নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের গল্প -আশা।

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩





উজ্জ্বল শান্তির মতো নেই আমাদের আর এখন কোনো রাত্রি দিন। সময়ের সুদীর্ঘ শরীর যেন রক্তে লাল বর্ণ।বাতাসের কন্ঠে জন্তুর আর্তনাদ। সবুজাভ বৃক্ষ বজ্রবাতাসের ঝড়ে আজ অন্তর্লীণ। এমনি পরিবেশে জীর্ণ শীর্ণ ছোট একটি ঘরের ভিতর জ্বলছে চারটি প্রদীপশিখা।



প্রথম প্রদীপ শিখার মন আজ খুব খারাপ। নিজের ওপর যেন সে নিজেই বিরক্ত। মরে গেলেই মুক্তি হতো। যে বসতকুন্জে ভালোবাসা নেই সেখানে ভালোবাসার প্রদীপ কেমন করে জ্বলবে। আমি ভালোবাসা শিখা আজ আত্মাহুতি দিলাম। নিভে গেলো প্রথম ভালোবাসা শিখা।



২য় প্রদীপ শিখাও কেঁদে ওঠে। গোঙাগীর শব্দ চারপাশটাকে কেমন যেন বিষাদময় করে তোলে। আমি শান্তি প্রদীপ শিখা। আজ চারপাশে শান্তি কই। যেখানে পরস্পরের ভালোবাসা নেই, যেখানে যুদ্ধ করতে করতে, ঘৃণা দেখতে দেখতে, লোভের কথা শুনতে শুনতে ভালোবাসার শিখা আত্মাহুতি দেয়।সেখানে আমি শান্তি প্রদীপ কেমন করে জ্বলি। ঠিক সে মহুর্তে সমস্ত বিশ্বাসের জানালার ভিতর দিয়ে নেমে আসে এক দমকা হাওয়া। শান্তি প্রদীপ কেঁপে কেঁপে ওঠে। তারপর নিভে যায় শান্তি প্রদীপ শিখা।



বিশ্বাস শিখা তখন এসব কিছু চেয়ে চেয়ে দেখে। নিজের চোখের সামনেই আপন দু সহোদরদের মৃত্যু। মনের ভিতর হাহাকার করে ওঠে। নিজের সাথে শুরু হয় তার নিজের যুদ্ধ। অবিশ্বাসের হিংস্ররুপ বারবার হানা দেয় বিশ্বাসের প্রজ্জ্বলিত শিখায়। একসময় বিশ্বাসেরও শ্বাস রোধ হয়।



এবার সবকিছু অন্ধকার। সময়ের আর নেই কোনো রাত্রি দিন। শুধু টিম টিম করে এক কোনে জ্বলছে একটি নিঃসঙ্গ একাকী প্রদীপ শিখা।



সে একা একা ভাবে। সবকি তবে শেষ হয়ে যাবে? কিছুইতো ভালো করে দেখা যায়না। চারপাশ অন্ধকার হয়ে আসছে। বাড়ছে ভয়। অগুনিত শৃগাল,কুকুর,হায়েনা, সরিসৃপ,ব্যাঙ,গিরগিটি সহ নানা জন্তুর বিকট চীৎকার।সাপের হিঁস হিঁস শব্দ। এরা সবাই একদিন মানুষ ছিলো। একজনও কি নেই। ছোট একাকি শিখা একা একা ভাবে।



ঠিক এমনি মুহুর্তে ঘরে ঢুকে এক শিশু। ধীরে ধীরে একাকি আলো'র শিখার দিকে এগিয়ে আসে।তারপর বলে, তুমি কে ভাই? একা একা জ্বলছো? আমার যে খুব ভয় লাগছে।



কোনো ভয় নেই। নাম বলছি পরে। তুমি আমার কাছে এসো।আমাকে তোমার হাতে নাও। এইযে আমার সহোদরদের সবাই মৃত পড়ে আছে। ওদের যত দ্রুত পারো জাগাও ভাই।



