নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের ছোট গল্প- ভালোবাসার লাল পাথর।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬

এক মিনিটের ছোট গল্প- ভালোবাসার লাল পাথর।



বুলবুলি নীড়ে ফিরে এসে দেখে ঠোঁটে ফুলের পাঁপড়ি নিয়ে বুলবুল অনেক আগেই গাছের ডালে বসে আছে।বুলবুলি বলে-আমি এবারও হেরে গেলাম বুলবুল। তবে জেনে রাখো ,আমি একদিন তোমাকে প্রেমে হারাবোই।



বুলবুল হেসে বলে- যেদিন তুমি আমাকে হারাবে সেদিন তুমি একটা লাল পাথর হয়ে যাবে। পাখি কি কোনোদিন লাল পাথর হয়? তাই তুমি পাথরও হবেনা, আমাকে হারাতেও পারবেনা।



পাশে এক মুনিয়া পাখী। বাতাসে তার মিষ্টি শিশ ভেসে আসে। মুনিয়া বলে- " ভালোবাসার রঙ লাগে যার, শরীর টুকটুকে লাল হয় তার।"



বুলবুলি সে কথা শুনে বলে,- দেখো কী সুন্দর এক লাল কৃষ্নচূড়া। লাল রঙ দেখলেই আমার বুকের ভিতর ভালোবাসা নদী উদ্বেলিত হয়। রোমান্চিত রেণু পুরো শরীরে ছড়িয়ে পড়ে।



বুলবুল দূরে উড়ে যায়। ফিরে আসে কিছুক্ষণ পরে। বুলবুলি দেখে কী অপরুপ টুকটুকে লাল হয়ে ফিরে এসেছে বুলবুল। দেখতে কী যে ভালো লাগে। কিন্তু একি। বুলবুলি কি যেন ভেবে পাশেই গোলাপ কাননে উড়ে যায়। গিয়ে দেখে গোলাপের কাঁটায় কাঁটায় লেগে আছে বুলবুলের পালক।

বুলবুলি মনে মনে বলে- আমিও একদিন আরো বেশী লাল হবো। একেবারে রক্তলাল শাড়ী পরে তোমার সামনে এসে দাঁড়াবো।



তারপর, কতবার ঠোঁটে সবুজ ঘাস, সোনা ঝরা ধান, নতুন মন্জরি , হলুদ পাতা ,পুষ্পরেণু নিয়ে এসে বুলবুলি দেখে বুলবুল অনেক আগেই নীড়ে ফিরে বুলবুলির অপেক্ষায় পথ চেয়ে আছে। ভালোবাসার কোনো প্রতিযোগিতায় সে বুলবুলকে হারাতে পারেনা।



কালকের দিনটি তবে একেবারে অন্যরকম। এ প্রতিযোগিতায় ওকে জিততেই হবে। ও যে বড় বেশী ভালোবাসে ওর বুলবুলকে।



প্রচন্ড শীতের রাত। ভোরের প্রথমলগনে ফুটবে শীতের অতি দূর্লভ নার্গিস ফুল। সেই প্রথম ফোঁটা ফুলের রেণু যে নিয়ে আসতে পারবে সেই জিতবে।নীড়ে বুঝি দুজনার প্রতীক্ষার প্রহর আজ শেষ হয়না। ব্যথা আর কুয়াশার ভিতর একসময় সন্ধ্যা নামে।



ভোরের আলো ফুটার আগেই বুলবুল আকাশে উড়াল দেয়। বুলবুলি যেন এতটুকুও বুঝতে না পারে। প্রিয়তমার ঘুম ভাঙ্গার আগেই সে নিয়ে আসতে চায় প্রথম ফুটা পুষ্পরেণু।



নার্গিস বনের ওপর ফর্সা আভা একটু একটু করে পড়তে শুরু করেছে। বুলবুল খুব খুশী। ওযে তার বুলবুলিকে কত বেশী ভালোবাসে। শ্রেষ্ঠতম প্রেমের নিদর্শণ নার্গিসের সৌরভে বুলবুলিকে সে সুরভিত করবে।



বুলবুল বনে নেমে আসে। একপাশে গোলাপ। আরেক পাশে নার্গিস। একটু একটু করে উড়ে সেই প্রথম কলি ফোঁটা নার্গিস ফুলটির কাছে গিয়ে প্রিয়তমার জন্য পুষ্পরেণু তোলে নেয়। এবার ঘুম থেকে জাগার আগেই বুলবুলিকে অবাক করে দেয়ার পালা।



