নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু তোমাকে বাঁচিয়ে দিয়েছে নবাব

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৩





মৃত্যু তোমাকে বাঁচিয়ে দিয়েছে নবাব



১৭৫৭ সালের জুলাই মাসের এক প্রচন্ড তপ্ত দুপুর।আগুনে লোহার তালার উপর পুড়ছে কয়েকশ ভু্ট্টা আর সাথে খাবার বলতে কয়েক ঝুড়ি রুটি। French and Indian War র মাঝে বিপর্যস্ত জনপদ।জনৈক কমান্ডার খাবারের দায়িত্বে আছেন।



গত সপ্তাহে কোনো এক বিশেষ কারণে ওহাইয়ো ভ্যালির এই ক্যাম্পে ঠিকমত খাবার সরবরাহ হয়নি। কমান্ডার তাই খুবই চিন্তিত। এই ক্ষুধার্ত সৈন্যদলকে সামাল দিবেন কীভাবে।পুরো লাইন খাবারের জন্য দাঁড়িয়ে আছে। কমান্ডার ছোট একটি রুটির টুকরো আর একটি ভুট্টা লাইনের প্রথম জনের হাতে তোলে দিলেন। একজনের হাত থেকে আরেকজনের হাত হয়ে সেই খাবার পৌঁছে গেলো একেবারে লাইনের শেষপ্রান্তে দাঁড়ানো সৈন্যটির মাঝে। কোনো হৈ চৈ হলোনা। কোনো শৃংখলা ভঙ্গ হলোনা। লাইনের পিছন সারির সবাই খাবার পেলো। আর সামনের সবাই খাবারের আশায় দাঁড়িয়ে রইলো।



কমান্ডার নিজেও না খেয়ে রইলেন। সিপাহীরা কমান্ডারকে ছাড়া খাবেনা, কমান্ডার সিপাহীকে ছাড়া খাবেনা।



কমান্ডার এই ইউনিটের প্রধান হিসাবে নিয়োগের পর , কয়েকটি যুদ্ধে অসাধারণ সাফল্য আসে। ফ্রান্স কলোনি বিপর্যস্ত।

এই সাফল্যে ২৩ বছর বয়সী অধিনায়ককে ভার্জিনিয়া রেজিমেন্টের প্রধান হিসাবে নিয়োগ দেয়া হয়। ভার্জিনিয়া রেজিমেন্ট যেটা আমেরিকার সর্বপ্রথম সামরিক ইউনিট। (তথ্য উইকি। )



ফ্রান্স কমান্ডারের কাছ থেকে উইলিয়াম শার্লি'র কাছে গোপন খবর আসলো ২৩ বছর বয়সের কমান্ডারকে পদচ্যুত অথবা হত্যা করতে পারলে তাকেই কমান্ডারের পদ দেয়া হবে।





তিনি ঘৃণাভরে প্রস্তাব প্রত্যাখান করে বললেন- যে কমান্ডার সিপাহীর সাথে না খেয়ে থাকে, কমান্ডার হয়েও একজন ন্যাচারাল সোলজারের মতো পুরো ইউনিটের সেবা করে- পুরো আমেরিকা দিয়ে দিলেও তার সাথে বিশ্বাসঘাতকতা করা যাবেনা। বরং নিজের মৃত্যু হলেও এই কমান্ডারের মর্যাদা উচ্চাসীন রাখবেন।



২৩ বছর বয়সী সেই কমান্ডার নিজ ক্যাম্পের রুমে এসে ডায়েরীতে লিখলেন- বুভুক্ষু অবস্থায় থেকেও যে জাতির মাঝে এতো শৃঙ্খলা, শত প্রলোভনে যে জাতি নিজের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেনা, সেই জাতি একদিন শুধু এ পৃথিবীর উপর কর্তৃত্বই করবেনা, পুরো পৃথিবীর অধীশ্বর হবে। ( সূত্রঃLibrary of Congress )



২৩ বছর বয়সী সেই দিনের সেই কমান্ডার হলেন আমেরিকার প্রথম রাস্ট্রপতি, প্রতিষ্ঠাতাদের অন্যতম জর্জ ওয়াশিংটন।



