![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কষ্টে ফেসবুকে লগইন করে স্ট্যাটাস দিয়েছেন-
ষোল কোটি বাঙ্গালীর হে মুগ্ধ রমণী,
রেখেছো ফেসবুক বন্ধ করে-
স্ট্যাটাস না দেয়ার যন্ত্রণা বুঝোনি।
কবিগুরুর এই স্ট্যাটাস মিনিটেই কয়েক হাজার শেয়ার। প্রথম আলো পত্রিকার হেড লাইন। কবি জীবনানন্দ দাশের হাত তখন নিশিপিশ করছে। কেমনে লগইন করা যায়। ভাইবারে কবি নজরুলকে পাওয়া যাচ্ছেনা। অন্যদিকে কবি মাইকেল বিদেশ থেকে ছুটিয়ে স্ট্যাটাস দিয়েই যাচ্ছেন। পকেটের অবস্থাও ভালো না। ইস!!। মাইকেলটা যদি একবার ফোন দিতো। এমন সময় ক্রিং ক্রিং।জীবনানন্দের বিরাগ মনের হাহাকার শুণে মাইকেল হাসতে হাসতে শেষ। আরে বেকবু ! ফেসবুক বন্ধ । তাইবলে কি স্ট্যাটাস দিবানা। পক্সি, ভিপিএন এগুলো দিয়ে কি আন্ডা পারবা? এখনো ডিজিটাল হতে পারলানা মিয়া, এনালগে পইড়া রইলা।
কবি জীবনানন্দের সাথে সাথেই স্ট্যাটাস--
"আবার আসিব ফিরে,নানা স্ট্যাটাসের ভীড়ে-এই ফেবুর নেশায়
হয়তো কমেন্ট নয়, হয়তোবা কবিগুরুর একখানা লাইকের আশে,
হয়তোবা জসীমউদ্দীন ,নজরুল অকারণে যাবে শুধু দূর থেকে হেসে-
নিরাশার শোক শেষে একদিন আসিবো এ ফেসবুকের পাতায়।"
সাথে সাথে বেশ কয়েকখানা লাইক। আর মাইকেলের কমেন্ট-
সতত , হে কবি তুমি পড় মোর মনে,
ভিপিএনে লিখছো স্ট্যাটাস রাখো গোপনে।
জাতীয় কবি নজরুল তখন সবেমাত্র দমদম বিমান বন্দরে নেমে পকেট থেকে আইফোন সিক্স বের করে একখান স্টাটাস দেয়ার কথা। কিন্তু দেখেন- কবি জীবনানন্দের স্ট্যাটাসে মাইকেলের কমেন্ট। সাথে সাথেই বিদ্রোহী কবির সেই জ্বালাময়ী স্ট্যাটাস-
"ফেসবুক ওপেন করবি কিনা বল,
না করিলে কিলের চোটে হাড় করিবো জল"
কবির স্ট্যাটাসে সাথে সাথেই কয়েক হাজার শেয়ার।শুধু তাইনা, অনেক পেজ লিখাটি চুরি করে নিজেদের নামে ঝেড়েও দিয়েছে।
অন্যদিকে, কবি আলমাহমুদের অবস্থা তখন আরো কাহিল। কোনো অবস্থাতেই লগইন করতে পারছেন না। আপনমনে হাঁটছেন আর বিড়বিড় করে বলছেন-
আমার প্রাণের স্ট্যাটাসগুলো হারিয়ে গেলো শেষে,
ফেসবুক হঠাৎ বন্ধ হয়ে গেলো সারা বাংলাদেশে।
কবি শামসুর রাহমান ঘুম থেকে ওঠে শীতের ঠান্ডা সকালে ধূমায়িত গরম চা নিয়ে বসেছেন। ফেসবুকে লগইন করেছেন কিন্তু কিছুই লিখতে পারছেন না। নিজের কভার ফটোতে লিখাটি পড়ছেন-
ফেসবুক তুমি
রবি ঠাকুরের হাজার হাজার লাইক আর লক্ষ লক্ষ ফলোয়ার,
ফেসবুক তুমি
কাজী নজরুলের বিদ্রোহী সব পোস্টের চমকানো কথা,
ফেসবুক তুমি
যেমন ইচ্ছে লেখার আমার স্ট্যাটাসের খাতা।
অন্যদিকে - শত শত ফেসবুকারের দল এই প্রথম ফেসবুকিং করতে না পেরে বিকেলে ঘর থেকে বের হয়েছে। আহা! বাইরের এই বিকেলটাওতো কত সুন্দর।মনোরম বিকেলের চন্চল শরের সুগন্ধি বাতাস সব ক্লান্তি বিহ্বলতা যেন মুহুর্তেই দূর করে দিয়েছে ।
দূর থেকে কুদ্দুস বয়াতীর মন বাউল করা গান ভেসে আসছে-
এই ফেসবুক সব কিছু নয়- আরো কত কিছু আছে,
এই ফেসবুকেরে নিয়ে যাবো সেই হারানো দিনের কাছে...............
