নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

"রাসেলের প্রতি কোনো করুণা নয়-এই সংগ্রামী জীবনযোদ্ধার প্রতি রইলো লাল সেলাম"

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৬

"রাসেলের প্রতি কোনো করুণা নয়-এই সংগ্রামী জীবনযোদ্ধার প্রতি রইলো লাল সেলাম"



মাত্র সাত বছর বয়সে ছেলেধরাদের কাছ থেকে পালাতে গিয়ে রাসেল ট্রেনের নীচে কাটা পড়ে। এরপর থেকেই শুরু হয় রাসেলের জীবনযুদ্ধ। ঢাকা পঙ্গু হাসপাতালে বেহুস হয়ে পড়েছিলো আটদিন। যখন প্রথম সে চোখ খোলে দেখে -তখন সে আর আগের রাসেল নেই। দুহাত আর পায়ের অর্ধেক সারাজীবনের জন্য হারিয়ে রাসেল বেঁচে নিলো পঙ্গুত্বের জীবন। মাথায় ২০টি সেলাই নিয়ে ভর্তি হয় ছিন্নমূলশুিশুদের স্কুলে। স্কুলে আসা যাওয়ার পথে রাসেলের জন্য এসেছে নানা প্রলোভন। পড়ালিখা করে কি হবে? ভিক্ষার থালা নিয়ে দাঁড়ালেই দিনে ৩০০ থেকে ৫০০ টাকা খুব সহজেই আয়। ওর দুটো হাত নেই, পায়ের অনেকাংশই নেই-এটাতো ভিক্ষাবৃত্তির জন্য দারুণ সুযোগ। এ সুযোগটিকে অবহেলা করতে পারে শুধু বোকারাই।ওকে পঙ্গু হওয়ার অভিনয় করে লোক ঠকাতে হবেনা। ওতো সত্যিকারের একজন পঙ্গু, বিকলাঙ্গ। কিন্তু, এই মোহ আর প্রলোভন রাসেলকে ভিক্ষাবৃত্তির পথে নিয়ে যায়নি। বিবেক বাঁধা দিয়েছে। অতি কষ্টে রাসেল তোলে নিলো শরীর সাথে কোনো রকমে ঝুলে পড়া হাতের অংশ নিয়ে রঙতুলি। শুরু হলো তার আঁকা।আর এই রঙতুলি নিয়েই চলছে রাসেলের জীবনসংগ্রাম।

ভাগ্যের নির্মম পরিহাস যে রাসেলের জীবনকে দুর্বিষহ, ধূসর করে তোলেছিলো- রাসেল নিজের প্রচেষ্ঠায় ভিক্ষাবৃত্তিকে পায়ে ঠেলে রঙতুলি দিয়ে ছবি এঁকে নিজের জীবনের চলার পথকে রাঙ্গিয়ে তোলছে।

এই পঙ্গু, বিকলাঙ্গ রাসেলের বিবেকটুকু আজ আমাদের নেই।
ফাইল আটকিয়ে ঘুস খাওয়া এক ধরণের ভিক্ষাবৃত্তি।
নেতা, দলনেতা, উপনেতার নামে মানুষকে জিম্মি করে চাঁদা ওঠানোও ভিক্ষাবৃত্তি।
ভুইফোড় সংগঠনের ব্যানারে নানা অনুষ্ঠানের নামে অর্থ আদায়ও ভিক্ষাবৃত্তি।
বিদেশে অনুষ্ঠানের নাম ভাঙ্গিয়ে মানবপাচার করাও ভিক্ষাবৃত্তি
উন্নয়নের বরাদ্দ অর্থ আত্মসাত করে মেরে খাওয়াও ভিক্ষাবৃত্তি।
নিজের বিবেককে বন্ধক রেখে স্বার্থ আদায় করাও ভিক্ষাবৃত্তি।
দেশের টাকা লুটপাট করে সুইচব্যাংকে জমানোও ভিক্ষাবৃত্তি।
যাবতীয় যৌতুক ছোট হোক , বড় হোক- এই লোভ করাটাও ভিক্ষাবৃত্তি।
এয়ারপোর্টে বিদেশ ফেরত যাত্রীদের নানা টালবাহানা করে অর্থ আদায় করাও ভিক্ষাবৃত্তি।
বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার নামে অর্থ আদায় করাও ভিক্ষাবৃত্তি।

