![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করেন-আমি আপনাকে দেখতে চেয়েছি।
আপনি হাসপাতালে আছেন শুনে ছুটে এলাম।
সাথে নিয়ে এসেছি আপনার প্রিয় খাবার।
আপনার মন ভালো হওয়ার জন্য রজনীগন্ধা ফুল।
আমার প্রেমিকারও আপনাকে দেখতে আসার কথা।
ও আসছে না কেন? নিশ্চয়ই খুঁজে পাচ্ছেনা।
বোকা মেয়ে! মাথায় বুদ্ধি একটু কম।
একটা ফোনও তো করতে পারতো। করছেনা কেন?
হায়! হায়!! বোকাতো আমি। আমার ফোনে যে চার্জ নেই।
কখন থেকে মরে পড়ে আছে। একেতো বাঁচাতে হবে।
সেই জন্যইতো আমি ফোনের চার্জ দিতে গিয়ে-
আপনার লাইফ সাপোর্টের প্লাগটাই খুলে ফেললাম।
আর আপনি এই প্রিয় ফুলের গন্ধ না নিয়ে,
এই খাবারগুলো না খেয়ে হঠাৎ করে চলে গেলেন।
আমার প্রিয়তমা এতো কষ্ট করে এসে-
আপনাকে দেখতেই পাবেনা।
আহা! বেচারীর মন খারাপ হবে।
ফুলগুলোর কি হবে?
নিশ্চয়ই ওর হাতেও ফুলের তোড়া থাকবে।
যাক, তারপরও ভালো হয়েছে। তাইনা?
ফোনের চার্জ হলো বলেইতো-
আমার প্রিয়তমা এখন আমাকে ঠিক ঠিক খুঁজে পাবে।
আপনি যে চলে গেলেন-সেই কথাটাও আমি-এই আমি
সবার আগে ফোন করে সবাইকে জানাতে পারবো।
আপনি জেগে থাকলে -আমার বুদ্ধিতে নিশ্চয়ই খুশিই হতেন।
মিষ্টি হেসে বলতেন- তোমাদের বুদ্ধিগুলো খুব ভালোতো- ভালো না।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
খেয়া ঘাট বলেছেন: এটা সমপূর্ন আমার ব্যর্থতা। বিনম্র ধন্যবাদ রইলো ভাই।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২
কাজী মেহেদী হাসান। বলেছেন: খুব ভালো স্যাটায়ার কবিতা। সাধুবাদ
তবে একটা বানান বিভ্রাট চোখে লেগেছে।
ছোটে এলাম<ছুটে এলাম
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
খেয়া ঘাট বলেছেন: বানানটি ঠিক করে দিলাম। ভুলটি ধরিয়ে দেয়ার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
হাসান মাহবুব বলেছেন: যান্ত্রিক দেখানেপনা আর ফর্মালিটিজ ধ্বংস করে দিচ্ছে মানবিকতা, মায়া, মমতা। চমৎকার ব্যঙ্গ।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০
অতঃপর হৃদয় বলেছেন: এত বড় মাপের লেখা আমার ছোট মাথায় ঢুকবে না।