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
খেয়া ঘাট বলেছেন: মারছেরেরেররররররররররররররররররররররররররররে
আবারতো দিছেন আরেকটা শব্দ হান্দাইয়া...........একেবারে মধুছু....ন হয়ে গেলাম। ছিঃছিঃছিঃ
২| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
নূর আল আমিন বলেছেন: আজ্ঞে দাদা এচব কি ভলচেন?
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
খেয়া ঘাট বলেছেন: আপনার কমেন্ট আমার মাথা আওলা হয়ে গেলো ভাইজান..........
৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯
নূর আল আমিন বলেছেন: হাঃহাঃহাঃহাঃ ইদানিং ফেসবুকে তেমন যাইনা, ফাজলামোও কৱিনা, তাই একটু ফাজলামো কৱলাম , dont mind for my comment,
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৪
খেয়া ঘাট বলেছেন: আরে না . আমি এখন খুব জয়ফুল মুদে থুক্কু মুডে আছি
৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০১
সাইবার অভিযত্রী বলেছেন: লাইক
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
খেয়া ঘাট বলেছেন:
৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১
অপর্ণা মম্ময় বলেছেন: মজা পেলাম।
এটা ঠিক ফেসবুক বা গ্যাজেটের কারণে অবস্থা এমন হয়েছিলো একসাথে ফ্রেন্ডরা রিউনিয়নে গেলেও সবাই যার যার হাতে মোবাইল হাতে গল্প গুজব চালাচ্ছে। সে হিসেবে কয়দিন আঙুলগুলো রেস্ট পাচ্ছে, এটা তো ভালোই।
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
খেয়া ঘাট বলেছেন: একসাথে ফ্রেন্ডরা রিউনিয়নে গেলেও সবাই যার যার হাতে মোবাইল হাতে গল্প গুজব চালাচ্ছে।
সে হিসেবে কয়দিন আঙুলগুলো রেস্ট পাচ্ছে, এটা তো ভালোই।
৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২২
রাজিব হোসেন পানি বলেছেন: দারুণ লিখেছেন ভাই ..
কবিদের মাঝে আপনার নামটি কোথায় ?
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
খেয়া ঘাট বলেছেন: ইতা কিতা মাত মাতইন আমারে লইজ্জা দেন কেনুগো ভাই
৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
প্রামানিক বলেছেন: দারুণ হইছে। ধন্যবাদ
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯
খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
আবু শাকিল বলেছেন: মজার লেখা
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯
খেয়া ঘাট বলেছেন:
৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭
সত্যের পথে আরিফ বলেছেন: জব্বর হইছে ভাইছা+++++
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২০
খেয়া ঘাট বলেছেন: বহুত শুকরিয়া জনাব
১০| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬
হোসেন মালিক বলেছেন: রবীন্দ্রনাথটা কে জনাব?
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪
খেয়া ঘাট বলেছেন: মহান কবি, লিখার সাথে আঁকেন ছবি
ফেসবুক ছিলো উনার গোপন হবি।
১১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২
বাংলার ফেসবুক বলেছেন: ফেসবুক বন্ধ হওয়ায় আমি খুবই কষ্ট পাচ্ছি, আমি কেন দেশের লক্ষ লক্ষ ফেসপোকা কুরে কুরে মার খাচ্ছে। তবে আমার একটা ইচ্ছা পুরুণ হচ্ছে। ফেসবুকের চাপে ব্লে ছেড়ে দিয়েছিলাম। আমি সুমুতে দীর্ঘ ৫ বছর হলো আইডি খুলি ১৫ দিন পর তা বন্ধ হয় সময় ও পোষ্ট করতে না পারায় এ সমস্য সৃষ্টি হয়েছিল। এবার জমিয়ে সামু দেখতেছি। বাট কেহ আমায় বন্ধু হিসেবে আমার পেজে বা আইডিতে আসে না। আমি নজরুল রবি র হতাশায় মরছি।
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০
খেয়া ঘাট বলেছেন: আমাশা থেকে হতাশা ভালো
১২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২
আমিই মিসির আলী বলেছেন: ১ম কমেন্ট এ থু .....
আপনার লেখা পড়ে ভালো লাগিলো। অসাধারণ ও বলা যায়!
ফেসবুকের সেই দিনগুলি ......
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ নেন ভাইজান।
১৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
গেম চেঞ্জার বলেছেন: পোস্টের মর্মার্থ সবাই বুঝবে মনে হচ্ছে না। তবে আসলেই আমাদের ফেসবুকের বাইরের বুকটি অধ্যয়ন করা উচিত।
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩
খেয়া ঘাট বলেছেন: ফেসবুকের বাইরের বুকটি অধ্যয়ন করা উচিত।+++++++++++++++++++++++++
১৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
ধমনী বলেছেন: এই ফেসবুক সব কিছু নয়- আরো কত কিছু আছে,
এই ফেসবুকেরে নিয়ে যাবো সেই হারানো দিনের কাছে.......
