নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

একজন মা, একজন ক্যাপ্টেন, একজন রোল মডেল

১০ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪৪

The Captain, The Boss - A must read post.







পৃথিবীর সব মায়েদের জন্য রোল মডেল আর অফুরন্ত প্রেরণার উৎস মোনা সিন্ডি। হিজাব পরিধান আর নিয়মিত ধর্মচর্চা করলেই যে মানুষ অন্ধকার গুহাবাসী হয়ে যায় , সে ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে মোনা সিন্ডি Royal Australian Navy'র প্রথম মহিলা ক্যাপটেন এবং প্রধান ইণ্জিনীয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন।

মাত্র চৌদ্দ বছর বয়সে মোনা পিতাকে হারান। তারপর মোনার মা'কে নিদারুন অভাব অনটনের মাঝে ৫ সন্তানকে নিয়ে সংসারের হাল ধরতে হয়।
নানা প্রতিকূলতার মাঝে শুরু হয় মোনার শিক্ষা। ইসলামিক পোষাকে স্কুলে যেতেন বলে শুণতে হতো নানা ব্যঙ্গ, বিদ্রুপ। তারপরও মোনা ২৩ বছর বয়সে Weapons Engineering রেকর্ড সংখ্যক নাম্বার নিয়ে পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

এরপর মোনা একের পর এক সাফল্যের সিঁড়ি অতিক্রম করে অস্ট্রেলিয়ার নেভির অন্যতম সম্মান এবং চ্যালেণ্জিং পদ Royal Australian Navy'র ক্যাপটেন হিসাবে নির্বাচিত হন।

প্রতিদিন ভোরে ফজরের নামাজ আর কোরআন তিলওয়াত করে মোনার দিন শুরু হয়। পাশাপাশি দু সন্তানের মা। সন্তান, সংসারের প্রতি পরিপুর্ণ যত্নবান।

উনার ব্যাগের মধ্যে রেখে দেন -ছোট একটা কোরআন শরীফ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন-এটাই আমার বিশ্বাস। এটাই আমার সব প্রেরণার উৎস।

যারা মেয়েদেরকে কেবলি তেঁতল তেঁতুল মনে করে , আর যে সব ধর্মান্ধ, তালেবানরা মনে করে নারী শুধু গৃহবন্দী হয়ে থাকবে -তাদের জন্য মোনা একটা দারুন চপেটাঘাত।
আর যে সব মুক্তমনারা মনে করে- হিজাব পড়লেই নারী অন্ধকারের খাঁচায় বন্দী হয়ে গেলো-ইসলাম নারীকে শুধু পিছিয়ে রাখে, নারীর স্বাধীনতা খর্ব করে-তাদের মুখেও মোনা খুব জোড়ে একটা চপেটাঘাত করলো।
মোনা প্রমাণ করলো- অর্ধউলঙ্গ পোষাক পড়লেই একজন মেয়ে আধুনিক,মেধাবী হয়ে ওঠেনা। বরং শালীন, মার্জিত পোষাকেও যেকোন মেয়ে আধুনিক, উচ্চশিক্ষিতা,স্মার্ট হয়ে ওঠতে পারে।

ধর্মান্ধতার সমস্ত শৃঙ্খল ভেঙ্গে আর তথাকথিত মুক্তমনাদের মনোবৈকল্যকে অগ্রাহ্য করে এরকম মোনারাই প্রতিটি ঘর আলোকিত করুক। বড় দুঃসময়ে আপনি বিশ্বাসের বড় একটি দৃষ্টান্ত স্থাপন করলেন মোনা। আপনার জন্য সশ্রদ্ধ শ্রদ্ধা আর অভিনন্দন।

মন্তব্য ৩৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: সুন্দর পোস্ট

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

২| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

নাইমুল ইসলাম বলেছেন: মাশা'আল্লাহ্‌ :)
জেনে খুশি হলাম।
ধন্যবাদ জানানোরর জন্য!

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্যও ধন্যবাদ রইলো।

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

ধমনী বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ভাই।

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শত সহস্র বার সালাম। ধন্যবাদ।





ভালো থাকবেন নিরন্তর।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা রইলো ভাই।

৫| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাইজান।

৬| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

মানবী বলেছেন:

"মাত্র চৌদ্দ বছর বয়সে মোনা পিতাকে হারান। তারপর মোনার মা'কে নিদারুন অভাব অনটনের মাঝে ৫ সন্তানকে নিয়ে সংসারের হাল ধরতে হয়।
নানা প্রতিকূলতার মাঝে শুরু হয় মোনার শিক্ষা"

- প্রতিকুলতার মাঝে বেড়ে উঠা একজন সফল মোনা শুধু নারী ও মায়েদের রোল মডেল নন, সকল সংগ্রামী মানুষের প্রেরণা।

