নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এই গোল্ডেন ঘন্টা আসলে খুলবে কে?

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪

একজন সদ্য ধনী হওয়া লোক সকালে ঘুম থেকে ওঠে নিজের বাড়ির বারান্দায় বসে বউয়ের সাথে খোশগল্প করছেন।বউ বলছেন- দেখো , তোমারতো এখন মেলা টাকা পয়সা হয়েছে। এখন আর কিপটামি না করে,পোলাপানদের পুষ্টির জন্য কিছু টাকা পয়সা খরচ করো। লটকা'র স্বাস্থ্য দেখছো। কি নাজুক।



আমাদের এই রাস্তা দিয়ে প্রতিদিন গোয়ালা দুধ নিয়ে যায়।অন্তত ১ লিটার দুধতো ওর কাছ থেকে প্রতিদিন কিনতে পারো।

পিছন থেকে বড়পোলা লটকা বলে ওঠলো- মা, দুধ খামু।

বউয়ের কথা কর্তার মনে ধরলো। বললেন- গোয়ালা দেখলেই ডাক দিবা।



পরেরদিন সকালে গোয়ালা হাজির। কর্তা বললেন- ১লিটার দুধের দাম কতো?

আগ্গে ৪০ টাকা।

ঠিক আছে। কাল সকাল থেকে প্রতিদিন ১ লিটার করে দুধ দিয়ে যাবা।

আচ্ছা - বলেই গোয়ালা রওয়ানা দিলো।



কর্তা চিন্তা করলেন। ৪০ টাকায় ১ লিটার বলার সাথে সাথেই রাজি হয়ে গেলো। দেখিনা ৪০ টাকায় ২ লিটার দুধ দেয় কিনা।

গোয়ালাকে আবার ডেকে বললেন- আচ্ছা, ৪০ টাকায় তুমি কি ২ লিটার দিতে পারবা?

আগ্গে পারবো।

দুধ খেয়ে লটকা'র পুষ্টি বেশ যষ্টি হতে শুরু করেছে। লটকা পুষ্টিতে পরিপুষ্ট, কর্তা কত্রী দুজনেই বেশ তুষ্ট।



কিছুদিন পর কর্তা চিন্তা করলেন-৪০ টাকায় ২লিটারে রাজী হয়ে গেলো। তাহলে ৩ লিটার দেয় কিনা চেষ্টা করে দেখি।

গোয়ালাকে ডেকে নিয়ে এসে বললেন- এই তুমি কি ৪০ টাকায় ৩লিটার দিতে পারবা?

জ্বি কর্তা পারবো।

কিন্তু দুধ খেয়ে লটকা'র পুষ্টি এবার আর তেমন বাড়েনা। খেলার মাঠে সামান্য ল্যাং খেলেই লটকা চ্যাং হয়ে লটকে থাকে।

কর্তা চিন্তা করলেন- দুধের পরিমাণ আরেকটু বাড়াতে হবে। গোয়ালাকে বললেন- ৪০ টাকায় ৪ লিটার দিতে পারবা।

জ্বি আগ্গে পারবো। তবে তখন এই দুধ খেয়ে লটকা শুধু লটকে থাকবেনা, হয় মটকে যাবে, না হয় খেলার মাঠ থেকেই ছিটকে যাবে। আর সবচেয়ে বড় কথা, তখন দুধের আসল রঙই খুঁজে পাবেন না , কর্তা। দুধ ঠলঠলা জলরঙ হয়ে যাবে ।



আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থার অবস্থাও এরকম। শিক্ষকদের ওপর নির্দেশ আসলো পাশের হার ৬০ হবে। উনারা বললেন- নো প্রবলেম।

৬০এ সন্তুষ্ট না।আরো বাড়াতে হবে।

অসুবিধা নাই। কত চান? ৭০,৮০,৯০,৯৫,৯৯%। হবে।চিন্তার কোনো কারণ নাই।

A+কত চান? শত, হাজার, দশহাজার, ২০ হাজার, লাখ। নো প্রবলেম। হবে, হয়ে যাবে। যা চান , তাই সাপ্লাই দেয়া হবে।

শিক্ষা কর্তা বেজায় খুশী। পাশ আর পাশ। প্লাস আর A প্লাস।



এবার এই A+প্লাস খাওয়া বাস্তব একটা পুষ্টির নমুনা দেই।

আমার কাজিন-খুশীতে গদগদ হয়ে নাচতে নাচতে ফোন করলো- ভাইয়া শুধু A+না একেবারে গোল্ডেন A+ পেয়েছি।

গোল্ডেন এ্যা প্লাস নামক এই অদ্ভূত জিনিস পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা নেই। বললাম, ভালোইতো হলো। আমরা আগে পরীক্ষা দিলে মার্কস পেতাম। তোরা সোনা পাওয়া শুরু করেছিস। জমিয়ে রাখ, বিয়ের সময় কাজে লাগবে। যে হারে সোনার দাম বাড়ছে।



মনে হয় একটু রেগে গেলো। বললো- তুমি না শুধু ঢং করো।

আচ্ছা আর ঢং করবোনা। এবার বললাম- ইঙরেজিতে কত মার্কস পেয়েছিস।

তুমি না কিছুই বুঝোনা।বললাম না গোল্ডেন A প্লাস পেয়েছি। এর মানে বোঝ?

