নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

নিজের চক্ষু দিয়েই দেখা, এ যেন এক আজব আমেরিকা।

১৪ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৪৩





নিজের চক্ষু দিয়েই দেখা, এ যেন এক আজব আমেরিকা।



১) চুল কাটাতে খরচ হয় ১৫ ডলার, আর বাড়ির ঘাস কাটাতে খরচ হয় ৪০ ডলার।



২) চুল লম্বা করে হিপ্পি হয়ে গেলেও কোনো টিকেট খাওয়ার ভয় নেই, কিন্তু ঘাস যদি নির্দিষ্ট সাইজের চেয়ে বড় হয় তবে নির্ঘাত জরিমানা।

...

৩) টাকা খরচ করে ঔষধ ছিটিয়ে ঘাস সবুজ,সুন্দর আর বড় করে রাখতে হয়।সেই ঘাস কেটে ছোট করার জন্য আবার টাকা খরচ করতে হয়।



৪) ৪০/৫০ হাজার ডলারের গাড়ি ড্রাইভওয়েতে পড়ে থাকে , কিন্তু অপ্রয়োজনীয় জাঙ্ক গ্যারেজে রেখে গ্যারেজ দরজা ভালো করে বন্ধ করে রাখা হয়।



৫)রাস্তার আশেপাশে ব্যবহৃত সোফা, ফার্ণিচার পড়ে থাকে কেউ নেয়া না। কিন্তু ফ্লি মার্কেট বা পুরোনো বাজার থেকে সেগুলো আবার টাকা খরচ করে কিনে নিয়ে যায়।



৬) স্ত্রী'রা দু তিন শত ডলার খরচ করে ম্যাকাপ নেয় নিজেকে সুন্দর করার জন্য, আর স্বামীরা ৯৯ সেন্টের বিয়ার খেয়ে মাতাল হয় স্ত্রীকে সুন্দর দেখার জন্য।



৭) এক ক্যান বিয়ারের দাম ৯৯ সেন্ট আর এক বোতল পানির দাম ১ডলার ৯৯ সেন্ট।



৮)এখানে একজন অসুস্থ রোগীকে শপিং সেন্টারের একেবারে ভিতরে গিয়ে তারপর ঔষধ কিনতে হয়। কিন্তু একজন সুস্থ মানুষ দরজা দিয়ে ঢুকেই দোকানের একেবারে সামনের ডেস্ক থেকেই সিগারেট কিনে নেয়।



৯) এই আমেরিকার অনেক সিটিতে ধূমপান নিষিদ্ধ হচ্ছে, আবার এই আমেরিকায় অনেক সিটিতে উইড বা গান্জা পান সিদ্ধ হচ্ছে।



১০) এখানে অফিস সময়ে ব্যাংকের দরজা খোলা থাকে। ভিতরে চা, কফি, কুকি, ক্যান্ডি ফ্রী। কিন্তু ১০ সেন্টের একটা কলম এরা চেন দিয়ে আটকে রাখে।



১১) এখানে দরজার সামনে অব্যবহৃত টিভি, ফ্রিজ ফেলে রাখুন ।কোনো ভয় নেই কেউ নিয়ে যাবেনা। তবে যদি একটু বুদ্ধি খাটিয়ে এগুলোর ওপর বিক্রয় মূল্যটা লিখে রাখেন। তবে সকালে ঘুম থেকে ওঠে আর পাবেন না।



১২) সভ্যতার এই দেশে বেশীরভাগ গ্যাস স্টেশানে টাকা-পয়সার লেনদেন হয় বুলেট প্রুফ গ্লাসের ভিতর থেকে ছোট একটা খোপের ভিতর দিয়ে। যেটার ভিতর দিয়ে শুধুমাত্র টাকাটা নেয়া যাবে আর ভাংতি ফেরত দেয়া যাবে। সভ্য দেশের এ কেমন ভীতিকর নির্দশন।



১৩) এখানে কপোত কপোতিরা পার্কে ভালোবাসার যথেচ্ছার করে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু এতে ঘাসের কোনো ক্ষতি হলে খবর আছে।



