নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের গল্প- উন্নয়ন

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪


রাস্তার পাশে একজন লোক একটা গর্ত খুড়ে, কিছুক্ষণ পর পেছন থেকে আরেকজন এসে মাটি দিয়ে সেই গর্তটি ভরাট করে। প্রথম লোকটি আবার সামনে গিয়ে আরেকটি গর্ত খুড়ে, ঠিক আগের মতো ২য় লোকটি এসে সেই গর্তটি ভরাট করে। এভাবে ঘন্টা ধরে দুজনের কাজ চলছে তো চলছেই।

দূর থেকে এক ভদ্রলোক ব্যাপারটা লক্ষ্য করে ঠিক বুঝত পারছেনা না , ঘটনাটা আসলে কি?

কৌতূহলী হয়ে কাছে এসে জানতে চাইলেন- ভাইগো। ক্ষমা করবেন। এই জিনিসটাতো বুঝতে পারছিনা। এতো গর্ত খুড়ারই বা দরকার কি?আবার মাটি দিয়ে ভরাট করারই বা দরকার কি?

একজন বললেন- আসলে ঘটনা কিছুই না। কাজটা হলো আমাদের তিনজনের। একজন গর্ত খুড়বে, একজন গাছ রোপণ করবে, আরেকজন গর্ত ভরাট করবে।

কিন্তু যে গাছ রোপণ করবে সে কয়েকদিন থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড মানে জনসেবার কাজে আছে। উনি অন্য কাজে আছেন বলে- এই কাজতো আর থেমে থাকতে পারেনা। তাই আমাদের কাজ আমরা শেষ করে যাচ্ছি।

তা উন্নয়নমূলক কাজটা কি?
কেন- ভাষণ শুনতে পাচ্ছেন না? ঐ যে নেতার ভাষণ শুনেন। " আমাদের কোনো কাজে গাফিলতি না করে যার যার কাজ তাকে ঠিকমতো করতে হবে। আর তবেই দেশের উন্নতি হবে এবং দেশ এগিয়ে যাবে।"

তা ভাই এই জ্বালাময়ী উন্নয়নের ভাষণ দিচ্ছেন লোকটা কে?
উনিইতো ভাই, মাঝের জন। যার চারা গাছ রোপণ করার কথা।

(এই গল্পের সাথে কোনো কিছুর মিল খুঁজে পেলে তা নিতান্তই কাকতালীয়। এজন্য এ অধমকে কোনো ক্রমেই দায়ী করা যাবেনা।)

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: হা হা হা জটিল বটে।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

খেয়া ঘাট বলেছেন: এভাবেই উন্নয়ন চলছে :) :)

২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮

সজিব হাওলাদার বলেছেন: দারুন হয়েছে ভাই।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

আজাদ মোল্লা বলেছেন: দারুন হয়েছে , আমাদের দেশের সাথে মিল আছে ।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

খেয়া ঘাট বলেছেন: ছিঃ ছিঃ এমন কথা বলতে নেই :) :)

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: উন্নয়নের জোয়ার বইছে ভাষণে!!!

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১

খেয়া ঘাট বলেছেন: উন্নয়নের জোয়ার বইছে ভাষণে!!! :) :) :) :)

৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৫

সচেতনহ্যাপী বলেছেন: জটিল উন্নয়ন!!

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৪

খেয়া ঘাট বলেছেন: জ্বি জটিল উন্নয়ন। ধন্যবাদ ভাই।

৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৬

কলাবাগান১ বলেছেন: আপনাদের কাছে তো উন্নয়ন হল বিদ্যুতবিহীন খাম্বা আর সাবমেরিন কেবল ছাড়া ইন্টারনেট...... এখন বিদ্যুত থাকাতে তাও ইন্টারনেটে দুই-চার কলাম লিখে নিজের দৈন্যতাকে প্রকাশ করতে পারছেন....... জামাতি-বিনপি আমলে তো অন্ধকারে বসে শুধু চাপাতি ধার করাই চলছিল..........

