নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

আমাদের গাণ্জুটি

১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৩

আমাদের গাঁজুটি ছেলেরা হাঁটে একেবেঁকে,
বৈশাখ মাসে তারা ওৎ পেতে থাকে।
লাল লাল চোখ তার খোঁচা খোঁচা দাড়ি,
কখনো বাইকে চড়ে কখনো বা গাড়ি

খ্যাক খ্যাক করে নাই কোনো দ্বিধা,
শাড়ি ধরে টান মারে না আছে বাঁধা
নাচানাচি করে যেন হায়েনার ঝাঁক,
বুভুজিলা নিয়ে দেয় শুয়োরের ডাক।

আর-পারে শাহবাগ, টিএসসি ফেলে,
এলোমেলো দাড়িগোঁফে হেলেদুলে চলে।
ধীরে ধীরে মা মেয়েরা হাঁটবার কালে,
শিষ দিয়ে যায় তারা পিছু পিছু চলে।

সকালে বিকালে গাজা খাওয়া হলে পরে,
আরো নেশা পেতে তারা টিকটিকি ধরে ।
গাঁজার পুরিয়া রাখে পকেটের ভাঁজে,
রঙ চঙ মেখে যায় মেলার মাঝে।

বৈশাখ এসে গেছে নেশা ভর ভর,
ওৎ পেতে থাকে তারা মেলার ভিতর
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
শাড়ী খুলে নিয়ে যায় সব নেয় লুটে।

ছিঃ ছিঃ রি রি করে পড়ে যায় সাড়া,
বস্ত্রহরণের উৎসবে তবু মেতে ওঠে তারা।

মন্তব্য ৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২

অন্ধবিন্দু বলেছেন:
এদের হাত থেকে সমাজ ও জাতিকে বাঁচানোর উপায় কী ?

১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৮

খেয়া ঘাট বলেছেন: :( :(

২| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫০

সুমন কর বলেছেন: চরম বলেছেন।

১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৬

সাইলেন্ট পেইন বলেছেন: চমৎকার কবিতা। কুত্তা গুলোর বিচার হতে হবে।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার প্রতিবাদী ভাষা।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৩

হাসান মাহবুব বলেছেন: কয়েক জায়গায় ছন্দ কেটে গেছে।

ভালো লাগলো ছন্দে ছন্দে প্রতিবাদ।

৬| ০৭ ই মে, ২০১৫ সকাল ৯:১৬

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ প্রতিবাদী ভাষা, ভালো লাগলো.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.