![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের সমস্ত মুগ্ধতায় ভালোলাগার আবেশে
মৃদু বাতাসে দোল খাওয়া রুপালী ধানের শীষে -
যদি আমি পুলকিত হই, তুমি আমায় বিএনপি বলো
বন্ধু তুমি বেশী বুঝ, সবকিছুতেই রাজনীতি খুঁজো।
শ্রাবণ নদীতীরে সূর্যস্রোতের এক নীরব সন্ধ্যায়
বুকের জানালায় লেগে থাকা উদাস পাল নৌকায়
যদি শিহরিত হই,তুমি আমায় আওয়ামীলীগ বলো
বন্ধু তুমি বেশী বুঝ, সবকিছুতেই রাজনীতি খুঁজো।
স্বাধীনতার একসাগর রক্তস্নাত ভেজা মাটির সাথে -
রক্তসাগর পেরিয়ে উড্ডীয়মান লাল-সবুজ পতাকাতে
জয়বাংলা শ্লোগানে যদি গর্বিত হই-তুমি চমকে ওঠো।
বন্ধু তুমি বেশী বুঝ, সবকিছুতেই রাজনীতি খুঁজো।
সময়ের সাথে স্নায়ুর স্পন্দনে ভালোলাগার টানে,
বাংলাদেশ জিন্দাবাদ হৃদয়ে মিশা যাওয়া শ্লোগানে
যদি মুখরিত হই, তুমি অবাক হয়ে চমকে ওঠো।
বন্ধু তুমি বেশী বুঝ, সবকিছুতেই রাজনীতি খুঁজো।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম-
বাংলার এক অমর, অক্ষয়,বিপ্লবী কবিতার নাম
বঙ্গবন্ধুকে যদি আমি হৃদয়ে ধারণ করি-তুমি মাথা খুটো
বন্ধু তুমি বেশী বুঝ, সবকিছুতেই রাজনীতি খুঁজো।
নয়মাস রক্তভেজা মাটিতে হামাগুড়ি দেয়া
২৬ শে মার্চ স্বাধীনতার ডাক দেয়া জিয়াকে
শহীদ প্রেসিডেন্ট বললে তুমি মাথা খুটো,
বন্ধু তুমি বেশী বুঝ, সবকিছুতেই রাজনীতি খুঁজো।
নদীমাতৃক বাংলার জলে ভাসা পাল তোলা নৌকা আমার,
অবারিত সবুজের মাঠে দোলা রূপালী ধানের শীষ আমার,
লাল কৃষ্নচূড়া,রক্তকরবি, দোয়েল,কোয়েলের ঠোঁটে
৫৭ হাজার বর্গমাইলের মাটির প্রতিটি কণায় মিশে থাকা
বিজয়ের মূলমন্ত্র জয়বাংলা শ্লোগান আমার ।
বাংলাদেশ জিন্দাবাদ,চিরজীবী হোক বাংলা আমার -
আমার শান্ত হৃদয়টাকে এক ভালোলাগায় ভরিয়ে দেয়।
আমি শেরেবাংলা, সোহরাওয়ার্দী, ভাষাণী-
আমি তিতুমির,ক্ষুদিরাম, সুর্যসেনের সেনানী,
এই মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা সব
হিন্দু, বৌদ্ধ, শিখ, খৃষ্টান, মুসলমান যত মানব-
সবাইকে নিয়েই আমার ভালোবাসা, প্রাণ।
আমি পালতোলা নৌকায় বসে, ধানের শীষের বোঝা মাথায় রেখে,
জয়বাংলা শ্লোগান বুকে নিয়ে, বাংলাদেশ জিন্দাবাদের কথা বলে-
এই দেশটাকে একসাথে ভালোবেসে যেতে চাই।
বিজয়ের ৪৪ বছরে বন্ধু এসো এবার আমার হাতটি ধরো,
ঘৃণা আর প্রতিহিংসা নয়, ভালোবাসা আর সাম্যের চেয়ে নেই কিছু বড়।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৩
হাসান মাহবুব বলেছেন: সেই আশাই করেন আর কী!