মানে বোঝারইতো চেষ্টা করছি। দেখি তোর Golden A এর নমুনা।

বলতো-"আমার একটা পোষা বিড়াল আছে এবং আমি আমার বিড়ালটিকে খাওয়াই"-এর ইঙরেজি কি?



খিলখিল করে হেসে বললো- এইটাতো একেবারে সোজা। এর চেয়ে কত কঠিন সৃজনশীল প্রশ্নের জবাব দিলাম।

এটার ইংরেজি হবে-I am a cat and I eat my cat. গ্রামার ঠিক হয়েছে ভাইয়া?

বললাম, গ্রামারের আর দরকার কি? তোর নিজের গ্লামার ঠিক রাখলেই হবে।তোকে কর্তার ছেলে লটকা'র সাথে বিয়ে দিবো। একটা খেলার মাঠে লটকে থাকে আর একটা শিক্ষার মাঠে নিজেই বিড়াল হয়ে বিড়াল খেতে থাকে।



কিছুদিন আগের ঘটনা। সুভাগ্যই বলতে হবে। আশেপাশে কোনো সাংবাদিক ছিলোনা। থাকলে এ ঘটনা একরকম সাংঘাতিক হতো। মাননীয় মন্ত্রী মহোদয় একটি ঘরোয়া বৈঠকে বলছেন-

আপনারা আমাকে যেভাবে হসপিটালাইজড করেছেন তাতে আমি খুবই আনন্দিত হয়েছি।

মন্ত্রী'র কথা শুনে এ ওর দিকে থাকায়। ঘটনা কি? মন্ত্রী আবার এখানে হসপিটালে কবে ছিলেন?

আসলে উনি বলতে চেয়েছিলেন- হসপিটালিটি ।



বড়ই নাজুক অবস্থা। মন্ত্রীরা মহোদয়রা কি আসলেই নিজেদের মুমুর্ষু ভাবা শুরু করেছেন।



আর দুধ মনে করে পানি খাওয়ায় শিক্ষা ব্যবস্থাও আজ রুগ্ন। দুধের পরিবর্তে বেড়েছে শুধুই জল, আর শিক্ষার মানের পরিবর্তে বেড়েছে পাশের ফল। দুধের পরিমান বেড়েছে ঠিকই কিন্তু সেই দুধের যেমন আসল রঙও নেই, কোনো পুষ্টিও নেই। ঠিক তেমনি পাশের হার বেড়েছে ঠিকই কিন্তু সেই পাশের কোন মান নেই। -নতুন প্রজন্মের ছাত্ররা সবাই আসল বিড়াল হয়ে Golden A Plus গলায় ঝুলিয়ে বসে আছে।



ভাবনার সময় এসেছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে না, বরং এই গোল্ডেন ঘন্টাটা আসলে খুলবে কে?











মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:১৭

মুদ্‌দাকির বলেছেন: প্রতিটা নাম্বারের দাম ছিল এক সময় বুয়েট মেডিক্যাল আর ইউনি ভর্তিতে হিসাব হত দশমিকে, সব বিষয়ে ৮০ + মানে মুটামুটি স্টেন্ড করা ছিল নিশ্চিত, এমন কি স্টেন্ড করারাও অনেক সময় বাংলায় ধরা খেয়ে যেত .................. আহা !!! ঐ দিন কৈ গেল???? এই গোল্ডেন দিয়া কি লাভ?? কার লাভ ???????????????? ওরাতো জানেও না, ওদের আপেক্ষিক ওজন !!!!!!!!!

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৩

খেয়া ঘাট বলেছেন: ওরাতো জানেও না, ওদের আপেক্ষিক ওজন !!!!!!!!!
++++++++++++++++++++++++++্

২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২৫

সুমন কর বলেছেন: অসাধারণ বলেছেন।

তবুও আমাদের শিক্ষামন্ত্রী বলবেন, "না, না, পাশের হার ১০২% করা যায় কিনা দেখ !! আমি আর প্রধানমন্ত্রী আছি না।"

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৪

খেয়া ঘাট বলেছেন: এ মাসেই নাকি এইচ এস সি রেজাল্ট দিবে? অবশ্য পাশের হার বাড়াতে হবে, সরকারের পুষ্টি বাড়াতে হবে না???