১৪) এটা হলো সবচেয়ে মজার- ম্যাকডোনাল্ড আর বার্গার কিং থেকে এরা মাত্রাতিরিক্ত ফ্যাট খাবার যেমন ডাবল চীজ বার্গার, হ্যাম বার্গার ইত্যাদি কিনবে আর সাথে কিনবে শরীর ফিট রাখার জন্য ডায়েট কোক।



১৫) এরা কাটা চামচ দিয়ে খুব পরিচ্ছন্ন ভাবে খাবার খায় সাথে টিস্যু নিয়ে আঙ্গুল মুছে। কিন্তু হিস্যু করে কখনোই টিস্যু বা পানি ব্যবহার করেনা।



১৬) বাড়ি আপনার, বাড়ি'র উঠোন আপনার, উঠোনের ঘাস আপনার, গাড়ী আপনার। কিন্তু ড্রাইভওয়ে ছাড়া ঘাসের ওপর গাড়ী রাখলেও খবর আছে।



চামে নিজগৃহখানাও ব্লগে দিয়ে দিলাম :):)

মন্তব্য ৫৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:০২

নিয়েল হিমু বলেছেন: চামে নিজগৃহখানাও ব্লগে দিয়ে দিলাম নিজ গৃহ ? এত সুন্দর বাড়িতে থাকেন আপনি ?!! পোষ্ট ভাল লেগেছে :)

১৪ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:১৪

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ১৪ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৭

বাংলাদেশী দালাল বলেছেন:
নিজ গৃহের ঘাস ছাটাইয়ের জালায় কি তাহলে এই ঘাসময় পোস্ট? :)

১৪ আর ১৫ মাজার।


তবে ইউরোপে দেখেছি হিস্যু করে পানি না নিলেও হাত ভালো ভাবে ধোয়। কিন্তু আমাদের দেশে আবার উলটটা করি।

হাত এবং ........ দুটই ধোয়া উচিত। :P

অন্তত কার সাথে করমর্দন করতে হতে পারে কাথাটা মাথায় রেখে। ;)

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাই। এরা হাত খুউব যত্ন করেই ধোয়,
কিন্তু আসল রত্নের কোনো যত্ন নাই। =p~ =p~ =p~ =p~

ঠিকই বলেছেন দুটোই ধোঁয়া উচিত। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৩| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১১

ইছামতির তী্রে বলেছেন: আপনে দেখি ব্যাপক কস্টে আছেন :) :) :) । দেশের ছেলে দেশে ফিরে আসুন :(( :(( :((

আপনার গৃহখানি বেশ সুন্দর। আমার এক কাজিন তার গৃহের পিক দিয়েছিল। সেটাও অবিকল আপনারটির মতই দেখতে। ওখানকার বাড়িগুলো কি একই রকম নাকি।

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

খেয়া ঘাট বলেছেন: শিকড় উপড়ে ফেলতে পারলেই ভালো হতো ভাই। কিন্তু দিনে দিনে এই শিকড় পুরো শরীরটাকেই যেন আটকে ফেলেছে। মন চায় ফিরে আসতে............ !:#P !:#P !:#P !:#P

ঠিকই বলেছেন- এই প্যাটার্নের বাড়ি সবগুলো দেখতে মোটামুটি এ রকমই। অনেক সময় নাম্বার জানা না থাকলে চিনতে কষ্ঠ হয়।

বিনীত ধন্যবাদ রইলো ভাই।

৪| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৬

মামুন রশিদ বলেছেন: বিয়ার খেয়ে মাতাল :-*


চামে চমৎকার বাড়িটি দেখে নিলাম ;)

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০২

খেয়া ঘাট বলেছেন: বিয়ার খেয়ে মাতাল হয়ে ভূতকন্যাকে পরী দেখে...........
ভূতকন্যা ম্যাকাপ মেরে নিজের খোমায় চমক রাখে।
সুন্দর না??????????? !:#P !:#P !:#P !:#P

গরীবালয়ে দাওয়াত,, চা, পান সুপারী ব্যবস্থা হবে। চলে আসেন মামুন ভাই......।

৫| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৭

জনাব মাহাবুব বলেছেন: আসলেই আজব দেশের আজব নিয়ম।

আপনার বাড়ীটা দেখে পুলকিত হলাম। 8-| 8-| 8-| 8-|

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৩

খেয়া ঘাট বলেছেন: চা, পান, সুপারী খাওয়ার দাওয়াত রইলো মাহাবুব ভাই।

৬| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: প্লিজ আপনে চুল কাটাইয়েন না , ঘাস কাটাইয়েন !

