নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

‘এই অশ্রুতে কোনো গ্লানি নেই’

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৪



গত ১৪ ডিসেম্বর আটলান্টায় সেবা বাংলা লাইব্রেরিতে মুক্তিযুদ্ধের বীর নেতা তাজউদ্দীন আহমদের কন্যা শারমিন আহমদের বক্তৃতা শুনে অভিভূত হলাম। তাজঊদ্দীন যে আমাদের নমস্য নেতা, সেকথা নতুন নয়। এমন বিদগ্ধ, সৎ ও ত্যাগী নেতা পেয়ে বাংলাদেশ ধন্য, কিন্তু ধিক আমাদের, তাঁর যোগ্য মর্যাদা আমরা দিতে পারিনি।

তাহলে শারমিনের বক্তৃতায় কী নতুন কথা ছিল? শারমিন উচ্চশিক্ষিতা ও অত্যন্ত মিতবাক, সুবক্তাও বটে—কিন্তু তাঁর আবেগপ্রবণ পাঠ ও কথার আলাদা জাদু ছিল। ছোট ছোট অদ্ভুত দ্যোতনাময় ঘটনা আমাদের নতুন করে এই মহাপ্রাণ ব্যক্তিকে, মুক্তিযুদ্ধকে জীবন্ত করে তুলেছিল।

আমরা কজনে জানি মুক্তিযুদ্ধের সময় যখন তাজউদ্দীন পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যান, আর পরিবার যখন নিরাপদে কলকাতা পৌঁছে, তখন তাজউদ্দীন কয়েক মিনিটের জন্য মাত্র স্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন? প্রবাসী মন্ত্রীসভা শপথ নিয়েছিল, বাংলাদেশ স্বাধীন ও শত্রুমুক্ত করার আগে তাঁরা কেউ পরিবারের সাথে থাকবেন না। আমরা কজন জানি তাজউদ্দীন একা এই শপথ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন?

কিংবা বিনাদোষে কারাবাসে মৃত্যুর আগে তিনি যখন জানেন তিনি আর বাচঁবেন না, তিনি যে ধীর মস্তিষ্কে কারাগারের এক স্থানে এক শ বৃক্ষ রোপণ করেন, সেকথা কজন জানেন?

এসব কথা শুনে আমি অশ্রু স্মরণ করতে পারি নাই। সেজন্য আমার বিন্দুমাত্র লজ্জা নেই। লজ্জা শুধু এই ভেবে যে ব্যক্তি হিসেবে, দেশের অংশ হয়ে কী বিবেকবর্জিত নির্লিপ্ততায় আমরা এই মহাপ্রাণ ব্যক্তির ক্ষমতাচ্যুতি ও নির্মম বর্বর হত্যাকাণ্ড প্রত্যক্ষ করলাম! সেই লজ্জা কিছুতেই ঢাকা সম্ভব নয়।

সেবা লাইব্রেরীর পরিচালক শ্রদ্ধেয় বড়ভাই হারুন ভাইয়ের প্রতি বিশেষ কৃতগ্গতা এ রকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।

প্রায় আড়াইঘন্টা সময় শারমিন আহমদ হলভর্তি দর্শক শ্রোতাদের তন্ময় করে রেখেছিলেন। পুরো ৭১ সালের নয়টি মাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠেছিল। তার কথায় কখনো শিহরিত হচ্ছিলাম, কখনো চোখের কোণে জমেছিলো অশ্রু। এরকম একজন মহান মানুষের সুযোগ্যা কন্যাকে একটি বিশেষ দিনে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসে এতো কাছ থেকে জানতে পারার স্মৃতি জীবনে অনন্য হয়ে রইল।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৮

নিলু বলেছেন: ভালো

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৫

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: যারা যায় ক্ষেমতায় মিডিয়া সে দিকেই দৌড়ায় । উচিৎ এইসব বিরচিত মানুষের কথা নব প্রজন্ম কে জানানো ।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৭

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন ভাইজান।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৫

ঢাকাবাসী বলেছেন: এটা একটা দুঃখজনক ব্যাপার।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৮

খেয়া ঘাট বলেছেন: খুবই দুঃখজনক

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

মামুন রশিদ বলেছেন: অশ্রু ধরে রাখা সম্ভব নয় । একজন তাজউদ্দিন আমাদের মহান মুক্তিযুদ্ধের কাণ্ডারি । মহাকাল একদিন তাঁর প্রাপ্য সম্মান বুঝিয়ে দিবে, বাঙালীর মানসে তিনি অমর হয়ে রইবেন ।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৮

খেয়া ঘাট বলেছেন: একজন তাজউদ্দিন আমাদের মহান মুক্তিযুদ্ধের কাণ্ডারি । মহাকাল একদিন তাঁর প্রাপ্য সম্মান বুঝিয়ে দিবে, বাঙালীর মানসে তিনি অমর হয়ে রইবেন ।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

সুমন কর বলেছেন: অাপনি ভাগ্যবান। উনার কথা বা স্মৃতির কথা শুনতে এবং সংস্পর্শে অাসতে পেরেছেন।


উনার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৮

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও শুভেচ্ছা সুমন ভাই।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৫

এস. দেওয়ান বলেছেন: মুশ্তাক শুকরটা ছিল যত নষ্টের গোড়া । আমার শ্রদ্ধাঞ্জলি তাজ উদ্দীন আহমদের চরনে ।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৯

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১১

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো কিন্তু তাজউদ্দীন আহমদের জন্য দুঃখ লাগলো ।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৯