সুন্দর পোস্টের জন্য অনেক ধন্যবাদ খেয়া ঘাট।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

খেয়া ঘাট বলেছেন: সুন্দর কথা বলেছেন মানবী আপু। ধন্যবাদ রইলো।

৭| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধর্মান্ধতার সমস্ত শৃঙ্খল ভেঙ্গে আর তথাকথিত মুক্তমনাদের মনোবৈকল্যকে অগ্রাহ্য করে এরকম মোনারাই প্রতিটি ঘর আলোকিত করুক। বড় দুঃসময়ে আপনি বিশ্বাসের বড় একটি দৃষ্টান্ত স্থাপন করলেন মোনা। আপনার জন্য সশ্রদ্ধ শ্রদ্ধা আর অভিনন্দন।


বড় ভাল লাগলো !!!

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো গিয়াস ভাই।

৮| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো পোস্ট। আমাদের দেশেও খুব কম সময়ের মধ্যেই এমন একজন দুজন না, অনেক অনেক ক্যাপ্টেন দেখবেন। তবে আমাদের দেশের পেশাগত ক্ষেত্রে নারীদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে নারীরাই। ছেলেরা আমার মনে হয় অনেক সহযোগিতাই করে, কিন্তু আমি যেখানে কাজ করি, সেখানে দেখি তাদের প্রতিপক্ষ তারা নিজেরাই। এমন মানসিকতারও পরিবর্তন করতে হবে। সময় একদিনে পালটায় না। হাজার বছরের ধারা ৫-১০ বছরে বদলে যাবে এমনটা ভাবা আকাশ কুসুম কল্পনা। তবে ধীরে ধীরে নারীদের অবস্থা আগের চেয়ে ভাওর দিকেই যাচ্ছে মনে হয়।

পোস্টে ভালোলাগা রইলো। :)

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

খেয়া ঘাট বলেছেন: খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ।
ধন্যবাদর রইলো নদী ভাই।

৯| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০২

মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার । জেনে ভাল লাগ ল প্রিয় আরিফ ভাই ।
অনেকদিন পর দেখলাম আপনাকে

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

খেয়া ঘাট বলেছেন: পড়ার জন্য মেলা ধন্যবাদ মাহমুদ ভাই। জ্বি ভাই। মাঝখানে একটু ব্যস্ত ছিলাম। অনেক শুভকামনা রইলো।
নতুন কোনো বই আসছে নাকি এবার????

১০| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

এহসান সাবির বলেছেন: ভালো শেয়ার খেয়া ঘাট ভাই।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ এহসান ভাই। শুভকামনা রইলো।

১১| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

অপর্ণা মম্ময় বলেছেন: মোনা সিন্ডির সম্পর্কে জেনে আর আপনার পোস্টের মেসেজ পড়ে ভালো লাগলো।
আশা করি ভালো আছেন।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

খেয়া ঘাট বলেছেন: জ্বি দিদি। অনেক ভালো। আপনি কেমন আছেন???

১২| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

ফেরদৌসা রুহী বলেছেন: চমৎকার একটি পোস্ট।

অশ্লীলতা মানেই আধুনিক না।

উনার এমন এমন আরো বহু নারী আছেন। তারপরও উনি একটি উদাহরণ।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

খেয়া ঘাট বলেছেন: বিনম্র ধন্যবাদ রইলো রুহী আপু।

১৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাললাগা রইল ।

১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

১৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

শান্তির দেবদূত বলেছেন: চমৎকার পোষ্ট। মেধা থাকলে আর পরিশ্রম করলে যে কোন প্রতিকুলতাই মোকাবেলা সম্ভব। যারা বলে হিজাব প্রগতিশীলতার অন্তরায় তারা মূলত বিকৃতমনা, অপ্রগতিশীল এবং অবশ্যই রেসিস্ট।

অনেক ভালো লাগল, স্যালুট ক্যাপ্টেন মোনা।

১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪২

খেয়া ঘাট বলেছেন: যথার্থই বলেছেন দেবদূত ভাই। ধন্যবাদ নিবেন।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

হাসান মাহবুব বলেছেন: মোনার জন্যে শুভকামনা।

১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো হামা ভাই।

১৬| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪

প্রবাসী পাঠক বলেছেন: মেধাই মূল কথা।

ধন্যবাদ খেয়া ঘাট ভাই চমৎকার একটা নিউজ শেয়ার করার জন্য।

১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪২

খেয়া ঘাট বলেছেন: মেধাই মূল কথা। ++++++++++++++++++++++
ধন্যবাদ ভাই।

১৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩০

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ,শুভকামনা রইলো.।

১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ।

১৮| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। শুভেচ্ছা জানাই এরকম মহিলাকে।

১৯| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার শেয়ারিং, ধন্যবাদ আপনাকে আর শুভকামনা এরকম মোনাদের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.