![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আমি ছিলাম ছোট,অদ্ভূত কত কান্ড হতো,
ভুলে যদি খেতাম কোনো কুলের বিচি,
সারারাত ভয়ে কাটে, হঠাৎ যদি পেট ফাটে
গাছ জন্ম নিলে কেমন করে বাঁচি।
দিনের শেষে রাতের বেলা,দূর আকাশে চাঁদের খেলা,
চাঁদটা শুধু আমার সাথে চলতো।
আমি যখন যেদিক যাই,সবখানেই তাকে পাই,
মা যে তাকে চাঁদমামা বলতো।
জবা ফুলের নিয়ে কুঁড়ি,দু আঙ্গুলের মাঝে ধরি,
বন্ধুর সাথে কাটাকাটি খেলতাম।
শুকানো মায়ের শাড়ীর ফাঁকে,মিষ্টি ঘ্রাণ নিতাম নাকে,
হঠাৎ করেই শাড়ীর ফাঁকে লুকোতাম।
লাইট বাল্বের সুইচগুলোতে,ধরে রাখতাম মাঝখানেতে,
ঠিক কখন আলোটা যায় নিভে।
পাউডার দুধ মুখে নিয়ে,একসাথে সব খেতে যেয়ে
আটকে যেতো তালু আর জিবে।
বিকেলে নামলে ছায়া,আকাশটা বাড়ায় মায়া,
মাঠের পরে গেলেই বুঝি আকাশ ছোঁয়া যায়।
রাতে বাবা ফিরলে ঘরে, রাখতাম চোখ বন্ধ করে
বাবা যেন কোলে করে রাখে বিছানায়।
টায়ার গাড়ী নিয়ে পথের বাকে, ধূসর ধূলো গায়ে মেখে
দিন দুপুরেই অবিরাম ছুটতাম,
খেলা হতো তুফান জলে,সাঁতার হতো পুকুর বিলে,
বন্ধুর সাথে আড়ি হলে কাঁদতাম।
শৈশবের এমন কত স্মৃতি, কত সুখের অনুভূতি,
মনের মাঝে উঁকি দিয়ে যায়।
সেই হারানো ধূলোমাখা দিন, বুকের ভিতর আজো রঙ্গীন
শৈশব ডাকে শুধু আয়, আয়, আয়।
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
খেয়া ঘাট বলেছেন: জীবনে টাকা,কড়ি , ঘর -বাড়ী হলো সব।
কিন্তু হারিয়ে গেলো সেই সোনালী শৈশব।
অনেক ধন্যবাদ রইলো ভাই।
২| ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৪
রক্তিম দিগন্ত বলেছেন: ভাল লাগলো পড়ে।
সুন্দর লিখা
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শৈশব হলো জীবনের সবচেয়ে আকর্ষণীয় অংশটি।
বয়স বাড়ে আকর্ষণ হারায়...
বিকর্ষিত জীবন আর কাহাতক ভালো লাগে
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
খেয়া ঘাট বলেছেন: আপনার শৈশবের একটি সুন্দর স্মৃতি কথা বলেন । শুনি ভাইজান।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৭
সুমন কর বলেছেন: শৈশবের সেই স্মৃতিময় দিনগুলো, কভু কি ভুলে থাকা যায় !!
প্রতিটি স্মৃতিই ফুঁটে উঠেছে, আপনার কবিতায়।
কেমন আছেন?
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
খেয়া ঘাট বলেছেন: ভালো আছি সুমন ভাই। আপনি কেমন আছেন??
৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শৈশব ।তাই তা স্মৃতিচারণ ও চমৎকার ।
প্রবাদ আছে স্মৃতি তুমি বেদনা ।
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
খেয়া ঘাট বলেছেন: আমাদের ক্লাসে একজন স্মৃতি তুমি বেদনা লিখতে গিয়ে ভুল করে "একার " না দিয়ে লিখেছিলো- স্মৃতি তুমি বদনা
অনেক ধন্যবাদ ভাই।
৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩
আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট ,
আপনার মতো আমরাও একদিন ছিলুম ছোট । আপনার মতো আমাদেরও হারানো শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে । তেমন ইচ্ছে নিয়ে আমার একখানা কবিতার কিছুটা তুলে দিলুম আপনার শৈশবের ঘাটে খেয়া ভেড়াতে --------
মাঝে মাঝে ইচ্ছে করে নির্দয় গুলতিবাশে পাখী মারি,
চোরকাটা মাঠ পেরিয়ে গগনদের আমের বাগান
তছনছ করি । মার্বেলে মার্বেল ঠুকেঠুকে
পার করে দিই রোদেলা দুপুর, শেয়াল ডাকা রাত,
রসে ভরা গাছের কলসে ঢিল ছুড়ি অহেতুক ।
মিছেমিছি ভুতের ভয়ে কাঁপি, বুকে দিই ফুঁ,
ইয়াসিন মোল্লার পানি পড়া খাই ।
ইয়াসিন মোল্লা এখোনও আছে তো মস্যিদের সেই ঘরে ?
