নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ঐশীর ফাঁসি আর কয়েকটি প্রশ্ন

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

বাংলাদেশী ছাত্র কাজী নাফিসের কথা মনে পড়ছে- যার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে ৩০ বছরের কারাদন্ড দিয়েছে আমেরিকার আদালত।
নাফিসের ঘটনাটি ঠিক এরকম-
ছোট একটা বীজ ছিলো। সেই বীজটিকে খুব সুন্দর করে নিজ ঘরের মাটিতে এনে রোপণ করে -ভালো করে সার, পানি দিয়ে পরিচর্যা করা হলো। তারপর ধীরে ধীরে চারাগাছটি বড় হলো। এরপর একদিন গাছটিতে ফুল ফুটলো। যখনই ফুল ফুটলো- তখন - যারা এই গাছটির এতো যত্নপাতি করে , পরিচর্যা করে ফুলটি ফুটালো- তখন আবার ওরাই বলতে লাগলো- তুইতো একটা বিষাক্ত ফুল। তুই এখানে ফুটলি কেন? তোরতো এখন ৩০ বছরের সাজা হবে। এটাই হলো- স্ট্রিং থিউরী।

নাফিসের তো সাজা হয়ে গেলো। ৩০ বছরে হয়তো জেলের মাঝেই ওর জীবন শেষ হয়ে যাবে। কিন্তু যারা নাফিসকে ফুসলিয়ে, নাফিসকে বিপথগামী করে, বোমা তৈরী করে, বোমা ছোড়ার প্রশিক্ষণ দিয়ে একটা কিশোর ছেলের জীবনকে নষ্ট করে দিলো- তাদের কি হবে? তাদের বিচার কে করবে?

আজকে ঐশীর ফাঁসী হয়েছে-পিতা-মাতা খুণের অপরাধে। কিন্তু নীচের এই প্রশ্নগুলোর জবাব কি?

১) যে নাইট ক্লাব ঐশীর মতো এক কিশোরীর জন্য সারারাতভর দরজা খুলে রেখেছিলো- তাদের কি হবে?
২) যে লোকগুলো নিষিদ্ধ ইয়াবা, মাদক দ্রব্য ঐশীর হাতে তোলে দিয়ে ওকে বিপথগামী হতে প্রলুব্ধ করেছিলো-ওদের কি হবে?
৩) যারা ঐশীর হাতে অত্যন্ত শক্তিশালী ঘুমের ঔষধ শত শত বিক্রি করেছিলো কোনো প্রেসক্রিপশান ছাড়াই - তাদের কি হবে?
৪) দেশের বিভিন্ন গডফাদার, ইয়াবা সম্রাট হিসাবে কথিত রাঘব বোয়ালরা যারা এরকম শত শত ঐশীর হাতে ঠিক এই মুহুর্তে ইয়াবা তোলে দিচ্ছে- তাদের কি হবে?
৫) আধুনিকতা আর প্রগতির নামে যারা অশ্লীলতাকে একেবার শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে- কোমলমতি কিশোর কিশোরীদের জীবনকে যারা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে -তাদের বিচার কে করবে?
৬) আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে,কখন ঘরে ফিরছে? ওর বন্ধু কারা - ওরা করে কি? এসব খেয়াল রাখছেনতো?
৭) অসৎ উপায়ে অর্জিত অর্থের লাগামহীন ব্যবহার হচ্ছে নাতো?
৮) একটি কিশোর ছেলে/মেয়ে মাসে ৫০ থেকে ১ লক্ষ টাকা দিয়ে করে কি?
৯) আপনি আপনার ছেলেমেয়েদের নৈতিক শিক্ষা দিচ্ছেন নাকি বিষাক্ত এক পতঙ্গের পরিচর্যা করছেন?

ঐশী'র ফাঁসি হলেই কি আর কোনো ঐশী তৈরী হবেনা। ঠিক এ মুহুর্তে হয়তোবা ঐশীর মতো অন্য কোনো কিশোর-কিশোরী ইয়াবার নেশায় মাতাল হয়ে পড়ে আছে। অথবা ইয়াবা/মাদক কেনার অর্থের জন্য মরিয়া হয়ে অবৈধ, গোপন, অনৈতিক -অন্ধকার পথের দিকে পা বাড়াচ্ছে। যে ছেলে -মেয়ের ঘরে বসে স্কুল কলেজের হোম ওয়ার্ক করার কথা- সে এখন,কোনো নাইট ক্লাবের গোপন ঘরে কোনো মদ,শরাব আর - হুক্কা সংস্কৃতির ধোঁয়ায় বিভোর হয়ে আছে।

যে গডফাদার নামক মেশিনগুলো আজ সমাজে অসংখ্য ঐশী তৈরী করছে-সেই মেশিনগুলোই আগে ধ্বংস করা হোক।

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

গেম চেঞ্জার বলেছেন: একদম সহমত। ফাঁসি কোনভাবেই সমাধান/শাস্তি নয়।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: যে মেশিনগুলো এজন্য দায়ী সে মেশিনগুলোই আগে ধ্বংস করা দরকার।

২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০

মঞ্জু রানী সরকার বলেছেন: ) একটি কিশোর ছেলে/মেয়ে মাসে ৫০ থেকে ১ লক্ষ টাকা দিয়ে করে কি সত পধে অর্জিত টাকা হলে কোন বাবা মা দিতে পারে না

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

খেয়া ঘাট বলেছেন: ১০০% ঠিক।

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

বিলুপ্ত প্রায় বলেছেন: একটি বিষাক্ত ফলকে উপড়ে না ফেলে যেই গাছটি বিষাক্ত ফল উৎপাদন করছে সেই গাছটিকেই উপড়ে ফেলা উচিৎ।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন।

