![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির একজন স্বনামধন্য অধ্যাপক-আমাকে বললেন , ঘটনাটি সবার নজরে আনার জন্য। আমি একলাইন পড়ি আর চোখের জলে মর্মরিত হই। বললাম, ভাই, আমিতো অশ্রু ধরে রাখতে পারছিনা। লিখবো কেমন করে?
উনি বললেন- বিবেক কি বলে?
বিবেকের চোখতো ভাই অন্ধ হয়ে গেছে, বিবেক আজ এই চারমাস বয়সী শিশুটির মতো বাকহীন যাকে মাতৃগর্ভেই প্রথমবার খুন করা হয়েছে।
ইয়াসীনের নিঃস্ব , অসহায়, হতদরিদ্র মা রাতের আকাশে চাঁদ দেখেন। আর পেটের ওপর হাত রেখে এক মাংস পিন্ড চাঁদের স্পর্শ অনুভব করেন। ইয়াসীন চাঁদ হয়ে মায়ের গর্ভে ধীরে ধীর বড় হয়।
ঘটনার দিন সন্ধ্যা। ইয়াসীনের মা সারাদিন মহল্লায় কাজ করে নিজ বস্তিতে ফিরেন। ঠিক এমন সময় হানা দেয় মানুষরুপী জানোয়ারের দল।
ইয়াসীনের মা সহ একই ঘরের ছয়জন মহিলাকে সম্পূর্ন বস্ত্রহীন করে হায়েনার দল প্রথমে অমানষিক নির্যাতন করে। তারপর ক্রিকেট ব্যাট আর স্ট্যাম্প দিয়ে ইয়াসীনের মা'কে পিটাতে থাকে বড় নির্মমভাবে।
অপরাধ ইয়াসীনের মা একটি ছয়তোলা স্বর্ণের চেন চুরি করছে।
ইয়াসীনের মা বলে- তোমরা আমার পিটে যতপারো মারো, কিন্তু আমার পেটে মারোনা। তোমরা আমার বাপ হও, আমার সোনা মানিকের কান্না আমি শুনতে পারছি। বাবারা, পেটের ভিতর চাঁদকণার হাড় ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে। খোদার দোহাই তোমার আমার পেটে মেরোনা।
কিন্তু হিংস্র জানোয়ারের দল সেকথায় ভ্রক্ষেপ করেনি। পেটের ওপর লাত্থি মারতে থাকে,ক্রিকেট স্ট্যাম্প আর মেটাল স্ট্রিং দিয়ে পেটাতে থাকে অনবরত। একসময় হায়েনার দল ক্ষান্ত হয়।
এই ঘটনার ১ মাস পরে ভাষানটেক বস্তিতে মায়ের পেটের ভিতরেই নির্মম অত্যচারের স্বীকার চাঁদশিশু ইয়াসীনের জন্ম ।
জন্মের পর থেকেই ইয়াসীনের অসহায় চোখ। যে চোখ শুধু জল। সে ছিলো একেবারে বাকহীন। হাত-পা সব নিস্তেজ, অবশ। ইয়াসীন শুধু বোবা চোখে চেয়ে থাকতো এই বর্বর, পাষন্ড, নির্মম, নিষ্ঠুর, খুনী মানুষের পৃথিবীর দিকে।
ইয়াসীনেের দাদী বলেন- আমরা বুঝতে পেরেছি , ও মায়ের গর্ভে থাকাকালীন খুন হয়ে গেছে। কিন্তু আশ্চর্য্য এ ছেলে প্রাণ নিয়ে জন্ম নিলো কেমন করে?
ডাক্তার দেখাননি কেন- এর জবাবে দাদীমা বলেন-
আমরা বস্তির মানুষ। দিনে আনি দিনে খাই। বস্তিতে জন্ম , বস্তিতেই মৃত্যু। ডাক্তার দেখাবার অতো টাকা কই?
