![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উকিলের চিন্তা-দুনিয়ার সবমানুষ গুলো নানান কিসিমের প্যাচে পড়ুক।
পুলিশের চিন্তা - মানুষগুলো আরে বেশী ক্রিমিনাল হয়ে ওঠুক
ডাক্তারের চিন্তা -মানুষের মাঝে নানা অসুখের জটিলতা বাড়ুক।
সাংবাদিকের চিন্তা- দেশে নানা অঘটন ঘটুক।
বাড়ীর মালিকের চিন্তা-নিজে বাদে আর কেউ যেন বাড়ীর মালিক না হোক।
ম্যাকানিকের চিন্তা-গাড়ী প্রতিনিয়ত নষ্ট হয়ে মাঝ রাস্তায় পড়ে থাকুক।
কফিন মেকারের চিন্তা- মৃত্যু মানুষের সংখ্যা বাড়ুক।
শিক্ষকের চিন্তা- ছাত্রগুলো সব স্টুপিড হয়ে জন্ম হোক।
কিন্তু সমাজে যার কোনো মূল্য নেই, যাকে সবাই দেখে ছিঃ ছিঃ করে, যাকে সবচেয়ে ভ্রষ্ট মনে করে -
সেই চোরের চিন্তা, সেই চোরের আকুল প্রার্থণা- এ দেশের প্রতিটি ঘর যেন প্রচুর টাকা- পয়সা , ধন দৌলতে ভরপুর থাকুক।
শুধু তাই না, সে সারারাত নিজে নির্ঘুম থেকে আপনার আমার জন্য চিন্তা করে- বাড়ির প্রতিটি মানুষের সারা রাতভর গভীর প্রশান্তিময় ঘুম হোক।
চোর তোমায় সালাম, তোমায় নমস্কার তোমাকে শত প্রণাম
কে আর চিন্তা করেছে বলুন,এমনি করে শুধু মানবের কল্যাণ।
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৩
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ বন্ধু।
২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১০
না পারভীন বলেছেন: খেয়া ভাই , কি চুরি হল?
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৩
খেয়া ঘাট বলেছেন: আমার শূণ্যঘর , চোরেরও নেয়ার কিছুই নাই। আগে চোরের প্রার্থণা কবুল হোক।
৩| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৫
সুমন কর বলেছেন: এ দেশের প্রতিটি ঘর যেন প্রচুর টাকা- পয়সা , ধন দৌলতে ভরপুর থাকুক।
...........বাড়ির প্রতিটি মানুষের সারা রাতভর গভীর প্রশান্তিময় ঘুম হোক।
ভালো বলেছেন।
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৯
খেয়া ঘাট বলেছেন:
৪| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আহারে!
আবেগে কাইন্দালবাম
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৭
খেয়া ঘাট বলেছেন: মেলা দিনপরে আপনারে দেখে আমি সুখ পাইলাম।
৫| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক অনন্ত একজন চোরের সুহৃদ পাওয়া গেল
যে চোরের পজিটিভ দিকটা দেখতে পেয়েছেন
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭
খেয়া ঘাট বলেছেন:
একেবারে নিখাঁদ পজিটিভ দিক ভাইজান। মহান চোরদের এই চিন্তা শতভাগ খাঁটি.........
৬| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪
মামুন রশিদ বলেছেন: বাহ, চোরের চিন্তাইতো সবচেয়ে সুন্দর ।
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৮
খেয়া ঘাট বলেছেন: বাহ, চোরের চিন্তাইতো সবচেয়ে সুন্দর -
৭| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৬
একজন ঘূণপোকা বলেছেন: কিন্তু সমাজে যার কোনো মূল্য নেই, যাকে সবাই দেখে ছিঃ ছিঃ করে, যাকে সবচেয়ে ভ্রষ্ট মনে করে -
সেই চোরের চিন্তা, সেই চোরের আকুল প্রার্থণা- এ দেশের প্রতিটি ঘর যেন প্রচুর টাকা- পয়সা , ধন দৌলতে ভরপুর থাকুক।
শুধু তাই না, সে সারারাত নিজে নির্ঘুম থেকে আপনার আমার জন্য চিন্তা করে- বাড়ির প্রতিটি মানুষের সারা রাতভর গভীর প্রশান্তিময় ঘুম হোক।
পুরাই হাছা কথা
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১০
খেয়া ঘাট বলেছেন: পুরাই হাছা কথা
৮| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৩
ভারসাম্য বলেছেন: শুণ্য ঘরই ভাল। আমি চাই না, আমার জন্য চোরের প্রার্থনা পূর্ণ হোক।
লেখায় +++।
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৭
খেয়া ঘাট বলেছেন: বাহঃ একদম অন্য লেভেলে মন্তব্য করলেন। খুশী হলাম। +++++++
৯| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২০
মুদ্দাকির বলেছেন:
এটাতো চোরের চিন্তার প্রথম ভাগ, পূর্ণ চিন্তাটা অতোভালো না
আর ডাক্টাররা এই ভাবে চিন্তা করে না। (প্রতিবাদের ইমো হবে), বরং বেশীর ভাগ সময় উল্টাটাই হয়।
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩
খেয়া ঘাট বলেছেন: পূর্ণ চিন্তাটা অতোভালো না
আর ডাক্টাররা এই ভাবে চিন্তা করে না। (প্রতিবাদের ইমো হবে), বরং বেশীর ভাগ সময় উল্টাটাই হয়। - সেভাবে আসলে কেউই করেনা।
আবার প্রমাণীত- চোরের চিন্তাটাই আসল, আর বাকি চিন্তাগুলো সব নকল।
১০| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৫
আমিনুর রহমান বলেছেন:
চোরের প্রার্থনা পূর্ণতা যেনো পায়। আমিন!
