নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী তোমার হয়েছে কি? না কি পৃথিবীর মানুষগুলোর হয়েছে কি বুঝতে পারছিনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩১



পৃথিবী তোমার হয়েছে কি? না কি পৃথিবীর মানুষগুলোর হয়েছে কি বুঝতে পারছিনা।

স্কুল ভালো না লাগলে আমরা স্কুলে যেতাম না। বড়জোড় স্কুল পালাতাম। বন্ধুদের সাথে সমস্যা হলে কথাকাটাকাটি। একেবারে সর্বোচ্চ পর্যায়ে ক্রোধের বহিঃপ্রকাশ হতো কিল ঘুষিতে। আজ আর সেই যুগ নেই। কিছুদিন আগে বাংলাদেশের এক পত্রিকায় দেখলাম সামান্য কিছু টাকা আর সেলফোনের জন্য -অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক বন্ধু তার প্রিয় বন্ধুকে জবাই করে খুণ করেছে। এই ছবিটি দেখেন , কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। পন্চমশ্রেণীতে পড়া নিউজার্সীর এই ছেলেটি বোমা তৈরী করেছে পুরো স্কুল ঘর বোমা দিয়ে উড়িয়ে দেয়ার জন্য। কারণ- ওর স্কুল ভালো লাগেনা।

গতবছর একটা ঘটনা পড়েছিলাম। মনে হয় ভার্জিনিয়া অথবা অন্য কোনো রাজ্যে। কয়েকটি কিশোর ছেলে-কালাশনিকভ রাইফেল নিয়ে ইচ্ছেমতো গুলি করে সাত আটজনকে মেরে ফেললো। কারণ হলো- ছুটির দিনে ঘরে বসে থাকতে থাকতে ওদের আর ভালো লাগছিলোনা।ওদের মন চাচ্ছিলো উত্তেজনাকর কিছু একটা করতে। এইরকম ঘটনাগুলো বলতে গেলে বিরামহীন ভাবে ঘটেই যাচ্ছে।

আরেকটি ছবি দেখুন- আদরের পোষা কুকুরটিকে শিশুর সাথে এক ঘরে রেখে মা বাইরে গিয়েছিলেন অল্প সময়ের জন্য কেনাকাটা করতে।ঘরে ফিরে দেখেন-মেঝেতে চোপ চোপ রক্ত। তাড়াতাড়ি শোয়ার ঘরে দৌড়ে গিয়ে মা দেখেন- পোষা কুকুরের মুখে রক্তের দাগ আর চারবছরের সন্তানের ক্ষতবিক্ষত মৃতদেহ কয়েক টুকরো হয়ে এদিকে ওদিকে পড়ে আছে। পোষাকুকুরের হাতে এভাবে খুণ হওয়া ঘটনাগুলোও কম নয়। প্রায় শুণা যায়। পোষা কুকুর যতই পোষা হোক ও তো কোনোদিন শিশু হবেনা।

এইযে, গত কয়েকদিন আগের ঘটনাটি দেখুন। ২৭ আর ২৮ বছরের দম্পতি। ঘরে আছে ৬ মাসের ফুটফুটে আদরের সন্তান। এই সন্তানকে পৃথিবীতে একা ফেলে রেখে এরা তরতাজা ১৪ জন মানুষকে মেরে ফেললো। এই মানুষগুলো ছিলো কারা মা-কারো বাবা। কারো ভাই, কারো স্নেহময়ী সন্তান। ওরা মারলো, নিজেরাও মরে গেলো।

কিছুদিন আগে সৌদি সরকার সমকামীতার অভিযোগে একটি ঘোড়াকে মেরে ফেললো। এই অন্চলে এতো নবী রাসুল পাঠানো হলো-তারপরও এই বর্বরগুলো আর মানুষ হলোনা।

আমেরিকার মানুষগুলোর বন্দুকপ্রীতি আর কুকুরপ্রীত কমলো না। আপনি যতই যুক্তি দেখান- পৃথিবীর সব যুক্তিগুলো একসাথে করলেও কুকুরের কামড়ে মর্মান্তিকভাবে খুণ হয়ে যাওয়া এই হতভাগা শিশুটি আর কোনোদিন মায়ের কোলে ফিরে আসবেনা। রাইফেলের গুলিতে খুণ হয়ে যাওয়া এই মানুষগুলো পৃথিবীর আলো বাতাসে আর কোনোদিনও নিঃশ্বাস নিবেনা।

