নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের কেরাণী

০১ লা ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২০


"ফেসবুকের কেরাণী"

মুখবই বলে দেয় কোন নায়কের গোঁফ লাল
কোন নায়িকার জুতোতে গন্ডারের ভোঁতা ছাল।
কোন নায়িকা মাঝরাতে চুক চুক দুধ খায়
কোন নায়ক বাথরুমে ন্যুড হয়ে গান গায়।

কোন রাজা হিসুপানে আমোদে যায় হেসে
মরা লাশ কীভাবে খাড়া হয়ে ওঠে বসে।
কোন ছাগল গাছে চড়ে মনের সুখে গায় গান
বারমুডা ট্রায়াঙ্গেলে কে জাহাজে মারে টান।

কোন ফুলে লাশের মতো উৎকট গন্ধরে,
টয়লেটের রঙ কি হোয়াইট হাউসের অন্দরে
কোন দেশের বাদশাহ ক্ষেত করে চাষা হয়,
সানি, মাধু, সানিয়া কি পরে রাতে শোয়।

কোন কাওয়া পটি করে আইফল টাওয়ারে,
তাজমহল গড়ে দেয় কোন প্রেমিক প্রিয়ারে।
জটিল সব রোগ সারে স্ট্যাটাস সমাচার
বিনে পয়সায় চিকিৎসায় মুখবই ডাক্তার ।

অভিমানী প্রেমিকার গাল ফুলে বায়না,
ঝিম মেরে বসে ভাবে লাইক কেন পায়না।
চাচা মিয়া চ্যাট করে নাম বলে সালমান,
জ্যাটিমাও কম না বলেন উনি রুপবান।

কোন ছাগ বাঘের গালে আদরে চুমা খায়
মর্জিনা ডেটে দেখে এ যে তার মামা হায়!
নেতা নেত্রীর শ্লোগানে মুখবই ভেসে ওঠে
কান কথা ওয়ালে আসে, কে কার পা চাটে।

সেলফিতে মজে থাকে কত ছেলে -ললনা,
সেলিব্রেটি হয়ে যায় অগা,মঘা, জরিনা
হিবিজিবি পাতাগুলো কপি করে মমতায়
অলৌকিক কত কিছু ফটোশপের ক্ষমতায়।

ছেলেরবেটি,মেয়েরবেটি,মুখবইয়ে রাজরাণী
হাত খুলে লিখি আমি ফেসুবকের কেরাণী।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার :)

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান সাহেব :)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩০

সুলতানা রহমান বলেছেন: সব মজার কথা! তবে সবাই খালি ফটোশপের কথা কয় …… :D

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪০

খেয়া ঘাট বলেছেন: ফটোশপের কথা কিন্তু বৃথা নয় :) :)

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০

সুমন কর বলেছেন: আপনার এ কবিতা হয়তো সবাই বুঝবে না !!

ভালো লিখেছেন।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

খেয়া ঘাট বলেছেন: না বুঝলেতো কপাল খারাপ :)

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

কল্লোল পথিক বলেছেন: মুনে করেনযে যা লিখেছেন না

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

খেয়া ঘাট বলেছেন: বুঝি নাইক্কা :) :) :)

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২

আরণ্যক রাখাল বলেছেন: ফেবু নিয়ে সবচেয়ে বেশি পোস্ট আপনিই দিয়েছেন!

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

খেয়া ঘাট বলেছেন: সুন্দর একখান চিকুন কাঁটা দিয়ে খোঁচা দিলেন :) :)

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

ফেরদৌসা রুহী বলেছেন: ছেলেরবেটি,মেয়েরবেটি,মুখবইয়ে রাজরাণী
হাত খুলে লিখি তবু ফেসুবকের কেরাণী।
:-B

সবগুলো কথায় ঠিক।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

খেয়া ঘাট বলেছেন: ) :) :) :) :)

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

হাসান মাহবুব বলেছেন: দুর্দান্ত স্যাটায়ার!

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

খেয়া ঘাট বলেছেন: :) :) :) :) :) :)

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

অন্ধবিন্দু বলেছেন:
হাত খুলে লিখি তবু এইখানেইতো সমস্যা ! উচিত ছিলো মাথা খুলে লেখার ;) খেয়াঘাট, বেকার সময় পাস করছেন নাকি ? পরপর পোস্ট দেখছি। আরেকটু রয়ে-সয়ে লিখুন যেমনটি আপনার শেষ লিখাটিতে(ইজ্জত) দেখলুম। হুম।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

খেয়া ঘাট বলেছেন: আপনার সম্মানার্থে লাইনটি বদলে দিলাম :) :) :)

আরেকটু রয়ে-সয়ে লিখুন যেমনটি আপনার শেষ লিখাটিতে(ইজ্জত) দেখলুম। হুম। :) :) :)
গরীবের আবার ইজ্জত। ব্লগই ভরসা :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.