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩
খেয়া ঘাট বলেছেন:
১১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২২
উপপাদ্য বলেছেন: হাহাহহা,,,, তাইলে আমি দোআ করবো এটা যে চোরার দোআ যেনো কবুল হয়.।
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৩
খেয়া ঘাট বলেছেন: চোরের দোয়া কবুল হোক। এরপর দরজা-জানালা ঠিক ঠাক বন্ধ থাকুক।
১২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৮
সায়েম মুন বলেছেন: যত যাই বলেন না কেন সিদেল চোর চাইবে না প্রতিটি মানুষের বাড়ি বিল্ডিং হোক। তাহলে তার ক্ষুদ্র যন্ত্রপাতি শাবল খুন্তিতে কাজ হবে না।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৬
খেয়া ঘাট বলেছেন: বিল্ডিং হোক চায়না, তবে ঘর বাড়ি ভর্তি টাকাপয়সা থাকুক সেটাই চায়। আর চোর যদি ডিজিটাল হয় তবে বিল্ডিং এর ভিতর দিয়া কেমনে ফিল্ডিং করতে হয় তা বের করে ফেলবে
১৩| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: আসলেই ধীরে ধীরে আমরা পরস্পরের মঙ্গলকামনা করাটাই ভুলে যাচ্ছি। ভাই-বোনদের মাঝ থেকেও এটা হারিয়ে স্থান করে নিচ্ছে হিংসা-দ্বেষ। একমাত্র আমার "মাসতুতো ভাই"রাই করে থাকে শুভকামনা।।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৭
খেয়া ঘাট বলেছেন: একমাত্র আমার "মাসতুতো ভাই"রাই করে থাকে শুভকামনা।-
হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেলাম।
১৪| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪২
শান্তির দেবদূত বলেছেন: এটা কি লিখলেন খেয়া ভাই, হাসতে হাসতে শেষ। দেখা যাচ্ছে, একমাত্র চোরই হচ্ছে সবার মঙ্গলকামনাকারী! হা হা হা।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫১
খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাইজান। এটা প্রমাণীত সত্য শান্তির দেবদূত ভাই।
১৫| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৫
খাটাস বলেছেন: ওরে এটা কি লিখছেন। হাহাহা
চরম - অনন্য।
একটু ও বাড়িয়ে বলা না। চিন্তার ব্যবধান টাই অদ্ভুত। +++
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৪
খেয়া ঘাট বলেছেন: আপনার চিন্তাগুলোও অদ্ভূত। তবে ইদানীং আর পাইনা।
১৬| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৪
প্রবাসী পাঠক বলেছেন: অনেক দিন হয় গভীর প্রশান্তিময় ঘুম হয় না। কোন চোর মনে হয় আমার ঘুমের জন্য দোয়া করে না।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৫
খেয়া ঘাট বলেছেন: ঘরে টাকা পয়সা কেমন আছে..যার ঘরে মেলা টাকা পয়সা নাই, তার জন্য চোরে যে দোয়া করেনা............প্রপা ভাই।
১৭| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫১
প্রবাসী পাঠক বলেছেন: গরীবের দুঃখ কেউ দেখে না। ফিলিং সেড
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩২
খেয়া ঘাট বলেছেন: এমনকি চোরেও বুঝেনা................
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: চোর তোমায় সালাম, তোমায় নমস্কার তোমাকে শত প্রণাম
কে আর চিন্তা করেছে বলুন,এমনি করে শুধু মানবের কল্যাণ।
জুশ