কী নুরানী চেহারা ছিলো তার
মুরগীর ঠ্যাং খেয়ে খেয়ে এবাড়ী ওবাড়ী .......
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
খেয়া ঘাট বলেছেন: ওয়াও। আপনার শৈশবতো খুবই সুন্দর। কত কিছু মনে পড়ে যায়।
অনেক ধন্যবাদ
৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৬
জেন রসি বলেছেন: শৈশব মানেই চিন্তা ভাবনাহীন অদ্ভূত এক সময়। শুভেচ্ছা।
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
৮| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫
মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন । আহা শৈশব, সেই সোনালী শৈশব! কোথায় হারিয়ে গেল সেই সোনাঝরা দিন!
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
খেয়া ঘাট বলেছেন: আর ফিরে পাওয়া সম্ভব না। খুবই দুখের।
ভালো থাকবেন মামুন ভাই।
৯| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৪
অভ্রনীল হৃদয় বলেছেন: স্মৃতিচারণ! শৈশবের সেই সব স্মৃতি আবারো মনে পড়ে গেলো। মাঝে মাঝে ইচ্ছা করে আবার যদি ফিরে যেতে পারতাম শৈশবের সেই সোনালী দিনগুলোর মাঝে। কিন্তু তা তো আর সম্ভব নয়। যাইহোক, ভালো লাগলো।
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
খেয়া ঘাট বলেছেন: যদি ফিরে পেতাম. আহা!!!!!
অনেক ধন্যবাদ ভাই।
১০| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: শৈশবচারন ভাল লেগেছে ।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।
১১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২
একলা চলো রে বলেছেন: আমার কাছে সবসময় তারুণ্যকে এত চমৎকার মনে হয় যে শৈশবকে তেমন মিস করি না। হতে পারে আমি শৈশবে অতিমাত্রায় পড়ুয়া এবং ঘরকুনো ছিলাম এবং এখন বাঁধহীন স্বাধীন জীবন যাপন করছি বলে। তবে, শৈশবের নস্টালজিক এপিল খুব উপভোগ করি।
আপনার লেখাটা ভাবিয়ে তুলল।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯
খেয়া ঘাট বলেছেন: একদিন মিস করবেন। খুব বেশী করে মিস করবেন।
বিনীত ধন্যবাদ।
১২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০০
প্রামানিক বলেছেন: শৈশব নিয়ে লেখা ভাল লাগল। ধন্যবাদ
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯
খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০
কলমের কালি শেষ বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৪
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।
১৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩০
প্রবাসী পাঠক বলেছেন: ধুলোমাখা সোনালি শৈশব। মাথায় শিং গজানো বাদ গেছে খেয়াঘাট ভাই।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৪
খেয়া ঘাট বলেছেন: এইটাতো গুরুত্বপূর্ণ একটা স্মৃতি বাদ গেছে। মনে করিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। দেখি আরো চারলাইন যোগ করা যায় কিনা।
১৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২
সায়েদা সোহেলী বলেছেন: আরিফ ভাই দেখি !!!!
কই ডুব দিয়ে ছিলেন এতদিন ???
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৫
খেয়া ঘাট বলেছেন: ডুব দিয়েছিলাম। অক্সিজেনের জন্য আবার আপনাদের কাছে ফিরে আসলাম। কেমন আছেন?
১৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৯
গেম চেঞ্জার বলেছেন: দিলেন তো পুরনো দিনের কতশত স্মৃতি দিয়ে অনেক কিছু মনে করিয়ে!! শুভকামনা ও শুভেচ্ছা রইল।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৫
খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা ভাই।
১৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৫
অন্ধবিন্দু বলেছেন:
আরেহ ! খেয়া ঘাট ! ভালো ছিলেন তো ? অনেক দিন হয় আপনার গল্প শুনিনে।
শৈশবের ডাকে সারা দিতে মানা নেই। সময় সময় ছুঁট দেয়া যেতে পারে।
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩
খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাই, সময় বহিয়া যায়। অনেকদিন পর আপনাকে দেখে, মন্তব্য পেয়ে ভালো লাগলো।
শুভকামনা রইলো। অনেক শুভকামনা।
১৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২
হাসান মাহবুব বলেছেন: +++
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।
১৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫
অগ্নি সারথি বলেছেন: আহ! প্রিয় শৈশব।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।
২০| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮
দৃষ্টিসীমানা বলেছেন: কবিটায় অনেক ভাললাগা রইল । তৃতীয় লাইনের ফাটে শব্দটি ফেটে হবে কি ? ভাল থাকুন সব সময় ।
২১| ০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫০
কাওছার ঠাকুরগাঁও বলেছেন: ভাই একটু কেঁদে নেই
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫২
নাবিক সিনবাদ বলেছেন: সেই হারানো ধূলোমাখা দিন, বুকের ভিতর আজো রঙ্গীন

শৈশব ডাকে শুধু আয়, আয়, আয়।
আহ সত্যই যদি সেই দিনগুলো আবার ফিরে পাওয়া যেতো