নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের আইস বাকেট চ্যালেন্জ ঘোষণা করার পর- বিভিন্নজনের প্রতিক্রিয়া অথবা পার্শ্বপ্রতিক্রিয়া।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১০





ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের আইস বাকেট চ্যালেন্জ ঘোষণা করার পর- বিভিন্নজনের প্রতিক্রিয়া অথবা পার্শ্বপ্রতিক্রিয়া।





নারীবাদি তাসলিমাঃ জুকারবার্গ খোলা মাঠের মাঝখানে যে ভাবে মাথার ওপর ঠান্ডা পানি ঢাললো, কোনো মেয়ে যদি সেই একই কাজটি করতো তাহলে পুরো বিশ্বেই ছিঃ ছিঃ পড়ে যেতো। পুরুষ তোরা পারিসও বটে। (এবার মনে মনে- ভেজা টি শার্টে ইস বিদেশী ছেলেটা কি হ্যান্ডসাম,দেশের পুলাপানগুলো ম্যান্দামার্কা)



সন্দেহবাদী বন্ধুঃ মানুষ এটা নিয়ে খামোখা চিল্লা পাল্লা ক্যামনে করে। আর বালতির ভিতর আইস যে ঠান্ডা ছিলো এর কোনো প্রমাণ আছে কি? কাউকে তো ছুঁয়ে পরীক্ষা করতে দেখলাম না। আইসের টুকরাগুলো প্লাস্টিকেরতো হতে পারে।



লাইক শিকারী ফেসবুক পাতাঃ যার জন্য আপনি আজকে ফেসবুক ব্যবহার করছেন-সেই জুকার বার্গ এরকম একটা কাজ করলেন। এই নীল বালতির জন্য ঘন্টায় মিলিয়ন লাইক চাই।



অতি মানবতাবাদীঃ লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে না খেয়ে আছে আর উনি মাথার ওপর আইস ঢেলে ডলার দিয়ে চ্যালেন্জ করছেন। নিরণ্ন, বস্ত্রহীন মানুষের দুঃখ তোরা বুঝবিনা।



তাৎক্ষণিক ফতোয়াঃ যেকোন রকমের বাজি ধরা হারাম। এটা মাথায় আইস ঢেলে হোক আর আইস খেয়ে হোক। হারাম, হারাম, হারাম।



আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক বন্ধুঃ পুঁজিবাদী আমেরিকার নতুন পুতুল মার্ক জুকারবার্গ ইসরাইল, গাজা, রাশিয়া, ইউক্রেন ইত্যাদি থেকে মানুষের দৃষ্টি ভিন্নদিকে ঘুরাবার জন্য এটা একটা নতুন চাল। আর কিছু নয়।





ক্ষ্যাপা বন্ধুঃ বালতি ভর্তি আইস তোর মাথায় ঢাল অথবা তুই উপতা অইয়া আইসের ভিতরে হুইয়া থাক-এটা নিয়ে এতো চিল্লা পাল্লার কি?



আলোচিত মডেল নায়লাঃ ইস মার্ক জুকারবার্গকে কোলে নিয়ে থুক্কু ঐ বালটি খানা কোলে নিয়ে যদি একটা পোজ মারতে পারতাম।



বউয়ের ফেসবুক আসক্তি নিয়ে অতিষ্ট স্বামীঃ আমার বউয়ের খোমা আর ফেসবুক-চুলকানি আর মলমের মতো একটা ছাড়া অন্যটা চলেনা। শালা কি যে এক জিনিস পয়দা করলি। তোরে যদি কাছে পাইতাম তবে এই বালটি দিয়ে তোর মাথায় দুয়েকখান বাড়ি দিয়ে মনের জ্বালা মিটাইতাম।



অতি আহলাদি প্রেমিকাঃ ওগো দেখেছো। ছেলেটা কি স্মার্ট। ওর বালতিটাও কি হ্যান্ডসাম। তোমাকে বালতিভর্তি এত্তোগুলা লাইক।



