![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেচে নেচে মৌমাছি উড়ে এসে বসে,
জিরোবার সময় নেই কতকাজ রয়ে গেছে।
ঘুম ঘুম প্যাঁচা বলে ও মৌমাছি ভাই
এতো মধু করো আহরণ লাভতো কিছু নাই।
সব সন্চিত মধু তোমার নিয়ে যায় চুরি করে,
ফেরি করে সে মধু মানুষ কোন অধিকারে?
তাতে কোনো দুঃখ হয়না যখন চুরি তোমার ধন
এতো কষ্টফল নিয়ে গেলে কাঁদে না তোমার মন?
মৌমাছি হেসে বলে , তাতে দুঃখ নিতে পারিনা।
শুধু মধুইতো চুরি করে আসল জিনিস কিন্তু না।
যত কিছু চুরি করুক আমার সৃষ্টি কৌশল আমারই থাকে
সৃষ্টিগুন কভু পারবে না নিতে তা রয়ে যাবে আমারই সাথে।
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৩
খেয়া ঘাট বলেছেন:
২| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৫
প্রবাসী পাঠক বলেছেন: মৌমাছি হেসে বলে , তাতে দুঃখ নিতে পারিনা।
শুধু মধুইতো চুরি করে আসল জিনিস কিন্তু না।
যত কিছু চুরি করুক আমার সৃষ্টি কৌশল আমারই থাকে
সৃষ্টিগুন কভু পারবে না নিতে তা রয়ে যাবে আমারই সাথে।
কবিতা ভালো লাগল খেয়াঘাট ভাই।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৪
খেয়া ঘাট বলেছেন:
৩| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + ভাল লাগলো খেয়াঘাট ।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৮
খেয়া ঘাট বলেছেন:
৪| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪০
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আসলেই ঠিক মানুষ হাজার বছর ধরে মধু চুরি করছে কিন্তু অবাক বিষয় হলো এই মধুটা আহরণ করা শিখছেনা বা পারছেনা।
ভালো বলেছেন খেয়া
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১২
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
৫| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর +++
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৩
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
৬| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০২
মামুন রশিদ বলেছেন: বাহ!
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৩
খেয়া ঘাট বলেছেন: নগদ ধন্যবাদ নেন।
৭| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৫
একজন ঘূণপোকা বলেছেন: চমৎকার!
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৮
খেয়া ঘাট বলেছেন: সবিনীত ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০০
ডি মুন বলেছেন: শিরোনামে মৌমাছি শব্দটা দেখেই পাবলো নেরুদার ''সাদা মৌমাছি'' কবিতাটার কথা মনে পড়লো। অনুবাদ করেছিলেন শ্রদ্ধেয় ইমন জুবায়ের ভাই।
আপনার কবিতাটা সুন্দর হয়েছে। ভালো থাকুন আর ভালো লিখে চলুন সবসময়।
তাতে কোনো দুঃখ হয়না যখন চুরি তোমার ধন
এতো কষ্টফল নিয়ে গেলে কাঁদে না তোমার মন?
মৌমাছি হেসে বলে , তাতে দুঃখ নিতে পারিনা।
শুধু মধুইতো চুরি করে আসল জিনিস কিন্তু না।