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাই। ধন্যবাদ

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: মুক্তি যুদ্ধে তাজউদ্দিনের ভূমিকা জাতি সবসময় মনে রাখবে ।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৯

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: পরিচিত ও জীবিত কেউ যদি থাকে যে গোটা টিমের সাথে দিল্লীতে তাজুদ্দিন-ইন্দিরা মিটিং সম্পর্কে জানেন তার কাছে শুনে নেবেন এই অসম সাহসী বীর, ধীরস্থির নেতা কি স্মার্টলি ইন্দিরার প্রশ্নের জবাবে বলেছিলেন হ্যাঁ আমরা একটা প্রবাসী সরকারের মন্ত্রী পরিষদ চূড়ান্ত করেছি, কিছুক্ষনের মধ্যেই দিচ্ছি ।আসলে কিন্তু কিছুই চূড়ান্ত করা ছিলনা। ঘাম ছুটিয়ে বাইরে এসে বাকিদের বললেন এক্ষুনি নাম ধাম লিখে ভেতরে পাঠাও। তাজের প্রস্তাবেই শেখ মুজিবকে প্রবাসী সরকার প্রধান করে বাকিদের নাম চূড়ান্ত করে লিস্ট ভেতরে চলে গেল। ইন্দিরাই ঠিক করলেন কোথায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। তাজের প্রশাসনিক দক্ষতা কতখানি ছিল তা এই ঘটনাই প্রমান করে। আমার দৃঢ় বিশ্বাস তাজের জায়গায় অন্য কেউ হলে গুলিয়ে ফেলতেন । স্যালুট টু ইউ হিরো তাজুদ্দিন !!

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৩

খেয়া ঘাট বলেছেন: স্যালুট টু ইউ হিরো তাজুদ্দিন !!

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১১

মনিরা সুলতানা বলেছেন: স্যালুট টু ইউ তাজউদ্দিন :)

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

খেয়া ঘাট বলেছেন: স্যালুট টু ইউ হিরো তাজুদ্দিন !

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: স্যালুট--------

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

খেয়া ঘাট বলেছেন: স্যালুট টু ইউ হিরো তাজুদ্দিন !!

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

এ কে এম রেজাউল করিম বলেছেন:
প্রস্তাবেই শেখ মুজিবকে প্রবাসী সরকার প্রধান করে বাকিদের নাম চূড়ান্ত করে লিস্ট ভেতরে চলে গেল। ইন্দিরাই ঠিক করলেন কোথায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। তাজের প্রশাসনিক দক্ষতা কতখানি ছিল তা এই ঘটনাই প্রমান করে। আমার দৃঢ় বিশ্বাস তাজের জায়গায় অন্য কেউ হলে গুলিয়ে ফেলতেন । স্যালুট টু ইউ হিরো তাজুদ্দিন
!!

শাহ আজিজ আপনার অভিজ্ঞতা যেন উপস্থিত শ্রোতার মত । আমি ব্যাক্তিগতভাবে সেই সময়ের আরো অনেক কথা জানতে আগ্রহী । ১৯৭১, মুক্তিযুদ্ধ, শেখমুজিবুর রহমান, তাজুদ্দিন আহম্মদ, জিয়া, মুস্তাক সমদ্ধে আপনার বেশি বেশি পোস্ট দেখতে চাই

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

খেয়া ঘাট বলেছেন: যার যতটুকু অবদান সে টা স্বীকার করে নিতে সমস্যা কোথায় বুঝতে পারিনা।
কেবল একটি মাত্র নক্ষত্রই কোনো আকাশ পুরো আলোকিত করে রাখতে পারেনা।
আপনাকে ধন্যবাদ

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৯

আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট ,




আসলেই মুক্তি যুদ্ধের নয়টি মাসের এক নিরলস মহান যোদ্ধা তাজউদ্দিন আহমেদ এর যোগ্য সন্মান আমরা দিতে পারিনি । এ লজ্ঝা শুধু আপনার একার-ই নয়, আমাদেরও ।
তবে এটুকু জেনে রাখুন , প্রকৃত একজন কর্মী তার কর্মের পুরষ্কারের আশায় বসে থাকেন না । একজন দেশপ্রেমী তার দেশপ্রমের সার্টিফিকেট চাননা । তাকে মনে রাখে অনন্ত মহাকাল, সে-ই তার পুরষ্কার .......

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

খেয়া ঘাট বলেছেন: একজন দেশপ্রেমী তার দেশপ্রমের সার্টিফিকেট চাননা । তাকে মনে রাখে অনন্ত মহাকাল, সে-ই তার পুরষ্কার .......++++++++++++++++++++++++++++++++++++

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: দেরীতে হলেও জানাচ্ছি আমরা ইতিহাস ভুলে যাচ্ছি বা বাধ্য করা হচ্ছে!!!

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

না পারভীন বলেছেন: আপনি কোন আইডিতে আছেন ;)

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

মনিরা সুলতানা বলেছেন: না পারভীন বলেছেন: আপনি কোন আইডিতে আছেন ;
:| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :|

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

মায়াবী রূপকথা বলেছেন: উনি নেতা ছিলেন কতটা জানিনা, ভালো মানুষ ছিলেন অবশ্যই

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৪

কাজীদা বলেছেন: ভাইয়া,আপনাকে ফেসবুকে খুব মিস করি।

১৯| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:১১

মনিরা সুলতানা বলেছেন: কাকে দেখলাম.......
ওয়েল কাম ব্যাক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.