অতি কট্টর রাজনৈতিক বন্ধুঃ পুরো জাতি যখন শোকে কাতর তখন এমন একটা শোকের মাসে তুমি এসেছো আইস নিয়ে বরফ খেলি করতে-জাতির শোক নিয়ে তামাশা। জয়বাংলা।



অতি কট্টর জাতীয়তাবাদী বন্ধুঃ মার্ক জুকারবার্গের দিকে চেয়ে দেখ-ও কিন্তু ঠিকই এ মাসে আনন্দ ফুর্তি করছে। আরে করবেনা।এমাসেতো ম্যাডামের জন্মদিন। শুধু তোরাই মানুষ হলিনা। আর হবি ক্যামনে- তোরাতো মানুষ না আওয়ামীলীগ।



রাজনৈতিক নেতাঃ বালতি ভর্তি বরফ নিয়ে এভাবে দৌড়াদৌড়ি করায় পদ্মায় জাহাজ ডুবি হলো। না হলে এতো কিছুর ব্যবস্থা নেয়ার পরও এরকম দূর্ঘটনা ঘটবে কেনো?



রাজনৈতিক নেতাঃ আস্তা একটা খবিস। আমি পাশে থাকলে বরফ মাথার উপরে ঢালতাম না, অন্য জায়গায়.......................(সেন্সরড)



এবার এ স্ট্যাটাস পোস্ট করার পর- যে মন্তব্যগুলো পেলাম।



প্রথম কমেন্টঃ শালা সুশীল সাজতে চায়। আবে সবাইরে নিয়েই তো লিখলি।এবার তোরটা তুই লিখ।



২য় কমেন্টঃ আস্তা ছাগল।কীসের সাথে কি ? খাইয়া দাইয়া কোনো কাম নাই। কিছু একটাতো উগলাতে হবে। তাই উগলে দিলো।



৩য় কমেন্টঃ হাসতে হাসতে পড়ে গেলাম। ওরে কেউ আমারে ধর। শেয়ার দিলাম ভাই।



চতুর্থ কমেন্টঃ ৩য় কমেন্টের পরপরই- এক্কেবারে আজাইরা। এখানে হাসির কি হলো?



৫ম কমেন্টঃ মোটামুটি চলে।



৬ষ্ঠ কমেন্টঃ বন্ধু আছোতো সুখে আটলান্টার বুকে।লিখো, লিখো। দিনতো তোমাদেরই। দেশে এসে জ্যামের মধ্যে পড়ে ঢলা খাও। সব হাসি তামাশা বের হয়ে যাবে।



৭ম কমেন্টঃ ভাই, ভালো কিছু লিখুন। আপনাকে দিয়ে কমেডি হয়না।



৮ম কমেন্টঃ এতো লম্বা লিখা পড়ার টাইম নাই। শুধুই লাইক দিলাম। আমারেও একটা লাইক দিয়েন।



৯ম কমেন্টঃ এরশাদরে তো বিয়া দিয়া দিলেন, থুক্কু এরশাদরে দেখি বাদ দিয়া দিলেন।



১০ম কমেন্টঃ এটা খালি রাখলাম। কারণ এটাতো আপনিই লিখবেন।



মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এটা তো একটা কসের জন্য করা হচ্ছে। জাকারবার্গ বিল গেটসকে চ্যালেঞ্জ করেছে। বিল গেটস এর টা দেখেছেন? ওরটা মোর ক্রিয়েটিভ। আমি টাইমস্কয়্যারে লাইভ দেখেছি একজনকে। আমার কিছু ফ্রেন্ডও করেছে।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

খেয়া ঘাট বলেছেন: আপনি করে থাকলে একটা ছবি পোস্ট দিয়েন। লাইক দিমুনে। =p~ =p~

২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৪

স্বপ্নবিলাসী আমি বলেছেন:



