নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

শান্তির পায়রা

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

পাকিস্তান মাথামোটা, ইণ্ডিয়া হলো চোর।
আমেরিকা বিশ্বপুলিশ , শান্তি কত দূর?
ইসরাইল ধূর্ত শিয়াল, সৌদি হলো ভণ্ড
জাতিসংঘ আম্রিকার গরীব মারার দণ্ড।

বৃটিশ জাত সেয়ানা, রাশিয়া গাড় ত্যাড়া
চায়না চামে আছে,সব দিকেই কান খাড়া।
আফ্রিকায় সম্পদ আছে সমস্যা স্বভাবে,
পাণ্ডা সব রাজা হয়, প্রজা থাকে অভাবে।

তৃতীয় বিশ্বের গণতন্ত্রে চলছে শুধু দূর্নীতি,
ছদ্মবেশী রাজতন্ত্রে বাড়ছে কেবল দূর্গতি।
মধ্যপ্রাচ্যের উজবুক মদ, নারী, বিলাস
ওআইসি ঘুমিয়ে ফিলিস্তিনের গলায় ফাঁস।

এডিবি আর বিশ্বব্যাংক রক্তচোষা কারবারী,
আইএমএফ করে যায় পরের ধনে পোদ্দারী।
ন্যাটো আর ওয়ারশ দুনিয়ার সমরবাজ,
বোমা আর টমাহকে বিশ্বজুড়ে করছে ত্রাস।

শান্তির পায়রা আজ বন্দী হয়ে পিঞ্জরে ,
মানুষের রক্তখুন খুনী সীমারের খঞ্জরে।
বিশ্বাসহন্তার মানুষ আজ কাড়ছে মানবপ্রাণ,
যুদ্ধের মাঝে জন্মে শিশু পাচ্ছে বোমার ঘ্রাণ।
আগামীর শিশুরা ফুল হয়ে হেসে ওঠুক,
বিশ্বজুড়ে মানবতার শান্তির পায়রা উড়ুক।







মন্তব্য ৪৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

মাকড়সাঁ বলেছেন: দারুন হইছে

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

আত্মবিশ্বাসী লেখক বলেছেন: সত্যি আজ মানবতা বিপন্ন।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

খেয়া ঘাট বলেছেন: আত্মবিশ্বাসী লেখক বলেছেন: সত্যি আজ মানবতা বিপন্ন
বিনীত ধন্যবাদ

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

আহলান বলেছেন: ঠিকই বলেছেন

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইজান।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

সায়েদা সোহেলী বলেছেন: এইভাবে সবকিছু একবারে বলে দিলে কিভাবে চলে . . . . .অন্য গ্রহে প্লট বুকিং দিয়ে রেখেছেন নাকি! ??


বিশ্বজুড়ে মানবতার শান্তির পায়রা উড়ুক। , । ,সেই প্রত্যাশা সকলের

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

খেয়া ঘাট বলেছেন: অন্যগ্রহে না। মাটির নীচে ---মর্টগেজ ছাড়া প্লট , ভালো না সাসো আপু ।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

আমি মিন্টু বলেছেন: সত্য কথাগুলো বলার জন্য অনেক ধন্যবাদ ; :)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

মাহমুদা আক্তার সুমা বলেছেন: শান্তির পায়রা আজ বন্দী হয়ে পিণ্জরে,
মানুষের রক্তখুন খুনী সীমারের খণ্জরে।
আগামীর শিশুরা ফুল হয়ে হেসে ওঠুক,
বিশ্বজুড়ে মানবতার শান্তির পায়রা উড়ুক।

সুন্দর।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

গোধুলী রঙ বলেছেন: চমৎকার কবিতা। আমিও আশা করি

আগামীর শিশুরা ফুল হয়ে হেসে ওঠুক,
বিশ্বজুড়ে মানবতার শান্তির পায়রা উড়ুক।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০