জন্মের ঠিক চারমাস পর। ইয়াসীন কাউকে কোনো অভিশাপ দেয়নি। কারো বিরুদ্ধে কোর্টে কোনো মামলা দায়ের করেনি। কে জয় বাংলা আর কে জয় পাকিস্তান বলেছেন এর ও কোনো খবর রাখেনি। ইয়াসীন শুধু দু চোখ চিরতের বন্ধ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে।
ইয়াসীনের চারমাস জীবনের মূল্য হলো মাত্র ছয় তোলা সোনা। বর্তমান বাজার মুল্যে দুই লক্ষ সতেরো হাজার তিনশ ছয় টাকা মুল্যের সম্পদ । চুরির কথিত অপরাধে যদি সোনার মালিক পক্ষ প্রসুতি মাতা এবং মাতৃগর্ভে অবস্থান কালীন একটা শিশুর জীবননাশের আয়োজন করতে পারে, তবে যাদের কথিত দুর্নীতির কারনে $1.2 billion (বর্তমান বিনিময় হারে নয় হাজার ছয়শত কোটি চব্বিশ লক্ষ টাকা) এর চেয়েও অনেক বেশী মুল্যের পদ্মা সেতু প্রকল্পে সবচেয়ে কম সুদের হারে অর্থ লগ্নীতে সম্মত প্রধান বিনিয়োগকারীকে হারাতে হলো, তাদের কি হবে?
সেই প্রশ্নের উত্তর জানি কোনোদিনও পাবোনা। তবে মৃত্যুর আগে ইয়াসীন শেষবার মুতেছিলো। না প্রস্রাব করেনি, হিসু করেনি। বস্তির ছেলেদের যা বের হয় তা প্রসাব না, হিসু না। এটা সরাসরি মুত।
ইয়াসীনের মা সন্তানের বুকের কাছে কান রাখলেন ।সোনা মানিক চাঁদের কণার শেষ নিঃশ্বাস কি বন্ধ হয়ে গেলো তা বুঝার জন্য।
ইয়াসীন মা' কে বললো-
জন্মের পরই পা অবশ লাথ্থি দিতে পারিনা, হাত অবশ চড় দিতে পারিনা। কিন্তু এই বিচার, এই আদালত, এই ন্যায়পরায়ণতা, এই সভ্যতা আর এই মানবতায় মুতে দিয়ে গেলাম।
ঘটনাটি ঘটেছিলো ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সালে ভাষানটেক বস্তিতে, জয়বাংলা আর জিন্দাবাদের শ্লোগানের মাঝে ইয়াসিনের মুত শুকিয়ে গেছে, ইয়াসীনের লাশ কবরে পচে গেছে। কিন্তু কোনো মানবতাবাদী, কোনো টিভি মিডিয়া, কোন টক শো সে খবর রাখেনি।
ইয়াসীন যদি কোনো নেতা হতো , অথবা কোনো নেতার পুত্র হতো, কোনো দলীয় ক্যাডার হতো, কোনো সংবাদকর্মী হতো, কোনো লেখক হতো, কোনো কবি হতো, কোনো নাস্তিক হতো, কোনো আস্তিক হতো, কোনো বিশ্ববিদ্যালয়,কলেজের শিক্ষার্থী হতো, কোনো মিছিলের বজ্রাক্রোশের শ্লোগানকর্মী হতো তবে ইয়াসীনের মৃত্যু পত্রিকা, সংবাদ, টিভি মিডিয়া, ব্লগে , ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক চড়ামূল্যেই বিক্রি হতো। কিন্তু ইয়াসীন কোনো মানবশিশু না। সামান্য এক বস্তির পোলা। এর সামাজিক প্রচার মূল্য জিরো।
জোয়ারের জলে ভেসে এসে একবার এক সমূদ্রচরে অনেক কাঁকড়া আটকা পড়েছে। আর ঝাঁকে ঝাঁকে শকুনচিল হানা দিয়েছে । একজন লোক হেঁটে হেঁটে একটা করে কাঁকড়া ধরে আর সমূদ্রের জলে নিক্ষেপ করে। লোকটির কান্ড দেখে -পাশ থেকে একজন বললো - ভাই আপনি কয়টা কাঁকড়া বাঁচাবেন। আর এতে তো তেমন কোনো পার্থক্য দেখছিনা। সবগুলোইতো শকুনের পেটে যাবে।
লোকটি ঠিক তখন আরেকটি কাঁকড়া হাতে নিয়ে সমূদ্রের পানিতে ছেড়ে দিয়ে বললো- এই যে আরেকটাকে বাঁচালাম। আর অন্ততঃ এতটুকু পার্থক্য তৈরী করলাম।
আজ এসব অসহায় মানুষের মৃত্যু ও দেখতে দেখতে হয়তোবা আমাদের জন্য একেবারে স্বাভাবিক হয়ে গেছে।এর কয়টার প্রতিবাদ হবে?