মজা পাইলাম!! B-)) :D

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

সায়েম মুন বলেছেন: চমৎকার। #:-S

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৯

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P

৪| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৪

আজাইরা পেচাল বলেছেন: মজালস থুক্কু চরম মজা পাইছি =p~ =p~ =p~

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১:০১

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১:২১

সচেতনহ্যাপী বলেছেন: বালতি ভর্তি আইস তোর মাথায় ঢাল অথবা তুই উপতা অইয়া আইসের ভিতরে হুইয়া থাক-এটা নিয়ে এতো চিল্লা পাল্লার কি? যদি সাহস দেনতো বলি। :-P আমার কিন্তু মন চাচ্ছে আপনাকেই উল্টো করে বালতিতে চুবিয়ে ধরি। গরমভাব চলে যাবে।তবে হাসি-তামাশার মাঝেও কয়েকটা কথা চরম সত্যি।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২২

খেয়া ঘাট বলেছেন: ঐ বালতির ভিতর মনে হয় চুবাতে পারবেন না। টাঙকি হলে ভালো হতো। =p~ =p~ =p~ =p~ =p~

৬| ১৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৫০

উপপাদ্য বলেছেন: আমার কিন্তু ভালোই লেগেছে বিষয়টা...

চ্যারিটি রান, চ্যারিটি হাইকিং এসবের বাইরে নতুন কিছু একটা ...

তবে বিল গেটসের ভিডিওটা দেখেছেন,,,,, সে খুব সাধারন পানা ঢালার মাঝেও ক্রিয়েটিভিটি দেখালো... চমৎকার

১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

খেয়া ঘাট বলেছেন: বিল গেটসের টা সুপার। রায়ান সেকরেস্টের টা বেশী ভালো লাগেনি।
জানা, অরিলকে চ্যালেন্জে আহবান করুম নি =p~ =p~ =p~ =p~

৭| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫০

ঢাকাবাসী বলেছেন: মজা পেলুম।

১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৬

সুমন কর বলেছেন: মজা পাইলাম।

১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৯| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৮

মামুন রশিদ বলেছেন: ভেজা টি শার্টে ইস বিদেশী ছেলেটা কি হ্যান্ডসাম,দেশের পুলাপানগুলো ম্যান্দামার্কা :-*


মাইরালা :D :D :-B :-B :P

১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৩

হাসান মাহবুব বলেছেন: ব্যাপক!

১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১১| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪৭

ডি মুন বলেছেন: হা হা হা হা =p~ =p~ =p~ =p~

২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০২

প্রবাসী পাঠক বলেছেন: ১০ নং কমেন্ট এর পরে কে কি কমেন্ট করবে তার কোন দিক নির্দেশনা দেখি নাই। তাহলে কি আর করা ইমো দিয়েই কাজ চালাই।


=p~ =p~ =p~

২০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৬

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমি কত নাম্বার কমেন্টটি করবো সেটা নিয়ে কিঞ্চিৎ বিভ্রান্ত ! =p~ =p~ =p~

২১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫২

খেয়া ঘাট বলেছেন: আপনার কমেন্ট করার দরকার নাই। আইস বাকেট নিয়ে আসেন, চ্যালেন্জ খেলি। =p~ =p~ =p~

১৪| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এরশাদরে তো বিয়া দিয়া দিলেন, থুক্কু এরশাদরে দেখি বাদ দিয়া দিলেন :) :) ঠিকইতো উনারে বাদ দেয়া ঠিক হয় নাই।


মজা লাগল।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন:--------------------------------------------------------
জানা, অরিলকে চ্যালেন্জে আহবান করুম নি =p~ =p~ =p~ =p~

চ্যালেঞ্জ হয়ে যাক।

জানা, অরিল - চ্যালেঞ্জ
জানা, অরিল - চ্যালেঞ্জ

জানা, অরিল - চ্যালেঞ্জ
জানা, অরিল - চ্যালেঞ্জ... =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.