- ভালো বলেছেন।
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ নেন ভাইজান।
১৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৭
আরণ্যক রাখাল বলেছেন: সেই হইছে| ঠাঠা পোস্ট
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৪
খেয়া ঘাট বলেছেন:
১৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:০২
মিলন হোসেন১৫৮ বলেছেন: জটিল হইছে
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
খেয়া ঘাট বলেছেন: এক বস্তা লাইক নেন
১৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ফেসবুকবিহীন দিনগুলিতে প্রেম
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
খেয়া ঘাট বলেছেন: আপনার জন্য হাগার হাগার লাইক
১৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
রাতুল_শাহ বলেছেন: হা হা হা.............
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
খেয়া ঘাট বলেছেন:
১৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
রুদ্র জাহেদ বলেছেন: মজা পেলুম
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
খেয়া ঘাট বলেছেন: অনেকগুলো লাইক দিলুম
২০| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১০
সুলতানা রহমান বলেছেন: কাজী নজরুল ক্যামনে আই ফোন সিক্স কিনলেন? শুনলাম তিনি নাকি অভাবে কাল কাটাচ্ছেন। দারিদ্র্য তুমি মোরে করেছ মহান ………
এখন কি তিনি লেখছেন, ফেসবুক তুমি মোরে করেছ পপুলার?
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
খেয়া ঘাট বলেছেন: জ্বি। ঐটা উনার এক পাগলা ভক্ত বিদেশ থেকে পাঠিয়েছে। যাতে কবি নিয়মিত স্ট্যাটাস দিতে পারেন
২১| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১০
আমার বাংলা পোষ্ট বলেছেন:
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
খেয়া ঘাট বলেছেন: এক বস্তা লাইক নেন
২২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
শ্রীঅভিজিৎ দাস বলেছেন: পড়িয়া বালা লাগছে ।
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
খেয়া ঘাট বলেছেন: মন্তব্য পাইয়া আমারও বালা লাগিয়াছে
২৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা।
কয়দিন ফেসবুক বন্ধ আছে, একদিক দিয়ে ভালোই হয়েছে। পোলাপান বুঝিতে পারিতেছে ফেসবুক ছাড়াও বাঁচিয়া থাকিতে পারা যায়। ইহা মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত নহে।
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
খেয়া ঘাট বলেছেন: ইহা না খাইয়াও জীবন ধারণ করা যায়
২৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫
হাসান মাহবুব বলেছেন: হাহা!
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
খেয়া ঘাট বলেছেন: আপনার হেসেছেন । এই নিন কয়েক হাগার লাইক
২৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
অর্কমানিক বলেছেন: কবিরা স্ট্যাটাস দিয়েছেন ডাইরীর পাতার আমরা ষ্ট্যাটাস দেই ফেসবুকের পাতায়............অনেক ভাল হয়েছে .....................!
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
খেয়া ঘাট বলেছেন: সেটাই। ব্লগের পাতা থেকে অগণিত ধন্যবাদ নেন।
২৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
সুমন কর বলেছেন: হাহাহা......বেশ
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
খেয়া ঘাট বলেছেন: খুশী হলাম সুমন ভাই। অনেক ধন্যবাদ নেন।
২৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
শুভ্রা হক বলেছেন: হা হা হা .........অনেক মজা পেলাম লেখাটা পরে।
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০০
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ নেন আপ্পি
২৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট ,
ঈশশশশশশশশশশশ ..... ফেসবুকারদের জন্যে কষ্টে বুকটা .................
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০০
খেয়া ঘাট বলেছেন: বুকটা ভাঙ্গিয়া যায় আর কইয়েন না
২৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
উদীয়মান সূর্য় বলেছেন: দারুন মিল বন্ধন রেখে লেখেছে
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০১
খেয়া ঘাট বলেছেন: সেই জন্যইতো উনার মহান কবি
৩০| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হেভি মগা পাইলাম
২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৯
খেয়া ঘাট বলেছেন: হাগার হাগার লাইক নেন
৩১| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
অশিক্ষিত প্রেতাত্মা বলেছেন: ফেসবুক তুমি
রবি ঠাকুরের হাজার হাজার লাইক আর লক্ষ লক্ষ ফলোয়ার,
ফেসবুক তুমি
কাজী নজরুলের বিদ্রোহী সব পোস্টের চমকানো কথা,
ফেসবুক তুমি
যেমন ইচ্ছে লেখার আমার স্ট্যাটাসের খাতা।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮
নূর আল আমিন বলেছেন: আজ্ঞে দাদা কোলকাতা তেকে এছেচিতো, তাই এধটু আধটু চোদ্দভাছায় লিকতেচি