এসব কাজ আরেকবার করার আগে দয়া করে এই কিশোর রাসেলের ছবিটির দিকে একবার ভালো করে চেয়ে দেখুন। তারপর নিজের বিবেককে প্রশ্ন করুন যদি পঙ্গু রাসেল একটা পয়সা ভিক্ষা না নিয়ে সৎভাবে জীবন চালাতে পারে, তবে আপনারা পারবেন না কেন?
জীবনযোদ্ধা রাসেল তোমার প্রতি ভাই কোনো করুণা নয়, বুকের ভিতর থেকে জানালাম এক সহস্র লাল সেলাম।
(নিজের আঁকা ছবিতে নিমজ্জিত-কিশোর যোদ্ধা রাসেল- ছবি ডেইলি স্টার থেকে নেয়া।)

মন্তব্য ৫১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪২

বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম @ ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৬

খেয়া ঘাট বলেছেন: আপনি সারাদিন কী করেন??? ঘুম নাই, খানাপিনা নাই ????

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৩

বাতিওয়ালা বলেছেন: ভাই। চুরি,চাদাবাজি,অর্থ আত্মসা্‌ত,বাটপাড়ি এগুলা থেকে ভিক্ষা অধিকতর শ্রেয়।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১০

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন ভাই।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৮

রক্তিম দিগন্ত বলেছেন: দুই দুইটা ভাল হাত দিয়েও আমার পক্ষে এমন ছবি আঁকা সম্ভব না।

সেটাও বাংলাদেশের জাতীয় ফুলের?

আসলেই হ্যাটস অফ। তার চিন্তাধারাটা আরো বেশি ভাল লাগলো।

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

অগ্নি সারথি বলেছেন: জয় হোক রাসেলের, জয় হোক সংগ্রামী জনতার।

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

খেয়া ঘাট বলেছেন: জয় হোক রাসেলের, জয় হোক সংগ্রামী জনতার।
+++++++++++

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালোবাসা মানুষ রাসেল এর প্রতি ।

অনেক ভালো অবস্থায় জীবনে কিছু করবে ইনশাল্লাহ ।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এ রিয়েল হিরো ! ওর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ তনিমা আপি।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

সুমন কর বলেছেন: জীবনযোদ্ধা রাসেল তোমার প্রতি ভাই কোনো করুণা নয়, বুকের ভিতর থেকে জানালাম এক সহস্র লাল সেলাম।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

খেয়া ঘাট বলেছেন: লাল সালাম।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

কাবিল বলেছেন: আমার স্বচক্ষে দেখা একটা ঘটনা বলি।
আরিচা ঘাটে লঞ্চের উপর আছি, এমন সময় এক ব্যক্তি আসল আমাদের সামনে। দুচোখই অন্ধ।
তিনি আমাদের সালাম দিয়ে বললেন--
ভাই আমি অন্ধ। আমি ভিক্ষা চাইলে হয়ত আপনারা দু-এক টাকা করে আপনারা দিতেন, কিন্তু আমার ভিক্ষা নিতে মন চায় না। আমার কার চকলেট আছে, যদি আপনারা দয়া করে দু-একটা চকলেট কিনতেন আমি খুব খুশি হতাম।
চকলেট কেনার ইচ্ছা না থাকলেও আমরা এক একজন দশ পনেরটা করে চকলেট কিনালাম। ওখানেই তার এক প্যাকেট চকলেট বিক্রয় হল।

আমাদের সকল ইন্দ্রিয় থাকা সত্ত্বেও কেন তাদের মত বিবেক হয়না।
জীবনযোদ্ধা রাসেল তোমার প্রতি ভাই কোনো করুণা নয়, বুকের ভিতর থেকে জানালাম এক সহস্র লাল সেলাম।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই, এইসব সত্যিকারের তারকাদের কথা শেয়ার করার জন্য।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

আবু শাকিল বলেছেন: আল্লাহ যেন রাসেল কে সুস্থ্য রাখেন।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

খেয়া ঘাট বলেছেন: আল্লাহ যেন রাসেল কে সুস্থ্য রাখেন। ধন্যবাদ শাকিল ভাই।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

নেক্সাস বলেছেন: আল্লাহের কাছে রাসেল যেন জীবন যুদ্ধে জিতে যায় সে দোয়া করি

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

খেয়া ঘাট বলেছেন: এরা অদম্য ভাই। জয় হবে। ধন্যবাদ ভাই।

১১| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

শায়মা বলেছেন: সে কোথায় আছে এখন?

