নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

একজন মহান মানুষের মৃত্যুও কত মহিমান্বিত হতে পারে।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৮



আরিফ মাহমুদ: আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সাথে করমর্দনরত স্মিথহাস্যের এই লোকটিকে চিনতে পারছেন? ইনি হলেন উইম্বলডন টেনিসের সেই বিখ্যাত লিজেন্ড Arthur Ashe। একটানা তিনবার গ্র্যান্ডস্ল্যাম টাইটেল জিতে তিনি আমেরিকার সবচেয়ে সেরা টেনিস খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পান। তবে তিনি শুধু টেনিস খেলেই যে লিজেন্ড হয়েছেন তা না। মরণশয্যায় একেবারে মৃত্যুর প্রাক্কালে শুধুমাত্র ১টি বাক্য বলেই তিনি ঐশ্বরিক দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছেলেন। কী সেই অমরবাণী?



হার্ট বাইপাস সার্জারীর সময় ব্লাডট্রান্সফিউশনে উনার দেহে জীবনবিনাশী HIV'র সংক্রমণ ঘটে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা আর্থারের মৃত্যুশয্যায় থাকার খবর শুনার পর কোটি মানুষের মাঝে বিষাদের ছায়া নেমে আসে। হাজারো মানুষ ভেঙ্গে পড়েন কান্নায়।



সাংবাদিকরা নিউইয়র্ক হসপিটালে জড়ো হতে থাকেন। জনৈক সাংবাদিক প্রশ্ন করেন- ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে এরকম দুর্ঘটনা খুব কম মানুষেরই ঘটে। তার উপর একেবারে HIV আক্রান্ত। হয়তোবা মিলিয়নে ১ জন। স্রষ্টা কেনইবা আপনাকেই এরকম এক কঠিন রোগ দিয়ে একেবারে মৃত্যশয্যাশায়ী করলেন? এতে স্রষ্টার প্রতি আপনার কোনো আক্ষেপ আছে কিনা?



আর্থার সাংবাদিকের প্রশ্ন শুনে বিছানা থেকে খুব কষ্ট করে ওঠে বসলেন। এরপর সেই চিরচেনা স্মিথহাস্যে বললেন-

পুরো পৃথিবীতে প্রায় ৫০ মিলিয়ন শিশু কিশোর টেনিস খেলা শুরু করে। তাদের মাঝে মাত্র ১ মিলিয়ন খেলাটা শিখে। এই ১ মিলিয়নে শুধুমাত্র ৫০ হাজার প্রফেশনাল টেনিস খেলার যোগ্যতা পায়। মাত্র ২০ হাজার বিভিন্ন ক্লাবে প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিয়ে কেবলি ৫০০০ খেলোয়াড় গ্রাণ্ড স্ল্যাম খেলে। সেখান থেকে শুধু ৫০ জন পৃথিবীর সবচেয়ে সম্মানজনক টেনিস প্রতিযোগিতা উইম্বলডনে পৌঁছায়। সেই ৫০ জনের মধ্যে মাত্র ৪ জন সেমিফাইনাল খেলে, ২ জন ফাইনালে যায়। আর ১ জন চ্যাম্পিয়ন হয়ে সেই স্বপ্নের গৌরবের মুকুট মাথায় নেয়। মিলিয়ন টেনিস প্লেয়ারদের মাঝে আমি পরপর তিনবার এই সম্মানজনক মুকুটের মালিক হয়েছি। তখনতো আমি বলিনি- হে স্রষ্টা, এতো মিলিয়ন প্লেয়ারদের মাঝে কেন আমাকেই চ্যাম্পিয়ান বানালে? তাই আজ কেন আমি স্রষ্টাকে বলবো- এতো মিলিয়ন মানুষের মাঝে কেন আমাকেই তুমি এই রোগে আক্রান্ত করলে? তখন চ্যাম্পিয়ন হয়ে যেমন বলিনি, আজ মৃত্যুশয্যায়ও স্রষ্টাকে জিজ্ঞাসার কোনো কিছু নেই। সেই দিনের সেই বিজয় মুকুট যেমন ছিলো গৌরবের, আজকের এই মৃত্যুও সেরকম সুন্দর। তাই আমার নেই কোনো অভিযোগ, আমার নেই কোনো আক্ষেপ।



লেখক: আরিফ মাহমুদ (ছোটগল্পকার), আটলান্টা।



স্রষ্টার প্রতি অবিচল আস্থায় মৃত্যুও কত সুন্দর হতে পারে










মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৪

শেখ মফিজ বলেছেন: অন্তরের অন্তস্হল ছুয়ে গেছে কথাগুলো ।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৬

খেয়া ঘাট বলেছেন: আমারও। অনেক ধন্যবাদ ভাই।

২| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই তো মৃত্যুও কত সুন্দর , হৃদয় স্পর্শী লেখা ।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ পরিবেশ বন্ধু ভাই।

৩| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪

মুদ্‌দাকির বলেছেন: অনেক বড় মানুষ হলেই এভাবে বলা যায় !! হ্যাটস অফ টু হিয ফিলিংস!!

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬

খেয়া ঘাট বলেছেন: হ্যাটস অফ টু হিয ফিলিংস!!
+++++++++++++++++++++++++++++++++++++

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১২

প্রবাসী পাঠক বলেছেন: এমন উক্তি করার জন্য একটা বিশাল হৃদয়ের প্রয়োজন যা নিশ্চিতই উনার ছিল। ধন্যবাদ খেয়াঘাট ভাই শেয়ার করার জন্য। পোস্টে প্লাস।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৬

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিনীত ধন্যবাদ প্রপা ভাই।

৫| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৯

সচেতনহ্যাপী বলেছেন: যারা পারে জীবনের মত মৃত্যুকেও সহজ ভাবে মেনে নিতে, একমাত্র তারাই এধরনের উক্তি করতে পারে বলে আমার বিশ্বাস।
আর যারা আমার মত ভীরু,ভোগবিলাসি,তারাই মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করে অহরহ।।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪১

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্যে +++++++++++++++++++

৬| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: উনি ফেরত দিতে জানেন , তাই ঈশ্বর ওনাকে দিয়েছেন !