একজন অসহায় নিরাপরাধ শিশু ইয়াসীনের জন্য প্রতিবাদ করে অন্ততঃ ধূলোপরিমাণ দায় শোধ করলাম। জানিনা তোমার এ চোখের অসহায় আকুলতা ক'জনের নজরে আসবে। ক্ষমা করো ইয়াসীন।
ছবিসূত্রঃ ডেইলি স্টার।ইয়াসীনের অসহায় চোখ দুটির দিকে তাকান।
আপনার বিবেক কি বলে?
(বিভিন্ন ফেসবুক পেজে, ব্লগে , গ্রুপে যে যেভাবে পারেন শেয়ার করেন। নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
অধ্যাপক আব্দুল্লাহ খানকে ধন্যবাদ-খবরটি আমার সাথে শেয়ার করার জন্য।
প্রবাসী পাঠক ভাইয়ের প্রতি কৃতগ্গতা ছবিটি সংযুক্তিতে সহায়তা করার জন্য।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৯
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭
নীল আকাশ ২০১৪ বলেছেন: কে বিচার করবে? অসহায় মানুষের বিচার চাইবার কোন অধিকার কি আছে?
বাংলাদেশে বর্তমানে যুদ্ধাপরাধী ছাড়া আর কারো বিচার হয়না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
খেয়া ঘাট বলেছেন: অসহায় মানুষের বিচার চাইবার কোন অধিকার কি আছে?
সাধারণ মানুষ সব স্বার্থের উর্ধ্বে ওঠে অধিকার আদায়ে সচেতন আর একতাবদ্ধ না হওয়া পর্যন্ত -কোনো কিছুই আদায় করা যাবেনা।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঘৃণা, ঘৃণা, ঘৃণা। বিচার চাই, বিচার চাই, বিচার চাই।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
খেয়া ঘাট বলেছেন: হাজারো চটকদার সংবাদের ভীড়ে অসহায় ইয়াসীনদের খবর কেউ রাখেনা। কেউ রাখতেও চায়না। কি এক অসভ্য , বিকৃত সমাজ।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কে করবে বিচার? ওরা তো জয় বাংলা কিংবা জিন্দাবাদ বলতে পারেনা!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
খেয়া ঘাট বলেছেন: সেটাই।
ইয়াসীনের বিচার চেয়ে কোনো পক্ষেরই তেমন লাভ নেই।
ক্ষমা করো ইয়াসীন।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
সুমন কর বলেছেন: লেখাটি পড়তে পড়তে, আমারও চোখ ভারী হয়ে যাচ্ছিল।
গরীবদের বিচার চাইতে নেই !! তাঁদের জন্য কোন আইন নেই !!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
খেয়া ঘাট বলেছেন: একেবারে চিরন্তন সত্য কথা।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫০
ডরোথী সুমী বলেছেন: ইয়াসিন বেঁচে থাকলে মায়ের কষ্ট আরও বাড়তো। কিন্তু তার মৃত্যুর জন্য যারা দায়ী তারা এত বড় অপরাধ করেও পার পেয়ে যাবে সেটা সহ্য করা কষ্টকর।আল্লাহ্ যেন এদের বিচার অবশ্যই করেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
খেয়া ঘাট বলেছেন: ডরোথী সুমী বলেছেন: ইয়াসিন বেঁচে থাকলে মায়ের কষ্ট আরও বাড়তো।
মরে গিয়ে মুক্তি পেয়েছে, মুক্তি দিয়েছে। শেষ বিচার আল্লাহর কাছে।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
চুক্কা বাঙ্গী বলেছেন: এই বিচার, এই আদালত, এই ন্যায়পরায়ণতা, এই সভ্যতা আর এই মানবতায় মুতে দিয়ে গেলাম।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
মানবতাবাদী সংঘটনগুলো আজ কোথায়?