গত কয়েকবছরের ভিতরে জাপানে বন্দুকজনিত খুনের ঘটনা একটাও ঘটেনি। সৌদিতে কুকুরে কামড়ে কোনো মানুষ মারা যায়নি।
কারণ- জাপানে বন্দুক আর বন্দুকের গুলি পাওয়া রীতিমতো পাতালের গহীনে নেমে স্ফটিক পাথর কুড়িয়ে আনার মতো কঠিন। ঠিক তেমনি সৌদিতে পিটবুল জাতীয় বিপদজনক কুকুরগুলো সম্পূর্ননিষিদ্ধ। এই গত মাসের ১২ তারিখের এ্যংলোইনফোতে লিখা-"Dangerous breeds of dogs are not allowed to enter"

অথচ, এই আমেরিকায় দোকানে গিয়ে ক্যান্ডি কিনে মুখে দেয়া যেমন সোজা। ঠিক তেমনি গানস্টোরে গিয়ে রাইফেল কিনে বন্দুকে গুলি ভরাও সোজা।ক্যান্ডি চুষতে চুষতে ভালো লাগলো না। মুখ থেকে ফেলে দিলেন। ঠিক তেমনি -বন্দুক নিয়ে খেলতে খেলতে ভালো লাগলো না এদিক ওদিকে শ্যুট করে বসলেন। এইতো গতমাসে একটি ছোট শিশু বন্দুক নিয়ে খেলতে খেলতে নিজের বাপকে গুলি করে বসলো। বন্দুকের গুলিতো আর বুঝেনা কে বাপ আর কে ভাই।

যেকোনো পশু প্রাণীর প্রতি সদয় হওয়া এক কথা । আর বিপদজনক পশুকে সন্তানভেবে নিজের শিশুর সাথে খেলতে দেয়া, ঘুমোতে দেয়া, খাবার দেয়া সম্পূর্ণ ভিন্ন কথা। মানুষের মন হুটহাট বিগড়ে যায়। ভালো মানুষ সাইকোতে পরিণত হয়। আর কুকুরতো কুকুরই।
এই কয়দিনে ঘটে যাওয়া- ছোট শিশুর বোমা তৈরী করা, আরেকটি হতভাগা শিশু কুকুরে কামড়ে মারা যাওয়া, একটি অবুঝ পশুকে খুণ করে মেরে ফেলা, প্রতিষ্ঠিত দম্পত্তির গুলিতে নিরীহ মানুষগুলোর প্রাণ হারানো- সবকিছু মিলে যেন এক অসস্থিকর অবস্থা চারপাশে।

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

বনমহুয়া বলেছেন: খুব ভালো পোস্ট। মানুষের নিজেদের নির্বুদ্ধিতাই এসব পরিনতির কারণ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

খেয়া ঘাট বলেছেন: মানুষের নিজেদের নির্বুদ্ধিতাই এসব পরিনতির কারণ।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৩

সুমন কর বলেছেন: এই কয়দিনে ঘটে যাওয়া- ছোট শিশুর বোমা তৈরী করা, আরেকটি হতভাগা শিশু কুকুরে কামড়ে মারা যাওয়া, একটি অবুঝ পশুকে খুণ করে মেরে ফেলা, প্রতিষ্ঠিত দম্পত্তির গুলিতে নিরীহ মানুষগুলোর প্রাণ হারানো- সবকিছু মিলে যেন এক অসস্থিকর অবস্থা চারপাশে। -- একদম ঠিক বলেছেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১

খেয়া ঘাট বলেছেন: কেমন যেন গুমোট পরিবেশ। চারপাশে অসংখ্য ভয়।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

শাশ্বত স্বপন বলেছেন: ২৭ আর ২৮ বছরের দম্পতি। ঘরে আছে ৬ মাসের ফুটফুটে আদরের সন্তান। এই সন্তানকে পৃথিবীতে একা ফেলে রেখে এরা তরতাজা ১৪ জন মানুষকে মেরে ফেললো।


কারণটা কি?

