![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও পুঁটি তুই যাস কই , একটু কথা আমার শোন,
কেমন আছিস ,পাচ্ছিস কি অল্প সাদা ভাত আর নুন।
শরীরটা তোর জলে ভিজে জ্বর হবে রে ভাই,
এ কেমন চেহারা গালে কোনো স্নো,পাওডার নাই।
ছি ছি এ খাবার খাসনে তুই, ও জলে কি মেটে তেষ্টা,
ডাবের পানি দিচ্ছি- এই নে চা , বিস্কুট, ডিম পরটা ।
সাঁতরে তুই ক্লান্ত হবি, আয়না দেখি আমার ঘাড়ে,
যেথায় যাবি নিয়ে যাই রে মনটা যে কেমন করে।
ভেড়া ভাই, ভেড়া ভাই, যাও কই, কই যাও?
এতো করে খাটছো তুমি , পাশে এসে জিরিয়ে নাও।
ইস কোথাও ঘাস নেই, আহা কতদিন এমনতরো
বলবেনা একটু আমায় না খেয়ে যে ক্ষুধায় মরো।
খাড়া বেয়ে যাচ্ছো তুমি হচ্ছে আমার ভয়,
কাঁধে ওঠো ও ভাই আমার কাঁদছে যে হৃদয়।
ভাইটি আমার শুকিয়ে গেছো, রোদে পুড়ে কালো,
কত জীর্ণ এ চেহারা দেখতে কেমন লাগে বলো।
চুলগুলো সব উসকো খুশকো আহা আমার ভাইটি,
আয় ভাই বুকে নেই আদর করে দেই মাথাটি,
অন্ধকারে দেখিস কিছু কোনটি ঘাস আর কোনটি লতা,
মুখে যেন ভাই কাঁটা না লাগে, তাতে আমি পাবো ব্যথা।
ভেড়া আসে নদীর ধারে , পুঁটির সাথে দেখা
জানিসরে ভাই জঙ্গলের এক আজব ইতিকথা।
বাঘ আমায় বুকে নিতে চায় ,আরো কথা আছে,
এবার নাকি পুরো জঙ্গল ভরিয়ে দেবে ঘাসে।
আরে বলিস কি, শোন তাহলে কি হয়েছে জলে,
হাঙর এসে আমার সাথেও আজ নানান কথা বলে,
পানির বদলে ডাবের জল, ডিম,পরোটা আর কত কিছু,
সামনে গিয়ে সালাম করে, আদব লেহাজ, মাথা করে নীচু।
বুঝলামনা হঠাৎ করে বদলে যাওয়া এ কীসের আয়োজন।
উত্তর বন আর দক্ষিণ নদে মনে হয় এসেছে নতুন নির্বাচন।
১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৬
খেয়া ঘাট বলেছেন: জ্বি । কত কিছু খায়
২| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৮
সাদা মনের মানুষ বলেছেন: বুঝলামনা হঠাৎ করে বদলে যাওয়া এ কীসের আয়োজন।
উত্তর বন আর দক্ষিণ নদে মনে হয় এসেছে নতুন নির্বাচন।
.........ঠিক কইছেন ভাই
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২০
খেয়া ঘাট বলেছেন:
বুঝলামনা হঠাৎ করে বদলে যাওয়া এ কীসের আয়োজন।
উত্তর বন আর দক্ষিণ নদে মনে হয় এসেছে নতুন নির্বাচন।
৩| ১০ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
সুমন কর বলেছেন: বুঝলামনা হঠাৎ করে বদলে যাওয়া এ কীসের আয়োজন।
উত্তর বন আর দক্ষিণ নদে মনে হয় এসেছে নতুন নির্বাচন।
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২০
খেয়া ঘাট বলেছেন:
বুঝলামনা হঠাৎ করে বদলে যাওয়া এ কীসের আয়োজন।
উত্তর বন আর দক্ষিণ নদে মনে হয় এসেছে নতুন নির্বাচন।
৪| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০১
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ রইলো অনেক
৫| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১১
অন্ধবিন্দু বলেছেন:
খেয়া ঘাট,
কবিতা পড়ে যে ভাবটি উদয় হইলো-
“দিছেন গো দিছেন, অক্করে দিছেন ...”
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৩
খেয়া ঘাট বলেছেন:
৬| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৮
সুফিয়া বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।
১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৯
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।
৭| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৩
সায়েম মুন বলেছেন: কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে।
১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৯
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাইজান।
৮| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৬
মনিরা সুলতানা বলেছেন:
১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৬
খেয়া ঘাট বলেছেন:
৯| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৮
হাসান মাহবুব বলেছেন: +++
১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৭
খেয়া ঘাট বলেছেন: বিনম্র ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পুঁটি মাছ সাদা ভাত আর নুনও খায়?
সমসাময়িক বিষয় নিয়ে ব্যঙ্গ-রসাত্মক কবিতা। ভাল লাগল খেয়াঘাট।