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০
মাহমুদ০০৭ বলেছেন: কিছু বলতে পারলাম না , বলার ভাষা নাই । ।
আল্লাহ তুমি বিচার কইরো ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২
হঠাৎ ধুমকেতু বলেছেন: অপরাধীর যথাযথ বিচার না হলে এসব ঘটনা ঘটতেই থাকবে। মানবিকতা সূত্র দিয়ে জানোয়ার দমন করা যায় না। বস্তিতে থাকিনা বলেই যে আমরা চুড়ান্ত নিরাপদ হয়ে গেলাম তাও না। জানোয়ার যতই প্রশ্রয় পাবে ততই শক্তি সঞ্চয় করবে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০০
খেয়া ঘাট বলেছেন: তে থাকিনা বলেই যে আমরা চুড়ান্ত নিরাপদ হয়ে গেলাম তাও না। জানোয়ার যতই প্রশ্রয় পাবে ততই শক্তি সঞ্চয় করবে। ++++++++
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭
খাটাস বলেছেন: সব জায়গায় অনেকে মনোভাব দেখায় সরকার কিছুই করবে না- মানি যে এদেশে বিচার হয় না ঠিক মত। হলে ও নানা অভিযোগ। তাই বলে চুপ করে সরকারের দোষ দিয়ে বা বিরোধী দের দোষ দিয়ে যারা দলে ভারি হয়, তাদের নিতান্ত কানা অপদার্থ বলিয়া মনে হয়।
আমার আর ফেবু নাই, থাকলে শেয়ার দিতাম। সবাই একবার শেয়ার দিলে ও বলতে পারবেন । এই যে আরেকটাকে বাঁচানোর চেষ্টা করলাম। আর অন্ততঃ এতটুকু পার্থক্য তৈরী করলাম।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০১
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২
মুদ্দাকির বলেছেন:
ভাই , িরিয়াসলি আর অনেস্টলি বলছি, আমার মাঝে মাঝেই খুন করতে ইচ্ছা হয়, মাঝে মাঝে কারো কারো মুখের উপরে মুতে দিতেও ইচ্ছা হয় .....................!!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: " ইয়াসীন মা' কে বললো-
জন্মের পরই পা অবশ লাথ্থি দিতে পারিনা, হাত অবশ চড় দিতে পারিনা। কিন্তু এই বিচার, এই আদালত, এই ন্যায়পরায়ণতা, এই সভ্যতা আর এই মানবতায় মুতে দিয়ে গেলাম।"
........
মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
++++++++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১
মামুন রশিদ বলেছেন: বিবেকের চোখ আমাদের কবেই অন্ধ হয়ে গেছে । নইলে কবেই ঐ জানোয়ারগুলাকে গরাদে পুরা হত ।
ধিক, শত ধিক মানুষরুপী ঐ পশুগুলোকে ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: ভাষা হারিয়ে ফেলেছি
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৪
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি স্টিকি হওয়ার মতো।
বুকটা ভারী হয়ে এল কষ্টে
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৭
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
ব্যাঙের ছাতার মতো পত্রিকা,নিউজ, অনলাইন, মিডিয়া, টকশো, সাংবাদিক, রিপোর্টার, মানবাধিকার সংঘটন-কোথায় আপনাদের বিবেক।
ভাষানটেক বস্তিতে গিয়ে কথা বলুন, রিপোর্ট করুন। একজন অসহায় শিশু খুনের বিচারকে সামনে নিয়ে এসে নিজের বিবেকের কাছে অন্ততঃ মানুষ হিসাবে একটু পরিষ্কার হোন।
১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪০
রাবেয়া রব্বানি বলেছেন: ভালো লিখেছেন
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:২৮
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩১
আবু শাকিল বলেছেন:
"তোমরা আমার পিটে যতপারো মারো, কিন্তু আমার পেটে মারোনা। "
শুয়োর গুলো কে ধিক্কার জানাই।
বিবেক জাগ্রত হোক।
ধন্যবাদ খেয়া ঘাট।
ঘটনাটা সবার সুনজরে আনার জন্য ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:২৮
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এই পেটানোর ঘটনা যদি নিউজ হতে পারে তাহলে স্বতঃপ্রনোদিত হয়ে হাইকোর্ট কোনো রুল জারি করলেন না কেন? সেই এলাকার থানার ইনচার্জ কেন নিজে বাদী হয়ে মামলা করলেন না? আমাদের নারীবাদী সংগঠনগুলা কোথায় ছিল?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩০
খেয়া ঘাট বলেছেন: যত বাদ আর যত বাদী, যত শ্লোগান আর যত মতবাদ সবকিছুই নিজের সুবিধা আর স্বার্থের জন্য।
এই পেটানোর ঘটনা যদি নিউজ হতে পারে তাহলে স্বতঃপ্রনোদিত হয়ে হাইকোর্ট কোনো রুল জারি করলেন না কেন? সেই এলাকার থানার ইনচার্জ কেন নিজে বাদী হয়ে মামলা করলেন না? আমাদের নারীবাদী সংগঠনগুলা কোথায় ছিল? - এসকল প্রশ্নের জবাব কি? কে দেবে? কাকে দেবে?
১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: শিশু ইয়াছিন কত নিষ্পাপ কত নির্মল
মাতৃগর্ভেই তাকে খুন , ভুমিস্টে তার চোখে জল
সে এল আর গেল সাক্ষ্য দিয়ে বোবা বিচার
এমনটি কোথাও ঘটেছে কি হায়,
কেন ? তার প্রতি এ নির্মম অত্যাচার
চাই বিচার , মানবতা কেঁদে ফিরে চাই বিচার ।।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩০
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৫
লিখেছেন বলেছেন: সুন্দর
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩০
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৬
ডি মুন বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
যদিও জানি কোনোদিনও বিচার হবে না। ইয়াসীনের বাবা যদি একজন মন্ত্রী হতো। কিংবা ইয়াসীন যদি কোনো মহান(!) রাজনীতিবিদের ছেলে হইত তাহলে ক্ষীণ আশা ছিলো।
তীব্র ঘৃণা জানাই মানুষরুপী কুকুরগুলোর প্রতি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৭
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কি বলবো, কিছু বলার নাই।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৭
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
অন্ধবিন্দু বলেছেন:
বিবেক বলে-
আমার বিচার চাই
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৫৫
খেয়া ঘাট বলেছেন: মাতৃগর্ভেই শিশু ইয়াসীনের ওপর নৃশংস, পৈশাচিক বার্বারিজম (নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের বিচার চাই।)
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৫
প্রবাসী পাঠক বলেছেন: জানোয়ারগুলোর জন্য ঘৃণা রইল।
নিরাপরাধ শিশু ইয়াসীন খুনের সুষ্ঠু বিচার হোক।