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১

খেয়া ঘাট বলেছেন: কারণটা এখনো জানা যায়নি। কোনো কিছুর সাথেই কোনো কিছুর মিলছেনা।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

প্রামানিক বলেছেন: খুব ভাল পোষ্ট। ধন্যবাদ

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

মাধব বলেছেন: ভয়ংকর পৃথিবী, ভয়ংকর বাংলাদেশ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২

খেয়া ঘাট বলেছেন: কেমন যেন গুমোট পরিবেশ। চারপাশে অসংখ্য ভয়।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৪

বাংলার জামিনদার বলেছেন: বেড়েছে লাগামহীন ভোগবিলাস, আর সাথে তা না পাওয়া বন্চিতের হাহাকার, জিদ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

জাহিদ হাসান মিঠু বলেছেন:
কোথায় আমাদের গন্তব্য ?

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩

খেয়া ঘাট বলেছেন: পৃথিবীর বয়স হচ্ছে। বুড়ো হচ্ছে পৃথিবী। আলজাইমার পৃথিবীর চিন্তা প্যারালাইজড।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

কিছু জানিনা বলেছেন: ভাল বলেছেন...

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:

৬ মাসের ফুটফুটে আদরের একমাত্র সন্তান।
এই সন্তানকে পৃথিবীতে একা ফেলে রেখে এরা তরতাজা ১৪ জন মানুষকে মেরে ফেলা?

সন্তান টন্তান বুঝিনা। কাফের মারতে পারলে সাথে সাথে বেহেস্ত। জান্নাতুল ফেরদউস। এর উপরে কিছু আছে?

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫

খেয়া ঘাট বলেছেন: না ভাই। এইভাবে চিন্তা করা ঠিকনা। সেইজন্যই অনেক সমস্যার সমাধান হচ্ছেনা।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

দিগন্ত জর্জ বলেছেন: কী মর্মান্তিক। মানসিক বিকারগ্রস্থ এরা। ভালো লিখেছেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: পৃথিবী দিনদিন অসস্থি থেকে অসস্থিকর হয়ে চলেছে । যে সব ঘটনা কথা মানুষ আগে কল্পনায়ও আনতো না সেসব ঘটনা এখন অহরহ ঘটে । আপনার লেখায় সুন্দরভাবে ফুটে উঠেছে এই সব বিকৃত মস্তিস্কের ঘটনাগুলো ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০

কল্লোল পথিক বলেছেন: নুতুন কিছু নয়।
এগুলো আগেও ছিল,এখনও আছে
ভবিষ্যৎ ও থাকবে।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

খেয়া ঘাট বলেছেন: না, আগে দশ বছরের শিশু কোনোদিন বোমা বানায়নি।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

মুদ্‌দাকির বলেছেন: ছেলে টা কি মুসলমান ? মাদ্রাসার নাম কি ?

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭

খেয়া ঘাট বলেছেন: ছেলেটা মুসলমান না। মুসলমান হলে নাম ঠিকানা সব এতোক্ষণে জেনে যেতেন।
আপনার মন্তব্য বুঝতে পেরেছি।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

মাঝেমাঝে মনে হয় পৃথিবীর এই প্রান্তটির চেয়ে সুখ আর কোথাও হয় না।

কিন্তু এই চিন্তা বেশিক্ষণ স্থায়ী হয় না :(

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮

খেয়া ঘাট বলেছেন: ভালো বলেছেন মাম ভাই।

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

নীলসাধু বলেছেন: হু। চারিদিক শুধু অ্ন্ধকারের হাতছানি।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯

খেয়া ঘাট বলেছেন: এমনতো হওয়ার কথা ছিলোনা।

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
রাজ্য নেই খলিফা নেই, নেই যুদ্ধ কৌশল, নেই জয়লাভের কৌশল। সুধু মানুষ হত্যা, এ কোন যেহাদ?
হতভাগ্য রিজওয়ানদের কোন মেসেজ ছিলনা, অযুহাত ছিল না, দাবীও ছিল না।
সুধু লক্ষ একটাই। কিছু কাফের মেরে শহিদ হব। এরপর ঝলমলে জান্নাত!
ওরা জংগি নয় তবুও