ছোট শিশুটি ধীরে ধীরে ভালোবাসা, শান্তি আর বিশ্বাসের প্রদীপ জ্বালিয়ে দেয়।



বাহঃ।পুরো ঘরটিই আবার আলোকিত হয়ে ওঠছে। তা তোমার নামটি বলো ভাই।



আমি হলাম, আশার ছোট এক প্রদীপ শিখা। এবার আশার শিখা শিশুটিকে বলে-



যতদিন জেগে থাকবে ছোট এক টুকরো আশা,

ততদিন বেঁচে রইবে শান্তি, বিশ্বাস আর ভালোবাসা।



এবার চারটি প্রদীপ শিখা শিশুটিকে বলে- ওপরের দিকে তাকাও।

শিশুটি দেখে ঘরের ভিতর ঝলমল করে হেসে ওঠেছে একটি দেশের লাল-সবুজের স্বাধীনতার পতাকা।



আমাদেরও একটুকু আশা এখনো জেগে আছে। নতুন শিশুরা সমস্ত স্বার্থের উর্ধ্বে ওঠে আবার একদিন মৃত ভালোবাসা, বিশ্বাস, আর শান্তির প্রদীপগুলো আশার আলোতে জ্বালিয়ে দিবে। আর সে আলোতে ঝলমল করে ওঠবে আবারো একটি লাল সবুজ পতাকা।



মন্তব্য ৩৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: যতদিন জেগে থাকবে ছোট এক টুকরো আশা,
ততদিন বেঁচে রইবে শান্তি, বিশ্বাস আর ভালোবাসা।

++++++++++++++++++++++

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

অন্ধবিন্দু বলেছেন:

শিশুদের শেখাবে কারা !
আমরা না তাঁরা ?

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২১

খেয়া ঘাট বলেছেন: যাদের শিখাবার কথা তারা সবাই নিজ নিজ স্বার্থের পুতুল। যে শিখাবে সে তার নীতিকেই মনে করবে সবচেয়ে উত্তম। আর বাকি সব অধম। তাই আগামী শিশুরা তাদের নিজ তাগিদেই শিখুক। একটু কষ্ট হবে। কিন্ত আর তো কোনো উপায় দেখছিনা।

৩| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

মামুন রশিদ বলেছেন: দারুণ অনুপ্রেরণার গল্প!

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো মামুন ভাই।

৪| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: নতুন শিশুরা সমস্ত স্বার্থের উর্ধ্বে ওঠে আবার একদিন মৃত ভালোবাসা, বিশ্বাস, আর শান্তির প্রদীপগুলো আশার আলোতে জ্বালিয়ে দিবে। আর সে আলোতে ঝলমল করে ওঠবে আবারো একটি লাল সবুজ পতাকা।


দারুণ বলেছেন।
++++++++++

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো সুমন ভাই।

৫| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৮

মনিরুল হাসান বলেছেন: প্রথম তিনটা প্রদীপকে 'অকর্মা' বলতে ইচ্ছে করছে। আর ঘরে আরেকটা অতিরিক্ত নেভানো 'লাইট' থাকলে ভালো হতো। তাহলে তিনটি প্রদীপ নিভে যাওয়ার পরে 'আশা'র প্রদীপটি দিয়ে বাকি তিনটি জ্বালানোর পর সেই লাইটটি জ্বালালে ঘর আগের চেয়ে বেশি উজ্জ্বলময় হয়ে উঠতো। :)

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৬

খেয়া ঘাট বলেছেন: বেশী লাইট জ্বালালে আবার খরচ বেড়ে যেতো না:) :) :)

৬| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০২

সায়েম মুন বলেছেন: অনুপ্রেরণাদায়ক গল্পে অনেক ভাললাগা।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৬

খেয়া ঘাট বলেছেন: খুশী হলাম ভাই। অনেক শুভকামনা রইলো।

৭| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২১

একজন ঘূণপোকা বলেছেন:

অনেক সুন্দর

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাইজান।

৮| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৪

তানজিলা হক বলেছেন: khub sundor

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ। মেলা দিন পর দেখলাম।

৯| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৭

ঢাকাবাসী বলেছেন: অনেক বেশী আশা করা হয়ে গেল নাকি? তবু্ও আশা করা ভাল।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