৩| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৪

ঢাকাবাসী বলেছেন: ঐ মন্ত্রীটি তো পারলে জিপিএ ৬+ পাওয়ার হারটা ১০০% ই করতে চায়! প্র.মন্ত্রী চায় যখন, দিতেই হবে। । ডিজিটালের জয় হোক!

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৮

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৪| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: :) কেউ নেই খুলার!
কেউ নিজের ভুল বুঝেনা ....

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১৮

খেয়া ঘাট বলেছেন: সেটাইরে ভাই..............মেলা দিন পরে দেখলাম। =p~ =p~

৫| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১২

সায়েদা সোহেলী বলেছেন: আমার এক কাজিন এস এস সি তে সোনার অক্ষর না পাওয়ায় ভিশন মন খারাপ করলো , তার থেকেও বেশি হতাশ হয়েছিল আমার খালা । মেয়ে দুদুবার ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া তাই এমন খবরে হতাশ হবার ই কথা । যাইহোক ফোন দিয়ে জিজ্ঞেস করলাম বোন কে কিরে মন খারাপ? ।সে উত্তর দিল খুব একটা না তবে আম্মুর মুখ দেখে খারাপ লাগছে , তাই কান্না পাচ্ছে সোনার নেক্লেস চায় নায় একটা বর্নমালা ই ত চাইছিল! ! :) শুনলেই কেমন ধনী ধনী মনে হয়! !

।যাইহোক সেই মেয়ে এখন বুয়েটে ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে , এবং ওর বাবা মার একটা টাকাও দিতে হয় না উল্টো সেই শুনি সবাই কে দেয়! ! মফস্বল এর মেয়ে দেখে প্রথম প্রথম নাকি তার ক্লাসমেট রা তাকে খুজেঁ খুঁজে দেখতে আসতো আপনার গল্পের বিড়ালের মতোই! !

।সোনা রুপা যতই চকচকে হউক না কেন মাটি মাটি ই আরিফ ভাই

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:২০

খেয়া ঘাট বলেছেন: আপনার কাজিন আসলেই খাঁটি মাটির। এমন মাটিইতো দরকার। যেখানে সোনালী শস্যের আবাদ হয়।
সোনা রুপা যতই চকচকে হউক না কেন মাটি মাটি ই-++++++++++

৬| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১৭

মনিরুল হাসান বলেছেন: এখনকার পরীক্ষার রেজাল্ট দেখলে আমার একেবারে গ্রেড সিস্টেম চালু করার পর প্রথমবারের রেজাল্টের কথা মনে হয়। বাংলাদেশে গ্রেড সিস্টেম চালু করার পর সারা দেশ থেকে 'এ' গ্রেড পাওয়া স্টুডেন্ট ছিল ৭৬ জন। অথচ এর ১০ বছর পরে 'এ' গ্রেড পেয়ে যেসব স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলো, তার মাঝে বিশ্ববিদ্যালয়ের ইউনিট পরীক্ষায় পাস করতে পারেনি 'এ' গ্রেড পেয়ে ভর্তি হওয়া প্রায় ২৫ হাজার স্টুডেন্ট।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:২২

খেয়া ঘাট বলেছেন: বাংলাদেশে গ্রেড সিস্টেম চালু করার পর সারা দেশ থেকে 'এ' গ্রেড পাওয়া স্টুডেন্ট ছিল ৭৬ জন। অথচ এর ১০ বছর পরে 'এ' গ্রেড পেয়ে যেসব স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলো, তার মাঝে বিশ্ববিদ্যালয়ের ইউনিট পরীক্ষায় পাস করতে পারেনি 'এ' গ্রেড পেয়ে ভর্তি হওয়া প্রায় ২৫ হাজার স্টুডেন্ট।
দারুন একটা তথ্য জানালেন ভাই।

অনেক ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:২৩

খেয়া ঘাট বলেছেন: আপনার এ মন্তব্যটি কি আমি ফেবু'তে কমেন্ট আকারে যোগ করতে পারি????

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:২৮

খেয়া ঘাট বলেছেন: দিয়েই দিলাম।:)

৭| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: খুবই চমক পদ ।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:২৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

৮| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

এম. এ. হায়দার বলেছেন: আহ্!

শুরুর তুলনাটা দারুণ ছিল।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

৯| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ২:২৪

প্রবাসী পাঠক বলেছেন: A প্লাস, গোল্ডেন A প্লাস এর সংখ্যা দিন দিন অস্বাভাবিক হারে বাড়ছে। আর সাথে সাথে শিক্ষার মান কমছে।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২৫

খেয়া ঘাট বলেছেন: খুব খারাপ অবস্থা।

১০| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৩:০১

ডি মুন বলেছেন: দুধ মনে করে পানি খাওয়ায় শিক্ষা ব্যবস্থাও আজ রুগ্ন।

প্রশ্নপত্র ফাঁসের কথা আর নাই বা বললাম।

সেদিন এক চাচা আমারে ডেকে বললেন, লেখাপড়া করে এখন আর লাভ কি বাবা! এই যে ছেলে দুইটাকে পড়াচ্ছি। তোমার কি মনে হয় যোগাযোগ আর টাকা ছাড়া এদের চাকরি হবে??