আমি উম্মাদ বলেছেন: সত্যিই অসাধারণ লিখেছেন। চমৎকার

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১২

খেয়া ঘাট বলেছেন: বিনম্র ধন্যবাদ রইলো

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

ইছামতির তী্রে বলেছেন: চমৎকার কবিতাটা শুনে এটাই মনে হচ্ছে, কই যামু,

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

খেয়া ঘাট বলেছেন: যাবার জায়গা নাই.... :(

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *কালোর মাঝে যেকয়টা ভালো আছেন,তাদের সংখ্যা বাড়ান এবং উত্তরসূরীদের উন্নত মানসিকতায় গড়ে তুলুন তবেই আগামী পৃথিবী হাসবে আত্মগৌরবে ।*

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

খেয়া ঘাট বলেছেন: আপনার মন্তব্যে অনেকগুলো++++++++++++++++++++++++++++++++++++++++++
বিনীত ধন্যবাদ।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন। প্লাস।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ সুমন ভাই।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

নেক্সাস বলেছেন: দারুন ! দারুন!! দারুন !!!

অনেকদিন পর সুন্দর একটা কবিতা পড়লাম

তবে---

আগামীর শিশুরা ফুল হয়ে হেসে ওঠুক,
বিশ্বজুড়ে মানবতার শান্তির পায়রা উড়ুক।

এই লািন গুলোর আগে আরো দুটি লাইন হলে ভাল হত। এই দুই টা লাইন বাকি লাইনগুলোর সাথে ছন্দে একটু সংঘর্ষ আছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

খেয়া ঘাট বলেছেন: একেবারে যথার্থ বলেছেন।
আরো দুলাইন লিখা দরকার ছিলো। ঐ সময় আর কিছু লিখার জন্য খুঁজে পাচ্ছিলাম না। বেশ কিছু লাইন লিখার পর ঐ জায়গায় এসে আটকে আছি। কি আর করা। কেউ সাহায্য করলে প্রীত হবো।

আপনার সমালোচনার জন্য দারুণ একটা ধন্যবাদ ভাইজান।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

আবু শাকিল বলেছেন: বাহ ! মুগ্ধ পাঠ ।
মজার করে কবিতায় চমৎকার সত্যি কথা বলে গেলেন ।
ধন্যবাদ আরিফ ভাই ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো শাকিল ভাই।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাই দুঃখ পেলাম ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

খেয়া ঘাট বলেছেন: দুঃখ থেকেই লিখা দাদা। ধন্যবাদ রইলো।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

হাসান মাহবুব বলেছেন: সবাইকে বেশ এক হাত নিলেন B-) ভালো লাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ হামা ভাই।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

অন্ধবিন্দু বলেছেন:
দেশ/জাতিকে যেভাবে সর্বনাম বিশেষণ করলেন; আমি সমর্থন দিতে পারছিনে। তবে বাস্তবিকতায়- ছড়া মন্দ হয় নাই। মন্তব্যে ডাঃ প্রকাশ চন্দ্র রায় যথার্থ বলেছেন।

*পিঞ্জর খঞ্জর

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

খেয়া ঘাট বলেছেন: বানানগুলো ঠিক করে দেয়ার জন্য বিনম্র ধন্যবাদ। এডিট করে ঠিক করে দিলাম।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার লেখা +++++++++++++++++

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

ফেরদৌসা রুহী বলেছেন: সব কিছুই তো বলে দিলেন।

কিন্তু কে শুনে কার কথা

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭

খেয়া ঘাট বলেছেন: কোথাও কেউ নাই ;( :( :(

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

গেম চেঞ্জার বলেছেন: সবই এক কবিতায়............. :||

(কবিতা দারুণ হয়েছে)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

খেয়া ঘাট বলেছেন: তাজা ধন্যবাদ নেন।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

অনিক বলেছেন: দারুন লিখেছেন। ১০০/১০০।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।

২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২

শাহজালাল হাওলাদার বলেছেন: এমনি করে মোরা বলতেই থাকব, দুর্গম গিরি পথে চলতেই থাকব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.