নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

তাহা দিদি

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ ওঠেছে ঐ
মাগো আমার চাঁদের ছবি দেখানোর ফেবু গেলো কই?
খোলে দিবে বলে বলে- হেথায় হোথায় কথা বলে
স্ট্যাটাস লিখার চিন্তায় ঘুম আসেনা, তাইতো জেগে রই
মাগো, আমার কোলের কাছে ল্যাপ্পি গেলো কই?

সেদিন হতে ফেবু তুমি কেন বন্ধ করে রাখো
এসব কথা বলতে গেলেই নাটক করতে থাকো?
অনলাইনে ব্রাউজ করি যখন, ফেবু বলে কাঁদি তখন
মন্ত্রীমহোদয় কেন মা আর ফেবু খুলে নাকো
মিষ্টি হাসি আর কাজল আঁখিতে শুধু রুপটি খোলে রাখো।

বল মা, মাথা কি ওদের পঁচে গেছে, ভাইবার খুলবে কবে?
কাল যে আমার আপনজনের সাথে কথা বলতে হবে।
ওদের মাথায় ঝাঁকি দিয়ে, ইচ্ছে করে বলি গিয়ে
মুক্ত দুনিয়ায় তোমরা কেন বুদ্ধিবোকা হবে
ফেবুও নাই, ভাইবারও নাই -এই যন্ত্রণা আর কতদিন রবে?

- আরিফ মাহমুদ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

রাফা বলেছেন: যাক ফেসবুক বন্ধ থাকার কল্যাণে কিছু প্যারোডিতো পাচ্ছি।খুলে যাবে যথা সময়ে,সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে।ফেসবুকই প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।একেক দেশের জন্য একেক নিয়ম।স্বাধিনতা মানে কিন্তু অন্যকে ধ্বংস করা নয়।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৪

খেয়া ঘাট বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬

আরণ্যক রাখাল বলেছেন: ওদের মাথায় ঝাঁকি দিয়ে, ইচ্ছে করে বলি গিয়ে
মুক্ত দুনিয়ায় তোমরা কেন বুদ্ধিবোকা হবে
ফেবুও নাই, ভাইবারও নাই -এই যন্ত্রণা আর কতদিন রবে
চরম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.