নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

একমিনিটের গল্প- গরুর মগজ।

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৯

পুরো হলরুমে উৎসুক শ্রোতার পীনপতন নীরবতা। অবসরপ্রাপ্ত বিখ্যাত শল্যচিকিৎসক আজ তার কী এমন গোপন কীর্তির কথা বলবেন।



তিনি ধীরপায়ে মন্চে এসে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলেন।



রোগী তখন অপারেশন বেডে।দেখি মাথার ভিতর মগজ বলতে কিছুই নাই। বসে চিন্তা করছি কি করা যায়। একটু ফ্রেশ হওয়ার জন্য নীচে নেমে পত্রিকার পাতায় চোখ আটকে গেলো।

আমেরিকার বিখ্যাত এক শল্য চিকিৎসকের সাফল্যের কথা। বিকলাঙগ হিসাবে জন্ম নেয়া এক শিশু উনার চিকিৎসায় কিভাবে পরবর্তীতে অলিম্পিক চ্যাম্পিয়ন হলো। পড়ছি আর ভাবছি।আহা! আমাদের দেশেও কি এরকম গুনী,মেধাবী কোনো চিকিৎসক নেই।



কাজের ছেলেকে গিন্নী বলেছিলো-কিছু তাজা গরুর মগজ নিয়ে যেতে। অনেকদিন মগজ বোনা খাওয়া হয়নি।আর ফিরার সময় আমাকে রাতের খাবার হসপিটালে পৌঁছে দিতে। কাজের ছেলে ওপরে এসে দেখে আমি নাই। আমার খুঁজে অপারেশন রুমে আসলো। ঠিক সেই সময় ব্ল্যাকআউট। বেচারা তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে খাবার আর গরুর মগজ অপারেশন টেবিলের পাশে রেখেই চলে গেলো।



এমন সময় বিদ্যুৎ এলে ওপর থেকে নতুন যোগদেয়া জুনিয়র ডাক্তার ফোন করে বললো-স্যার, আপনি কি ওপরে আসবেন। নাকি বাকি কাজটুকু আমিই শেষ করবো।



চিন্তা করলাম, আর ওপরে গিয়ে লাভ কি? নীচে যখন নেমেছি আজ তখন বাসায়ই চলে যাই। বললাম, হ্যাঁ। তুমিই করে ফেলো।



কয়েকসপ্তাহ পর দেখি রোগী পুরোপুরি সুস্হ। তবে আচরণ একবারে গরুর মতো। বেশীর ভাগ কথা হাম্বা হাম্বা মনে হয়। কথা বললে মুখ দিয়ে বের হয় গোবরের গন্ধ। এরকমতো হওয়ার কথা না। মনে সন্দেহ হলো। যা মনে করেছিলাম তাই হয়েছে। কিন্তু নিজে ফেঁসে যাবো বলে কাউকে কিছু বলতেও পারছিনা।



তবে আজকে শল্য চিকিৎসার সাফল্যের ২৫ বছর পূর্তিতে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার চিকিৎসা জীবনের সবচেয়ে বড় এই গোপন কৃতিত্বের কথা না বললে নিজেকে বড় অপরাধি মনে হবে।



কিন্তু এ কৃতিত্ব আমি কাকে দেবো? কি আমার কাজের ছেলেকে, যে ভুল করে গরুর মগজ অপারেশন টেবিলের পাশে রেখে গিয়েছিলো, নাকি সেই জুনিয়র ডাক্তারকে যে আমার অনুপস্থিতে বাকি অপারেশনের কাজটুকু করেছিলো, নাকি আমার গিন্নীকে যার হঠাৎ করে সেদিন গরুর মগজ খাওয়ার শখ হয়েছিলো।



দর্শক গ্যালারি থেকে একজন বড় বিরক্ত হয়ে জিগ্গাসা করলেন- সবইতো বুঝলাম স্যার। কিন্তু মুল ঘটনাটাইতো পরিস্কার হলোনা। আপনার সেই বড় এবং গোপন কীর্তিটা আসলে কি?



