নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

জীবনকে অনুধাবন করার জন্য অসাধারণ একটি টিকটিকি তত্ত্বঃ (A must read post)

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

বিডিলাইভ ডেস্ক: জীবনকে অনুধাবন করার জন্য অসাধারণ একটি টিকটিকি তত্ত্বঃ (By Global Head of Google Chrome)



গুগল সবসময় ব্যতিক্রমভাবে আকর্ষণীয় কিছু করার চেষ্টা করে। কিছুদিন আগে ডীনার পার্টি ছিলো একটা বৃক্ষশোভিত উদ্যানে। এমন সময় হঠাৎ করেই একটি টিকটিকি এক মহিলার গায়ের ওপর এসে পড়লে শুরু হলো মহিলার চিৎকার। আশেপাশে অন্য যারা ছিলেন উনাদেরও একই অবস্থা। একরকম লঙ্কাকান্ড। চিৎকার, চেঁচামেচি, ছুটোছুটি।



এ অবস্থায় খাবার পরিবেশনের দায়িত্ব থাকা একজন লোক ঘটনার মাঝখানে এলে টিকটিকিটি লাফ দিয়ে লোকটির গায়ে এসে পড়লো। লোকটি আস্তে করে নিজের হাতে রাখা খাবার টেবিলের ওপর রাখলেন। তারপর শরীরকে ধীর স্থির করে নিজেকে সংযতভাবে রেখে আরো বেশি শান্ত হলেন। টিকটিকিটি বেশ আরাম করে যখন লোকটির কাঁধের ওপর বসলো, তখন তিনি হাত দিয়ে ধরে একটা প্যাকেটে করে বাইরে রেখে এসে সবাইকে বললেন- ও কিছুই না। সামান্য একটা টিকটিকি। আপনারা পার্টি শুরু করুন।



অনুষ্ঠান শুরু হলে গুগল ক্রোমের প্রধান মঞ্চে আসলেন। তারপর বললেন, টিকটিকিটি ছিলো আসলে পূর্বপরিকল্পিত।



কথা হলো, টিকটিকি কি আসলেই কোনো সমস্যা? আচ্ছা মনে করলাম এটা একটা সমস্যা ছিলো। কিন্তু এ সমস্যা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া ছিলো দেখার মতো। উনি স্ক্রীনে রেকর্ডকৃত টিকটিকি অংশ প্লে করলেন।



সে এক দেখার মতো অবস্থা। কারো প্লেট ওল্টে গেছে, কারো খাবার পড়ে গেছে, কারো শার্টে প্যান্টে খাবার লেগেছে, কনুইয়ের আঘাতে কারো চেহারা ভচকে গেছে। কেউ হিস্টিরিয়াগ্রস্থ রোগীর মতো চীৎকার, চেঁচামেচি করছে।



এবার অন্য ক্লিপে দেখা গেলো ২য় লোকটি খুবই হালকাভাবে কিন্তু অত্যন্ত শান্ত মেজাজে টিকটিকিটি হ্যান্ডেল করলেন। যেন তার কিছুই হয়নি।



উনি এবার বললেন, টিকটিকি যদি সমস্যাই হতো তাহলে ২য় লোকটির আচরণগত কোনো সমস্যা হলো না কেন। সমস্যাটা কি আসলেই টিকটিকিতেই ছিলো নাকি ছিলো আমাদের প্রতিক্রিয়াতেই।



আসল কথা হলো সমস্যাটা কে কিভাবে মোকাবিলা করে। আমরা বুঝাতে চেয়েছিলাম একই সমস্যাতে মানুষের আচরণ, প্রতিক্রিয়া কেমন হয়।



জীবন-যাপনে, কর্মস্থলে, ঘরে, পেশাগত জীবনে, সামাজিক কার্যকলাপে এরকম নানা সমস্যার মুখোমুখি আমরা হই। কেউ এটাকে খুব সহজভাবে মোকাবিলা করে আবার কেউ একেবারে হিস্টিরিয়াগ্রস্ত হয়ে সবকিছুকেই তালগোল পাকিয়ে যে সমস্যা খুব ছোট ছিলো সেটাকে আরো বড় করে তোলে।



We should not just react to a problem, actually we should always respond to a problem.



ভাবানুবাদ- আরিফ মাহমুদ, ছোট গল্পকার

আটলান্টা, যুক্তরাষ্ট্র



ঢাকা, আগস্ট ২১(বিডিলাইভ২৪)// আর এস



টিকটিকি তত্ত্বে জীবনকে অনুধাবন‏

মন্তব্য ৩১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫০

দুঃখী__ বন্ধু বলেছেন: ভেবে দেখার মত!
"দৃষ্টি ভংগি বদলান, জীবন বদলে যাবে। "

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫১

খেয়া ঘাট বলেছেন: সইত্য কহেছেন বহিন :) :)

২| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৬

সুমন কর বলেছেন: লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

We should not just react to a problem, actually we should always respond to a problem.