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৪

খেয়া ঘাট বলেছেন: আমার ফুফু একেবার প্রত্যন্ত গ্রামান্চলে থাকেন। রাস্তাঘাট কিছুই ছিলোনা। বিদ্যুৎতো দূরের কথা। গতমাসে আমার বড়ভাই সেখানে গিয়ে একেবারে অবাক হয়ে গেছে। ফুফুর বাড়ি পুরোটাই আলোকিত। অনেক উন্নতি হয়েছে। আমিতো বলিনি যে , দেশ এখনো সেই অন্ধকার গুহা রয়ে গেছে। এখন আমাজানের জঙ্গলের ভিতরেও লাইট জ্বলে।

একটি ছেলে প্রথম পরীক্ষায় পেলো ১০, এর পরের পরীক্ষায় ১৭। পুলা মহাখুশী আর পুলার বাপতো খুশীতে ডুগডুগি বাজায়। তখন, পোলার অন্যান্য ক্লাসমেটদের জিগ্গাসা করলেন- তা তোরা কত নাম্বার পেয়েছিস? ওদের একজনও ৯০ নাম্বারের কমনা।
তখন, বাপে চিন্তা করছে- হালার ডুগডুগি কেনার পয়সাটাই বৃথা গেলো।

আর বিএনপি, জামাত এখানে আসলো কেন? ৬৪ জেলায় একনাগাড়ে বোমার কথাতো কেউ ভুলে যায়নাই।

বিনম্র ধন্যবাদ কলাভাই।

৭| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই।

৮| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

সুমন কর বলেছেন: হাহাহা.......চমৎকার হয়েছে।

+।

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০২

খেয়া ঘাট বলেছেন: বিনম্র ধন্যবাদ রইলো।

৯| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট ,



কেন কাজে থেমে থাকবেন ? যার যার কাজ ঠিকমতো করে যাবেন । :(

আপনার কাজ হলো লেখা, আমাদের কাজ হলো পড়া ও মন্তব্য করা । আমরা তো তাই-করছি , নিজ নিজ কাজ । আর তাইতো ব্লগখানা সমৃদ্ধ হচ্ছে দিনে দিনে । :P

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

খেয়া ঘাট বলেছেন: বেশ রসের একখান মন্তব্য করেছেন ভাই। খুব পছ্ছন্দ হয়েছে....... :)

১০| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

কলমের কালি শেষ বলেছেন: পারফেক্ট । দারুণ বলেছেন ।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

আর্টিফিসিয়াল বলেছেন: দারুন বলেছেন, , ,
চলেন ডুগডুগি বাজায়, , , , ,

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~

১২| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

আখেনাটেন বলেছেন: আসলে আমরা আমাদের নিজের কাজটুকু সঠিক পন্থায় করে গেলেই দেশ ও দশ সকলেই উপকৃত হয়।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭

খেয়া ঘাট বলেছেন: যথার্থই বলেছেন। অনেক ধন্যবাদ রইলো।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

তাহসিনুল ইসলাম বলেছেন: হা হা হা --- :)

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭

খেয়া ঘাট বলেছেন: =p~ !:#P

১৪| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

আরণ্যক রাখাল বলেছেন: বাহ! হোয়াটে উন্নয়ন| সুন্দর লিখেছেন

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

১৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেকদিন পর এক মিনিটের গল্প পড়লাম ...

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

দৃষ্টিসীমানা বলেছেন: সময় উপযোগী জোক , ভাল লাগল ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

১৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

রক্তিম দিগন্ত বলেছেন: হাহাহা। হাস্যকর কিন্তু বাস্তব।

১৮| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

সাহসী সন্তান বলেছেন: ব্যাপুক বিনোদন!

১৯| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

আবু শাকিল বলেছেন: অল্পতে দারুন বুঝিয়েছেন । :)

২০| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২

এ এস রিপন বলেছেন: চমৎক্ন হয়েছে। কাহিনীটা কী অাপনি বানিয়েছেন না সংগ্রহ করেছেন..

২১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

মজা পেলাম।

তবে এক মিনিটের চেয়ে বেশি লেগেছে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.