নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ইলিশ থেকে কেনো বই ভালো।

১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

ইলিশ থেকে কেনো বই ভালো।
১) ইলিশ মাছে কাঁটা আছে, বইয়ে পাতা আছে। কাঁটা গলায় লাগে। পাতা গলায় লাগেনা।
২) ইলিশ মাছ হাত দিয়ে ধরলে হাতে গন্ধ হয়। বইয়ে কোনো সম্ভাবনা নেই।
৩) ইলিশ পেটে যাবে, পচনের শুরু। বই মগজে যাবে। জ্ঞানের শুরু।
৪) ইলিশ রান্না করতে নানা মশলা লাগে। বই পড়তে শুধু আপনার সুন্দর রুচিটাই লাগে।
৫) বই বিছানায়, সোফায় এমনকি বাথরুমে বসেও পড়া যাবে। ইলিশ বিছানায়, সোফায়, বাথরুমে একবার নিয়েই দেখুন না।
৬) ইলিশের জাটকা আছে, যা ধরা এবং খাওয়া আইনবিরোধী। বইয়ে কোনো জাটকা নাই। বই সবসময় টাটকা।
৭) ইলিশের কোনো লাইব্রেরী নাই। বইয়ের লাইব্রেরী আছে।
৮) বই ধার করে নিয়ে পড়া যায়। ইলিশ ধার করে নিয়ে খাওয়া যায়না।
৯) পার্কে বসে বই পড়েন। ঘুম আসলে বইটা মাথার নীচে দিয়ে ঘুমিয়ে যান।
ইলিশ মাথার নীচে রেখে ঘুমাবার চিন্তা করতে পারেন?
১০) অন্যজনে বই পড়ে আপনাকে শুনালে আপনি একই রকম ভাবে বই পাঠের আনন্দ পাবেন। কিন্তু একজন খেয়ে যদি ইলিশের গল্প বলে- আপনিই বলুন-আপনার কেমন লাগবে??

তারপরও যদি ইলিশ ইলিশ করুন। আপনি কি মানুষ না ইলিশ থুক্কু মানুষ না ইবলিশ???

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০০

আরণ্যক রাখাল বলেছেন: 8-| হুম।
শুভ নববর্ষ

২| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৫

অন্ধবিন্দু বলেছেন:
খেয়া ঘাট,
বইয়ের সাথে আছিগো। ইলিশের মেলা দাম এই ঘাটে।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহ হাহ হা! বলেছেন ভাল =p~

৪| ১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

ঢাকাবাসী বলেছেন: দারুণ লিখেছেন তো!

৫| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৩

বটের ফল বলেছেন: অনেক দিন পড়ে আপনার লেখা পড়লাম খেয়াঘাট।

বই পড়তে ভালো লাগে অনেক। ছোট বেলায় আমার বাবা প্রথম যে বইটি কিনে দিয়েছিলেন তা হোলো দেবদাস। ওইটাই প্রথম, ওইটাই শেষ। এরপর আর বই পড়তে দেখলেই রাগ করতেন। কিন্তু আমার বই পড়া থেমে থাকেনি। কত শত হাজার বই পড়ে ফেললাম, নিজেও জানিনা !!!!!!!

মনে পড়ে গেল সব। ভালো থাকুন অনেক অনেক বেশি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.