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৩৭

খেয়া ঘাট বলেছেন: দারুন বলেছেন অভিভাই।

৭| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল খুব আপনার লেখাটা +++

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই।

৮| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৭

মামুন রশিদ বলেছেন: ভালো লাগলো ।

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই।

৯| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৫

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল লেখাটি।

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

খেয়া ঘাট বলেছেন: খুশী হলাম ভাই। বিনীত ধন্যবাদ ভাই।

১০| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মনে কষ্ট পেলাম --- শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

১১| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০০

মাহমুদ০০৭ বলেছেন: হৃদয় ছুয়ে গেল ভাই ।
এমন আরো অনেক কিছু শেয়ার করলে অনেক ভাল হয় ।
ভাল থাকবেনপ্রিয় ভাই ।

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২০

খেয়া ঘাট বলেছেন: সবিনীত ধন্যবাদ রইলো মাহমুদ ভাই।

১২| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩

আমি ইহতিব বলেছেন: মাশাআল্লাহ। মন ভালো করে দেয়ার মত একটি লেখা।

আল্লাহ আমাদের জন্য যা ঠিক করে রেখেছেন তা সবই মাথা পেতে নিতে হবে তা ভালোই হোক আর খারাপই হোক।

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২১

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন আপু।
বিনীত ধন্যবাদ।

১৩| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৮

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার পোস্ট থেকে অনেক কিছু জানা যায়।

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সুমন ভাই।

১৪| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪০

এহসান সাবির বলেছেন: খুব সুন্দর।

শুভেচ্ছা রইল ভাই।

০৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:২৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ । অনেক শুভকামনা।

১৫| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগলো পড়ে।

০৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:২৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাই।

১৬| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৪

রাজিব বলেছেন: আপনি কি আরিফ মাহমুদ? লেখা খুব সুন্দর হয়েছে।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৪

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাই। বিনীত ধন্যবাদ রইলো।

১৭| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮

সাজিদ উল হক আবির বলেছেন: প্রিয় আরিফ ভাই, লেখাটা ফেসবুকেই পড়েছিলাম। তখনই নাড়া দিয়ে গিয়েছিল সাংঘাতিক ভাবে।

ভালো লাগছে, আপনিই আলোর মশাল হাতে নিয়ে পথ দেখিয়ে চলেছেন নিরবচ্ছিন্ন ভাবে ।

ভালো থাকুন সতত।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৫

খেয়া ঘাট বলেছেন: অনুপ্রাণীত।
বিশ্বাস , আবির একদিন বাংলার সাহিত্যাকাশে রামধনুর আবির ছড়াবে।

১৮| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

জেরিফ বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: এমন উক্তি করার জন্য একটা বিশাল হৃদয়ের প্রয়োজন যা নিশ্চিতই উনার ছিল। ধন্যবাদ খেয়াঘাট ভাই শেয়ার করার জন্য। পোস্টে প্লাস

অসাধারণ ।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই।

১৯| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হৃদয়স্পর্শী এবং প্রশান্তিদায়ক কথাগুলো। এই মহান প্লেয়ারের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৭

খেয়া ঘাট বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হৃদয়স্পর্শী এবং প্রশান্তিদায়ক কথাগুলো। এই মহান প্লেয়ারের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
+++++++++++++

২০| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অসাধারণ !

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৭

খেয়া ঘাট বলেছেন: সবিনীত ধন্যবাদ প্রিয় আদনান ভাই।

২১| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৬

সায়েদা সোহেলী বলেছেন: ।এমন করে ভাবতে পারলে এই পৃথিবীর প্রতিটি মানুষ সুখী হতো , পৃথিবী টা হতো সুন্দর ।

আমরা শুধু না পাওয়ার হিসেব করেই যাই , অভিযোগ করি পাওয়ার শুকরিয়া নেই :|

আপনি একটু একটু করে আমাদের বিবেককে নক করে যাচ্ছেন , তার জন্য ধন্যবাদ ।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫২

খেয়া ঘাট বলেছেন: সায়েদা সোহেলী বলেছেন: ।এমন করে ভাবতে পারলে এই পৃথিবীর প্রতিটি মানুষ সুখী হতো , পৃথিবী টা হতো সুন্দর ।

আমরা শুধু না পাওয়ার হিসেব করেই যাই , অভিযোগ করি পাওয়ার শুকরিয়া নেই - খুউব সুন্দর মন্তব্য আপু। বিনীত ধন্যবাদ।

২২| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০১

অন্ধবিন্দু বলেছেন:
বড্ড হিসাবী ছিলেন। শেষ পর্যন্ত হিসাবখানা ঠিকঠাক মিলাতেও পেরেছেন ...
আপনাকে ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৮

খেয়া ঘাট বলেছেন: চমৎকার বলেছেন ভাই।
বিনীত ধন্যবাদ।

২৩| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৩

শান্তির দেবদূত বলেছেন: গ্রেট ও ব্রেভ ম্যান। এভাবে কয়জনই বা ভাবতে পারে! অনেক সুন্দর করে চিত্রায়িত করেছেন, হৃদয় ছুয়ে যাওয়ার মত। শুভেচ্ছা।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় শান্তির দেবদূত ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.