![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমর কথাসাহিত্যিক, বাংলা সাহিত্যে হ্যামিলনের বাঁশীওয়ালা ,মৃত্য নামক আততায়ীর কাছে জীবন দেয়া হুমায়ুন আহমেদের জন্মদিনে ব্লগের ব্যানার একদিনের জন্য পরিবর্তন করে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্মরণ করা যেতো।
ধন্যবাদ।
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩
খেয়া ঘাট বলেছেন: অপূর্ব। গানের লিঙ্কটা কি একটু পাওয়া যাবে ভাই??
২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
আমি তুমি আমরা বলেছেন: সহমত।
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
খেয়া ঘাট বলেছেন: সবারই সহমত হওয়া দরকার। ধন্যবাদ।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৯
প্রবাসী পাঠক বলেছেন: বাংলা সাহিত্যে হ্যামিলনের বাঁশীওয়ালা হুমায়ূন আহমেদ এর জন্মদিনে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
রুদ্র জাহেদ বলেছেন: হুমায়ূন আহমেদ
কবীর সুমন
শাওন মেঘে কি কথার বৃষ্টি ঝরে
তাঁকে ভাবলেই কাহিনীরা ভিড় করে
কাহিনীর পর কাহিনীর সে কি জেদ
দেখিয়ে দিলেন হুমায়ূন আহমেদ।
ছোট থেকে বড় পাঠকের সংখ্যা কত?
চরিত্রগুলো তাঁর পাঠকের মতো
ধরা ছোঁওয়া যায়, চেনা যায় আয়নায়
আরও বলো আরও গল্পের বায়নায়।
চলেছে বাক্য তাঁরই কলম ধরে
সহজ কথার গল্প সঙ্গে করে
সঙ্গী হয়েছি গল্পের সড়কেই
স্বর্গ ছুঁয়েছি নন্দিত নরকেই।
এ দুনিয়া ছেড়ে অন্য কোথায় যাওয়া
সেখানে নতুন কোনো গল্প খুঁজে পাওয়া
কারুর কারুর পড়ে না পূর্ণছেদ
আবার লিখুন হুমায়ূন আহমেদ।
শাওন মেঘে কি কথার বৃষ্টি ঝরে
তাকে ভাবলেই কাহিনীরা ভিড় করে।