++++++

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫২

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইজান।

৩| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৪

আধখানা চাঁদ বলেছেন: অনেক সুন্দর লেখা। ১ম ভাললাগা।

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

৪| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪০

ঢাকাবাসী বলেছেন: ভাল লেখা। হ্যাঁ সমস্যাকে সহজ ভাবে নিতে যে দক্ষতা জ্ঞান মানসিক শক্তি দরকার তা ক'জনার আছে দেখার বিষয়। বিশ্বাস করি, আমার নেই।

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫৩

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ আসলে আমারও নেই। সবকিছু ঘুটং ঘাটুং করে ফেলি।

৫| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৯

সায়েদা সোহেলী বলেছেন: উনি স্ক্রীনে রেকর্ডকৃত টিকটিকি অংশ প্লে করলেন।

সে এক দেখার মতো অবস্থা। কারো প্লেট ওল্টে গেছে, কারো খাবার পড়ে গেছে, কারো শার্টে প্যান্টে খাবার লেগেছে, কনুইয়ের আঘাতে কারো চেহারা ভচকে গেছে। কেউ হিস্টিরিয়াগ্রস্থ রোগীর মতো চীৎকার, চেঁচামেচি করছে।
----------- সামান্য এক টিকটিকির জন্য বুদ্ধি বিবেচনায় শ্রেষ্ঠ প্রানীর এহেন আচরন , নিজেদের নিজেরাই নোংরা করে ফেলা মোটেই গ্রহন যোগ্য নয় ......

সমস্যাটা কি আসলেই টিকটিকিতেই ছিলো নাকি ছিলো আমাদের প্রতিক্রিয়াতেই।
--- প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া থাকে তবে তা নিজেদের অবস্থানকে অবস্থানে রেখেই করা উচিত , টিকটিকিরা পরজীবী , ঘরের আনাচে কানাচে থাকবে , আলো দেখলে এগিয়ে এসে নিজেদের অস্তিত্ব জানান দেবে ,আলোকিত হতে চাইবে এটাই স্বাভাবিক । আরের জানেনত টিকটিকির লেজ কেটে দিলে সেখান থেকে আবার নতুন লেজ গজায় :) তাদের দেখে চিন্তা করে বা পিছু ছুটে সময় নষ্ট করার কোন মানে নেই ।

+++++++++++++++++++++++++++++++++++++++++++ ;)


২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫৫

খেয়া ঘাট বলেছেন: টিকটিকি নিয়ে অনেক জটিল আলোচনা করেছেন আপ্পি।
এই খিটিমিটি পোস্টে এমন মিটিমিটি হাসির মন্তব্য পেয়ে ভালোই লাগলো বড়আপ্পি.... !:#P !:#P

৬| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৪

প্রবাসী পাঠক বলেছেন: অসাধারণ ভাবনা। পোস্টে +++++

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রপা ভাইজান।

৭| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৯

কসমিক- ট্রাভেলার বলেছেন:








সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হতে পারাটা বুদ্ধিমানের কাজ

প্রতিটি সমস্যাকে বুদ্ধিমত্তা প্রয়োগ করে ইতিবাচকভাবে বদলে ফেলতে পারলেই সমস্যা বলে কিছু থাকবে না।

খুব ভালো পোষ্ট


ধন্যবাদ


২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫৬

খেয়া ঘাট বলেছেন: সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হতে পারাটা বুদ্ধিমানের কাজ

++++++++++++++++++++++++++++++++++++++++

৮| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৪

আজমান আন্দালিব বলেছেন: কসমিক- ট্রাভেলার বলেছেন:

সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হতে পারাটা বুদ্ধিমানের কাজ

প্রতিটি সমস্যাকে বুদ্ধিমত্তা প্রয়োগ করে ইতিবাচকভাবে বদলে ফেলতে পারলেই সমস্যা বলে কিছু থাকবে না।

খুব ভালো পোষ্ট

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫৬

খেয়া ঘাট বলেছেন: সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হতে পারাটা বুদ্ধিমানের কাজ

+++++++++++++++++++++++++++++++++++++++

৯| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৪

ডি মুন বলেছেন: We should not just react to a problem, actually we should always respond to a problem.

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫৭

খেয়া ঘাট বলেছেন: সেটাই মুন ভাই।
বিনীত ধন্যবাদ রইলো।

১০| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৭

বৃশ্চিক রাজ বলেছেন: তেলাপোকার ক্ষেত্রেও এই তত্ত্বটা খুব মিলে যায় মনে হয়।

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫৭

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৫

সচেতনহ্যাপী বলেছেন: তত্ব নিয়ে লেখা। সঠিক সমাধান একমাত্র বিজ্ঞরাই দিতে পারবেন।। আমরা পারবো শুধু লোচনা করতে।
বেশীর ভাগ ক্ষেত্রেই বলা যায় কোন পরিস্থিতিতে কে কি ভাবে রিএ্যাক্ট করবে সেই নিজেই জানে না। অনেক সময় চুড়ান্ত মূহুর্তে খুব দূর্বল একজন অসাধারন স্থিরতার পরিচয় দেয়,যেখানে কঠিন বলে পরিচিতও ভেঙ্গে পড়ে।।

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৫৮

খেয়া ঘাট বলেছেন: আপনার কথায়ও যৌক্তিকতা আছে।
ধন্যবাদ ভাইজান।

১২| ২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

ফা হিম বলেছেন: ভালো তো!!! আইডিয়াটা সুন্দর। :)

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।

১৩| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৬

নাইমুল ইসলাম বলেছেন: বাহ! একটা টিকটিকি দিয়ে কত গভীর উপদেশ দিলেন গুগলের কর্তাব্যক্তিগণ! একেই বলে মহাপুরুষ!

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৯

খেয়া ঘাট বলেছেন: ওনাদের চিন্তাই আলাদা।

১৪| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৪

শান্তির দেবদূত বলেছেন: ভালো লাগলো, শিক্ষনীয় পোষ্ট; অনুবাদও চমৎকার ও সাবলিল হয়েছে।

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় দেবদূত ভাই।

১৫| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৪

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ নেন ভাইজান।

১৬| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

খাটাস বলেছেন: নিঃসন্দেহে চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.