খেয়া ঘাট বলেছেন: যতদিন জেগে থাকবে ছোট এক টুকরো আশা,
ততদিন বেঁচে রইবে শান্তি, বিশ্বাস আর ভালোবাসা।
বিনীত ধন্যবাদ ভাই।

১০| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল ।

১১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১১

দৃষ্টিসীমানা বলেছেন: আশা জাগানিয়া গল্প আমার অনেক ভাল লাগে ।ভাল থাকুন সব সময় ।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো।অনেক শুভকামনা রইলো।

১২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ইশপের গল্পের মতো। ভালো লাগলো। তবে আমার মনে হয়েছে, কবিতাংশ দিয়েই লেখাটা শেষ হলে সার্বজনীন হতো। শান্তি, ভালোবাসা, বিশ্বাস, ও আশা- সব মিলিয়ে একজন মানুষের জীবন। ইংগিতটা দেশের প্রসঙ্গে না হয়ে মানবজীবনের প্রসঙ্গে হলে আরো অধিক অর্থবহ হয়ে ওঠে। মানুষের সমষ্টিই তো দেশ।




৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৪

খেয়া ঘাট বলেছেন: যথার্থই বলেছেন। এই লিখাটি আপনি যেকরম বলেছেন সেরকম করে লিখারই প্ল্যান ছিলো। পরে ঐভাবেই সাজিয়ে নিবো। অনেক ধন্যবাদ ভাই।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৭

সচেতনহ্যাপী বলেছেন: এই ছোট্ট আশাটুকুতেই আমাদের বাস।ভালবাসা,শান্তি আর বিশ্বাস যে একবারেই নেই এটা বলা বোধহয় ভুল হবে। তবে সমাজের চরম উন্নতির যুগে এরা পড়ে আছে বস্তীর কুড়েঘরে অসহায়,অবহেলায়।।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩৫

খেয়া ঘাট বলেছেন: খুবই সুন্দর বলেছেন। অনেক ধন্যবাদ রইলো।

১৪| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: এক মিনিটের গল্পে প্রশংসা করতে করতে আমার শব্দ ভান্ডার শেষ করে ফেলেছি ! তাই এখন থেকে শুধুই +++++ হবে !

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৩:৩৮

খেয়া ঘাট বলেছেন: কৌশলে ফাঁকিবাজি শিখেছেন, বুঝেছি =p~ =p~ =p~ =p~

১৫| ৩১ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৫

না পারভীন বলেছেন: ++++++++++

৩১ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৪

খেয়া ঘাট বলেছেন: আপনি ধইন্যা পাতা নেন,প্রদীপের আলোয় আলু ভর্তা বানিয়ে খান। =p~ =p~ =p~ =p~

১৬| ৩১ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৬

প্রবাসী পাঠক বলেছেন: অসাধারণ খেয়াঘাট ভাই। আশাজাগানিয়া এক মিনিটের গল্পে অনেক ভালো লাগা রইল।

৩১ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:১৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

১৭| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুখপাঠ্য গল্প। আশার প্রদীপ জ্বালানো প্রতিকধর্মী আবহ সৃষ্টিতে আপনার মুনশিয়ানা দারুণ!

তবে আমি হলাম অলস পাঠক। এক মিনিটে গল্পটা পড়ে শেষ করতে পারিনি। ধন্যবাদ, খেয়া ঘাট।

৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

১৮| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭

হাসান মাহবুব বলেছেন: দারুণ এবং ইন্সপায়ারিং।

৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা।

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার লেখা। সব কটি প্রদীপ শিখা আলোয় ঝলমল করুক, দূর করে দিক সব অন্ধকার।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৯

খেয়া ঘাট বলেছেন: সব কটি প্রদীপ শিখা আলোয় ঝলমল করুক, দূর করে দিক সব অন্ধকার।++++++++++++++

বিনীত ধন্যবাদ

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১২

আলম দীপ্র বলেছেন: বাহ ! চমৎকার !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.