![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিপালবিকান প্রেসিডেন্ট প্রার্থীদের মাঝে ফ্রন্ট রানার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ডোলাল্ড ট্রাম্প হঠাৎ করে অকপটে সত্য কথাটি বলেই দিলেন-
হ্যালো, জেব!
আপনি কি বলতে পারেন, কেন আপনার শ্রদ্ধেয় বড়ভাই জনাব বুশ - কোনো কিছু না বুঝেই হঠাৎ করে ইরাক আক্রমণ করে পুরো মধ্যপ্রাচ্যের শান্তিকে পুরোপুরি বিনষ্ট করে দিলেন। যখন, ইরাকে প্রবল ধ্বংসাত্বক কোনো মারণাস্ত্র পাওয়ার কোনো প্রমাণই ছিলোনা।
উল্লেখযোগ্য, প্রেসিডেন্ট বুশও রিপাবলিকান প্রেসিডেন্ট হিসাবে ৮ বছর ক্ষমতাসীন ছিলেন।
উনার ছোটভাই জেব বুশও রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রত্যাশী।
সত্য হলো আলোর মতো। মিথ্যার অন্ধকারের পিন্জর দিয়ে একে আটকে রাখা যায়না।
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।
২| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৫১
মানবী বলেছেন: অধিকাংশ আমেরিকানই যুদ্ধবিরোধী।
তবে এই পাগল ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ বলা দু একটি ভালো কথায় বিভ্রান্ত না হওয়া ভালো।
ট্রাম্প ভয়ানক রেসিস্ট, সে ক্ষমতায় গিয়ে হিসপ্যানিক(দক্ষিন আমেরিকান) দের দেখে নিবে, অধিকাংশ কে ফেরত পাঠাবে, আমেরিকার মসজিদ বন্ধ করে দিবে এমন সব আবোল তাবোল কথা বলছে প্রতিদিন। আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান কার্সন কৃষ্ণাঙ্গ অথচ নোংরা রকমের রেসিস্ট!
শুধুমাত্র জেব বুশকে নাজেহাল করতে সে এধরনের বক্তব্য দিয়েছে, যুদ্ধ নিয়ে তার যে খুব আপত্তি এমন মনে হয়না।
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২২
খেয়া ঘাট বলেছেন: শুধুমাত্র অবৈধদের ফেরত পাঠাবেন বলেছেন। -সেটাইতো হওয়া উচিত।
মসজিদ বন্ধ করে দিবেন-এরকম কথাতো শুনিনি।
কার্সন একজন খুবই ভালো ডাক্তার, বেশ কয়েকটি আলোচিত বইয়ের লেখক হিসাবে যেমন নন্দিত, রেসিস্ট হিসাবে আরো বেশী নিন্দিত। হি উইল বি দ্য রিয়েল ব্ল্যাক প্রেসিডেন্ট- এই রিয়েল ব্ল্যাক কথাটির মানে বুঝিনাই- আপনি কিছু জানেন কি?
তারপর বুশের বিরুদ্ধে এরকম সত্য কথাটি বলার জন্য উনি ধন্যবাদ প্রাপ্য।
বিনীত ধন্যবাদ রইলো আপু।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "সত্য হলো আলোর মতো। মিথ্যার অন্ধকারের পিন্জর দিয়ে একে আটকে রাখা যায়না। " সত্য প্রকাশিত হয়ই, আজ নয় কাল......