কিন্তু হঠাৎ দেখে নিকটেই গোলাপ গাছটির নীচে নার্গিস ফুলের রেণু ঠোঁটে নিয়ে তার গভীর প্রণয়ের প্রিয়তমা বুলবুলি রক্তলাল হয়ে শুয়ে আছে মাটিতে। আর কোমল দেহখানা ঠান্ডায় জমে গিয়ে যেন নীরব, নিথর,নিস্তব্ধ এক পাথর হয়ে আছে।



বুলবুল বুঝতে পারে -প্রথম ফুটা নার্গিসের প্রেমমধু বুলবুলকে আগেই উপহার দেয়ার জন্য এই প্রচন্ড শীতের রাতে বুলবুলি সারারাতভর নার্গিস বনেই কাটিয়ে আগ্রাসী শীতের কষ্ট সহ্য করতে না পারে নিজেকেই সে মৃত্যুর কাছে সঁপে দিয়েছে। আর রক্তলাল হওয়ার জন্য গোলাপের কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে লাল শাড়ি পড়ে আছে।



তার কথাই সত্যি হলো-প্রেমে জিততে গিয়ে প্রিয়তমা অবশেষে একটা লাল পাথর হয়ে গেলো।



বুলবুলের চোখে নামে অশ্রু।গোলাপ সে কান্না দেখতে পেয়েও কিছুই করার থাকেনা। শুধু তার পাঁপড়ি দুঃখ আর বিলাপ হয়ে দুজনার ওপর ঝরতে থাকে।



"বুলবুলি নিরব নার্গিস বনে,

ঝরা বন গোলাপের বিলাপ শুনে।"



(প্রবাসী পাঠক ভাই আর মাহমুদ ভাইকে বিশেষ ধন্যবাদ আমাকে পুশ করে গল্পটি লিখিয়ে নেয়ার জন্য। )

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

একলা ফড়িং বলেছেন: ভালো লাগল! তবে ভালোবাসায় এমন হার জিত না থাকুক!

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪

খেয়া ঘাট বলেছেন: সেটাই :) ধন্যবাদ রইলো ভাই।

২| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

লেখোয়াড় বলেছেন:
গল্প ভাল লাগল।
অনেক দিন পর আপনার লেখা পড়লাম।

ভাল থাকেন।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাইজান। আপনিও ভালো থাকবেন।

৩| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: অনেকদিন পর অাপনার এক মিনিটের গল্প পেলাম।

প্রবাসী পাঠক ভাই, মাহমুদ ভাইকে অাগে এবং তারপর অাপনাকে অনেক ধন্যবাদ, এতো সুন্দর একটি গল্পের জন্য।


ব্লগে কম দেখা যায়।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:১১

খেয়া ঘাট বলেছেন: ব্লগে কেউ কিছু লিখলে তা পড়েনা। তাই ব্লগে আর তেমন লিখা হয়না সুমন ভাই। তাছাড়া খুব সুন্দর একটি ছবি ছিলো গল্পটির সাথে সেই ছবিটাও যোগ করতে পারলাম না। খারাপ লাগেনা বলেন???

৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:০৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার !!!

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:১৫

খেয়া ঘাট বলেছেন: বিনম্র ধন্যবাদ।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এক মিনিটে যতটুকু পড়া গেছে, তার চেয়ে আরও দু প্যারা বেশি পড়েছি ;)


পাঠে আমার মনোযোগ ছিল না :(

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:১৫

খেয়া ঘাট বলেছেন: আছে এবার না হয় হৃদয়যোগে পড়েন প্লিজ :) :)

৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বুলবুলের চোখে নামে অশ্রু।গোলাপ সে কান্না দেখতে পেয়েও কিছুই করার থাকেনা। শুধু তার পাঁপড়ি দুঃখ আর বিলাপ হয়ে দুজনার ওপর ঝরতে থাকে। ’’---------- অসাধারণ

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: বিনম্র ধন্যবাদ রইলো আপু।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:০০

আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন পর আপনার গল্প পড়লাম। ভালবাসায় এমন হারজিত না থাকুক।

গল্পে তৃতীয় ভাললাগা :)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

খেয়া ঘাট বলেছেন: হারজিত চিরদিন থাকবেই :) :) :)

বিনীত ধন্যবাদ রইলো ভাই।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮

মামুন রশিদ বলেছেন: অসাধারণ! গানটা নিঃসন্দেহে ভালোবাসার, কবি নজরুল ইসলাম তার অকাল প্রয়াত আত্মজের জন্য এই গান লিখেছিলেন । কিন্তু আমরা আপনার কাছ থেকে পেলাম ভালোবাসার উপকথা ।

