নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

জয়তু টাইগার

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪২


দিনের পর দিন যায়। দুঃখ বাড়ে। নিদ্রাহীন রাত কাটে। কষ্ট, আহাজারী বাড়ে। তারপরও যেন এক অদম্য শক্তি,আর সীমাহীন মনোবল নিয়ে এক স্বর্গসুখের অপেক্ষায় থাকা। যন্ত্রণায় কাতর হয়ে কোনো কোনো সময় চীৎকার করে ওঠা। ব্যথা আর যন্ত্রণায় যেন পুরো শরীর অবশ হয়ে যায়। মৃত্যু হাতছানি দেয়। তবুও এই সৃষ্টির নেশায় জীবনকে যে অতি তুচ্ছ মনে হয়। নতুন সন্তানের আগমণে মানুষ, পৃথিবীবাসী থাকে এক শুভমুহুর্তের অপেক্ষায়।

এক সময় সন্তান ভূমিষ্ট হয়। মায়ের জন্য পৃথিবীতে এর চেয়ে বড় সুখ আর কী হতে পারে।
সে যে আর কিছুই চায়না।

পাশের চাকরানি প্রতিবেশী সন্তান কোলে নিয়ে বাইরে এসে বলে- এই যে দেখো, আমার সন্তান ।কিছুক্ষণ আগেই প্রসব করেছি। দেখো, তোমরা সবাই দেখো।

পাগলের কথা শুনে সবাই হো হো করে হাসে। পুরো পৃথিবী তাকে উন্মাদ মনে করে।

দুদিনের জন্য কাজে যোগ দিয়ে এই পাগলি পুরো সন্তানেরই মা বনে গেলো। এতো পাঁড় মাতাল , উন্মাদ, এ যে ঘোর পাগল। সুদীর্ঘ মাস মাতৃত্বের তিল তিল করে যন্ত্রণার এতো কিছুই বুঝলো না।

হে নাবালক ভারতীয় বালকেরা তোমারও এই পাঁড় মাতালের মতোই। দু দিনে কাজে যোগ দিয়ে একটা দেশ সৃষ্টি করা যায়না রে পাগল।

জানি, এ টা কিছু উদ্ভ্রান্ত দুষ্টু পাগল ছেলেদের প্রলাপ। তবে এ কথাও ঠিক। এরকম লাখো লাখো ভারতীয় শিশুদের মগজে একথাগুলো কৌশলে ঢুকিয়ে দেয়া হয়েছে। ওদের পাঠ্য বইয়েও এটা পড়ানো হয়। শুধু তাইনা, এ দেশীয় কিছু ভ্রান্ত, দালাল পণ্ডিত শ্রেণীও তাই মনে করে। ভারতের দানেই আমাদের স্বাধীনতার সৃষ্টি ত্বরান্বিত হয়েছে।

দাম দিয়েছি কিনেছি বাংলা , কারো দানে পাওয়া নয়।
সন্তান জন্ম দিলো আসল মা, আর,চাকরানি এটা কি কয়?

তোমরা ফালানিকে মেরে কাটা তারে ঝুলিয়ে রেখোছো। বিশ্বাস করো আমরা সেটা কখনো করবোনা। মা হলে শ্রদ্ধা দিবো, বোন হলে স্নেহ, মমতার আঁচল দিবো।
তোমরা পানি কেড়ে নিয়েছো। না, আমরা সুযোগ পেলেও তা করবোনা।
আমরা আজলা ভরা জল তোমাদের মুখে তোলে দিবো।
তোমরা যত বেশী ঘৃণা দিবে, আমরা তার চেয়ে বেশী ভালোবাসা ফিরিয়ে দেবো।
কারণ , আমরা তো ভাই, ভ্রাতা, ভগ্নি,মাতা। আমরাতো মানুষ। হায়েনা না রক্তাক্ত করবো, দাঁতালো শুকর না , অকারণে গোঁৎ গোঁৎ করবো। শকুন না পঁচা মাংসে টুকরাবো।

কারণে অকারণে সবজায়গায় রাজনীতিও করবোনা।
তবে হ্যাঁ, ১৯ শে মার্চ । এ সব কিছুর একটা প্রতীকী প্রতিবাদ হবে। সমগ্র বিশ্বের সামনে মেলবোর্নের মাঠে যে নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে, সেখানে কোনো চাকর, চাকরানী, সেবাদাসীরা থাকবেনা। বিজয়ের এ অমর গাঁথা সৃষ্টি হবে ১৬০ মিলিয়ন মানুষের ভালোবাসায় আর ১১ টি ব্যাঘ্রের অদম্য ক্ষীপ্রতায়। প্রচন্ড , দুর্দমনীয়, ক্ষীপ্রতায় জেগে ওঠেছে টাইগার। তাদের রুখার সাধ্য আর কারো নেই। লালসবুজ পতাকার এবার বিশ্বজয় হোক। জয়তু টাইগার।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: জয়তু টাইগার্স ।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ৩:১৮

খেয়া ঘাট বলেছেন: জয়তু টাইগার্স ।

২| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৪৯

তারেক বলেছেন: লাভ নাই , আজকে টাইগাররা হারবে।

৩| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২২

মনিরা সুলতানা বলেছেন: দাম দিয়ে কিনেছি বাংলা
কারো দয়ার দান নয়।

ইনশাআল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.