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

খেয়া ঘাট বলেছেন: চাঁদপুরে আছে আপু।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

হাসান মাহবুব বলেছেন: স্যালুট!

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

খেয়া ঘাট বলেছেন: স্যালুট রাসেল।

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

খেয়া ঘাট বলেছেন: বিনম্র শ্রদ্ধা ভাই।

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: জীবনযোদ্ধা রাসেল তোমার প্রতি ভাই কোনো করুণা নয়, বুকের ভিতর থেকে জানালাম এক সহস্র লাল সেলাম।

এরাই সত্যিকারের যোদ্ধা।

ধন্যবাদ আপনাকে চমৎকার একটা বিষয় তুলে ধরার জন্য।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রুহী আপু।

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

দেবজ্যোতিকাজল বলেছেন: :):)প্রতিবন্ধীরা সমাজে অবহেলিত :( এবং সরকার :(

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

খেয়া ঘাট বলেছেন: গভীর কথা :)

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

নীলসাধু বলেছেন: "রাসেলের প্রতি কোনো করুণা নয়-এই সংগ্রামী জীবনযোদ্ধার প্রতি রইলো লাল সেলাম"
সহ সালাম রইল।



ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাইজান।

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: এক অভাবনীয় জীবন যুদ্ধের দারুণ পোস্ট । এই রাসেল থেকে শেখার আছে আমাদের অনেক কিছু । তার জন্য রইলো দোয়া । সে যেন আরও বহুদূর এগিয়ে যেতে পারে ।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাইজান।

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১

সৌরভ আনসারী বলেছেন: ভাইয়া, তাহলে ডাকাতি ও ভিক্ষাবৃত্তি।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩২

খেয়া ঘাট বলেছেন: এগুলো ভিক্ষাবৃত্তির চেয়েও খারাপ । ধন্যবাদ ভাইয়া।

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৫

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আল্লাহ তা'আলা রাসেলের সহায় হোন ।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৩

খেয়া ঘাট বলেছেন: আমিন! আমিন!! আমিন!!!

২০| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: রাসেলের প্রতি কোনো করুণা নয়-এই
সংগ্রামী জীবনযোদ্ধার প্রতি রইলো লাল
সেলাম"

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৩

খেয়া ঘাট বলেছেন: রুদ্র জাহেদ বলেছেন: রাসেলের প্রতি কোনো করুণা নয়-এই
সংগ্রামী জীবনযোদ্ধার প্রতি রইলো লাল
সেলাম" ++++++++++++

২১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৮

মোঃ তুহিন ফারুক খান বলেছেন: অনেক সন্দুর পোষ্ট, আমাদের মাঝে অনেকেই যারা কষ্ট বুঝিনা। ওর জন্য আমার দোয়া রইল।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২৩

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।

২২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৭

মোঃ তুহিন ফারুক খান বলেছেন: এটাকে করুনা বলছেন কেন?

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৬

খেয়া ঘাট বলেছেন: করুণা বলিনিতো।

২৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৪

বৃতি বলেছেন: জীবনযোদ্ধা রাসেল - এঁরাই পৃথিবীর প্রকৃত হিরো।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৭

খেয়া ঘাট বলেছেন: বৃতি বলেছেন: জীবনযোদ্ধা রাসেল - এঁরাই পৃথিবীর প্রকৃত হিরো।
ধন্যবাদ আপু।

২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৩

ক্যান্সারযোদ্ধা বলেছেন: অনুপ্রেরণা পেলাম! ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জীবনযোদ্ধা রাসেল তোমার প্রতি ভাই কোনো করুণা নয়, বুকের ভিতর থেকে জানালাম এক সহস্র লাল সেলাম।

ধন্যবাদ খেয়াঘাট, রাসেলের কাহিনী শেয়ার করার জন্য।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই পড়ার জন্য, মন্তব্য করার জন্য।

২৬| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০

প্রামানিক বলেছেন: রাসেলের সংগ্রামী জীবনে সাফল্য নেমে আসুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.