ঠিক তাই, আমেরিকা দেশে দেশে যুদ্ধ করে- কিন্তু নিজ জাতির সাথে বেঈমানি এ দেশের কোনো সৈনিক, কোনো সিপাহী, কোনো নেতা, কোনো কমান্ডার, কোনো শাসক কোনোদিনই করেনা। সে যুদ্ধবাজ বুশ হোক, কিংবা কালো প্রেসিডেন্ট ওবামা হোক। আমেরিকার স্বার্থে রিপাবলিকান, ডেমোক্রেট,লিবারাল, টি পার্টি, গ্রীণ পার্টি সব এক।





আর আমেরিকা থেকে বহুদূরে ঠিক একই বছরে -আরেকদল বিশ্বাসঘাতকদের কারণে বাংলার শেষ স্বাধীনতা'র সূর্য অস্তমিত হয়। বিশ্বাসে কারো সাফল্যের সূর্য ওঠে, আর বিশ্বাসঘাতকাতয় কারো সূর্য অস্তমিত হয়।



জর্জ ওয়াশিংটিন যখন আমেরিকার সাফল্যের সূর্য উদয়ের স্বপ্ন দেখছেন তখন তার বয়স ২৩, আর বিশ্বাসঘাতকতার কাছে পরাজিত হয়ে বাংলার স্বাধীনতার শেষ সূর্য যখন অস্তমিত হয় তখন নবাবের বয়সও ২৩। আর সালটি একই ১৭৫৭ সাল।



নবাব কোনো ডায়েরিতে কিছু লিখেছিলেন কিনা জানিনা, তবে হয়তো মৃত্যুভয়ে পালাতে পালাতে ভাবছিলেন- যে জাতির মাঝে এমন বিশ্বাসঘাতক রয়ে যাবে , যে জাতি নিজের জাতী সত্তার সাথে বেঈমানী করে সে জাতি কোনোদিনও নিজের সম্মান নিয়ে ঠিকে থাকতে পারবেনা।



আজ দেশের সতের কোটি মানুষ বেঈমান। চমকে ওঠলেন?

যারা আওয়ামীলীগ করে তাদের চোখে বিএনপি'র সবাই পাকিস্তান আইএসআই'র চর। সে যতবড় মুক্তিযোদ্ধের কমান্ডার হোক না কেন? বিএনপি'র চোখে আওয়ামীলীগের সবাই ভারতীয় র'এর এজেন্ট। জামায়াত শিবিরের সবাই রাষ্ট্রদ্রোহি, আবার জামায়াত শিবিরের চোখে শুধু বিএনপি আর আওয়ামীলীগ না, ওরা বাদে বাকি সবাই কাফের। এদেশে সংখ্যালঘু হিন্দু মানেই ভারতের চামচা। পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা সবাই বিচ্ছিন্নতাবাদী। দাঁড়ি , টুপি মানেই জঙ্গি। নিরপেক্ষ কথা বলা মানেই হয় সুশীল না হয় সুবিধাবাদী দালাল।



এখানে রায় বিপক্ষে গেলে কোর্টের বিচারপতিরা দালাল। সব শিক্ষকরাই দলবাজ। আমলা মানেই সরকারের পদলেহনকারী। রাজনীতিবিদ মানেই ক্ষমতার অপব্যবহারীকারি, গলাবাজ অথবা দূর্নীতিবাজ।



সাধারণ পেশাগত জীবনেও চলছে শুধু বিশ্বাস আর অবিশ্বাসের সাপলুডু খেলা ।

রোগীর চোখে ডাক্তাররা হলো সব রক্তচোষা। যাদের কাজই হলো রোগীকে জিম্মি করে অর্থ আদায়। ডাক্তারের চোখে রোগীরা সব বেশী বুঝে। "আরে বেটা তুই ই যদি সব বুঝিস তবে নিজের চিকিৎসা নিজে করলি না কেন?