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: হয়তোবা অন্য কোনো কারণ আছে।

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

মায়াবী রূপকথা বলেছেন: ভাল পোস্ট। শুভ বুদ্ধির উদয় ঘটুক সবার ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫

আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট ,



ঠিকই বলেছেন ------ আলজাইমার পৃথিবীর চিন্তা প্যারালাইজড।
পৃথিবীর মানুষগুলোকে আসলেই আলজাইমার রোগে ধরেছে । আর তাই ধীরে ধীরে তাদের গ্রে-ম্যাটার প্যারালাইজড হয়ে যাচ্ছে ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

খেয়া ঘাট বলেছেন: তাই ধীরে ধীরে তাদের গ্রে-ম্যাটার প্যারালাইজড হয়ে যাচ্ছে । +++++++++

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

আবু শাকিল বলেছেন: ঘটনা গুলো মর্মান্তিক এবং ভয়াবহ । মায়াবী রূপকথা মত আমিও বলি - শুভ বুদ্ধির উদয় ঘটুক সবার ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮

খেয়া ঘাট বলেছেন: শুভ বুদ্ধির উদয় ঘটুক সবার ।

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১

আমি মাধবীলতা বলেছেন: আর ভালো লাগেনা ! কবে পাবো একটা নিরাপদ,সুস্থ,সুন্দর বেঁচে থাকার স্থান ??? আর তো জায়গা নেই ! একটাই তো পৃথিবী !

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩

খেয়া ঘাট বলেছেন: আর তো জায়গা নেই ! একটাই তো পৃথিবী ! - ++++++

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

আলি জুয়েল বলেছেন: শুভ বুদ্ধির উদয় ঘটুক সবার ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩

খেয়া ঘাট বলেছেন: শুভ বুদ্ধির উদয় ঘটুক সবার । +++++++

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

মাহমুদা আক্তার সুমা বলেছেন: কুকুর এর সাথে থাকতে থাকতে মানুষগুলো কুকুর হল নাকি কুকুর গুলো...........

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

খেয়া ঘাট বলেছেন: ভালো বলেছেন আপু।

২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ একটি পোস্ট। আমরা দিন দিন যেন যান্ত্রিক হয়ে যাচ্ছি ----- আমরা কিছুতেই নিজেদের সন্তানদের আদর, স্নেহ, মায়া মমতার বন্ধনে আটকে রাখছি না, আমরা সন্তানদের সময়ই দিচ্ছি না, কিছুতেই সন্তানদের কি করা উচিত এবং কি করা উচিত নয় তা গল্পের ছলে বলছি না ---আর এর ভিতর দিয়ে যা সর্বনাস তা করে ফেলছে, তারা নিজের ভিতর এক ধরণের জগত তৈরি করে ফেলছে -- এক সময় সবচেয়ে প্রিয় সন্তানটি বিপথগামী হয়ে পড়ছে --------

আর কোন কোন মানুষ না জেনে না বুঝে নিজেকে জেহাদী হিসেবে উৎসর্গ করছে, একটা চক্র তাদেরকে বোঝাচ্ছে, তারাও সেই জালে পা দিচ্ছে ----- আর যারা তাদেরকে এই ভুলপথে পরিচালিত করছে তারা ফায়দা লুটছে -------

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

খেয়া ঘাট বলেছেন: খুব সুন্দর বলেছেন আপু।

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪৬

অন্তরন্তর বলেছেন:
অসাধারন পোস্ট। আমার কেন জানি মনে হয় মানুষ যত প্রযুক্তিগতভাবে আগাচ্ছে ততই বেশি নৃশংস হচ্ছে, মানুষের পদস্খলন
এমন পর্যায়ে এখন আছে তাতে নিজেকে মানুষ বলতে লজ্জা হয়। ভাল থাকুন সর্বদা।

২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪০

হাসান মাহবুব বলেছেন: ধরণী মাতার মন খারাপ। প্রতিদিনই তার সন্তানেরা একে অপরকে মারছে। এর কোন শেষ নেই।

কিছুদিন আগে সৌদি সরকার সমকামীতার অভিযোগে একটি ঘোড়াকে মেরে ফেললো। এইডা কেমনে কী! লিংক দেন দেহি।

২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.