নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

বর্ণবাদ

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১



সভ্য দুনিয়ার যন্ত্রণাদায়ক এ বর্ণবাদের পরিসমাপ্তি কখনোই হবেনা-
যতদিন পর্যন্ত সাদাগাড়িগুলো শুধু কালো টায়ার ব্যবহার করবে।
ক্লিষ্ট বর্ণবাদের বিষক্রিয়া এ পৃথিবীতে চলতেই থাকবে-
যতদিন পর্যন্ত দূর্ভাগ্যকে কালো আর সৌভাগ্যকে কেবলি সাদা হিসাবে গণ্য করা হবে।
বর্ণবাদ কখনোই বিলুপ্ত হবেনা
যতদিন পর্যন্ত বিবাহের আনন্দঘন অনুষ্ঠানগুলো সাদা কাপড়ে আর -
অন্ত্যেষ্টিক্রিয়ার মতো দুঃখের অনুষ্ঠানে মানুষ কালো কাপড় পরিধান করবে।
বর্ণবাদের অভিশাপ চলতেই থাকবে-
যতদিন পর্যন্ত দুষ্কৃতিকারীরা সাদাতালিকাভুক্ত না হয় শুধু কালো তালিকাভুক্ত হবে।
বর্ণবাদের এই বিভৎস অভিসম্পাত -কোনোদিনও মিটবেনা
যতদিন পর্যন্ত স্নোকার বোর্ডের সাদা বলটি দিয়ে গুঁতো মেরে মেরে
কালো বলগুলোকে গর্তে নিক্ষেপ করা হবে।
তারপরও এই বর্ণবাদকে আমি তোড়াই কেয়ার করি-
যতদিন পর্যন্ত আমি আমার কালো পশ্চাতদেশকে প্রতিদিন কমপক্ষে একবার
সাদা টিস্যু দিয়ে ঘষে পরিষ্কার করে রাখতে পারি।

অনুবাদ- আরিফ মাহমুদ

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারপরও এই বর্ণবাদকে আমি থোড়াই কেয়ার করি-
যতদিন পর্যন্ত আমি আমার কালো পশ্চাতদেশকে প্রতিদিন কমপক্ষে একবার
সাদা টিস্যু দিয়ে ঘষে পরিষ্কার করে রাখতে পারি। ;) =p~ =p~ =p~

যাক। অন্তত একটা জায়গায়তো বর্ণবাদ উল্টাতে পেরেছেন ! মন্দ কি? ;)

পুরাই জটিল ভাবনা :)

++

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

খেয়া ঘাট বলেছেন: অন্তত একটা জায়গায়তো বর্ণবাদ উল্টাতে পেরেছেন +++++++++++++++++++++++++++++++

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

খেয়া ঘাট বলেছেন: অন্তত একটা জায়গায়তো বর্ণবাদ উল্টাতে পেরেছেন ++++++++++++++++++++++++++++++++

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

বাংলার ফেসবুক বলেছেন: বর্ণবাদ কখনোই বিলুপ্ত হবেনা @আমিও একমত

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

খেয়া ঘাট বলেছেন: আপনার সাথে আমিও একমত আপ্পি

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০

বোকা শিয়াল বলেছেন: " যতদিন পর্যন্ত আমি আমার কালো পশ্চাতদেশকে প্রতিদিন কমপক্ষে একবার
সাদা টিস্যু দিয়ে ঘষে পরিষ্কার করে রাখতে পারি।" এইটা ভাল হইেছ........................

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ নেন।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

অমিত অমি বলেছেন: আটা,ময়দা আর ডিএসএলআর এর যুগে বর্ণবাদ থাকার তো কথা ছিল না! :P

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

খেয়া ঘাট বলেছেন: ভালো বলেছেন :)

৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

শাহমুন নাকীব ফারাবী(২) বলেছেন: পুরোটাই দারুন! কিন্তু শেষ লাইনটা সবচেয়ে মজাদার

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪

খেয়া ঘাট বলেছেন: একেবারে খাঁটি কথা বলেছেন।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

হাসান মাহবুব বলেছেন: হাহাহা! চরম। কাব্য এবং উইট।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ প্রিয় হামা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.