বৃদ্ধ প্রফেসর ডাক্তার বললেন- সেদিনের সেই মগজবিহীন অপারেশানের রোগী গরুর মগজ নিয়ে আজ দেশের একজন পূর্ণ গো মন্ত্রী দুঃখিত সক মন্ত্রী হয়েছেন ।আপনারাই বলুন -এর চেয়ে বড় কৃতিত্ব আর কি হতে পারে?

মন্তব্য ৪১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১৮

পুলক ঢালী বলেছেন: হা হা হা ঠিক। =p~ =p~ =p~ =p~

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩১

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫০

তৌফিক মাসুদ বলেছেন: খুব সুন্দর অনূভুতির প্রকাশ।

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৬

মুদ্‌দাকির বলেছেন: ভাই গরুদের এই ভাবে অপমান করলেন ?? :( :(

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

খেয়া ঘাট বলেছেন: এখানে আপনি কাকে গরু বুঝালেন, কোন গরু অপমানিত হলো বুঝতে পারিনাই। মগজে গন্ডগোল আছে। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৪| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৩

সুমন কর বলেছেন: আপনার সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে গল্প বলাটা, দারুণ উপভোগ করছি।

২য় লাইক।

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

খেয়া ঘাট বলেছেন: সবিনীত ধন্যবাদ ভাইজান।
!:#P !:#P !:#P !:#P

৫| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাাাাাাাাাাাাাাাাাাাাাাহাহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহ


হাসতে হাসতে কিছু লিখতে পারলাম নআআআআআআআআআআআআআআআআআআআআআআআ

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

খেয়া ঘাট বলেছেন: হাসতে হাসতে অনেক কিছুই লিখে সরি হেসে ফেলেছেন =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯

অগ্নি সারথি বলেছেন: হা হা....

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০১

মামুন রশিদ বলেছেন: হে হে হে ;)

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৮| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৫

খাটাস বলেছেন: ভাই আপনি আসলেই প্রতিভা। :) চরম হইছে। :) :) :)

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

খেয়া ঘাট বলেছেন: আপনার সেই চরম স্ট্যাটাসটার কথা এখনো আমাদের মনে পড়ে।
!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৯| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: =p~

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

সাজিদ উল হক আবির বলেছেন: প্রিয় আরিফ ভাই, আপনার স্যাটায়ার গুলি বরাবরই অসাম হয়! =p~ =p~

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

খেয়া ঘাট বলেছেন: আনন্দিত হলাম প্রিয় আবির।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

সায়েম মুন বলেছেন: চরম হইছে #:-S

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ মুন ভাই।
=p~ =p~ =p~ =p~

১২| ১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

ঢাকাবাসী বলেছেন: হা হা হা এক্কেবারে সঠিক সময়ে সঠিক গল্প! শা!

১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৩

ফারজুল আরেফিন বলেছেন: :-/

১২ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৭

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P

১৪| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৪

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা । =p~ =p~ চরম হইছে খেয়াঘাট ভাই।

১২ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৪

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১৫| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫০

পাজল্‌ড ডক বলেছেন: ঘটনা সত্য হওয়ার |-) কথা

১২ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

খেয়া ঘাট বলেছেন: |-) |-) |-) |-) |-) |-) |-) |-)

১৬| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৯

হাসান মাহবুব বলেছেন: আগেই আঁচ করেছিলাম। কোন একটা কৌতুকের বিবর্ধনকরণ, তাই না?

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১২

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাইজান। ঠিকই ধরেছেন। অনেক ধন্যবাদ।

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১২

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাইজান। ঠিকই ধরেছেন। অনেক ধন্যবাদ।

১৭| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: গরুর মগজেও জিনিস থাকে , কিছু কিছু মানুষ দেখলে মনে হয় কিছুই নাই !
আপনার এক মিনিটের গল্পের এই গল্পটা কিন্তু অন্য রকম ;) ;)

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৪

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৮| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হাহাহহাহহা খেয়া জোস হইসে

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১১

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৯| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৭

শান্তির দেবদূত বলেছেন: আপনার এই সিরিজটা বেশ উপভোগ করি। চালিয়ে যান। শুভেচ্ছা রইল।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৯

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

প্রোফেসর শঙ্কু বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৪

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.