![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঘের থাবায় ছাগ মরেছে
বাংলাদেশ জিতে গেছে,
ষোল কোটি মানুষ নাচে,
বাংলাওয়াশই খাঁটি
আনন্দে লুটোপুটি ও ভাই, আনন্দে লুটোপুটি।
কী করবে ভেবে না পাও,
সময় থাকতে জান বাঁচাও,
নাহয় কোথাও দৌড়ে পালাও
করছো আজ পটি
আনন্দে লুটোপুটি ও ভাই, আনন্দে লুটোপুটি।
বাংলা মাতার সোনার ছেলে,
দামাল ছেলে তাদের বলে,
ছক্কা চারে ভাসিয়ে দিলে
জ্বললো তারা ওঠি,
আনন্দে লুটোপুটি ও ভাই, আনন্দে লুটোপুটি।
বাঘের সাথে খেলছো মনু,
বিপদটা এবার বুঝছো জানো,
আসল খেলা এইতো শোনো
ধরলো চেপে ঠুটি ,
আনন্দে লুটোপুটি ও ভাই আনন্দে লুটোপুটি।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৫
জেন রসি বলেছেন: আনন্দে লুটোপুটি ও ভাই, আনন্দে লুটোপুটি।