নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

হুমায়ুন আহমেদের কঠিন একখান রসবোধ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

হুমায়ুন আহমেদের কঠিন একখান রসবোধঃ

টিভিরিমোট নিয়ে তখন এতো বেশী কছলাকছলি নেই। সবেধন নীলমনি তখন-বাংলাদেশ টেলিভিশন। সেই টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান- হুমায়ুন আহমেদের একক নাটক, ধারাবাহিক নাটক- ইত্যাদি। নাটক শুরু হলেই- যে যেখানে থাককু। টিভি'র সামনে হাজির। বলতে গেলে ঐ সময় রাস্তাঘাট ফাঁকা।

এসব কাণ্ডকীর্তি আবার হুমায়ুন আযাদের একেবারেই পছন্দ না। তিনি দৈনিক ইত্তেফাকের সাহিত্যপাতায় সাক্ষাৎকার দিয়ে দিলেন-
হুমায়ুন আহমেদের নাটকতো সুশীল, শিক্ষিত ,সুস্থরুচি সম্পন্ন কোনো ভদ্র মানুষ দেখেনা। এসব দেখেতো শুধু মাত্র বাড়ির কাজের ছেলে মেয়েরা,চাকর বাকররা।

এই সাক্ষাৎকারের কিছুদিন পর- ঢাকা ক্লাবের এক অনুষ্ঠানে হুমায়ুন আযাদ বসে আছেন। উনাকে বসে থাকতে দেখে হুমায়ুন আহমেদ এগিয়ে গিয়ে সালাম দিলেন।
তারপর বললেন- স্যার কেমন আছেন? একটি বিশেষ কথা ছিলো। আপনার বাসায়তো কাজের ছেলেমেয়ে আছে তাই না?
হ্যাঁ আছে । কেন কি হয়েছে?
যদি স্যার আপনি একটু দয়া করতেন?
কি দয়া !! কি করতে হবে?
ওরা তো স্যার পত্রিকা পড়েনা। তাই কোনো খবরও রাখতে পারেনা। এই রবিবার থেকে টিভিতে আমার একটা নতুন ধারাবাহিক শুরু হবে- নাম হলো "আজ রবিবার।" আপনি যদি একটু দয়া করে ওদের কাছে এই খবরটা পৌঁছে দেন- তাহলে স্যার আমার খুব উপকার হয়। ওরা আমার নাটকটা দেখতে পারবে। আপনারাতো স্যার আর দেখবেননা।

আযাদ শক, আহমেদ রক...........................

মন্তব্য ১৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৮

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। আযাদ শক, আহমেদ রক.

২| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

তাশমিন নূর বলেছেন: হা হা হা। মজা লাগল। যেমন ইট, তেমন পাটকেল। হুমায়ূন আহমেদের মধ্যে এই ব্যাপারটা ছিল। তিনি কাদা ছোঁড়াছুড়ি করতেন না। এটা আমার বেশ ভালো লাগত। তাঁর বিভিন্ন লেখায় এরকম আরও অনেক ঘটনার কথা জানা যায়, যেগুলোতে তিনি সুন্দর করে পাটকেল দিয়েছিলেন কাউকে কাউকে।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা।শেষের বাক্যটা এপিক হয়েছে।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: জানা হলো। হুমায়ূন আহমেদে এর বইয়ের ভাষা যেমন সরল, উনার রসবোধও বেশ উন্নত।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

গেম চেঞ্জার বলেছেন: আযাদ শকড, আহমেদ রকজ B-))

৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

শতদ্রু একটি নদী... বলেছেন: হুমায়ুন আজাদকে আমার পছন্দ না। এতো উন্নত চেতনা আমাদের মত সাধারন মানুষের জন্য না। আমাদের জন্য হুমায়ুন আহমেদই ঠিক আছেন।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: হা হা হা

৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

জিমার পেঙ্গুইন বলেছেন: B-) :D

৯| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলা সাহিত্যের দু উজ্জ্বল নক্ষত্র ।
আহমেদ ছিলেন রসিক , আজাদ ছিলেন চাঁছাছোলা ।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

মায়াবী রূপকথা বলেছেন: দারুন :P

১১| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: এই অজানা তথ্যটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

১২| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

আরণ্যক রাখাল বলেছেন: আজাদ আমার খুব প্রিয় এক ব্যক্তি(লেখক)|
এটা পড়ে মজা পেয়েছি|

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

খেয়া ঘাট বলেছেন: সব্বাইকে ধন্যবাদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদ।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

তুষার আহাসান বলেছেন: মজা পেয়েছি|

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আযাদ শক, আহমেদ রক =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.