পুলিশ মানেই হলো ঘুষখোর। আবার পুলিশের চোখে গভীর রাতে মায়ের জন্য ঔষধের জন্য কোনো ফার্মেসীতে ছুটে যাওয়া ছেলেটিও হয় চোর না হয় সন্ত্রাসী। র‌্যাবের চোখে সবাই লিমন। ব্যবসায়ীরা সবাই মুনাফাখোর।

হুজুররা সবাই ঘরে ঘরে গিয়ে খায় , আর পেট মোটা করে।



একবার এক হুজুর বললেন- ভাই আমরা আস্তে হাঁটলে মানুষে বলে- এতো বেশী খেয়েছে ঠিকমতো হাঁটতে পারছেনা। আবার জোরে হাঁটলে বলে-

কারো বাড়িতে দাওয়াত আছে , দেখো খাওয়ার জন্য কেমন দৌড়াচ্ছে।



এখানে বিনয়ী হবেন কারো সাথে-নিশ্চয়ই ব্যাটার কোনো ধান্দা আছে।

কারো কথায় কোনো প্রতিবাদ করবেন না- আরে তুইতো একটা ভিজা বিড়াল। প্রতিবাদমূখর হবেন- বেটা নতুন নেতা সাজতে চায়।



এযেন অবিশ্বাসী আর স্বার্থপরতার এক হতবিহ্বল জনপদ।



সেদিন ২৩ বছরের ওয়াশিংটন যেমন ডায়েরীতে লিখেছিলেন- আজ তাই হয়েছে। আড়াইশ বছর পর সত্যিই আমেরিকার কর্তৃত্ব পৃথিবী ছাড়িয়ে মহাকাশ ছুঁয়েছে, আর বাংলাভূমি এখনো বিশ্বাসঘাতক আর বেঈমানদের মাঝে ঘুরপাক খাচ্ছে।



গত শুক্রবার ১৯ সে সেপ্টেম্বর ছিলো বাংলার শেষ স্বাধীন নবাবের জন্মদিন। মৃত্যু তোমাকে বাঁচিয়ে দিয়েছে নবাব, জীবিত থাকলে এইসব বিশ্বাসঘাতক আর বেঈমানদের নিয়েই বেঁচে থাকতে হতো।



ছবি সংযুক্তির জন্য কৃতগ্গতা প্রিয় প্রবাসী পাঠক ভাই।

মন্তব্য ৫৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৮

অন্ধবিন্দু বলেছেন:
খেয়া ঘাট,

নবাব বেঁচে গেছেন। এখন আমি প্রজার কি হবে উপায় !
আপনাদের সাথেই থাকতে হবে আমরণ ? ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৩

খেয়া ঘাট বলেছেন: আমরা প্রজা কই অন্ধবিন্দু ভাই।
আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে =p~

এভাবেই থাকতে হবে। আমূল একটা পরিবর্তন না হওয়া পর্যন্ত।

বিনীত ধন্যবাদ রইলো।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার নবাব সিরাজউদদোলার জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধা ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০২

কল্লোল পথিক বলেছেন: salute Nabab.we all ways remember with respect you.

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৫

সচেতনহ্যাপী বলেছেন: সিরাজউদদৌলা নেই কিন্তু আমাদের থাকতে হচ্ছে এইসব বিশ্বাসঘাতক আর বেঈমানদের নিয়েই ।।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৯

খেয়া ঘাট বলেছেন: আর এভাবেই চলতে থাকবে আমূল একটা পরিবর্তন না আসা পর্যন্ত।
অনেক ধন্যবাদ রইলো ।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮

আবু শাকিল বলেছেন: দেশের বাস্তব চিত্র ভাল ভাবে বলেছেন । এইগুলা আমার মত অনেকেরেই নিজের মনের কথা।

সমাধান কোথায় ??????

" আজ দেশের সতের কোটি মানুষ বেঈমান। চমকে ওঠলেন?
যারা আওয়ামীলীগ করে তাদের চোখে বিএনপি'র সবাই পাকিস্তান আইএসআই'র চর। সে যতবড় মুক্তিযোদ্ধের কমান্ডার হোক না কেন? বিএনপি'র চোখে আওয়ামীলীগের সবাই ভারতীয় র'এর এজেন্ট। জামায়াত শিবিরের সবাই রাষ্ট্রদ্রোহি, আবার জামায়াত শিবিরের চোখে শুধু বিএনপি আর আওয়ামীলীগ না, ওরা বাদে বাকি সবাই কাফের। এদেশে সংখ্যালঘু হিন্দু মানেই ভারতের চামচা। পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা সবাই বিচ্ছিন্নতাবাদী। দাঁড়ি , টুপি মানেই জঙ্গি। নিরপেক্ষ কথা বলা মানেই হয় সুশীল না হয় সুবিধাবাদী দালাল।