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৪

খেয়া ঘাট বলেছেন: মানুষ বাঁশ দেয় বুঝেছিলাম, কিন্তু নিরীহ !:#P !:#P !:#P !:#P !:#P !:#P ঘাসও যে বাঁশ দেয় এখন বুঝছি অভি ভাই........

৭| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৪

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর বাড়ি মাশাল্লাহ !! আমাকে ঘাশ কাটার একটা চাকরি দেন, বাংলাদেশ আর ভালো লাগে না। আমি কিন্তু সিরিয়াস !! :|

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৮

খেয়া ঘাট বলেছেন: ঘাস পরে কাটবেন...আগে বেড়াতে আসুন। চা , পান , সুপারীর দাওয়াত রইলো মুদ্দাকির ভাই।

৮| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৪

খাটাস বলেছেন: খেয়াঘাটালয় ভাল লাগল। পোস্ট পড়িয়া ব্যাপক মজা পাইলাম। মজার অব্জারভেসন। :)

স্বপ্নবাজ অভি বলেছেন: প্লিজ আপনে চুল কাটাইয়েন না , ঘাস কাটাইয়েন !

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১১

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ নেন। ফেবু'তে পাইনা!!!!!!!!

৯| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: আপনার বাড়িতে আমাকে বিয়ার খাওয়ার দাওয়াত দেন।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১২

খেয়া ঘাট বলেছেন: এক্ষুনি চলে আসেন।
চাপান, সুপারী খাওয়ার দাওয়াত.....রইলো.
পানের বাটা সাজিয়ে পান সুপারী খামু আর ব্লগামু..........আহ!!!

১০| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৮

জেনারেশন সুপারস্টার বলেছেন: পয়েন্টগুলোর কয়েকটিতে অবাক হইনি।একেক স্টেটে ভিন্ন ভিন্ন আইন আমেরিকায়।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৩

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন।

আপনার স্টেটের কথা শেয়ার করুন। জানলে ভালো লাগবে।

ধন্যবাদ ভাই।

১১| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৭

সায়েম মুন বলেছেন: ঘাস নেই এরকম বাড়িওয়ালারা তাহলে কিছুটা হলেও যন্ত্রণামুক্ত। B-)
আপনার ঘাসময় পোস্টে ভাললাগা। সেই সাথে সুদৃশ্য বাড়িতে অনেক ভাললাগা। যদিও আমার মনে হয় আপনার পাশের বাড়িটিও দেখতেই কাছাকাছি রকমের। উন্নত বিশ্বে এক লোকালয়ের বাড়ি ঠিক একই ধরনের হয়ে থাকে। এসব বাড়িতে ৯৯ সেন্টের বিয়ার খাওয়া আরামপ্রদ হওয়ার কথা। B-))

পুরনো টিভি ফ্রিজ বিতারণের জন্য মূল্য নির্ধারণের ব্যাপারটা মজার।

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৪

খেয়া ঘাট বলেছেন: উন্নত বিশ্বে এক লোকালয়ের বাড়ি ঠিক একই ধরনের হয়ে থাকে।

ঠিকই ধরেছেন।

চলে আসেন মুন ভাই। বিয়ারতো খাওয়াতে পারুম না। তবে. চা পান, সুপারি চলবে.............

১২| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৯

সায়েদা সোহেলী বলেছেন: ১১) এখানে দরজার সামনে অব্যবহৃত টিভি, ফ্রিজ ফেলে রাখুন ।কোনো ভয় নেই কেউ নিয়ে যাবেনা। তবে যদি একটু বুদ্ধি খাটিয়ে এগুলোর ওপর বিক্রয় মূল্যটা লিখে রাখেন। তবে সকালে ঘুম থেকে ওঠে আর পাবেন না।
এই বুদ্ধি ত কখনো মাথায় আসে নি !! কাজে লাগাতে হবে

উহহ !! আটলান্টায় থাকলে আমিও বৃক্ষময় পোস্ট দিতাম /:) B:-/

, আরিফ ভাই নিউইয়র্ক চলে আসেন ৪০ ডলার খরচ করতে হবে না , এইখানে ঘাস নিয়ে কারও তেমন মাথা ব্যথা নাই সো আপনার এডবিল খরচ ও বেচে গেল তাই দিয়ে না হয় আমাদের মুড়ি কলার পরিবর্তে ডাল পুরি সিঙ্গারা চা খাওয়াবেন ;) :)