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


নাফিসের গুরু আপনার মতো লোকেরা ছিল।
বাংলাদেশ, পাকীস্তান, আরবে নাফিস তৈরির কারখানা খুলেছে আপনাদের মতো লোকেরা।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১

খেয়া ঘাট বলেছেন: এতো সুন্দর করে বুঝতে পেরেছেন।
আপনার জন্য বিনম্র ধন্যবাদ রইলো। অনেক ভালো থাকবেন চাগা ভাই।

৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

ঢাকাবাসী বলেছেন: বলে কিছু হবেনা, ঐশীরা নতুন করে ম্যানুফ্যাকচারড হবে।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: একমত ভাই।

৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

নতুন বলেছেন: যারা ঐশীর কাছে ইয়াবা বিক্রি করে লাভকরেছে তাদের অপরাধ আরো বেশি। যারা ঘুষ খেয়ে নেশা বিক্রি বন্ধ করে না তাদের অপরাধ আরো বেশি।

ঐশীর মতন মেয়ের পক্ষে কি বাবা এবং মা কে হত্যা করা সম্ভব কিনা??

এই হত্যার কোন চাক্ষুস সাক্ষি নাই। তাই ঐশীই যে খুনি তা ১০০% প্রমানিত নয়.... আর যেহেতু এই মেয়ের এই অবস্তার পেছনে সমাজ/রাস্ট/জনগন/নেতা/পুলিশ সবাই কমবেশী দায়ী তাই ঐশীকে ফাসী দেওয়া আমার কাছে সঠিক বলে মনে হয়নি।

আর এই সমস্যার মূল কারন সমাধান না করে শুধু ঐশীকে ফাসি দিলে কি হবে? কিছুদিন পরে আরেক ঐশী তৌরি হবে।

ঐশীর মানুষীক অবস্তা অবশ্যই সুস্হছিলো না তাই তাকে ফাসী দেওয়া বেশি সাজা হয়ে গেছে।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪

খেয়া ঘাট বলেছেন: সবগুলো পয়েন্টের সাথে একমত ভাই।

৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো লিখেছেন। তবে ঐশীর ফাঁসি হবে না। জেলখানায় অনেক বছর থাকবে। এর মধ্য দিয়ে অনেকে পিতা মাতা সন্তান হয়তো একটু হলেও সচেতন হবে...

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫২

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ রইলো ভাই।

৮| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন: ফাঁসি দিয়ে সমাধান করতে চাচ্ছে। কিন্তু ভবিষ্যতে এমন কোন ঘটনার জন্য যেন ফাঁসি না দেওয়া লাগে তার কোন ব্যবস্থাই নেই।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫২

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো।

৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩১

প্রবাসী পাঠক বলেছেন: চাঁদগাজী সাহেবের কমেন্ট দেখে হাসব নাকি কাঁদব বুঝতে পারলাম না।কমেন্ট এর রিপ্লাইয়ে প্লাস।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৩

খেয়া ঘাট বলেছেন: আপনার কমেন্ট পড়েও আমি খুব মজা পেলাম। কত অদ্ভূত না এই দুনিয়া :) :) :)

১০| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

আবু শাকিল বলেছেন: সহমত
"যে গডফাদার নামক মেশিনগুলো আজ সমাজে অসংখ্য ঐশী তৈরী করছে-সেই মেশিনগুলোই আগে ধ্বংস করা হোক। "

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

খেয়া ঘাট বলেছেন: "যে গডফাদার নামক মেশিনগুলো আজ সমাজে অসংখ্য ঐশী তৈরী করছে-সেই মেশিনগুলোই আগে ধ্বংস করা হোক।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: এদের ফাসি হবে না বর্ং আরো শত শত ঐশী তারা তৈরি করে ফেলেছে। যারা প্রতিনিয়ত তাদের পিতামাতা কে কুড়ে কুড়ে খাচ্ছে বা ধংশ করছে এই মাদকের মাধ্যমে।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

চলন বিল বলেছেন: আসলে মাদক নেয়া ঠিক না

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: একেবারেই ঠিক না।ধন্যবাদ।

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: ঐশিদের ফাঁসির দেয়ার আগে মাদক ব্যাবসায়ীদের ফাঁসি দেয়া দরকার।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন ভাই । ধন্যবাদ রইলো।

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯

আমি তুমি আমরা বলেছেন: যে গডফাদার নামক মেশিনগুলো আজ সমাজে অসংখ্য ঐশী তৈরী করছে-সেই মেশিনগুলোই আগে ধ্বংস করা হোক।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

খেয়া ঘাট বলেছেন: মেলা ধন্যবাদ ভাই।

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

সুজন চন্দ্র পাল বলেছেন: সবার কমেন্ট+ আপনার লিখা পড়ে ইহাই বুঝিলাম যে , ঐশ্বীদের নিয়ে সবাই বেশ চিন্তিত । তবে এই চিন্তাকি শুধু ঐশ্বীদের জন্য হবে ।
এখানে সব ভাল মানুষেরাই আছেন যারা রাজন হত্যা কারিদের ফ্যামিলির কথাও ভাবতে পারেন নি । যারা তাদের ফাসি চেয়েছিলেন মানবতার বিচারে ।
ঐশ্বীদের সৎ পথে রাখার/ফিরিয়ে আনার ক্ষমতা এদেশের নাই । আর কোনদিন হবে বলে আমার বিশ্বাস হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.