এখানে রায় বিপক্ষে গেলে কোর্টের বিচারপতিরা দালাল। সব শিক্ষকরাই দলবাজ। আমলা মানেই সরকারের পদলেহনকারী। রাজনীতিবিদ মানেই ক্ষমতার অপব্যবহারীকারি, গলাবাজ অথবা দূর্নীতিবাজ।

সাধারণ পেশাগত জীবনেও চলছে শুধু বিশ্বাস আর অবিশ্বাসের সাপলুডু খেলা ।
রোগীর চোখে ডাক্তাররা হলো সব রক্তচোষা। যাদের কাজই হলো রোগীকে জিম্মি করে অর্থ আদায়। ডাক্তারের চোখে রোগীরা সব বেশী বুঝে। "আরে বেটা তুই ই যদি সব বুঝিস তবে নিজের চিকিৎসা নিজে করলি না কেন?
পুলিশ মানেই হলো ঘুষখোর। আবার পুলিশের চোখে গভীর রাতে মায়ের জন্য ঔষধের জন্য কোনো ফার্মেসীতে ছুটে যাওয়া ছেলেটিও হয় চোর না হয় সন্ত্রাসী। র‌্যাবের চোখে সবাই লিমন। ব্যবসায়ীরা সবাই মুনাফাখোর।
হুজুররা সবাই ঘরে ঘরে গিয়ে খায় , আর পেট মোটা করে।

একবার এক হুজুর বললেন- ভাই আমরা আস্তে হাঁটলে মানুষে বলে- এতো বেশী খেয়েছে ঠিকমতো হাঁটতে পারছেনা। আবার জোরে হাঁটলে বলে-
কারো বাড়িতে দাওয়াত আছে , দেখো খাওয়ার জন্য কেমন দৌড়াচ্ছে।

এখানে বিনয়ী হবেন কারো সাথে-নিশ্চয়ই ব্যাটার কোনো ধান্দা আছে।
কারো কথায় কোনো প্রতিবাদ করবেন না- আরে তুইতো একটা ভিজা বিড়াল। প্রতিবাদমূখর হবেন- বেটা নতুন নেতা সাজতে চায়।

এযেন অবিশ্বাসী আর স্বার্থপরতার এক হতবিহ্বল জনপদ।"

পোষ্টে +++

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৪

অপ্রতীয়মান বলেছেন: যদিও সবাই জানি আমাদের সমস্যা আমাদের অনৈক্যতে তবুও ঐক্যতে আসতে আমরা নারাজ।

আর সত্যিই হয়তো তাই, মৃত্যুই বাঁচিয়ে দিয়েছে নবাবকে। নয়তো আরও হাজার বার মরতে হতো তাকে তার গোষ্ঠীরই আঘাতে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

খেয়া ঘাট বলেছেন: নয়তো আরও হাজার বার মরতে হতো তাকে তার গোষ্ঠীরই আঘাতে।
+++++++++

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:০১

প্রবাসী পাঠক বলেছেন: বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আমরা আমদের ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করছি।


অসাধারণ লেখা প্রিয় খেয়াঘাট ভাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবআদ আপনাকে প্রিয়প্রপা ভাই।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: নাবাব বেঁচে গেছেন , মেরে রেখে গেছেন আমাদের ভ্রাতা ।

ভালো থাকবেন সবসময় ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩৯

খেয়া ঘাট বলেছেন: আপনিও ভালো থাকবেন। বিনীত ধন্যবাদ রইলো ভাই।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩

ইছামতির তী্রে বলেছেন: এযেন অবিশ্বাসী আর স্বার্থপরতার এক হতবিহ্বল জনপদ-প্রবলভাবে একমত।

দারুণ লেখা!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই। অনেক শুভকামনা।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

মামুন রশিদ বলেছেন: সত্য, নির্মম হলেও কথাগুলো সত্য । নবাব সত্যিই বেঁচে গেছেন ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৪০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো মামুন ভাই।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নবাব সত্যিই বেঁচে গেছেন!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৪০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩২