কিছু বলার ছিলো না। কারণ সবাই সবকিছু জানি। কি হচ্ছে শিক্ষার নামে!!!! ক্ষমতাবানদের মস্তিষ্কে নর্দমার পাক। শুধু টাকা আর ক্ষমতা ছাড়া আর কিছু বোঝে না।

মাঝে মাঝে ভাবি, একজন মানুষের বেঁচে থাকতে আসলে কতো টাকা আর কতোটা ক্ষমতা প্রয়োজন!!!!


আক্ষেপ :(


আপনার পোস্টে ভালোলাগা রইলো।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২৭

খেয়া ঘাট বলেছেন: মাঝে মাঝে ভাবি, একজন মানুষের বেঁচে থাকতে আসলে কতো টাকা আর কতোটা ক্ষমতা প্রয়োজন!!!!
টাকা হলে ক্ষমতা চাই,
ক্ষমতা হলে টাকা চাই।
একটা আরেকটাকে টানে।
আর লোভে একসময় মৃত্যু আনে।

ধন্যবাদ ভাই।

১১| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:০১

মামুন রশিদ বলেছেন: এভাবে কুঠারাঘাত করবেন না, মন্ত্রীরাও মানুষ !!


০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২৮

খেয়া ঘাট বলেছেন: মন্ত্রীরাও মানুষ ! এ নামে একটা বাংলা সুপার হীট ফাটাকেস্ট ছবি তৈরি হতে পারে। নামটা পছন্দ হয়েছে খুউববববববববব।

১২| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৬

হাসান মাহবুব বলেছেন: মুড়ি আর বিরিয়ানীর এক দর। খুব বাজে অবস্থা।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২৮

খেয়া ঘাট বলেছেন: সত্য কথা।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

অপ্‌সরা বলেছেন: কর্তা চিন্তা করলেন- দুধের পরিমাণ আরেকটু বাড়াতে হবে। গোয়ালাকে বললেন- ৪০ টাকায় ৪ লিটার দিতে পারবা।
জ্বি আগ্গে পারবো। তবে তখন এই দুধ খেয়ে লটকা শুধু লটকে থাকবেনা, হয় মটকে যাবে, না হয় খেলার মাঠ থেকেই ছিটকে যাবে। আর সবচেয়ে বড় কথা, তখন দুধের আসল রঙই খুঁজে পাবেন না , কর্তা। দুধ ঠলঠলা জলরঙ হয়ে যাবে ।




হা হা হা


এই গল্প পরে হাসছি।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৪৪

খেয়া ঘাট বলেছেন: মেলা ধইন্যবাদ নগদে নেন।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:১৬

মিজভী বাপ্পা বলেছেন: এই লালটেনের মূলা তো ঝুলিয়ে দিয়ে শিক্ষার্থীদের মাঝে এক অসুস্থ প্রতিযোগীতার সৃষ্টি করছে সরকার। তাছাড়া প্রাইভেট ইউনি যে ভাবে ডাকাতি করে সেদিকেও সরকারের নজর নেই বললেই চলে :( :( :( :(

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:১৬

খেয়া ঘাট বলেছেন: দেশ হেগিয়ে থুক্কু এগিয়ে যাচ্ছে। =p~ =p~ =p~ =p~

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১:০৩

সচেতনহ্যাপী বলেছেন: বেশী দুরে যাব না। শুধু নিজের ঘরের দিকে তাকালেই শিক্ষার উন্নতি পরিলক্ষিত হয়। ভাগ্নী-ভাগনে,নিজের সন্তান,কাউকে একপাতা পড়তে দিলেই সবাই কেমন যেন তোৎতলা হয়ে যায়।।অথচ বলার সময় বাংলার মাঝে ইংরেজী থাকছেই।
ট্রান্সেলেশন করতে বললে My belly how how does(আমার পেট কেমনকেমন করে)। যেহেতু পেটটা third person singular number তাই do না বলে does বলেছে।।
এরাই একদিন পরিবারের,দেশের কর্নধার হলে,কি পাবে বাকীরা??
ধন্যবাদ।।

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১:০৭

খেয়া ঘাট বলেছেন: হাসতে হাসতে শেষ। একটা সরস মন্তব্য করে একেবারে রসে ভাসিয়ে দিলেন। !:#P !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.