দুর্দান্ত++++

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

খেয়া ঘাট বলেছেন: হুমম. অনুপ জালোটার গাওয়া এই গানটা শুনছিলাম। তারপর হঠাৎ করে এই চিন্তাটা মাথায় আসলো। ভাবলাম, আরে এটাতো দেখি একটা গল্প হতে পারে। জ্বি , আপনি ঠিক বলেছেন- উনার প্রয়াত হৃদয়মনিকে নিয়েই গানটি লিখেছিলেন। ভাবলাম-এটাকে গল্প বানানো ঠিক হবে কিনা?
এরপর মনে হলো- না লিখেই ফেলি। কিছুদিন পরে মনে নাও থাকতে পারে।

বিনীত ধন্যবাদ রইলো ভাইজান।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

তোমোদাচি বলেছেন: Eto sundor kemne lekhen!!

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

খেয়া ঘাট বলেছেন: অনেকদিন পরে দেখলাম। জাপান থেকে যারা পিএইচডি করে-ওরা দেখি অনেকেই মার্কিনমুল্লুকে চলে আসে। আপনার ইচ্ছে আছে নাকি?

বিনীত ধন্যবাদ রইলো ভাই।

১০| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

ডি মুন বলেছেন: ++++++

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো মুন ভাই।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

প্রবাসী পাঠক বলেছেন: এরই নাম ভালবাসা। যে ভালবাসা, পাওয়ার আশা না করে শুধু অন্যকে ভালবাসা বিলিয়ে দিয়ে যায়।

গল্পে ভালো লাগা রইল।


ব্লগে আশংকাজনকভাবে পাঠক কমে গেছে এটা সত্য। তবে ভালো লেখা গুলোর পাঠক এখনো আছে ব্লগে। আমরা আপনাকে হারাতে চাই না। প্লিজ নিয়মিত আমাদের জন্য ব্লগে লিখুন। ইনবক্সে আমাকে ছবিটা দিন খেয়াঘাট ভাই। আমি প্রসেস করে দিচ্ছি।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫০

খেয়া ঘাট বলেছেন: ছবিযোগে সাহায্য করার জন্য অশেষ কৃতগ্গতা রইলো ভাই।
আপনাদের ধাক্কায় ঠেলাগাড়ী নড়বেই :)

১২| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

নাভিদ কায়সার রায়ান বলেছেন: ভাল লেখা সবাই পড়ে। হয়ত অনেকে মন্তব্য করতে পারে না সময় এর অভাবে কিংবা ব্যাস্ততার কারনে। কিন্তু সেই কারনে কম লিখলে কিভাবে হবে ভাই?

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫২

খেয়া ঘাট বলেছেন:
সেটাই অনেকে হয়তো মন্তব্য করার মতো সময় বের করতে পারেন না।
নিয়মিত হওয়ার চেষ্টা করবো।

বিনীত ধন্যবাদ রইলো নাভিদ ভাই।

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:২৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার++++

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাই।

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

তুষার কাব্য বলেছেন: চমৎকার লাগল ...

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে আমরা সবসময় মিস করি । করব ।
প্রিয় খেয়াঘাট ভাইকে গল্প সহ দেখতে চাই সবসময় ।

গল্পে ++++++++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬

খেয়া ঘাট বলেছেন: আমিও আপনাদের মিস করি :)
চেষ্টা করি, কিন্তু পারিনা ভাই। :(

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এক মিনিটের গপ পড়তে কয় মিনিট লাগে? ;) :P

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

খেয়া ঘাট বলেছেন: খুশী হলাম ভাই। ১ মিনিটেরও কম লেগেছে আপনার পড়তে :) :) :) :)

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক অনেক ভালো লাগলো।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পেয়ে আমারও অনেক অনেক অনেক অনেক ভালো লাগলো।

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

অন্ধবিন্দু বলেছেন:
খেয়া ঘাট,
বিখ্যাত লেখকের লেখাও আজকাল অপঠিত থেকে যায়। অনলাইন সব বদলে দিচ্ছে.... অভিমান ছাড়ুন, নিয়মিত লেখালেখি করুন। নিজের এবং আপনার পাঠকদের (সংখ্যাটা যতই নগণ্য হোক না কেন) জন্য হলেও লিখুন ...

শুভ কামনা।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্যে একেবারে সিক্ত হলাম ভাই।এমন মায়ার বাইরে কেউ কি আর যেতে পারে!!!!

১৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বুলবুলি মনে মনে বলে- আমিও একদিন আরো বেশী লাল হবো। একেবারে রক্তলাল শাড়ী পরে তোমার সামনে এসে দাঁড়াবো।

অসাধারন লাগলো লেখাটা।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.