ফা হিম বলেছেন: একেবারে আমার মনের কথাগুলো বলেছেন। অন্যের পিছনে না লেগে যেন আমাদের শান্তি নেই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৪১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অজানা বিষয় জানা হলো --------
নিরপেক্ষ কথা বলা মানেই হয় সুশীল না হয় সুবিধাবাদী দালাল’’------------ দারুন বলেছেন --- কঠিন হলেও সত্যি ---

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৪১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো আপু। অনেক শুভকামনা।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন লেখা
খেয়া ঘাটের নিজস্ব ছাপ :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৪২

খেয়া ঘাট বলেছেন: =p~ টিভিতে কবে দেখবো.....ভাইয়ের পাশে।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোষ্টটা খুব ভালো লেগেছে। চমৎকার।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৪২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাই। অনেক শুভকামনা।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

ঢাকাবাসী বলেছেন: দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ হলাম আমরা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৪২

খেয়া ঘাট বলেছেন: :( :( :( :( :( :( :( :(

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

এ কে এম রেজাউল করিম বলেছেন:
বাংলার নবাব সিরাজউদদোলার জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধা ।
বাংলার নবাব সিরাজউদদোলার জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধা ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৪৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাইজান।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

আনোয়ার ভাই বলেছেন: নবাব সিরাজউদ্দোল্লা কি বাঙ্গালী ছিলেন ? নাকি ইরানি ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০১

খেয়া ঘাট বলেছেন: "Nawab Siraj-ud-Daulah was born in 1733 in Bengal. He belonged to a noble family of Bengal. He was the grandson of Nawab Ali Vardi Khan and son of Amina Begum and Zainudin Ahmed Khan. Siraj-ud-Daulah was regarded as a favorite child in the family as his grand father was appointed deputy governor of Bihar right after his birth. উইকি-
তাই জন্মসূত্রে তিনি অবিভক্ত বাংলার লোকই ছিলেন। আর পূর্রপূরুষের ফ্যামিলি ট্রী খুঁজতে গেলে আমাদের পূর্বপুরুষরাও এই মুল্লুকের না। ঠিক যেমন রিগান, কেনেডির নিকটতম পূর্রপুরুষরা আইরিশ ছিলেন।
ভালো থাকবেন ভাই। বিনীত ধন্যবাদ রইলো।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

কলমের কালি শেষ বলেছেন: বর্তমান বস্তবিকতার সাথে সাংঘর্ষিকতাটা চমৎকার হয়েছে । সহজ ভাষায় সুন্দর লেখা । পড়ে অনেক ভাল লাগলো । :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৪৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই। অনেক শুভকামনা।

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: কিছু বলার নাই ভাই ।

সবই সত্য ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৫৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো ভাই।

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

এ কে এম রেজাউল করিম বলেছেন: "আড়াইশ বছর পর সত্যিই আমেরিকার কর্তৃত্ব পৃথিবী ছাড়িয়ে মহাকাশ ছুঁয়েছে, আর বাংলাভূমি এখনো বিশ্বাসঘাতক আর বেঈমানদের মাঝে ঘুরপাক খাচ্ছে।

গত শুক্রবার ১৯ সে সেপ্টেম্বর ছিলো বাংলার শেষ স্বাধীন নবাবের জন্মদিন। মৃত্যু তোমাকে বাঁচিয়ে দিয়েছে নবাব, জীবিত থাকলে এইসব বিশ্বাসঘাতক আর বেঈমানদের নিয়েই বেঁচে থাকতে হতো।"

প্রিয় খেয়া ঘাট, আপনার আজকের পোষ্টটি পড়ার জন্য আবারও লগইন করলাম। দৃষ্টান্ত দিয়ে অসাধারন লিখা। আপনাদের মত যুবকদের মোঙ্গল হোক কামনা করি।
আমি আজ ৩২ বছর যাবত আমেরিকায় আছি। দেশে আত্মীয়-স্বজন যে যেখানে আছে সাধ্যমত চেষ্টা করেছি অনুদান দিতে। জানা মতে কারও কোন ক্ষতি করি নি। সে রক্ত সম্প্রকের আত্মীয়দের কয়েকজান আমাকে চরমভাবে মোনাফেকি ও প্রতারনা করে আমার জীবন তছনছ করে দিয়েছে।
এতে তাদের কোন লাভ হোলকিনা জানিনা তবে পরশ্রীকাতরতার জয় হয়েছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৫৬

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্যে পুরো দেশটাই যেন দেখতে পেলাম বড়ভাই।
দুঃখ প্রকাশ করা ছাড়া আর কি করতে পারি।
আমি আটলান্টা আছি। আপনি কোন স্ট্যাটে?