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৮

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ বুদ্ধিটা ১০০% কার্যকর। তবে ফী দিতে হবে কিন্তু

আমি এখনো নিউইয়র্ক মিসাই। আমার ফ্যাক্টরি আর ঠেলাগাড়ী জীবন সেখান থেকেই শুরু হয়েছিলো..সে এক করুন গল্প আপু। আরেকদিন পোস্টে বলবো ।

আপনাকেও দাওয়াত দিয়ে রাখলাম. আটলান্টা আসলে গরীবের দাওয়া খানায় একটু হাওয়া খেয়ে যাবেন........। =p~ =p~ =p~

১৩| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই দাওয়াততো সবারে দিলেন ;)

পান সুপারীও সাজাই রাখলেন...

মগর যাওনের খরচাটা কেঠায় দিব তাতো কইলেন না :P :P

আমি ভাই এক খিলি পানের দাম (ভিসা-রিটার্ন টিকেট-আদার এক্সপেন্সেস) অত দিবার পারুম না।

আপনারে পান আপনেই খান;) খালি মনে মনে অধমের নামটা স্মরণ কইরেন :)

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২১

খেয়া ঘাট বলেছেন: ব্যাপুক মন্তব্য করেছেন,,এইবার ফাইস্যা গেছি মনেলয়।

আল্লাহর নামে পেলেইনে ওইটা পড়েন,,, টেকার ব্যবস্থা পরে হবে.....ও আসার সময় পানের জন্য একটু চুন নিয়ে আইসেন.........
পানের আসর কি আর একা হয়রে ভাই। এখানে পান বলতে পান মানে পান সুপারি বুঝিয়েছি.....আবার ঐ পান করা মনে কইরেন না...... =p~ =p~ =p~

১৪| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: স্ত্রী'রা দু তিন শত ডলার খরচ করে ম্যাকাপ নেয় নিজেকে সুন্দর করার জন্য, আর স্বামীরা ৯৯ সেন্টের বিয়ার খেয়ে মাতাল হয় স্ত্রীকে সুন্দর দেখার জন্য ;) :P

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২২

খেয়া ঘাট বলেছেন: জটিল কাজকারবার তাই না .........। =p~ =p~ =p~ =p~

১৫| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৪

ডি মুন বলেছেন: ফেসবুকে আগে দেখলাম আপনার এই লেখা।।

ঘাসের প্রতি তাদের মমতা (!) আমাকে মুগ্ধ করেছে।

:)

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩০

খেয়া ঘাট বলেছেন: আর এতো বেশী মুগ্ধতা আমাকে প্রতি মাসে দু'বার করে বাঁশ দিয়ে যাচ্ছে ভাইজান........... =p~ =p~ =p~

অনেক ভালো থাকুন মুন ভাই।

১৬| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩০

বোকামানুষ বলেছেন: মজার তো :D

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩১

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৭| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

লেখোয়াড় বলেছেন:
কস কি মোমিন!!!!!!!!!!!

আমেরিকা স্বগ্গ। আহারে!!

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩

খেয়া ঘাট বলেছেন: কখনো স্বপ্ন, কখনো দুঃস্বপ্ন। দুটো মিলেই চলছে ভাই।
এখানে শুধু নাকি এনট্রেন্স আছে,এক্সিট নেয়ার কোনো পথ নাই।

=p~ =p~

১৮| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: কিছু কিছুর মিল-অমিল জানাচ্ছি,কুয়েতের সাথে। ১,২,৩ প্রায় মিলে যায়।
৪.এখানেও এটা ঘটে কারন কার শোতে ভিনটেজ এর পুরষ্কার আর সন্মান জেতায় আশায়,সাথে গরীমার ব্যাপার। টাকা এখানে গৌন।

৫. উত্তরে বলবো চুরির মামলা। আর পুলিশে ধরলে ৩৬টা আঠা।
৬. এখানে নন্-এ্যালকোহলিক বিয়ার পাওয়া যায় যা দিয়ে পিপাসা মেটে,নেশা নয়।
১৩.এখানে দু'টোতেই পুলিশ ধরবে।
সবচেয়ে বড় কথা বাড়ীটি পছন্দ হয়েছে। না ভাই চেয়ে লজ্জা দেব বা পাব না।।

