ও উপকার যত ক্ষুদ্রই হোক জীবনকে প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল করে তোলে..................

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

খেয়া ঘাট বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রইলো।
ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

১৪| ২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

শান্তির দেবদূত বলেছেন: গল্পের থিমটা অসাধারন। এভাবে চিন্তা করলে দুনিয়ার সব সমস্যাই সহজ সমাধান হয়ে যেত!

আপনি যেভাবে নিত্যনতুন নীতিবাক্য ও মোরাল নিয়ে চমৎকার চমৎকার সব পোষ্ট দিচ্ছেন; আপনার তো "সামুর ইসপ" খেতাব প্রাপ্য।

ভালো থাকুন প্রিয় লেখক, আর এমনি করে আমাদের মোরাল বুষ্ট-আপ করতে থাকুন, শুভকামনা।

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

খেয়া ঘাট বলেছেন: আপনি শান্তির দেবদূত বলেই এরকম বলতে পারেন ভাই।
অনেক উৎসাহিত হলাম।
ঈদের অনাবিল শুভেচ্ছা।ঈদমোবারক।

১৫| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: চমৎকার একটি লেখা পড়লাম। আপনি এত সুন্দর করে কিভাবে উপস্থাপন করেন? পড়তে বেশ লাগে।

আর স্বর্গ-নরক, সেতো আমরা নিজেরাই সৃষ্টি করি। পাস্পরিক ঘৃণা-ঈষা এগুলোই নরক তৈরি করার জন্য যথেষ্ট।

অগ্রীম ঈদ মোবারক।

২৭ শে জুলাই, ২০১৪ রাত ৮:২১

খেয়া ঘাট বলেছেন: বিশ্বাস করেন- এসব লেখার সবচেয়ে বেশী অনুপ্রেরণা হচ্ছে আপনাদের এইরকম হীরক মন্তব্যগুলো। না হলে-বারবার হোচট খেতে হতো।

শুভকামনা ভাই।ঈদমোবারক।

১৬| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৫

জাহাঙ্গীর জান বলেছেন: অন্যের মুখে খাদ্যদ্রব্য তুলে দেওয়ার আনন্দ অসীম, মনের আয়না পরিষ্কার হলেই হয় । অনেক ভালো লাগানো ঈদ মোবারক ।

২৭ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৮

খেয়া ঘাট বলেছেন: মনের আয়না পরিষ্কার হলেই হয়
++++++++++++++++++++++++++++++++++++++++++
ঈদমোবারক ভাই।

১৭| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪১

ফা হিম বলেছেন: খুব মর্মস্পর্শী একটা পোস্ট। ভালো লাগল।

ঈদের শুভেচ্ছা নিবেন।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই। আপনাকেও ঈদের শুভেচ্ছা।

১৮| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!

৩০ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই। অনেক শুভকামনা।

১৯| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১২

রাজিব বলেছেন: হয়তো অনেকেই এভাবে চিন্তা করে কিন্তু ঐক্য আর শান্তি আসে না। গল্পটা বেশ ভাল লেগেছে।

০১ লা আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

২০| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৫

আমি তুমি আমরা বলেছেন: স্রষ্টার দানতো সব জায়গায় সমান। কিন্তু মানুষই এটাকে নরক বানায়, আবার এই মানুষই তাকে স্বর্গ বানায়।

৬ষ্ঠ ভাললাগা রইল। লেট ঈদ মুবারাক :)

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ । আপনাকেও অনেক দেরীতে ঈদমোবারক।

২১| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৩

শুঁটকি মাছ বলেছেন: অসাধারণ!

০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

২২| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

মাহমুদ০০৭ বলেছেন: অসাধারণ একটা গল্প । প্রিয় ভাইকে জানাই ঈদ মোবারক । :)

০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা।

২৩| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার থিম ! +++++++++++++++++

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো আপু।

২৪| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

একজন ঘূণপোকা বলেছেন: চমৎকার একটি লেখা পড়লাম।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাইজান।

২৫| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

খাটাস বলেছেন: অদ্ভুত, অসাধারণ, চমৎকার, মুগ্ধ।
+++++++++++++++++++++++++++++++

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১০

খেয়া ঘাট বলেছেন: সবিনীত ধন্যবাদ ভাইজান।

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ গল্প। উদ্দিপ্ত হলাম পড়ে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো প্রফেসর স্যার।

২৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:

কোথায় স্বর্গ কোথায় নরক
কে বলে তা বহুদূর
মানুষেরই মাঝে স্বর্গ নরক
মানুষেতে সুর-অসুর!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.