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর পোষ্ট !

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৫৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো অভি ভাই।

২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: জীবিত থাকলে এইসব বিশ্বাসঘাতক আর বেঈমানদের নিয়েই অামাদের বেঁচে থাকতে হবে।

চমৎকার পোস্টে ভাল লাগা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৫৭

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো সমুন ভাই।

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮

মনে নাই বলেছেন: খুব ভালো বলেছেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৫৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ , শুভকামনা রইলো।

২৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪১

না পারভীন বলেছেন: ব্লগ থেকে ই শুরু, তাই ব্লগে এসে আবারো ঈদুল আযহা ২০১৪ এর শুভেচ্ছা জানাই প্রিয় লেখক। :)

০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ২:১৮

খেয়া ঘাট বলেছেন: : ব্লগ থেকে ই শুরু, তাই ব্লগে এসে আবারো ঈদুল আযহা ২০১৪ এর শুভেচ্ছা জানাই প্রিয় লেখিকা। =p~ =p~ =p~ =p~ =p~

২৬| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৭

না পারভীন বলেছেন: নকল করে এত খুশি কেন?

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৮

খেয়া ঘাট বলেছেন: পুরোটাই কি নকল করেছি????????????? =p~ =p~ =p~ =p~

২৭| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৬

প্রবাসী পাঠক বলেছেন: ঈদের শুভেচ্ছা প্রিয় খেয়া ঘাট ভাই।

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৯

খেয়া ঘাট বলেছেন: অনেক দেরীতে আপনাকেও ঈদের অনেক , অনেক শুভেচ্ছা।

২৮| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৭

খেয়া ঘাট বলেছেন: প্রিয় RTV- আমার মূল লিখাটির কোনো সূত্র উল্লেখ না করে এবং কোনো রকম কার্টেসি ছাড়াই লিখাটি কপি পেস্ট করা আদৌ ঠিক হয়নি। তাছাড়া, আমি যে ঐতিহাসিক ঘটনাটি লিখার শুরুতেই উল্লেখ করেছিলাম-সে ঘটনাটা পুরোটাই বাদ দিয়ে আংশিক লিখা প্রকাশ করাটাও উচিত হয়নি। মূল লিখার লিংক-
https://www.facebook.com/arif.mahmud.10888/posts/10152774783168205:0


-বিনীত, আরিফ মাহমুদ।

২৯| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৬

চটপট ক বলেছেন: সচেতনহ্যাপী বলেছেন: সিরাজউদদৌলা নেই কিন্তু আমাদের থাকতে হচ্ছে এইসব বিশ্বাসঘাতক আর বেঈমানদের নিয়েই ।




ভাইয়া শেষ মন্তব্য টা দেখে থমকে গেলাম। আজকাল টিভির করতাব্যাক্তিরাও নকল করা শুরু করেছে !

১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

খেয়া ঘাট বলেছেন: মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ ভাই।

জ্বি ভাই। ওরা হুবুহু আমার লিখা ওদের পেজে পেস্ট করে দিয়েছে।মিনিমাম সূত্র উল্লেখ করেনি, কোনো কার্টেসি দেয়নি।
আর আমি ব্লগে বাংলা টাইপ করে ওদের পেজে মন্তব্যটা লিখেছিলাম। প্রায় ১ লক্ষ লাইক নিয়ে ওরা আহলাদিত হয়েছে। কিন্তু হাজারো মন্তব্যের ভীড়ে আমার মন্তব্যেটার জবাবও ওরা দেয়নি। এই হলো নীতি, এই হলো আদর্শ।
কাকে কি বলবো? কোথায় নালিশ করবো?????

৩০| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫১

তুষার কাব্য বলেছেন: আমাদের সমস্যা টা শেকড়ে..সন্দেহ,ঘৃনা,হিংসা আর অবিশ্বাস আমাদের ভেতরের অস্তিত্বকে একদম নড়বড়ে করে দিয়েছে..আমরা জাতি হিসেবে ক্রমশ রসাতলে তলিয়ে যাচ্ছি...

১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.