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:১০

খেয়া ঘাট বলেছেন: বাহঃ জেনে ভালো লাগলো। কুয়েতের অস্বাভাবিক আর কিছু থাকলে শেয়ার করুন।

বাড়ী বড় কিছু হলো!!! মায়া, মমতা, স্নেহ প্রীতি , বন্ধুত্ব এসবইতো আসল। আর এসব না চাইলেও একসময় এমনি এমনি বিনিময় হয়ে যায়। !:#P !:#P !:#P

ভালো থাকুন, হ্যাপী থাকুন ভাই।

১৯| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:২১

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা বেশ মজার করে তুলনাগুলো তুলে এনেছেন। নিশ্চয় অনেকগুলোর পেছেনে কিছু না কিছু যুক্তি আছে। শুভেচ্ছা রইল প্রিয় ব্লগার।

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:১১

খেয়া ঘাট বলেছেন: জ্বি দেবদূত ভাই । যুক্তিতো অবশ্যই আছে।
অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন।

২০| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩২

কালের সময় বলেছেন: সুন্দর হোক প্রবাসী জীবনময় ।
শুভ কামনা থাকল ।
তয় আপনার কথা হুইন্না মনতা চায় একবার নিজ চোখে দেইখা আইতে ।

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:১২

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা ভাই।
চইল্যা আসেন, থাকন খাঔন ফ্রীীীীীীীীীীীী

২১| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩৪

সচেতনহ্যাপী বলেছেন: আমি যে আপনার মত পারি না!!

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০৩

খেয়া ঘাট বলেছেন: নিজের চোখে কেমন কুয়েত দেখলেন সেটাই লিখুন না।

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০৪

খেয়া ঘাট বলেছেন: খুবই ভালো পারবেন, বিশ্বাস। সত্যি।

২২| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪১

ঢাকাবাসী বলেছেন: অপুর্ব আপনার লেখা আর আপনার বাসগৃহ।

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

২৩| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২০

সুমন কর বলেছেন: চামে আপনার বাড়িটা দেখা হয়ে গেল। B-)

প্রতিটি পয়েন্ট মজার। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪০

খেয়া ঘাট বলেছেন: এবার একদিন চামে চলে আসুন, চা, পান সুপারী দিয়ে চার্ম হবে। =p~ =p~

২৪| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৫

একজন ঘূণপোকা বলেছেন:
না পড়েই প্লাস দিলাম :P :P ;) ;)


ফেইসবুকেই পড়ছি আগে :)

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৯

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি কি জানেন, গত তিন মাস যাবত ব্যাক্তিগত উদ্যোগে আমি একটা মাসিক ভ্রমণ সংকলন করছি। SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪) 'তে আপনার এই লেখাটি সেরা তালিকায় স্থান পেয়েছে। আপনি চাইলে পোস্টটি দেখে আসতে পারেন।

বিঃদ্রঃ এটা কোন পোস্ট পাবলিসিটি বা মার্কেটিং নয়, সহ-ব্লগার এবং পোস্টদাতা হিসেবে দায়বদ্ধতা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৩

খেয়া ঘাট বলেছেন: ওয়াও, জানিনাতো। বাহঃ খুশী হলাম ভাই। যাই দেখে আসি। =p~ =p~ =p~

২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

বাকি বিল্লাহ বলেছেন: মজা পাইছি। তবে মজাগুলা বাস্তবে দেখার খুব ইচ্ছা। B-) শুভ কামনা রইলো আপনার ঘাসের জন্য

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

খেয়া ঘাট বলেছেন: মজা আর সাজা দুটো নিয়েই তাজা ও আছি ভাঁজা ও হচ্ছি। =p~ =p~ =p~ =p~

বিনীত ধন্যবাদ ভাই।

২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এত সুন্দর বাড়িতে থাকেন আপনি ?!! পোষ্ট ভাল লেগেছে:D

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৫

খেয়া ঘাট বলেছেন: নিমন্ত্রণ রইলো। আসলে একসাথে ব্লগানো যাবে। =p~ =p~ =p~ =p~

বিনীত ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.